অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত

Last Updated on 2 months by Shaikh Mainul Islam

চলার পথে ব্যাংক লোন নিতে হয় না এমন মানুষের সংখ্যা একদমই কম। আজকে আমাদের ৫১ নাম্বার ব্লগে আমরা জানবো অগ্রণী ব্যাংক লোন নিয়ে বিস্তারিত। জানতে পারবো অগ্রণী ব্যাংকের লোনের ধরন, লোনের সুদের হার। 

অন্যান্য ব্যাংকের তুলনায় অগ্রণী ব্যাক লোন নেওয়া এবং পরিশোধ করা সহজ। এছাড়া বেশ কিছু ধরন রয়েছে অগ্রণী ব্যাংকের লোন গ্রহণের। আজকের আর্টিকেলটি Agrani Bank Loans সম্পর্কে খুব সহজ ভাবে বুঝতে সহায়তা করবে। 

চলুন জেনে নেওয়া যাক, কেন লোন করার জন্য অগ্রণী ব্যাংক সেরা। কয় ধরনের লোন দিয়ে থাকে Agrani Bank Loans বিভাগ। কিভাবে খুব সহজেই অগ্রণীতে লোণ পাওয়া যায়। Agrani Bank Loans পাওয়ার যোগ্যতা সমূহ সহ অগ্রণী ব্যাংক সম্পর্কিত আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক।

লোন করার জন্য অগ্রণী ব্যাংক কেন সেরা

 দেশের প্রথম শাড়ির ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক বরাবরই একটু বেশি সুযোগ সুবিধা এবং সেবা দিয়ে আসছে তাদের গ্রাহকদের। বিশেষ করে লোন করার ক্ষেত্রে যেমন সুদের হার তুলনামূলক কম তেমন লোন পাওয়া সহজ। এছাড়া ৭ ধরনের লোন দিয়ে থাকে এই ব্যাংক। যা অন্যান্য ব্যাংকের লোনের থেকে এগিয়ে। এর মধ্যে একটি লোনের ধরন হলো “যে কোনো কাজের জন্য লোন”। 

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন Agrani Bank Loans অন্যান্য ব্যাংকের থেকে সেরা। সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি খুব সহজেই বুঝতে পারবেন, কেন অগ্রণী ব্যাংক লোন তুলনামূলক সেরা। এবার এক এক করে অগ্রণী ব্যাংকের সব প্রকার লোনের ধরন সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।

অগ্রণী ব্যাংক লোনের ধরন সমূহ । কয় ধরনের লোন দেয় অগ্রণী

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশ সেরা অন্যতম Agrani Bank সাত ধরনের লোন দেয়। এছাড়াও একটি লোন যা (যে কোনো কাজের জন্যে লোন) নামে পরিচিত। অর্থাৎ, বুঝতেই পারছেন এই সাতটি বিষয় ছারাও যেকোনো সঠিক বিষয়ে আপনি লোন নিতে পারবেন।

নিম্মোক্ত সাত ধরনের লোন দিয়ে থাকে Agrani Bank Loans ডিপার্টমেন্ট। লোনের ধরন সাতটি হলোঃ 

১) স্বল্প মেয়াদি লোন, (স্বল্প সময়ে পরিশোধ করতে হবে)। 

২)  পেনশন ভোগীদের লোন, (অবসর প্রাপ্ত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে)।

৩) মুক্তিযোদ্ধা লোন।( মুক্তিযোদ্ধারা পাবেন)।

৪) ব্যক্তিগত লোন। (ব্যক্তিগত যেকোনো বৈধ কারণে নিতে পারেন যেকেউ)।

৫) প্রবাসী লোন, (প্রবাসিদের ক্ষেত্রে প্রযোজ্য)।

৬) গ্রিন ফিন্যান্স লোন, (পরিবেশ বান্ধব প্রকল্পে অনুমোদনকৃত)।

৭) যে কোনো কাজের জন্য পরিমাণ মাফিক লোন।

উক্ত লোন গুলো পৃথক খাতে দেয়া হয়। এসব লোন নেওয়ার রয়েছে আলাদা নিয়ম৷ তাই কিভাবে এই সকল লোন নেয়া যাবে সে সম্পর্কে এখানে আলোচনা করা হবে।আলোচনা করা হবে কি কি যোগ্যতা থাকলে লোনগুলি পাবেন সে সম্পর্কে বিস্তারিত।

