ডোমেইন হোস্টিং কি । ওয়েব হোস্টিং কেন প্রয়োজন

Last Updated on 5 months by Shaikh Mainul Islam

ওয়েলকাম আজকের আর্টিকেলে। আজকে আমরা জানবো ডোমেইন হোস্টিং কি এবং ওয়েব হোস্টিং কেন প্রয়োজন। অর্থাৎ ডোমেইন হোস্টিং এর গুরুত্ব এবং ডোমেইন হোস্টিং এ গুরুত্ব কি তা জানবো।

আজকের আর্টিকেলে আপনাদের খুব সহজে বাস্তব কোনো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবো ডোমেইন হোস্টিং কি এবং কেন প্রয়োজন। ডোমেইন হোস্টিং  কি এবং কেন প্রয়োজন এবং ডোমেইন হোস্টিং সম্পর্কিত সকল তথ্য সঠিক ভাবে জানতে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। জেনে নেওয়া যাক আজকের টপিক ডোমেইন হোস্টিং কি সে সম্পর্কে বিস্তারিত।

ডোমেইন কি

ডোমেইন হচ্ছে নাম। কোনো ওয়েবসাইটের নামকেই ডোমেইন বলা হয়। ডোমেইনের শেষে ডট কম, ডট নেট, ডট বিডি, ডট এক্স ওয়াই ইত্যাদি থাকে।

আরও সহজ ভাবে বললে, আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন কিংবা গুগলে প্রবেশ করে কিছু সার্চ করার পরে যে সার্চ রেজাল্টগুলো দেখতে পান সেই সব ওয়েবসাইটের নাম দেখতে পান। ওই নামকেই ওয়েব জগতের ভাষায় ডোমেইন বলে।

যেমন আপনি এই আর্টিকেলটি পড়ছেন। এই আর্টিকেলটি আপনি dainikkantha.com ওয়েবসাইট থেকে পড়ছেন। এই ওয়েবসাইটের ডোমেইন হচ্ছে dainikkantha.com ।

অর্থাৎ, কোনও ওয়েবসাইটকে যে নামে রেজিস্ট্রেশন করা হয় তাকে ওই ওয়েবসাইটের ডোমেইন বলে।

আরও পড়ুনঃ গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স একাউন্ট

আশা করছি ডোমেইন কাকে বলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটি ডোমেইন একটি ওয়েবসাইটের পরিচিতি বহন করে। তাই ডোমেইন কে ওয়েবসাইটের নাম বলা হয়।

হোস্টিং কি

হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের সকল তথ্য সংরক্ষণ করে রাখার মেমোরি। যেমনটা আপনার স্মার্ট ডিভাইসে মেমোরি থাকে। তবে এক্তিদিভাইসের মেমোরি ডিভাইসটি বন্ধ করলে অচল হয়ে যায়। অন্যদিকে হোস্টিং  এমন এক ওয়েব ডাটা সংরক্ষণ করে রাখার মেমোরি যে ২৪ ঘণ্টা নন স্টপ সচল থাকে।

আরও সহজ ভাবে বললে, আপনি গুগলে কিছু সার্চ করার পর অনেক সার্চ ফলাফল দেখতে পান। এই সার্চ ফলাফলগুলো বিভিন্ন ওয়েবসাইটের।

আর এই সকল সার্চ ফলাফল পৃথিবীর কোনও না কোনও প্রান্তে হোস্টিং এ সংরক্ষণ আছে।

বলতে পারেন হোস্টিং হচ্ছে এক ধরনের অনলাইন মেমোরি।যা বছরে ৩৬৫ দিন ২৪ ঘণ্টা নন স্টপ অন অর্থাৎ সচল থাকে।

আপনি আপনার ওয়েবসাইটের সকল  ডাটা অর্থাৎ অডিও, ভিডিও, কন্টেন্ট, ব্লগ সার্বক্ষণিক অনলাইন রাখার জন্য ওয়েবসাইটে হোস্টিং ব্যবহার করেন।

আরও পড়ুনঃ কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন

এখন মনে হতে পারে, তাহলে ওয়েব হোস্টিং কি অথবা ওয়েব হোস্টিং কাকে বলে? যে হোস্টিং এ কোনও ওয়েব তথা ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ এর কাজে ব্যবহার করা হয় সেই হোস্টিংকেই ওয়েব হোস্টিং  বলে।

আরও পড়ুনঃ জিমেইল আইডি কিভাবে খুলবো

ওয়েব হোস্টিং এর মাধ্যমে ওয়েবসাইটের সকল তথ্য ভিজিটরদের জন্য সার্বক্ষণিক অনলাইন রাখা হয়।

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে web hosting কি এবং কি কাজে ব্যবহার করা হয়। হোস্টিং কি অথবা ওয়েব হোস্টিং কি তা নিশ্চয়ই বুঝতে পারছেন।

