রবি মিনিট কিভাবে দেখে । Robi minute check

নতুন রবি সিম ব্যবহারকারীর অনেকেই রবি মিনিট কিভাবে দেখে তা জানেন না। এছাড়াও রবি সিমের অনেক কোড একজন রবি সিম ব্যবহারকারীর জানা উচিত।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “রবি মিনিট কিভাবে দেখে । Robi minute check” এ।

আজকের পোস্টে আমরা কয় ভাবে রবি মিনিট দেখা যায়, রবি সিমের অন্যান্য সকল কোড সহ রবি অ্যাপ ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানবো।

রবি মিনিট দেখার উপায়

দুই ভাবে রবি মিনিট দেখা যায়। যথাঃ

  • কোড ডায়াল করে
  • অ্যাপ ব্যবহার করে

কোড ডায়াল করে রবি মিনিট চেক

রবি মিনিট দেখার মুল কোড হচ্ছে *২২২*২# । Dear Robi Customer, The main code to view Robi minutes is *222*2#

তবে, রবি সিমের অফার সংযুক্ত মিনিট চেক করার জন্য নিচের কোডগুলি ব্যবহার করতে হবেঃ

আরও পড়ুনঃ  রবি সিমের এমবি দেখে কিভাবে

রবি সিমের অফার মিনিট চেক করার কোড হচ্ছে, *২২২*৮#, *২২২*২৫#

অর্থাৎ রবি সিমের মিনিট ব্যালেন্স চেক করার জন্য *২২২*২#, *২২২*৮# এবং *২২২*২৫# এর যেকোনো একটি কোড ডায়াল করুন।

মিনিট চেক করার জন্য আপনার রবি সিম থেকেই কোডগুলি ডায়াল করতে হবে। এরপর ফিরতি একটি এসএমএস এর মাধ্যমে মিনিট এবং মিনিটের মেয়াদ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

Robi App থেকে মিনিট চেক

অ্যাপ থেকে রবি সিমের মিনিট চেক করার জন্য Robi App ইন্সটল করতে হবে। এক্ষেত্রে মোবাইলের প্লে স্টোরে গিয়ে My Robi লিখে সার্চ করলেই চলে আসবে।

আরও পড়ুনঃ রবি নাম্বার কিভাবে দেখে

এবার আপটি ইন্সটল করে রবি নাম্বার দিয়ে লগইন করলেই রবি সিমের ব্যালেন্স, মিনিট, এমবি সহ সবকিছু জানতে পারবেন মুহূর্তের মধ্যে। এজন্য ইন্টারনেট কানেকশনের দরকার হবে।

Robi App ইন্সটল করতে Download Robi App ভিজিট করুন।

রবি সিমের সকল কোড সমূহ

রবি সিম ব্যবহারকারীদের Robi minute, Robi internet, Robi sms, Robi balanche চেক করার জন্য কোডের প্রয়োজন পরে। চলুন Robi Sim এর সকল কোড দেখে নেওয়া যাকঃ

চেককোড
রবি ব্যালেন্স চেক*২২২#
রবি নাম্বার চেক*2#
&
*140*2*4#
রবি ইমারজেন্সি ব্যালেন্স*১২৩*০০৭#
রবি মিনিট চেক*২২২*২#
রবি এমবি চেক*3#
রবি এসএমএস চেক*২২২*১০#
রবি ইন্টারনেট লোন*১২৩*০০৩#
রবি সিমের সকল কোড সমূহ

রবি সম্পর্কিত FAQS

কিভাবে রবি অ্যাপ ডাউনলোড করতে পারবো?

মোবাইলের প্লে স্টোরে My Robi লিখে সার্চ করলেই রবি অ্যাপ পেয়ে যাবেন।

এছাড়াও এই পোষ্টের উপরের অংশে অ্যাপ ডাউনলোড করার জন্য সরাসরি লিংক দেওয়া আছে।

রবি মিনিট কিভাবে দেখে?

*222*2# এই কোড ডায়াল করে রবি মিনিট দেখে।

রবি ব্যালেন্স চেক করার কোড কত?

রবি ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *222# এই নাম্বার ডায়াল করতে হবে।

Robi balance check code?

Robi balance check code is *222#.

রবি ইন্টারনেট লোন কোড কি?

*১২৩*০০৩# ডায়াল করুন রবি ইন্টারনেট লোণ নিতে।

রবি সিম নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা Robi minute check সহ Robi sim All code জেনেছি।

আশা করছি এই পোস্টটি একজন রবি গ্রাহক হিসেবে আপনাকে অনেক বিষয়ে জানতে সাহায্য করেছে।

রবি সহ টেলিকম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে All Telecom Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha  এ।

4 thoughts on “রবি মিনিট কিভাবে দেখে । Robi minute check”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.