স্বল্প মেয়াদের লোন । অগ্রণী লোন সিস্টেম

এই লোন সাধারণত ব্যবসার সাথে সম্পৃক্তদের প্রদান করা হয়। এই লোনের আওতাভুক্ত গ্রাহক হতে হলে নিচের সকল বিষয়ে যোগ্য হতে হবে। অর্থাৎ, নিচে উল্লেখিত সব বিষয়ে আপনাকে নিজের মধ্যে রাখতে এবং মানতে পারতে হবে। 

এবার জেনে নেওয়া যাক কিভাবে অগ্রণী ব্যাংক থেকে স্বল্প মেয়াদের লোন নেওয়া যায়। অর্থাৎ স্বল্প মেয়াদের লোন পাওয়ার যোগ্যতা এবং বিস্তারিত তথ্য।

  • অগ্রণী থেকে স্বল্প মেয়াদের লোন নিতে গ্রাহকের ১৮ থেকে ৬০ বছরের হতে হবে।
  • ছোট থেকে মাঝারি ধরনের ব্যবসায় এই লোন দেওয়া হয়। তাই লোন নিতে চাওয়া ব্যক্তির এরকম একটি ব্যবসা থাকতে হবে।
  • ব্যবসায়ীক কর্মে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যাতে ব্যবসা করে ঋণ শোধ করতে পারে।
  • স্বল্প মেয়াদের লোনের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক ৯% পর্যন্ত সুদের হার নিয়ে থাকে। তবে এটি বেশির ভাগ সময়ে এর থেকে কম হয়ে থাকে। অর্থাৎ এটি পরিবর্তন হয়ে থাকে সময়ে সময়ে।
  • অগ্রণী ব্যাংক থেকে নেওয়া স্বল্প মেয়াদি লোন পরিশোধের জন্য সর্বাধিক দুই বছর সময় দেওয়া হয়।
  • খুব কাছের এবং ইনকাম করে এমন নিকট আত্মীয়কে গ্যারান্টর থাকতে হবে। সু পরিচিত প্রতিষ্ঠিত ব্যক্তি হলেও ব্যাংক অনেক সময় এলাউ করে।
  • অগ্রণী ব্যাংক থেকে স্বল্প মেয়াদি এই লোন সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত নেওয়া যাবে।

আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক ডিপিএস চার্ট দেখে নিন

উপরের সাতটি বিষয়ে আপনার মধ্যে থাকলে আপনিও Agrani Bank থেকে স্বল্প মেয়াদে এই লোন টি পেতে পারেন।তবে বিশেষ বিশেষ পরিস্থিতিতে এর দুয়েকটি বিষয় বাদে বাকিগুলোয় যোগ্য হলেও লোন পাওয়া যায়। এজন্য আপনাকে নিকটস্থ অগ্রণী ব্যাংকের শাখায় যেতে হবে। কথা বলতে হবে ম্যানেজারের সাথে। তবেই বিস্তারিত জানতে পারবেন। আপনি স্বল্প মেয়াদে এই লোনটি পাবেন কি না জানতে পারবেন তা।

আরও পড়ুনঃ অনলাইনে মাতৃত্বকালীন ভাতা পাওয়ার উপায়

এবার জেনে নেওয়া যাক পেনশন ভোগীদের লোন নেওয়া সম্পর্কে বিস্তারিত। কি কি যোগ্যতা থাকলে পেনশন ধারীরা Agrani Bank Loans থেকে এই লোনটি পেতে পারেন জেনে নেওয়া যাক তা।

পেনশন ভোগীদের লোন । অবসরপ্রাপ্তদের লোন সম্পর্কে বিস্তারিত

সরকারি চাকুরীজীবী ছিলেন। কিন্তু এখন অবসরে আছেন, এমন ব্যক্তিদের জন্য Agrani Bank Loans ডিপার্টমেন্ট পেনশন ভোগীদের লোন নামে এই লোন চালু করেছেন। এই লোন পাওয়ার অন্যতম শর্ত হলো অবশ্যই পেনশন পাওয়া চলমান থাকতে হবে।

অর্থাৎ, পেনশন পাচ্ছেন এমন অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এই লোন নিতে পারেন। আপনি যদি অবসরপ্রাপ্ত এবং পেনশন প্রাপ্ত সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই লোন পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