ওয়েব হোস্টিং কেন প্রয়োজন

 আপনি যদি একটি বিল্ডিং করতে চান তাহলে আপনি ইট, বালু, সিমেন্ট এবং রড ছাড়া আপনার কাঙ্ক্ষিত বিল্ডিং টি করতে পারবেন? কখনোই না।

ঠিক তেমনই আপনি ওয়েবসাইট পরিচালনা করবেন সে হোক আপনার ব্যবসা, আপনার প্রতিষ্ঠান, আপনার ব্লগ কিংবা যেকোনো কারণে ওয়েবসাইট মানেই ডোমেইন এবং ওয়েব হোস্টিং প্রয়োজন।

আরও পড়ুনঃ  গুগল একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

দেশে এবং বিদেশে অসংখ্য ডোমেইন হোস্টিং কোম্পানি আছে। যারা নির্দিষ্ট টাকার বিনিময়ে গ্রাহকদের ডোমেইন হোস্টিং দিয়ে থাকে।

তবে দেশীয় কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং  নেওয়ার আগে একটু বিচার বিশ্লেষণ করে নিবেন। শুধু তাই ই নয়। বরং যে কোম্পানি থেকেই নেন আগে বুঝে শুনে তবেই নিবেন।

আরও পড়ুনঃ মাউস কোন ধরনের ডিভাইস

ওয়েব হোস্টিং এবং ডোমেইন ছাড়া আপনি ওয়েবসাইটের কথা চিন্তা করতেও পারবেন না।

টপ লেভেল ডোমেইন কি

সারা বিশ্বে অধিক ব্যবহৃত, অধিক জনপ্রিয়, অধিক পরিচিত, অধিক সহজ ডোমেইন কে মূলত টপ লেভেল ডোমেইন বলা হয়। টপ লেভেল ডোমেইন সেগুলো যার নামের শেষে .com, .net, ইত্যাদি থাকে।

এছাড়া কোনও দেশের সরকারি ওয়েবসাইটের শেষে ওই দেশের সংক্ষিপ্ত রুপ থাকে ডট গভ থাকে।

আরও পড়ুনঃ গুগল কিভাবে কাজ করে 

যেমন বাংলাদেশের সরকারি ওয়েবসাইটের শেষে ডট গব ডট বিডি থাকে।

সহজ কথায়। যে ধরনের ডোমেইন অধিক প্রচলিত সেগুলো হচ্ছে টপ লেভেল ডোমেইন। টপ লেভেল ডোমেইন এর অন্যতম উদাহরণ হচ্ছে .com ডোমেইন।

ডোমেইন সম্পর্কিত FAQS

বিশ্বের ডোমেইন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলো ?

ICAN (Internet Corporation for Assigned Names and Numbers) নামের একটি আমেরিকান সংস্থা সারা বিশ্বের ডোমেইন নিয়ন্ত্রণ করে। এই সংস্থাটি একটি অলাভজনক সংস্থা।

একটি ওয়েবসাইটের প্রাণ কি?

একটি ওয়েবসাইটের মূল প্রাণ হচ্ছে সাইটের ভিজিটর। আর কাঠামোগত প্রাণ হচ্ছে ডোমেইন এবং হোস্টিং।

ডোমেইন কত বছর পর পর রিনিউ করতে হয়?

সাধারণত একটি ডোমেইন প্রতি এক বছর পর পর নতুন করে অর্থ দিয়ে রিনিউ করতে হয়। তবে চাইলে কেউ একটি ডোমেইন এক বা পাঁচ বা তার থেকেও বেশি বছরের জন্য মালিকানা কিনে নিতে পারে।

ডোমেইন হোস্টিং সম্পর্কিত সর্বশেষ

আজকের পোষ্টে আমরা ডোমেইন হোস্টিং কি তা জেনেছি। জেনেছি  ডোমেইন হোস্টিং এর গুরুত্ব, ডোমেইন হোস্টিং এর প্রয়োজনীয়তা সম্পর্কে।

আজকের পোস্টটি মূলত যারা ডোমেইন হোস্টিং সম্পর্কে একদম জানতেন না তাদের জন্য।

পরবর্তীতে ডোমেইন হোস্টিং নিয়ে আরও এডভ্যান্স লেভেলের আরিকেল লেখা হবে।

আরও পড়ুনঃ অরজিনাল ভিটমেট অ্যাপ ডাউনলোড করার উপায় 

ডোমেইন হোস্টিং সম্পর্কে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

এছাড়াও নিয়মিত সকল আর্টিকেল পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।

13 thoughts on “ডোমেইন হোস্টিং কি । ওয়েব হোস্টিং কেন প্রয়োজন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.