রবি নাম্বার কিভাবে দেখে । রবি নাম্বার দেখার কোড

Last Updated on 7 months by Shaikh Mainul Islam

রবি সিম ব্যবহারকারীদের মধ্যে রবি নাম্বার কিভাবে দেখে তা অনেকেই জানে না। আবার অনেকে রবি নাম্বার দেখার কোডও জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “রবি নাম্বার কিভাবে দেখে । রবি নাম্বার দেখার কোড” এ।

আজকের পোষ্টে আমরা রবি সিমের নাম্বার দেখার উপায় সমুহ, রবি নাম্বার কিভাবে দেখে, রবি সিমের সকল কোড সহ রবি সিম সহ রবি সিম সম্পর্কে সকল বিষয়ে জানবো।

রবি সিমের নাম্বার দেখার উপায় সমুহ

আপনি যদি রবি সিম ব্যবহার করেন তাহলে আপনার নিজের রবি নাম্বারটি আপনার জানা একান্ত জরুরি। কিন্তু আপনি কি জানেন রবি নাম্বার কিভাবে দেখে?

বেশ কয়েকটি উপায়ে আপনিআপনার ফোনে থাকা রবি সিমের নাম্বারটি জেনে নিতে পারবেন।

আরও পড়ুনঃ রবিতে মিনিট চেক করে কিভাবে । রবি সিমের সকল কোড জেনে নিন

  • রবি সিম থেকে রবি নাম্বার দেখার কোড ডায়াল করে।
  • My Robi App এ আগে থেকে লগইন করা থাকলে মাই রবি থেকে।
  • আপনার রবি সিম থেকে অন্য কাউকে কল/ মেসেজ করে।
  • আপনার সিম কেনার সময়ে সিমের প্যাকেটে লাগানো ইস্টিকার থেকে।

এর মধ্যে সবথেকে বেশি এবং সহজ উপায় হচ্ছে রবি নাম্বার দেখার কোড ডায়াল করে নিজের রবি সিমের নাম্বারটি দেখা।

রবি নাম্বার দেখার কোড

আপনি যদি একজন রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার রবি সিমের নাম্বারটি দেখার প্রয়োজন হয়। এক্ষেত্রে আপনি আপনার রবি সিম থেকে *2# ডায়াল করে রবি নাম্বার দেখতে পাবেন।

এই কোডটি রবি সিম থেকে ডায়াল করার পর কয়েক সেকেন্ডের মধ্যে একটি পপআপ মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার সিমের নাম্বারটি।

এর আগে রবি নাম্বার দেখার কোড হিসেবে *140*2*4# কোডটি ব্যবহার করা হত। এখনো এই কোডটি ডায়াল করে রবি নাম্বার দেখতে পারবেন।

রবি সিমের নাম্বার দেখার জন্য যে কোড ডায়াল করতে হবে তা হচ্ছেঃ *2# এবং *140*2*4#. এর মধ্যে যেকোনো একটি কোড ডায়াল করেই আপনি আপনার রবি সিমের নাম্বার দেখতে পারবেন।

রবি সিমের সকল কোড

একটি সিম ব্যবহার করলে সিমের সার্ভিস গ্রহণের বেলায় বেশ কিছু কোড জানতে হয়। জরুরি প্রয়োজনে এসব কোড জেনে রাখা খুব দরকার।

তাই চলুন রবি সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাকঃ

  • রবি সিমের মিনিট চেক করতে *222*2# ডায়াল করুন।
  • রবি এমবি/ ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *3# ডায়াল করুন।
  • রবি সিমের ব্যালেন্স চেক করতে *222# ডায়াল করুন।
  • রবি নাম্বার দেখার জন্য *2# ডায়াল করুন।
  • রবি সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে *8811*1# ডায়াল করুন।
  • রবি সিমে ইমারজেন্সি এমবি নিতে *123*003# ডায়াল করুন।

আশা করছি এতক্ষণে রবি সিমের নাম্বার দেখার কোড সহ অন্যান্য সকল কোড সম্পর্কে জানতে পেরেছেন।

রবি সিম ব্যবহারকারীদের জন্য জরুরি কিছু তথ্য

বর্তমান সময়ে একটি সিম একাধারে তিন মাসের অধিক সময় অব্যবহৃত থাকলে সিমটি বন্ধ করে দেওয়া হয়। এটি শুধু রবি সিমই না। দেশের সব সিমের জন্য এটি প্রযোজ্য।

আপনার সিমটি এই কারণে লক বা বন্ধ করা হয়ে থাকলে উপরের কোড ডায়াল করেও সিমের নাম্বার দেখতে পারবেন না।

