মাউস কোন ধরনের ডিভাইস ? । What is computer mouse ?

কম্পিউটারের নাম শুনিনি এখন হয়ত এমন কেউ নাই। তবে কম্পিউটার চালানোর জন্য অন্যান্য ডিভাইসের মধ্যে মাউস কোন ধরনের ডিভাইস তা জানেন না অনেকেই। আজকে আমরা জানবো কম্পিউটারের মাউস কোন ধরনের ডিভাইস সে সম্পর্কে বিস্তারিত।

মাউস কি এবং মাউস কোন ধরনের ডিভাইস তা অনেক সময়ে আমাদের কাছে অনেকে জান্তে চাইলেও হঠাৎ বলতে পারিনআ। অনেকে আবার জানি না মাউসের দ্বারা কম্পিউটারের কি করা হয়। মাউস ছোট একটি ডিভাইস হলেও এটি কিভাবে কম্পিউটারেঅগ্রণী ভুমিকা রাখে সেই বিষয়ে জানার চেষ্টা করবো।

আজকে আমরা জানবো মাউস কাকে বলে মাউস কত প্রকার এবং কি কি। এছাড়াও জানবো মাউসের নামকরন করেন কে। কেন মাউসের নাম মাউস হলো। চলুন শুরু করে নেওয়া যাক মাউশ কোন ধরনের ডিভাইস এই শিরোনামে বিস্তারিত সকল তথ্য।

মাউস যে ধরনের ডিভাইস ।  What is computer mouse

এক ধরনের ছোট  হার্ডওয়ার ইনপুট ডিভাইস হলো মাউস। কম্পিউটার বা ল্যাপটপ বা যেকোনো ডিভাইসে মাউস ব্যবহার করার জন্য হাতের ব্যবহার করতে হয়। হাতে ব্যবহারের ফলে মাউসকে hand operated input device ও বলা হয়। কম্পিউটার কার্সর নিয়ন্ত্রণ করতে কম্পিউটারের বিভিন্ন ফাইল, ফোল্ডার এবং আইকন সরাতে বা নির্বাচন করতে ব্যবহার করা হয়।

মাউস এর পূর্ণরূপ । Full form of mouse

মাউস হলো একটি ডিভাইসের সংক্ষিপ্ত রুপ। যার একটি ফুল মিনিং বা অর্থ আছে। মাউসের ফুল মিনিং হলোঃ

M =  Manually

O = Operated

U = User

S = Selection

E = Equipment

অর্থাৎ ম্যানুয়ালি বা হাতে পরিচালিতে এক ধরনের ডিভাইস মাউস।

মাউসের পয়েন্টার কাকে বলে । What is the mouse pointer

কম্পিউটার ডিভাইসে মাউস কানেক্ট করার পরে মাউস নাড়াচাড়া করলে একটি এরো চিহ্ন দেখা যায়। এটিকেই মাউস পয়েন্টার বলে। কার্সরের মূল কাজ হলো বিভিন্ন জায়গাকে পয়েন্ট করা। কার্সরের অন্য নাম মাউস পয়েন্টর। এখন আর মাউস পয়েন্টর বলতে কি বোঝায় তা নিয়ে অজানা কিছু নাই।

মাউস আবিষ্কার করেন কে ? computer mouse

১৯৬৪ সালে ডগলাস এঞ্জেলবারট (Douglas Engelbart) মাউস আবিষ্কার করেন। ওই সময়ে  তিনি  Stanford Research Institute জন্য কাজ করার সময়  এটি আবিষ্কার করেছিলেন। কিন্তু সেই মাউস আজকের মাউসের মতো ছিল না।

তার তৈরি করা মাউএ দুইটি কাঠের চাকা ছিলো। যার মাধ্যমে সামনে পিছনে এবং ডানে বামে নেওয়া যেত। পরবর্তীতে এটি সংস্করণ করতে করতে আজকের মাউস তৈরি করা হয়।

মাউস এর কাজ কি ? মাউস ডিভাইস কোন ধরনের ডিভাইস

চলুন এক এক করে মাউসের কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক। 

১) মাউসের প্রধান কাজ কম্পিউটার স্ক্রিনের কার্সর গতিবিধি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ মাউসের সাহায্যে কম্পিউটারের কার্সর এক দিক থেকে অন্য দিকে নেওয়া হয়।

২)  একাধিক ফাইল বা ফোল্ডারকে সিলেক্ট করতে মাউস ব্যবহার করা হয়।

৩) মাউসের সাহায্যে স্ক্রল আপ স্ক্রল ডাউন করা যায়।

৪) মাউসের লেফট বাটনে ক্লিক করে যেকোনো ফাইল খোলা বা ওপেন করা যায়।

৫) কোনো ছবি বা ফাইল চেপে ধরে কাট কপি মুভ সব করা হয় মাউসের মাধ্যমে।

এবার কম্পিউটার এবং মাউস সম্পর্কিত অধিক কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।

মাউস যে ধরনের ডিভাইস FAQ । প্রশ্ন উত্তর

১ প্রশ্নঃ  মাউস মূলত কোন ধরনের ডিভাইস ?

উত্তর :  মাউস মূলত কম্পিউটার ইনপুট ডিভাইস।

৩ প্রশ্নঃ একটি মাউসের কয়টি অংশ থাকে ?

উত্তর :একটি মাউসের মোট তিনটি অংশ right button, left button, wheel button ।

3. মাউস কি আউটপুট ডিভাইস ?

উত্তর :  না, মাউস আউটপুট ডিভাইস না। মাউস ইনপুট ডিভাইস।

4. তার ছাড়া বা তার বিহীন মাউস কে কি বলে ?

উত্তর : wireless mouse, ওয়ারলেস মাউস।

মাউস কোন ধরণের ডিভাইস সম্পর্কিত সর্বশেষ

আজকে আমরা জানতে পেরেছি মাউস কোন ধরণের ডিভাইস মাউস দিয়ে কি কাজ করে হয়। মাউস কয় রকমের হয়ে থাকে। মাউসের কয়তি অংশ আছে এই বিষয়ে সবকিছু। আশা করছি এই বিষয়ে আর অজানা কিছু থাকবে না।

এরপরেও কোনো বিষয়ে জানতে চাইলে পোষ্টের নিচে কমেন্ট করুন।আমাদের প্রতিনিধি খুব তারাতারি আপনার কমেন্তের উত্তর দিবেন।

আরও পড়ুনঃ গুগল কিভাবে কাজ করে

এছাড়াও বিভিন্নন বিষয়ে আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের ওয়েবসাইটের অফিসিয়াল ব্লগের ফেসবুক পেজে