এবার পেনশন ভোগীদের লোন পাওয়ার জন্য আরও যোগ্যতা সমূহ জেনে নেওয়া যাক।

  • অবসরের পর ব্যক্তির ৬৫ বছর পর্যন্ত এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
  • সর্বাধিক পাঁচ বছরের মধ্যে এই লোন পরিশোধ করতে হয়।
  • পেনশন ভোগীদের এই লোন পাওয়ার জন্য অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবী হতে হবে।
  • সর্বাধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এই লোন নিতে পারবে অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবীরা।
  • অবসরের টাকা যদি অগ্রণী ব্যাংক থেকে পেয়ে থাকেন আহলে প্রতি মাসের লোন ফি আপনার অবসরের মাসিক পেনশনের টাকা থেকে কেটে নেওয়া হবে।
  • ব্যক্তিগত তথ্যের জন্য সঠিক গ্যারান্টর নিশ্চিত করতে হবে।

উপরের ছয়টি বিষয়ে আপনার মধ্যে থাকলে আপনি পেনশন ভোগীদের জন্য Agrani Bank Loans এর এই লোনটি নিতে পারবেন।এবার জেনে নেওয়া যাক ব্যক্তিগত লোন সম্পর্কে বিস্তারিত। কিভাব অগ্রণী ব্যাংক থেকে ব্যক্তিগত লোন পাওয়া যায়। 

ব্যক্তিগত লোন । অগ্রণী থেকে ব্যক্তিগত লোন পাওয়ার উপায়

দেশ সেরা অগ্রণী ব্যাংক থেকে ব্যক্তিগত কাজে Loans নেওয়া যায়।নিচের যোগ্যতা সমূহ আপনার মধ্যে থাকলে আপনিও ব্যক্তিগত লোনটি নিতে পারবেন খুব সহজেই। চলুন জেনে নেওয়া যাক অগ্রণী ব্যাংক থেকে ব্যক্তিগত লোন পাওয়ার যোগ্যতা এবং উপায় সমূহ।

  • অবশ্যই কোনো না কোনো বেতন ভুক্ত চাকুরীজীবী হতে হবে।
  • লোন গ্রহণের বয়স সীমা ১৮ থেকে ৫৫ বছর। এর বাহিরে কেউ এই লোন নিতে পারবেন না।
  • এই লোনের ক্ষেত্রে সুদের হার ৯%। যা বেশিরভাগ সময় এর থেকে কম হয়ে থাকে। অর্থাৎ এটি পরিবর্তন হয়।
  • সর্বাধিক পাঁচ বছরের মধ্যে ব্যক্তিগত লোন পরিশোধ করতে হয়।
  • প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এই জমা দেওয়া টাকার মাধ্যমে সুধ এবং আসল দুটিই কমতে থাকে।
  • এতে সময় শেষে বড় অংকের বোঝা মাথায় পরে না।
  • এই লোনের জন্য সিকিউরিটি ফি জমা দিতে হবে না।

উপরের সব বিষয়ে আপনি যোগ্য থাকলে আপনাকে অগ্রণী ব্যাংক থেকে ব্যক্তিগত লোন দেওয়া হবে।

এই বিষয়ে বিস্তারিত আরও তথ্য পেতে আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার সঠিক নিয়ম

এবার Agrani Bank Loans এর মুক্তিযোদ্ধা লোন সম্পর্কে জানবো। কিভাবে একজন মুক্তিযোদ্ধা এই লোন পেতে পারেন। জেনে নেওয়া যাক বিস্তারিত।

অগ্রণী থেকে মুক্তিযোদ্ধা লোন । লোন সম্পর্কিত তথ্য

দেশের সূর্য সন্তান আমাদের মুক্তিযোদ্ধারা। তাদের কথা চিন্তা করে Agrani Bank Loans ডিপার্টমেন্ট এই লোনের ব্যবস্থা রেখেছেন।

মুক্তিযোদ্ধাদের জন্য এই লোন পাওয়ার জন্য যেসব বিষয়ে যোগ্য হতে হবে তা হলোঃ 

  • সরকারি রেজিষ্ট্রেশন কৃত মুক্তিযোদ্ধা হতে হবে।
  • লোন গ্রহণকারীর স্ত্রী, সন্তান যেকোনো একজনের কোনো না কোনো চাকরিরত থাকতে হবে।
  • পাঁচ বছরের মধ্যে শোধ করতে হবে এই লোন। 
  • সর্বাধিক পাঁচ লক্ষ টাকা এই লোন হিসেবে নেওয়া যাবে।
  • মুক্তিযোদ্ধা ভাতা থেকে প্রতি মাসে নির্দিষ্ট টাকা লোনের শোধ বাবদ কেটে রাখা হবে।

