Last Updated on 8 months by Shaikh Mainul Islam
আজকে আমাদের ৫৪ নাম্বার ব্লগে আমরা জানবো নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে। জানবো কিভাবে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায় বা nagad to bkash money transfer সে সম্পর্কে বিস্তারিত।
বর্তমান সময়ে সব থেকে বেশি ব্যবহৃত দুইটি মোবাইল ব্যাংকিং সিস্টেম হচ্ছে বিকাশ এবং নগদ। দেশের যেকোনো জায়গা থেকে এর মাধ্যমে টাকা পাঠানো কিংবা গ্রহণ করা যায় মুহূর্তের মধ্যে। নগদ এবং বিকাশ দুইটি মোবাইল ব্যাংকিং সিস্টেম হলেও এর একটি থেকে অন্যটিতে টাকা বা ব্যালান্স ট্রান্সফার করা যায়।
নগদ এবং বিকাশ ব্যবহার করছেন না এমন মানুষ খুজে পাওয়া খুবই কঠিন। তাই নগদ বিকাশ ব্যবহারকারীদের জন্য আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আজকের পোষ্টে থাকবে নগদ এবং বিকাশ সম্পর্কে আরও কিছু বিশেষ তথ্য যা সবার জানা দরকার। চলুন জেনে নেওয়া যাক নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম বা উপায় সম্পর্কে বিস্তারিত।
নগদ থেকে বিকাশে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য কি কি দরকার
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের পোস্টটির মাধ্যমে Nagad to Bkash money Transfer করার নিয়ম জানতে পারবো। জানতে পারবো কিভাবে খুব সহজে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যায়। এবার চলুন নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য কি কি দরকারঃ
আরও পড়ুনঃ নগদ একাউন্ট দেখার নিয়ম । নগদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন
১) সচল নগদ একাউন্ট এবং নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার।
২) সচল বিকাশ একাউন্ট।
৩) স্মার্ট মোবাইল ফোন।
৪) ইন্টারনেট কানেকশন।
৫) মোবাইলে বিকাশ এবং নগদ এপ্স।
উপরের পাঁচটি জিনিস থাকলেই আপনি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। এবার নিশ্চয়ই জানতে চাচ্ছেন নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার কি এবং কিভাবে পাবেন।
আপনি আপনার নগদ একাউন্ট নগদ এপ্স এ লগইন করার পর আমার নগদ বা my nagad অপশনে যাওয়ার পর নাম্বার পরিবর্তনের অপশনে গেলেই ১৬ ডিজিটের একটি ডিজিটাল ভার্চুয়াল নাম্বার পেয়ে যাবেন। ডিজিটাল পদ্ধতিতে অনলাইন মেথডে সব ধরনের পেমেন্ট করার জন্য এই নাম্বার ব্যবহার করা হয়।
আরও পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম কি ? nagad agent account open
আশা করছি আপনি আপনার নগদ একাউন্ট থেকে নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার পেয়ে গেছেন। নাম্বারটি খুব সতর্কতার সাথে লিখে রাখুন। ভুল না হয়। সেজন্য কয়েকবার মিলিয়ে নিন।
এবার চলুন নগদ থেকে বিকাশে টাকা পাঠানোর সম্পূর্ণ প্রসেস জেনে নেওয়া যাক।
নগদ একাউন্ট থেকে বিকাশে টাকা পাঠানোর সঠিক উপায়
নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য সম্পূর্ণ প্রসেসকে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক।
- বিকাশ অ্যাপস এ প্রবেশ করতে হবে।
- বিকাশ থেকে এড মানি অপশনে ক্লিক করতে হবে।
- দুইটি অপশন দেখতে পাবেন। তার মধ্যে কার্ড টু বিকাশ (Card to Bkash) অপশন সিলেক্ট করুন।
- এবার যে বিকাশ নাম্বারে টাকা পাথাবেন সেই নাম্বার সিলেক্ট করুন। টাকা গ্রহণকারীর নাম্বার বসান।
