Last Updated on 4 weeks by Shaikh Mainul Islam
গত কয়েক বছর থেকে শুরু করে এখন পর্যন্ত দেশে সিএসই (Computer Science and Engineering) বিষয়ে অনার্স পড়া স্টুডেন্ট এর সংখ্যা বেড়েই চলছে। সেই হিসেবে বেশ কিছু বছর ধরে সিএসই হচ্ছে ট্রেন্ডিং একটি সাবজেক্ট৷ কিন্তু সিএসই কাদের পড়া উচিত এবং সিএসই এর ভবিষ্যৎ কেমন?
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “সিএসই কাদের পড়া উচিত । সিএসই এর ভবিষ্যৎ কি” এ। পুরো পোস্ট জুড়ে সাথে আছি আমি মাইনুল ইসলাম।
আজকের পোস্টে আমরা সিএসই কাদের পড়া উচিত, সিএসই সাবজেক্ট কেমন, সিএসই নিয়ে পড়ার যোগ্যতা সমূহ, সিএসই রিলেটেড জব কোনগুলো এবং সর্বশেষ সিএসই এর ভবিষ্যৎ কেমন সেসব বিষয়ে বিস্তারিত জানবো।
সিএসই কাদের পড়া উচিত
সিএসই মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। যার অর্থ কম্পিউটার সম্পর্কিত সকল বিষয় সম্বলিত (হার্ডওয়্যার, সফটওয়্যার বিল্ড সম্পর্কিত সবকিছু) একটি বিষয়ে পড়াশোনা করা ই হচ্ছে সিএসই পড়া।
অনেক শিক্ষার্থী মনে করেন সিএসই পড়লেই সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার এর বস হয়ে ওঠা যায়। কিন্তু প্রকৃত অর্থে একদমই তা নয়৷ কারণ, সিএসই পড়া এতটাও সহজ নয়৷
আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
তবে, আপনি যদি ঘন্টার পর ঘন্টা কিংবা দিনের পর দিন কম্পিউটারের সামনে বসে লাইনের পর লাইন Coding করতে পারেন ধৈর্য ধরে তাহলে সিএসই আপনার জন্য।
আরো সহজ ভাবে বললে, নতুন নতুন সৃষ্টি, সমস্যা সমাধান এবং নতুন নতুন কাজের চ্যালেঞ্জ নেওয়ার ক্ষেত্রে আগ্রহীদের সিএসই পড়া উচিত হবে।
সিএসই কাদের পড়া উচিত এমন প্রশ্নের উত্তরে একজন সিএসই স্টুডেন্ট হিসেবে আমি এটুকু বলতে পারি যে,
সফটওয়্যার কিংবা ওয়েব সাইট তৈরি, হোয়াইট হ্যাকিং, আইটি ফার্ম পরিচালনা কিংবা আইটি সম্পর্কিত যেকোনো কাজ করতে আগ্রহ থাকলে আপনি সিএসই নিয়ে পড়তে পারেন।
তবে সিএসই নিয়ে পড়ার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে সিএসই এর পড়া এভারেজ না।
একাডেমিক রিলেটেড ভালো করতে হবে অথবা স্কিল ডেভেলপ করে সেরা হতে হবে।
কেউ যদি একাডেমিক এবং স্কিল দুটোই পারে তাহলে তো সে এগিয়ে থাকবে সবার থেকে। আর এমনটা সম্ভব শুধু মাত্র প্রোপার ডেডিকেশনের মাধ্যমে।
সিএসই পড়ে কি হওয়া যায়
CSE কেন পড়বে তার জন্য তোমাকে জানতে হবে সিএসই পড়ে সিএসই সম্পর্কিত কি কি হওয়া যায়:
- • সফটওয়্যার ইঞ্জিনিয়ার
- • হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
- • ওয়েব ডেভলপার
- • অ্যাপ ডেভলপার
- • আইটি অফিসার
এছাড়াও আরও শতাধিক কাজ বা ফিল্ড আছে যেখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারদের কাজের দরজা সবসময় খোলা থাকে।
আরও পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি
