রবি সিমের এমবি দেখে কিভাবে । রবি এমবি চেক কোড

দেশের অন্যতম টেলিকম অপারেটর রবি। গ্রাহক সেবার মধ্যে অন্যতম সেবা প্রদান করে ইন্টারনেট অফারে। এর কারণে রবি সিমে ইন্টারনেট ব্যবহার করে অনেকেই। আর এদের অনেকেই রবি সিমের এমবি দেখে কিভাবে তা জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত, Dainikkantha এর আজকের পোস্ট “রবি সিমের এমবি চেখে কিভাবে । রবি এমবি চেক কোড ” এ।

আজকের পোষ্টে আমরা জানবো, রবি সিমেড় এমবি কিভাবে দেখে, রবি সিমের প্রাথমিক সকল কোড সমূহ, রবি মিনিট চেক ব্যালেন্স চেক কোড সহ রবি সম্পর্কিত প্রশ্ন উত্তর।

যেভাবে রবি সিমের এমবি দেখে

হঠাৎ এমবি শেষ হয়ে গেলে রবি Apps থেকে এমবি চেক করা যায় ন। কারণ তাহলে মেইন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয়। খুব বেশি টাকা কাটে মুহূর্তের মধ্যে। এজন্য ডায়াল করে এমবি চেক করার কোড জানা অনেক দরকার। 

এজন্য রবি সিম কোম্পানি অফলাইনেও এমবি চেক করার একটি কোড ব্যবহারকারীদের জানিয়ে দিয়েছেন। এই কোডটি অনেকেই ভুল ডায়াল করে বিধায় অনেক সময় অনেক সার্ভিস চালু হয়ে টাকা কেটে নেয়।

কিন্তু রবিতে সঠিক কোড ডায়াল করে সাথে সাথে এমবি চেক করার কোড পেয়ে যাবেন। এবার জেনে নেওয়া যাক কিভাবে কোড ডায়াল করবো এবং এমবি চেক করতে পারবো।

রবি সিমে এমবি চেক করার কোড হচ্ছে *8444*88# অথবা *123*3*5#

প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে যেতে হবে। এরপর আপনার রবি সিমটি থেকে  ডায়াল করুন *৮৪৪৪*৮৮#। ব্যাস।

আপনাকে রবি থেকে একটি এসএমএস এর মাধ্যমে সবকিছু জানিয়ে দেওয়া হবে। কয় এমবি আছে মেয়াদ কতদিন। সবকিছু জানিয়ে দিবে সিম ক্ত্রিপক্ষ।

উপরের কোডটি থেকে অনেকেই এমবি চেক করতে পারে না। কোনো সমস্যা নেই। তাদের জন্য বিকল্প আরও একটি কোড দেওয়া হয়েছে। কোডটি হলোঃ *১২৩*৩*৫# ।

এই কোডটি ডায়াল করেও রবি সিমে এমবি দেখে নেওয়া যাবে। 

উপরের যেকোনো একটি কোড ডায়াল করেই মূলত এমবি চেক করে নেওয়া যায়। এখন আর নিশ্চয়ই জানতে চাবেন না রবি সিমে এমবি দেখে কিভাবে এ সম্পর্কে কারোর কাছে।

Robi sim all code

প্রিয় রবি সিম ব্যবহারকারী, রবি সিমের এমবি দেখে কিভাবে এটা জানার পাশাপাশি রবি সিমের অন্যান্য কোড জেনে নেওয়া দরকার। চলুন Robi Sim এর কিছু গুরুত্বপূর্ণ কোড দেখে নেই।

  • রবি মিনিট চেক করতে *0# ডায়াল করুন।
  • রবি ব্যালেন্স চেক করতে *1# ডায়াল করুন।
  • নিজের নাম্বার চেক করতে *2# ডায়াল করুন।
  • রবি এমবি চেক করতে *3# ডায়াল করুন।
  • রবি ইন্টারনেট প্যাক কিনতে *4# ডায়াল করুন।
  • ইমারজেন্সি ব্যালেন্স নিতে *8# ডায়াল করুন।
  • ইমারজেন্সি ব্যালেন্স দেখতে *1# ডায়াল করুন।
  • সকল সার্ভিস বা অফার দেখতে *121# ডায়াল করুন।

আরও পড়ুনঃ রবি নাম্বার দেখে কিভাবে

রবি সিম সম্পর্কিত FAQS

বাটন ফোন থেকে রবি সিমের এমবি চেক করা যায়?

হ্যাঁ যায়। উপরের পোষ্টে দেওয়া কোড ডায়াল করেই জানা যাবে রবি সিমের এমবি।

রবি সিম ইন্টারনেট ব্যবহারের জন্য কেমন?

অন্যান্য সিমের থেকে তুলনামূলক ভালো। কারণ, রবি অনেক অফার দিয়ে থাকে।

আমি কি রবি Apps থেকে রবি সিমের এমবি চেক এবং কিনতে পারবো?

হ্যাঁ অবশ্যই। তবে Apps ব্যবহারের সময় আপনার সিমে এমবি থাকতে হবে। নাহলে অনেক টাকা কেটে নিবে।

Robi Sim balance check code?

রবি সিম balance check code is *1#.

Robi mb check code?

Robi mb check code is *8444*88# is *123*3*5#

রবি সিমের এমবি চেক সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, Dainikkantha এর আজকের পোস্ট থেকে “রবি সিমের এমবি চেখে কিভাবে । রবি এমবি চেক কোড ” সম্পর্কে জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে রবি সিমের এমবি দেখে কিভাবে এবং এওবি সিমের সকল কোড সম্পর্কে জানতে পেরেছেন।

এরপরেও এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে আমাদের Robi ক্যাটাগরি ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

10 thoughts on “রবি সিমের এমবি দেখে কিভাবে । রবি এমবি চেক কোড”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.