উপরের সব বিষয়ে যোগ্য হলে আপনি অগ্রণী ব্যাংক থেকে মুক্তিযোদ্ধা লোন নিতে পারবেন খুব সহজে। এবার জেনে নেওয়া যাক প্রবাসী লোন কিভাবে নেওয়া যায়। কি কি যোগ্যতা থাকতে হয় প্রবাসী লোন পাওয়ার জন্য।

অগ্রণী থেকে প্রবাসী লোন পাওয়ার উপায়

 রেমিট্যান্স বা প্রবাসী যোদ্ধাদের বিশেষ দরকারে অগ্রণী ব্যাংক এই লোনটি দিয়ে থাকে। একজন প্রবাসী যেসব যোগ্যতা থাকলে এই লোন পেতে পারেন সে সম্পর্কে জেনে  নেওয়া যাক।

  • ১৮ থেকে ৪৫ বছর বয়সের হতে হবে।
  • বৈধ বিসা দেখাতে হবে।
  • পাসপোর্ট, বিদেশী এয়ারলাইন্স টিকেট, এবং স্বাস্থ্য সার্টিফিকেট থাকতে হবে।
  • ৫০ হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত এই লোন নেওয়া যায়। এর থেকে কম বা বেশি নেওয়া যায় না।
  • এই লোনেও ৯% সুদ দিতে হয়। তবে এটি পরিবর্তন হয়।
  • ১৫ থেকে ১৮ মাসের মধ্যে এই লোন পরিশোধ করতে হয়।
  • ব্যক্তিগত গ্যারান্টর হিসেবে নিজের কাউকে রাখতে হবে।

উপরের এই সাতটি বিষয়ে আপনার মধ্যে থাকলে আপনিও প্রবাসী লোন পেতে পারেন Agrani Bank Loans ডিপার্টমেন্ট থেকে। এবার গ্রীন ফিন্যান্স লোন সম্পর্কে জেনে নেওয়া যাক।

কি যোগ্যতা থাকলে গ্রীন ফিন্যান্স লোন পাওয়া যায়।

অগ্রণী থেকে গ্রীন ফিন্যান্স লোন পাওয়ার উপায়

বিশেষ কাজ তথা, পরিবেশ সংরক্ষণ কর্মকাণ্ডে যারা বিনিয়োগ করতে চান তারা গ্রীন ফিন্যান্স লোন পাবেন। এছাড়াও এই লোন পেতে যেসব যোগ্যতা থাকতে হবে তা জেনে নেওয়া যাক।

  • পরিবেশ বান্ধব কাজে বিশেষ বিশেষ যন্ত্রপাতি কিনতে হবে এই লোনের টাকা দিয়ে।
  • বায়োগ্যাস, বর্জ্য পরিশোধন যন্ত্র, সৌর প্যানেল ইত্যাদি কিনতে হবে এই লোনের টাকায়।
  • ৬ মাস বা এক বছরের জন্য এই লোন পরিশোধ করা যায়।
  • এই লোনে সুদের হার ৯%।(পরিবর্তন যোগ্য)।

উপরের চারটি বিষয়ে যোগ্য হলে এই লোন পেতে আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংকে যোগাযোগ করুন। এবার আমরা সর্বশেষ লোনের ধরন অর্থাৎ যে কোন কাজের জন্য লোন সম্পর্কে জানবো। জানবো অগ্রণী থেকে লোন সম্পর্কে বিস্তারিত তথ্য।

যে কোন কাজের জন্য লোন পাওয়ার উপায়

যে কোনো কারণে লোন নিতে চাইলে অবশ্যই অগ্রণী ব্যাংক প্রাধান্য পাওয়ার দাবীদার। এর অন্যতম কারণ অগ্রণী ব্যাংক তাদের লোনের ধরন হিসেবেই যে কোনো কাজের জন্য লোন নামে একটি লোন রেখেছে। 

আরও পড়ুনঃ কৃষি ব্যাংক একাউন্ট বং লোন সম্পর্কে বিস্তারিত

এবার জানবো যেকোনো কাজের জন্য লোন পেতে কি কি যোগ্যতা থাকতে হয়।

কিভাবে এই লোন পাওয়া যায়। এই লোন পাওয়ার যোগ্যতা সমূহঃ

  •  যে জন্য নেওয়া হচ্ছে তার সাথে পাঁচ বছর সম্পৃক্ত হতে হবে। 
  • সর্বাধিক তিন লাখ টাকা নিতে পারবেন।
  • সর্বাধিক পাঁচ বছইর সময় পাওয়া যাবে শোধ করার জন্য।
  • সুদের হার ৯%। তবে এটি পরিবর্তন যোগ্য।
  • গ্যারান্টর প্রয়োজন হবে বিশ্বস্ত এবং কাছের মানুষ।

