Last Updated on 2 months by Shaikh Mainul Islam
কম্পিউটারের চিনে না এমন কেউ নাই। আর এই কম্পিউটার চালানোর জন্য অন্যান্য ডিভাইসের মধ্যে মাউস অন্যতম একটি ডিভাইস। তাই আজকে আমরা মাউস কোন ধরণের ডিভাইস এবং মাউস এর দাম কত তা জানবো।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “মাউস কোন ধরনের ডিভাইস । মাউস এর দাম কত” এ।
আজকের পোষ্টে আমরা মাউস কাকে বলে, মাউস কত প্রকার ও কি কি এবং প্রকারভেদ অনুযায়ী মাউস এর দাম কত হতে পারে সেসব বিষয়ে বিস্তারিত জানবো।
মাউস কাকে বলে
এক ধরণের ছোট হার্ডওয়ার ইনপুট ডিভাইস কে মাউস বলে। কম্পিউটারে কার্সরের গতিবিধি, ইনপুট, আউটপুট নিয়ন্ত্রণ করে মাউস।
কম্পিউটারের কার্সর নিয়ন্ত্রণ করে বিভিন্ন ফাইল, ফোল্ডার, টেক্সট আইকন সারাতে এবং নির্বাচন করতে ব্যবহার করা হয়। হাত দিয়ে পরিচালনা করা হয় বলে মাউসকে hand operated input device বলা হয়।
মাউস কম্পিউটারের অত্যন্ত প্রয়োজনীয় একটি হার্ডওয়ার ইনপুট ডিভাইস। যার মাধ্যম ছাড়া এক কথায় কম্পিউটার অচল।
MOUSE হলো একটি ডিভাইসের সংক্ষিপ্ত রুপ। যার একটি ফুল মিনিং বা অর্থ আছে। মাউসের ফুল মিনিং হলোঃ
M = Manually
O = Operated
U = User
S = Selection
E = Equipment
অর্থাৎ ম্যানুয়ালি বা হাতে পরিচালিতে এক ধরনের ডিভাইস হচ্ছে মাউস।
মাউস এর প্রকারভেদ
কাজের প্রকারভেদ অনুসারে সাধারণত ৫ ধরণের মাউস রয়েছে। ৫ ধরণের মাউস হচ্ছেঃ
- Optical Mouse – অপটিক্যাল মাউস
- Wireless Mouse – তারবিহীন মাউস
- Mechanical Mouse – মেকানিকাল মাউস
- Trackball Mouse – ট্রাকবল মাউস
- Stylus Mouse – স্টাইলিশ মাউস
Optical Mouse: আধুনিক কম্পিউটার সিস্টেম গুলোতে প্রচুর পরিমানে ব্যবহার করা Mouse ই হচ্ছে Optical Mouse. এতে ছোট একটি বাল্ব লাইট লাগানো থাকে। মাউসটি নড়াচড়া করলেই মাউস এর পয়েন্টার কাজ করতে শুরু করে।
অপটিক্যাল মাউস সর্বদা একটি তারের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট থাকে। এই মাউস দিয়ে কাজ করা সবথেকে সহজ ও শান্তির।
Wireless Mouse: তারবিহীন একটি রিসিভার (bluetooth) কম্পিউটারে কানেক্ট করেই এই মাউস ব্যবহার করা যায়। এই মাউসে আলাদা করে ব্যাটারি লাগাতে হয়।
Radiofrequency প্রযুক্তির সাথে মিলিয়ে এই মাউস কাজ করলেও এই মাউসকে Optical Mouse এর মতোই বানানো হয়।
Stylus Mouse: একটি কলমের মতো দেখতে এই Stylus Mouse. এর মাথায় একটি ছোট চাকার মতো অংশ থাকে যা উপর নিচ করে সাধারণ মাউসের মতোই সকল কাজ করা যায়।
এছারা অন্য দুটি মাউস এখন আর এভেইলেবেল না। এখানে ৩ টি মাউসের কথা বলা হলেও এই সময়ে মাউস ২ প্রকার মনে করা হয়। যা হচ্ছে Optical Mouse এবং Wireless Mouse.