এজন্য প্রত্যেক সিম ব্যবহারকারীর উচিত তার একাধিক সিম থাকলেও প্রত্যেকটি সিম তিন মাসে যেন একবার সচল করে ব্যবহার করেন। তাহলে সিমটি হারাতে হবে না।

এজন্য আপনার বন্ধ সিমটি প্রতি একমাসে একবার হলেও মোবাইলে নিয়ে কাউকে একটি কল করুন।

স্বাদের বা দরকারের সিমটিকে টিকিয়ে রাখতে এটি অন্যতম একটি উপায়। আশা করছি রবি নাম্বার কিভাবে দেখে এবং কিভাবে রবি সিম টিকিয়ে রাখতে হয় এই বিষয়ে আর কোনো অজানা কিছু নাই।

এবার জেনে নেওয়া যাক রবি মোবাইল অ্যাপ থেকে রবি নাম্বার কিভাবে দেখে তা নিয়ে বিস্তারিত।

অ্যাপ থেকে রবি নাম্বার দেখার নিয়ম

স্মার্ট ফোন ব্যবহার করলে তবেই মাত্র অ্যাপ থেকে নাম্বার দেখার সিস্টেম আছে। তবে এজন্য প্রথমে একবার অ্যাপে লগইন করার জন্য নাম্বারটি প্রয়োজন হবে।

জেনে নেওয়া যাক অ্যাপ থেকে সিম নাম্বার বের করার উপায়।

আরও পড়ুনঃ রবি নাম্বার কিভাবে দেখে । রবি নাম্বার দেখার কোড

  1. প্রথমে প্লে স্টোর থেকে মাই রবি অ্যাপটি ইন্সটল করতে হবে। এজন্য ইন্তারনেটের দরকার হবে।
  2. এরপর আপনার রবি নাম্বার দিয়ে লগইন করতে হবে।
  3. এরপর ড্যাশ বোর্ডে আপনার সিমের নাম্বারটি দেখতে পারবেন যেকোনো সময়ে।

অ্যাপ এর মাধ্যমে শুধু নাম্বারই না। বরং আপনি দেখতে পাবেন নাম্বার সহ একাউন্ট ব্যালেন্স, এমবি, এসএমএস সম্পর্কিত সকল তথ্য।

এছাড়াও রবি সিমে বিভিন্ন অফার এবং বিভিন্ন প্যাক বা ইন্টারনেট কিনতে অন্যতম সহজ উপায় হচ্ছে মাই রবি অ্যাপ ব্যবহার করা। মাই রবি অ্যাপে বর্তমানে অনেক বেশি ক্যাশব্যাক অফার দিয়ে থাকে।

রবি নাম্বার সম্পর্কিত প্রশ্ন উত্তর । FAQS

বর্তমানে রবি সিম ব্যবহারকারীর সংখ্যা কত?

বর্তমানে রবি সিম ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৩৭ লাখ। এটি সর্বশেষ ২০২১ সালের তথ্য অনুযায়ী বলা হয়েছে।

কিভাবে রবি সিমের ব্যালেন্স চেক করতে হয়?

*222# ডায়াল করে রবি সিমের ব্যালেন্স চেক করতে হয়।

অফারের দিক থেকে রবি সিম কেমন?

বর্তমানে রবি সিমে দেশসেরা সব অফার প্রভাইড করছে।
মিনিট, এমবি, এসএমএস সহ যাবতীয় অফারে রবি অন্যতম।
অন্যদিকে ক্যাশ ব্যাক তো থাকছেই।

রবি সিব বন্ধ করে দেওয়া হয় কেন?

তিন মাসের অধিক সময় সিম সিম ব্যবহার না হয়ে থাকলে সেই সিম কোম্পানি থেকে বন্ধ করে দেওয়া হয়।
এটি সব সিমের বেলায় প্রযোজ্য।

রবি নাম্বার কিভাবে দেখে?

*২# ডায়াল করে রবি নাম্বার দেখে।

কিভাবে রবি নাম্বার দেখে । সর্বশেষ

আজকে আমরা রবি নাম্বার কিভাবে দেখে । রবি নাম্বার দেখার কোড সম্পর্কে বিস্তারিত জেনেছি। এছাড়াও রবি সিমের অন্যান্য সকল কোড সম্পর্কেও বিস্তারিত জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে রবি নাম্বার দেখার নিয়ম সহ রবি সিমের সকল কোড সম্পর্কে আপনার খুঁজতে থাকা তথ্যটি পেয়েছেন।

রবি সিম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Robi Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

4 thoughts on “রবি নাম্বার কিভাবে দেখে । রবি নাম্বার দেখার কোড”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.