মূল কথা হচ্ছে, সিএসইতে পড়াশোনা করে দেশ ও দেশের বাইরে বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানিতে চাকরি করার সুযোগ রয়েছে। এ ছাড়া রয়েছে শিক্ষকতার সুবর্ণ সুযোগ।
সিএসই পড়ে মানুষ যেসব আইটি কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখে সেসব কোম্পানির মধ্যে অন্যতম হচ্ছেঃ
- গুগল,
- মেটা,
- আমাজন,
- মাইক্রোসফট,
- সিসকোসহ
শুধু মাত্র অদম্য প্রচেষ্টা, ইচ্ছাশক্তি আর ধৈর্য এই তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে সিএসইতে পড়লে যে কেউ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।
তাই উপরে উল্লেখিত যেকোনো এক বা একাধিক বিষয়ে যদি তোমার আগ্রহ বা স্বপ্ন থেকে থাকে তাহলে চোখ কান বন্ধ করে অনার্সে সিএসই নিয়ে নাও।
সিএসই কেমন সাবজেক্ট
আমি বলবো সাবজেক্ট সবগুলো ই ভালো এবং সেরা। আমাদের বাংলাদেশে অনেকের সাবজেক্ট ফোবিয়া আছে।
অর্থাৎ এই সাবজেক্ট ভালো তো এটা ভালো না বলা একপদ মানুষ আছে। এরা দিনশেষে কিছুই করতে পারে না।
দেখেন, সিএসই এই মুহুর্তে ট্রেন্ডিং সাবজেক্ট। যা আগামীর বিশ্বকে আরও শক্তিশালী করতে সরাসরি ভূমিকা রাখবে৷
কিন্তু সিএসইতে পড়তে আসা এমন হাজারো স্টুডেন্ট আছে যারা কোড করতে চায় না লিখতে চায় না।
সিএসই নিয়ে পড়লেন কিন্তু কোডিং এ ভালো করতে পারলেন না সেক্ষেত্রে আপনাকে সাধারণ সাবজেক্ট নিয়ে পড়া শিক্ষার্থীদের সাথে জবের জন্য লড়তে হবে।
আরও পড়ুনঃ কম্পিউটার কে আবিষ্কার করেন
সিএসই একটি বড় ইন্ডাস্ট্রি। এখানে আপনি সকল সেক্টরে চাকরির সুযোগ পাবেন। তবে এজন্য পড়ার মতো পড়তে হবে।
আবার আইটি উদ্দোক্তা হতে চাইলেও আপনি সিএসইতে ভর্তি হতে পারেন।
তবে একটি স্পষ্ট বিষয় হচ্ছে এই যে, সিএসই এর সকল কাজ বা স্কিল নন-সিএসই এর স্টুডেন্ট রা ও করতে পারে। এক্ষেত্রে তাদের শুধু একাডেমিক সার্টিফিকেট থাকে না।
সিএসই হচ্ছে সোনার ডিম পারা হাঁসের মতো। কিন্তু একে পরম যত্নে লালন-পালন করতে হবে৷
অর্থাৎ সিএসই তে আপনার প্যাশন থাকতে হবে৷ তবেই আপনার কাছে সিএসই একটি ভালো সাবজেক্ট বলে মনে হবে।
শুধু সিএসই ই নয় বরং যেকোনো সাবজেক্টকে যদি সেই সাবজেক্ট রিলেটেড কাজে গুরুত্ব দিয়ে কাজ করতে পারেন স্কিল অর্জন করতে পারেন তাহলে নিঃসন্দেহে সকল সাবজেক্ট ভালো।
সিএসই নিয়ে পড়ে অনেকে মাসে কোটি টাকা আয় করছে। আবার কেউ ২০-৩০ হাজার টাকা বেতনে চাকরি করছে।
এক্ষেত্রে আপনাকে দেখতে হবে সিএসই পড়ে স্কিল নিয়ে কতটা কাজ করছেন।
কারণ, সিএসই নিয়ে পড়লেই অনেক বড় কিছু হওয়া যায় না। প্রোপার ডেডিকেশন না থাকলে আপনি বড় কিছু হতেই পারবেন না।
তাই, আপনাকে বলতে চাই সিএসই সহ সকল সাবজেক্ট ই ভালো। শুধু মাত্র আপনাকে প্রোপারলি পড়তে হবে ওই বিষয়ে এক্সপার্ট হতে হবে।
সিএসই টপ অফ দা ওয়ার্ল্ড সাবজেক্ট কিন্তু আপনাকেও সেভাবেই তার সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরি করতে হবে।
