বাংলালিংক নাম্বার চেক করার কোড । বাংলালিংক সিমের সকল কোড

Last Updated on 5 months by Shaikh Mainul Islam

টেলিকম অপারেটর বাংলালিংক ইউজার সংখ্যা অনেক বেশি। এদের মধ্যে অনেকেরই বাংলালিংক নাম্বার চেক করার কোড সহ বাংলালিংক সিমের সকল কোড জানা জরুর।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট বাংলালিংক নাম্বার চেক করার কোড । বাংলালিংক সিমের সকল কোড জেনে নিন” এ।

আজকের পোষ্টে আমরা বাংলালিংক সিম নাম্বার দেখার কোড, banglalink balance check, banglalink minute check সহ বাংলালিংক সিমের সকল কোড জানবো।

বাংলালিংক নাম্বার চেক করার কোড

প্রিয় পাঠক, একাধিক উপায়ে আপনি banglalink number check করতে পারেন। তবে সবথেকে বেশি এবং ব্যবহার্য পদ্ধতি হচ্ছে কোড ডায়াল করে বাংলালিংক সিমের নাম্বার চেক করা।

Banglalink number check করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে *511# ডায়াল করতে হবে। যে বাংলালিংক সিমের নাম্বার বের করবেন সেই সিম থেকে ডায়াল করতে হবে।

আরও পড়ুনঃ বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে | বাংলালিংক সিমের সকল কোড জেনে নিন

*511# ডায়াল করলেই একটি পপআপ মেসেজের মাধ্যমে আপনার বাংলালিংক সিমের নাম্বার দেখানো হবে।

এছাড়াও আপনি বাংলালিংক সিমের হেল্পলাইন 1215 এই নাম্বারে কল করেও নিজের বাংলালিংক নাম্বার জেনে নিতে পারবেন।

নতুন সিম কিনলে banglalink number check করতে চাইলে আপনার সিমের প্যাকেটে একটি ইস্টিকার থাকে সেখানে নাম্বার দেওয়া থাকে।

আশা করছি এতক্ষণে আপনি বাংলালিংক নাম্বার চেক করার কোড কি এবং কিভাবে কোডের মাধ্যমে ডায়াল করতে হবে তা জানতে পেরেছেন।

বাংলালিংক সিমের সকল কোড

একটি সিম ব্যবহার করলে বিভিন্ন জরুরি মুহূর্তে প্রয়োজনে সিমটির বিভিন্ন সেবা নিতে কিছু কোড মনে রাখতে হয়।

যেমন আপনি যদি Banglalink Sim User হয়ে থাকেন তাহলে আপনার banglalink balance check, banglalink mb check, banglalink minute check code সহ আরও কিছু কোড জানার প্রয়োজন।

তাই এবার চলুন বাংলালিংক সিম সম্পর্কিত এই পোষ্টে banglalink number check করার পর একনজরে বাংলালিংক সিমের সকল কোড জেনে নেওয়া যাকঃ

Read more: BL internet balance check । bl internet package

  • বাংলালিংক সিমের নাম্বার চেক করতে *511# ডায়াল করুন।
  • বাংলালিংক ব্যালেন্স চেক করতে *124# ডায়াল করুন।
  • বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স পেতে *874# ডায়াল করুন।
  • বাংলালিংক ইমারজেন্সি ব্যালেন্স চেক করতে *124# ডায়াল করুন।
  • বাংলালিংক এমবি ধার নিতে *875# ডায়াল করুন।
  • আপনার বাংলালিংক সিমের বর্তমান প্যাকেজ চেক করতে *125#
  • banglalink minute check dial *124*2#.
  • বাংলালিংক এসএমএস চেক করতে *124*3# ডায়াল করুন।
  • বাংলালিংক এমএমএস চেক করতে *124*2# ডায়াল করুন।
  • বাংলালিংক এম বি চেক করতে *124*5# অথবা *222*3# ডায়াল করুন।
  • যেকোনো প্যাকেজ ডিয়েক্টিভ করতে *222*2*Package Code# ডায়াল করুন।
  • বাংলালিংক এমবি বোনাস চেক করতে চাইলে *124*5# আবেদন করুন।

আশা করছি আপনি বাংলালিংক এর যে কোডটি খুঁজতে এই পোস্টটি ওপেন করেছেন সেই কোডটি এখানে ইতিমধ্যে পেয়েছেন।

বাংলালিংক সিম সম্পর্কিত FAQS

How to check banglalink number?

To check Banglalink number go to message option of mobile and dial *511#. You have to dial from the Banglalink SIM number that you want to extract.
Dialing *511# will show your Banglalink SIM number through a popup message.

banglalink emergency balance code?

Dial *874# to get Banglalink Emergency Balance.

বাংলালিংক এমবি চেক করার কোড কি?

Banglalink MB চেক করার কোড হচ্ছে *124*5# অথবা *222*3#। এর যেকোনো একটি কোড ডায়াল করলেই বাংলালিংক এমবি দেখতে পারবেন।

বাংলালিংক সিমে ইমারজেন্সি এমবি নেয় কিভাবে?

বাংলালিংক এমবি ধার নিতে  *875# ডায়াল করতে হবে।  *875# ডায়াল করলেই আপনার বাংলালিংক সিমে অটোমেটিক এমবি ধার পেয়ে যাবেন
ধার বাবদ পরবর্তীতে ফেলাক্সি করলে টাকা কেটে নিবে। 

বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে?

একাধিক উপায়ে বাংলালিংক সিমের নাম্বার দেখা যায়। তবে, সাধারণত banglalink number check করার জন্য *511# কোডটি ডায়াল করলেই হয়।

বাংলালিংক সিম নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা how to check banglalink number করার কোড সহ সকল উপায় জেনেছি। এছাড়াও বাংলালিংক সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি একজন বাংলালিংক সিম ইউজার হিসেবে এই পোস্টটি আপনার সকল তথ্যের জন্য যথেষ্ট ছিলো।

বাংলালিংক সম্পর্কিত আমাদের আরও অন্যান্য সকল পোস্ট পড়তে Banglalink Category ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha লাইক করে সাথেই থাকুন।

2 thoughts on “বাংলালিংক নাম্বার চেক করার কোড । বাংলালিংক সিমের সকল কোড”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.