মাউস পয়েন্টার
কম্পিউটার ডিভাইসে মাউস কানেক্ট করার পরে মাউস নাড়াচাড়া করলে একটি এরো চিহ্ন দেখা যায়।
এটিকেই মাউস পয়েন্টার বলে। কার্সরের মূল কাজ হলো বিভিন্ন জায়গাকে পয়েন্ট করা। কার্সরের অন্য নাম মাউস পয়েন্টর।
মাউস আবিষ্কার করেন কে
১৯৬৪ সালে ডগলাস এঞ্জেলবারট (Douglas Engelbart) মাউস আবিষ্কার করেন। ওই সময়ে তিনি Stanford Research Institute জন্য কাজ করার সময় এটি আবিষ্কার করেছিলেন। কিন্তু সেই মাউস আজকের মাউসের মতো ছিল না।
তার তৈরি করা Mouse দুইটি কাঠের চাকা ছিলো। যার মাধ্যমে সামনে পিছনে এবং ডানে বামে নেওয়া যেত। পরবর্তীতে এটি সংস্করণ করতে করতে আজকের মাউস তৈরি করা হয়।
মাউস এর কাজ
ইতিমধ্যে সবার কাছে স্পষ্ট যে মাউসের কাজ কি। তবুও চলুন এক এক করে মাউসের কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক।
- মাউসের প্রধান কাজ কম্পিউটার স্ক্রিনের কার্সর গতিবিধি নিয়ন্ত্রণ করা।
- মাউসের সাহায্যে কম্পিউটারের কার্সর এক দিক থেকে অন্য দিকে নেওয়া হয়।
- একাধিক ফাইল বা ফোল্ডারকে সিলেক্ট করতে মাউস ব্যবহার করা হয়।
- মাউসের সাহায্যে স্ক্রল আপ স্ক্রল ডাউন করা যায়।
- মাউসের লেফট বাটনে ক্লিক করে যেকোনো ফাইল খোলা বা ওপেন করা যায়।
- কোনো ছবি বা ফাইল চেপে ধরে কাট কপি মুভ সব করা হয় মাউসের মাধ্যমে।
অর্থাৎ এক কথায়, কম্পিউটারের সকল কাজ করার নির্দেশনা এবং কাজ সম্পাদন দুই ক্ষেত্রেই মাউসের ব্যবহার রয়েছে।
আরও সহজ ভাবে বললে, আমরা হাত দিয়ে ধরে যেমন কাজ করি মাউস কম্পিউটারের ক্ষেত্রে ঠিক একই কাজ করে থাকে।
মাউস এর দাম কত
সবকিছুর মতো মাউসের দামও নির্ভর করে মাউসটি কি মাউস তার উপর। সাধারণ কাজ করার জন্য একটি Optical Mouse কিনতে সর্বনিম্ন ৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১ হাজার ৫০০ বা তারও বেশি দাম রয়েছে।
অন্যদিকে Wireless Mouse কিনতে গেলে ৩৫০ টাকা থেকে শুরু করে ২ হাজার বা তারও বেশি দাম রয়েছে।
আবার gaming mouse এর দাম অনেক বেশি। কারণ, হাই কোয়ালিটি সম্পনন গেমিং এর জন্য মাউসে আলাদা আলাদা ফিচার এবং সুবিধা এড করা থাকে।
সেক্ষেত্রে xxl gaming mouse pad সর্বমোট ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এটি একটি ধারণা মাত্র। এর দাম জিনিসের এবং বাজারের ডলার রেটের উপর নির্ভরশীল।
এক্ষেত্রে মাউসের বর্তমান দাম জানার জন্য গুগলে গিয়ে computer mouse price in bd বা আপনি গেমিং মাউস খুঁজলে gaming mouse price in bd লিখে সার্চ করলেই সকল মাউসের দাম দেখে কিনতে এবং অর্ডার করতে পারবেন।
মাউস সম্পর্কিত FAQ
একটি মাউসের মোট তিনটি অংশ right button, left button, wheel button
মাউস মূলত কম্পিউটার ইনপুট ডিভাইস।
wireless mouse, ওয়ারলেস মাউস।
mouse এক ধরণের ইনপুট ডিভাইস। মাউসের সাহায্যে কম্পিউটারের কার্সর কন্ট্রোল করে কম্পিউটারের সকল কাজ সম্পাদন করা হয়।
মাউস সম্পর্কে সর্বশেষ
আজকে আমরা জানতে পেরেছি মাউস কোন ধরনের ডিভাইস মাউস দিয়ে কি কাজ করে হয়। মাউস কয় রকমের হয়ে থাকে। এই পোষ্টে মাউস সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে।
মাউস সহ অন্যান্য বিভিন্ন প্রোডাক্টের পোস্ট পেতে Online tips and tricks ভিজিট করুন।
নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
6 thoughts on “মাউস কোন ধরনের ডিভাইস । মাউস এর দাম কত”