তবেই আপনার জন্য সিএসই একটি বেস্ট সাবজেক্ট হতে পারে।
সিএসই নিয়ে পড়ার যোগ্যতা সমূহ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একাডেমিকভাবে পড়ার জন্য অবশ্যই ইন্টারমিডিয়েট এ সায়েন্স ব্যাগ্রাউন্ড এবং ফিজিক্স ও উচ্চতর গণিত থাকতে হবে।
উচ্চতর গণিত ব্যতিত দেশ বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় আপনাকে অনার্সে পড়ার সুযোগ দিবে না।
তাই, সিএসই নিয়ে পড়তে হলে ইন্টারে সায়েন্স এর এবং গণিত ও পদার্থ সাবজেক্ট থাকতে হবে।
তবে পদার্থ এবং উচ্চতর গণিতে ভালো রেজাল্ট না থাকলে অনেক বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে না দিলেও দেশের কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এপ্লাই করতে এবং সিএসই পড়তে সুযোগ ও দিবে।
কম খরচে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিএসই নিয়ে পড়ুন। ভর্তি হতে পারবেন আজকেই
কিন্তু আপনি যদি সায়েন্স এর স্টুডেন্ট না থাকেন তাহলে কি সিএসই সম্পর্কিত কিছুই করতে পারবেন না? অবশ্যই পারবেন।
সিএসই এর যেকোনো একটি বিষয় হতে পারে ওয়েব ডেভলপমেন্ট কিংবা অ্যাপ ডেভলপমেন্ট নিয়ে একটি ফ্রি বা পেইড কোর্স করে সেই বিষয়ে এক্সপার্ট হতে পারেন।
এক্ষেত্রে আপনার কোনো স্টাডি ব্যাগ্রাউন্ড লাগবে না। ব্যাসিক কম্পিউটার, ইংরেজিতে মোটামুটি জানাশোনা এবং ইন্টারনেট কানেকশন হলেই করতে পারবেন।
এছাড়া আপনি ভোকেশনাল/পলিটেকনিক এর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলেও সিএসই পড়তে পারবেন। তবে, সেক্ষেত্রে কিছু নির্দেশনা/ রুলস ব্যতিক্রম থাকবে।
সিএসই সম্পর্কিত FAQS
CSE এর অর্থ হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং – Computer Science and Engineering।
CSE এবং IT দুটোই নিজস্ব স্পেশালাইজেশন আছে এবং দুইটি ই ভালো।
কিন্তু CSE-তে বিশেষায়িত ছাত্রদের জন্য আরও ভালো সুযোগ থাকে।
সিএসই নিয়ে পড়তে হলে ইন্টারে সায়েন্স এর এবং গণিত ও পদার্থ সাবজেক্ট থাকতে হবে।
তবে পদার্থ এবং উচ্চতর গণিতে ভালো রেজাল্ট না থাকলে অনেক বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করতে না দিলেও দেশের কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এপ্লাই করতে এবং সিএসই পড়তে সুযোগ ও দিবে।
বিস্তারিত উপরে উল্লেখিত।
সিএসই সম্পর্কে সর্বশেষ
প্রিয় পাথক, আজকের পোষ্টে আমরা সিএসই কাদের পড়া উচিত এবং সিএসই এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি।
আশা করছি সিএসই সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়েছেন।
সিএসই সহ আইটি সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Online tips and tricks ভিজিট করুন।
নিয়মিত আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।