- পরবর্তী অপশনে যাওয়ার পর টাকার পরিমাণ বসাতে হবে। যে পরিমাণ টাকার ট্রান্সফার করবেন সেই টাকার পরিমাণ বসান।
- এবার পরবর্তী অপশনে যাওয়ার পর নগদ ভার্চুয়াল কার্ড নাম্বার দেওয়ার অপশন আসবে। সেখানে আপনি আপনার নগদ ভারচুয়াল কার্ড নাম্বারটি বসিয়ে দিন।
- এবার আপনার নগদ একাউন্ট নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নাম্বারটি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করুন।
বেশ। শেষ আপনার নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার সম্পূর্ণ প্রসেস। এবার আপনাকে এসএমএস এবং নগদ বিকাশ অ্যাপস থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। এভাবে আপনি Nagad to Bkash taka Transfer করতে পারবেন খুব সহজে।
অনেকের কাছে এই প্রসেসটি সম্পন্ন করতে অনেক কঠিন মনে হয়।
এর অন্যতম কারণ নগদ ডিজিটাল ভার্চুয়াল কার্ড নাম্বার।
আরও পড়ুনঃ নগদ এর একাউন্ট দেখার কোড । নগদ একাউন্ট চেক পদ্ধতি
তাই চলুন জেনে নেওয়া যাক নগদ ভার্চুয়াল কার্ড কি এবং কিভাবে কাজ করে।
নগদ ভার্চুয়াল কার্ড কি এবং কিভাবে কাজ করে । নগদ বিকাশ ট্রান্সফার
সাম্প্রতিক সময়ে নগদ ভার্চুয়াল কার্ড নামে এই নতুন ফিচারটি চালু করেছে নগদ। এই কার্ড নাম্বার ব্যবহার করে যেকেউ যেকোনো জায়গায় টাকা পে করতে পারবে।
আরও পড়ুনঃ নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন
তবে এই সার্ভিসটি শুধু মাত্র বাংলাএশের মধ্যেই সিমাবদ্ধ।
আপনি যদি ইভ্যালি বা দারাজে কেনাকাতা করেন সেখানের পেমেন্ট দিতে পারবেন নগদ ডিজিটাল কার্ড ব্যবহার করে। এছাড়াও সব ধরনের টাকা পেমেন্ট করে পারবেন এই ভার্চুয়াল কার্ড নাম্বার ব্যবহার করে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন নগদ ভার্চুয়াল কার্ড কি এবং কিভাবে কাজ করে।
আশা করছি সম্পূর্ণ লেখাটি পড়ার পর Nagad to Bkash taka Transfer করার বিষয়ে সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এবার নগদ এবং বিকাশ সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ কিভাবে নগদ একাউন্ট খুলব
এই বিষয়গুলি সাধারণত মানুষ জানতে চায়।
চলুন জেনে নেওয়া যাক আজকের পোস্ট সম্পর্কিত FAQS
নগদ বিকাশ সম্পর্কিত FAQS
হ্যাঁ যায়। উপরের সম্পূর্ণ লেখাটি পড়লেই আপনি বুঝতে পারবেন।
দুইটি মাধ্যমই খুব বিশ্বস্ত এবং নিরাপদ। আপনার সুবিধামত যেকোনো একটি ব্যবহার করে পারেন খুব সহজেই।
বিকাশ আগে এসেছে। নগদ এসেছে বিকাশের অনেক পরে। তবে বিকাশের তুয়লনায় নগদ বেশি বেশি অফার এবং ক্যাশব্যাক অফার এবং সেন্ড মানি সহ সবজায়গায় কম খরচ দিয়ে মার্কেটের শীর্ষে উঠে এসেছে।
নগদের ডিজিটাল ভার্চুয়াল কার্ড নাম্বার ব্যবহার করে করা হয়।
বিস্তারিত জানতে উপররের লেখা সম্পূর্ণ প্রসেসটি পড়লেই জানতে পারবেন।
নগদ থেকে বিকাশে ব্যালান্স ট্রান্সফার নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টের মাধ্যমে জানতে পেরেছি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে।
আশা করছি সম্পূর্ণ লেখাটি পড়ার পরে এই বিষয়ে অজানা কিছু থাকবে না। এরপরে Nagad সম্পর্কিত আমাদের অন্যান্য পোস্ট পড়তে Nagad Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
নগদে কে কতো টাকা তুলছে তা কিভাবে জানবো?
আপনি যদি আপনার নগদ একাউন্ট থেকে কখন কত টাকা তোলা হয়েছে তা জানতে চান তাহলে আপনার স্মার্ট ফোন থেকে নোটিফিকেশন/হিস্টোরি অপশনে যান তাহলে আপনি সুল লেনদেন এর তথ্য দেখতে পারবেন। ধন্যবাদ।