উপরের বিষয়গুলি আপনি মানতে পারলে এবং যোগ্য হলে এই লোন পাওয়ার জন্য আপনার নিকটস্থ ব্যাংকের শাখায় যোগাযোগ করলে তারাই আপনাকে Agrani Bank Loans সম্পর্কে বিস্তারিত জানাবে।

আরও পড়ুনঃ ছাত্রদের জন্য অনলাইনে আয় করার অন্যতম সঠিক উপায়

এবার আমরা অগ্রণী ব্যাংক এবং অগ্রণী থেকে লোন সম্পর্কিত জনসাধারণের মনে অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জানবো। এই প্রশ্নগুলি সাধারণত মানুষ জানতে চেয়ে থাকে।

অগ্রণী ব্যাংক থেকে লোন সম্পর্কিত FAQS

কিভাবে Agrani Bank থেকে লোন নিতে পারি?

Agrani Bank থেকে লোন নেওয়ার আগে জানতে হবে আপনার কোন ধরনের লোন দরকার। কারণ, অগ্রণী ব্যাংক ৭ ধরনের লোন দিয়ে থাকে।

অগ্রণী ব্যাংক কি লোন নেওয়ার জন্য বিশ্বাস যোগ্য?

নিঃসন্দেহে বিশ্বাস যোগ্য ব্যাংক অগ্রণী ব্যাংক। সরকার অনুমদিত প্রথম সারীর ব্যাংকের একটি অগ্রণী ব্যাংক।

কিভাবে অগ্রণী ব্যাংক থেকে পাঁচ বছর মেয়াদে লোন পাওয়া যায়?

উপরের সম্পূর্ণ লেখাটি পড়লেই বুঝতে পারবেন অগ্রণী ব্যাংকের বেশিরভাগ লোন পরিশোধের সময় পাচ বছর পর্যন্ত। উপরে উল্লেখিত বিষয় ছারাও ব্যাংক বিশেষ দরকার বিবেচনায় লোন দিয়ে থাকে।

অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয় ২৬ মার্চ, ১৯৭২ সালে। মুক্তিযুদ্ধে জয়লাভের পরবর্তী বছরেই।

Agrani Bank লোন সম্পর্কিত বিস্তারিত জানতে তাদের অফিসিয়াল সাইটে কিভাবে যাবো?

অগ্রণী ব্যাংকের অফিসিয়াল সাইট থেকে নিয়মিত আপডেট পেয়ে যাবেন সকল লোন এবং সুদের হার সম্পর্কে।

অগ্রণী ব্যাংকের নামকরন করেন কে?

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অগ্রণী ব্যাংকের নাম করণ করেন।

অগ্রণী ব্যাংকের অফিসিয়াল সাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন

লোন নেওয়া সম্পর্কে সর্বশেষ

আজকে আমরা জানতে পেরেছি Agrani Bank Loans সম্পর্কে বিস্তারিত।Agrani Bank যে ধরনের লোন দিয়ে থাকে সেই লোন সম্পর্কে বিস্তারিত।

আশা করছি সম্পূর্ণ লেখাটি পড়ার পর এই বিষয়ে আর কোনো জানতে চাওয়া থাকবে না।

এরপরেও আর কোনো বিষয়ে জানতে চাইলে এই পোষ্টের নিচে কমেন্ট করুন। আমাদের প্রতিনিধি খুব তারাতারি আপনাকে আপনার কমেন্টের উত্তর দিবেন।

আশা করছি বুঝতে পারছেন সবকিছু। একই সাথে আমাদের ৫১ নাম্বার ব্লগটি কেমন উপকারে এসেছে তা কমেন্টে জানাতে ভুল্বেন না।

আরও পড়ুনঃ  বিকাশে টাকা দেখার সঠিক নিয়ম

সব বিষয়ে সহজে সমাধান পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের ফেসবুক এর অফিসিয়াল ব্লগ পেজে।

25 thoughts on “অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত”

    • এটা ব্যাংক বিশেষে ভিন্ন হয়ে থাকে। তবে খুব বেশি পরিমাণে লোন না নিলে বেতন কোনো বিষয় না। আপনার চাকরি যদি এখনো অনেক দিন থেকে থাকে সেক্ষেত্রে আপনি বেশ বড় রকমের লোন নিতে পারবেন।
      বিস্তারিত জানার জন্য আপনাকে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।

      Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.