রবিতে মিনিট চেক করে কিভাবে । রবি সিমের সকল কোড

Last Updated on 4 months by Shaikh Mainul Islam

ব্যবহারকারী এবং জনপ্রিয়তার দিক থেকে দেশের অন্যতম মোবাইল সিম কোম্পানি রবি। এজন্য রবিতে মিনিট চেক করে কিভাবে কিংবা রবি সিমের সকল কোড সম্পর্কে অনেকেই জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “রবিতে মিনিট চেক করে কিভাবে । রবি সিমের সকল কোড জেনে নিন” এ।

আজকের পোষ্টে আমরা রবি মিনিট চেক, রবি এমবি চেক, রবি ব্যালেন্স চেক, রবি নাম্বার কিভাবে দেখে সহ রবি সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত জানবো।

রবি সিমের সকল কোড

প্রিয় পাঠক, একজন রবি সিমের গ্রাহক হিসেবে শুধু রবিতে মিনিট চেক করে কিভাবে তা না জেনে রবি সিমের সকল কোড জেনে নিন।

রবি সিমের  মিনিট, এমবি, ব্যালেন্স সহ সবকিছু চেক করতে রবি সিমের সকল কোড জেনে নিন।

চলুন রবিতে মিনিট চেক করে কিভাবে সহ রবি সিমের সকল কোড জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ রবি মিনিট কিভাবে দেখে ? check robi minute

  • রবি মিনিট চেক করার কোড হচ্ছে *222*2#.
  • রবি এমবি চেক করার কোড হচ্ছে *3#.
  • রবি ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *222#.
  • রবি নাম্বার দেখার কোড হচ্ছে *2#.
  • রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *8811*1#.
  • রবি ইমারজেন্সি এমবি নিতে ডায়াল করুন  *123*003#.

সাধারণত একটি সিমের কোড জানার ক্ষেত্রে মিনিট চেক, এমবি বা ইন্টারনেট চেক, ব্যালেন্স চেক এবং নাম্বার দেখার কোড জানার প্রয়োজন হয়ে থাকে।

আশা করছি ইতিমধ্যে রবি সিমের সকল কোড জানতে পেরেছেন।

আপনি একজন রবি সিম ব্যবহারকারী হয়ে থাকলে এই কোডগুলি জানা একান্ত জরুরি।

রবি মিনিট চেক করে কিভাবে

আপনি যদি রবি সিম ব্যবহার করে থাকেন আর সেই সিম থেকে কথা বলার জন্য মিনিট ব্যবহার করে থাকেন তাহলে রবি মিনিট চেক করে কিভাবে তা জানা উচিত।

রবি সিমে মিনিট কেনার পর যেকোনো সোময়ে কয় মিনিট অবশিষ্ট আছে তা মেয়াদ সহ জানতে চাইলে আপনাকে *222*2# ডায়াল করতে হবে।

After buying Robi SIM minutes, you need to dial *222*2# to know how many minutes are left on any day with expiry.

তবে বিভিন্ন সময়ে বিভিন্ন অফারের মিনিট চেক করার জন্য *২২২*৮#, *২২২*২৫# এর যেকোনো একটি কোড ডায়াল করলেও রবি সিমের অফারের মিনিট চেক করতে পারবেন।

অর্থাৎ, সহজ ভাবে বললে রবি মিনিট চেক কোড হচ্ছে *222*2# এই কোডটি। আশা করছি রবিতে মিনিট চেক করে কিভাবে তা বুঝতে পারছেন।

রবি সিমের সকল সুবিধা একসাথে

সব সিমের মতো রবি সিমেরও রয়েছে My Robi মোবাইল অ্যাপ।

রবি সিমের গ্রাহক মোবাইলের প্লে স্টোরে গিয়ে মাই রবি অ্যাপ নামিয়ে নিলে সব কোডের ঝামেলা শেষ।

কারণ, একবার মাই রবি অ্যাপে লগইন করলে এরপর সবসময় মিনিট চেক, এমবি চেক, এসএমএস চেক বা ব্যালেন্স চেক সহ সব ধরনের সেবা পাওয়া যাবে এক অ্যাপে।

সবথেকে বড় বিষয় হচ্ছে, রবি অ্যাপ ব্যবহার করলে আপনি আপনার রবি সিমের সকল অফার দেখতে এবং জানতে পারবেন।

এছাড়াও রবি অ্যাপ ব্যবহার করলে রবি মিনিট চেক, রবি এমবি চেক কিংবা রবিব্যালেন্স চেক করতে কোনো কোড মনে রাখা কিংবা ডায়াল করার প্রয়োজন নেই।

এজন্য আপনার মোবাইলে রবি সিমের অফিসিয়াল অ্যাপ MY ROBI App ডাউনলোড করে নিন। 

রবি সিমের সকল কোড সম্পর্কিত FAQS

নিজ রবি নাম্বার কিভাবে দেখে?

নিজের রবি নাম্বার দেখার জন্য রবি সিম থেকে *2# ডায়াল করুন।

রবি সিমের এমবি কিভাবে দেখে?

দুই ভাবে রবি সিমের এমবি দেখা যায়। যথাঃ

রবি সিম থেকে *3# ডায়াল করে
MY ROBI App এ লগইন করে।

রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড কত?

জরুরি প্রয়োজনে রবি ইমারজেন্সি ব্যালেন্স পেতে *8811*1# ডায়াল করুন। এবং ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে *222# ডায়াল করুন।

রবি সিমে এমবি ধার নেওয়ার কোড কত?

এমবি ধার নিতে রবি সিম থেকে  *123*003# কোডটি ডায়াল করুন।

রবিতে মিনিট চেক করে কিভাবে?

দুই ভাবে রবিতে মিনিট চেক করা যায়। যথাঃ

রবি সিম থেকে *222*2# কোডটি ডায়াল করে,
Robi Sim এর অফিসিয়াল অ্যাপ My Robi অ্যাপ এ লগইন করে।

রবিতে মিনিট চেক নিয়ে সর্বশেষ

প্রিয় রবি সিমের গ্রাহক, আজকের পোষ্টে আমরা রবিতে মিনিট চেক করে কিভাবে এবং রবি সিমের সকল কোড সম্পর্কে জেনেছি।

আশা করছি এই পোস্টটি থেকে রবি সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত জেনেছেন।

অন্যান্য সিমের মতো রবি সিম শুরু থেকে এখন পর্যন্ত কয়েকবার বিভিন্ন কোডের বিকল্প কিংবা ভিন্ন কোড প্রকাশ করেছে।

তাই, বিভিন্ন কোডের বিকল্প একাধিক কোড আছে।

রবি সিম সহ অন্যান্য সকল টেলিকম অপারেটর সম্পর্কে আমাদের অন্যান্য পোস্ট পড়তে All Telecom Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “রবিতে মিনিট চেক করে কিভাবে । রবি সিমের সকল কোড”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.