জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম । National id card check

Last Updated on 2 months by Shaikh Mainul Islam

একজন নাগরিকের সকল গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হওয়া জাতীয় পরিচয় পত্র বিভিন্ন কারণে চেক করার প্রয়োজন হয়। আর তাই জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম জানা জরুরি।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম । National id card check” এ। পুরো পোস্ট জুড়ে থাকছি আমি মাইনুল ইসলাম।

আজকের পোষ্টে আমরা অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম সহ জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জানবো।

অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

অনলাইনে National id card check করার জন্য বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে অত্যন্ত সহজ প্রক্রিয়া চালু করেছে সরকার।

জাতীয় পরিচয় পত্র চেক এবং ডাউনলোড সহ সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত ওয়েবসাইট services.nidw.gov.bd ব্যবহার করতে হবে।

এরপর জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সকল সেবা পাবেন এখান থেকে। চলুন, অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপঃ

১) জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সকল সেবা দানকারী সরকারি ওয়েবসাইট services.nidw.gov.bd এ প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটে প্রবেশের পর নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম

২) উপরের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন। সেখানে রেজিস্ট্রেশন করুন এবং লগইন করুন নামে একটি অপশন দেখতে পাবেন।

আপনি যদি প্রথমবার অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করতে চেয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করুন নামে অপশনটিতে ক্লিক করুন।

“বলে রাখা ভালো, যদি আপনার আইডি কার্ডের ড্যাশবোর্ডে এর আগে প্রবেশ করে থাকেন তাহলে লগইন করুন বাটনে ক্লিক করে লগইন করে নিন। তবে ইউসারনেম পাসওয়ার্ড ভুলে গেলেও রিসেট করে নিতে পারবেন”

৩) রেজিস্টার করুন বাটনে ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্টার নামে নতুন একটি পেজভিউ দেখাবে।

যেখানে জাতীয় পরিচয় পত্রের ড্যাশবোর্ডে একটি একাউন্ট রেজিস্টার করতে হবে।

৪) এবার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর (ভোটার হওয়ার সময় দেওয়া টোকেনে উল্লেখিত) এবং জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনাদের বোঝার সুবিধার্থে আমরা একটি জাতীয় পরিচয় পত্র রেজিস্টার একাউন্ট ক্রিয়েট করে দেখানোর চেষ্টা করছি।

আমরা একটি জাতীয় পরিচয় পত্র চেক করার জন্য সেই জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে রেজিস্টার ফর্মটি পূরণ করছি।

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
জাতীয় পরিচয় পত্র নাম্বার ব্যবহার করে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে।

উপরের ছবিটির মতো আপনি আপনার যাবতীয় তথ্য দিয়ে নিচে লাল কালি দিয়ে চিহ্নিত সাবমিট লেখা অপশনে ক্লিক করেন।

৫) এবার পরবর্তী পেজ এ আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করুন।

এক্ষেত্রে ভোটার হওয়ার সময় যে ঠিকানা ব্যবহার করেছেন সেই ঠিকানা ব্যবহার করতে হবে।

সাধারণত বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই দেওয়া হয়ে থাকে। এবং যে এলাকায় আপনি ভোটার হয়েছেন সেই এলাকার ঠিকানা ব্যবহার করা হয়ে থাকে।

এক্ষেত্রে, প্রথমে বিভাগ, এরপর জেলা, এরপর উপজেলা ক্রমান্বয়ে সিলেক্ট করতে হবে।

এরপর পরবর্তী লেখা অপশনে ক্লিক করতে হবে।

৬) এবার ভোটার ফর্ম পূরণের সময়ে দেওয়া মোবাইল নাম্বারটি দেখাবে।

যেখানে বলা হবে আপনার এই সিমটিতে একটি ওটিপি অর্থাৎ ৬ সংখ্যার পাসওয়ার্ড পাঠানো হবে। যদি সেই সিমটি সচল থাকে আপনি সেটাতেই পাসওয়ার্ড পাঠাতে পারবেন।

আবার চাইলে নাম্বার পরিবর্তন অপশনে ক্লিক করে নাম্বার পরিবর্তন করে নতুন নাম্বারে পাসওয়ার্ড পাঠাতে পারবেন।

এবার, পাসওয়ার্ডটি বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার সামনে তিনটি নির্দেশনা দেওয়া হবে।

যেখানে আপনার এন্ড্রয়েড মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

এরপর সেই অ্যাপ ওপেন করে এখানে প্রদর্শিত হওয়া কিউ আর কোডটি স্কান করতে হবে।

কিউ আর কোডটি স্কান করা হলে আপনাকে আপনার মোবাইল স্ক্রিনে একাধিক লুকে ছবি তোলার স্টাইলে ছবি দেখাতে হবে।

এক্ষেত্রে স্পষ্ট আলো এবং কান দেখানো ছবি দেখাতে হবে। এখানে, আপনার মোবাইল স্ক্রিনে এক এক  করে নির্দেশনা দেওয়া থাকবে। এই পদ্ধতিটি একদম সহজ।

এন্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে আপনাকে NID Wallet নামের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

এক্ষেত্রে আপনি যে ডিভাইস থেকে এতক্ষণ সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন করে আসছেন এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন না।

অর্থাৎ আপনাকে অন্য একটি এন্ড্রয়েড ডিভাইস ব্যবহার করতে হবে।

আরও পড়ুনঃ নতুন আইডি কার্ড কিভাবে দেখব । ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

এক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকলে এতক্ষণ যা করছেন সেই ডিভাইসে করে আপনার এন্ড্রয়েড মোবাইলে অ্যাপ ইন্সটল করে বাকি প্রসেস সম্পন্ন করুন।

NID Wallet অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ NID Wallet Download

৭) এবার এন্ড্রয়েড মোবাইল থেকে NID Wallet App Download করে কম্পিউটার স্ক্রিনে দেখানো কিউআর কোড স্কান করতে হবে।

এরপর যার জাতীয় পরিচয় পত্র টি চেক করবেন তাকে দাড় করিয়ে ছবি তুলতে হবে স্ক্রিনে দেওয়া নির্দেশনা অনুযায়ী।

এবার, অটোমেটিক আপনার নাম এবং যাবতীয় তথ্য দেখা যাবে।

(এক্ষেত্রে বলে রাখা ভালো, এখানে একটি পাসওয়ার্ড সেট করতে বলবে আপনাকে। আপনি চাইলে করতে পারেন। চাইলে নাও করতে পারেন )।

জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
এই পেজে আসার পর এখান থেকে আপনি জাতীয় পরিচয় পত্র চেক করতে পারবেন।

এবার আপনি আপনার স্ক্রিনে উপরের ছবিটির মতো আপনার চেক করতে চাওয়া জাতীয় পরিচয় পত্রের ব্যক্তিকে এরকম দেখা যাবে।

এবার এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, রিইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন এবং ডাউনলোড নামের চারটি অপশন দেখতে পাচ্ছেন।

এখানে থেকে প্রোফাইল অপশনে গিয়ে আপনি আপনার বের করা জাতীয় পরিচয় পত্র চেক করে নিতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার নিয়ম

জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার জন্য উপরে উল্লেখিত জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এবং সর্বশেষ স্টেপ পর্যন্ত সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম

এরপর ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারেন। যা আপনি সব ধরনের কাজে অনায়াসে ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত FAQS

অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম কি?

অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম হচ্ছে উপরোল্লিখিত আঁটটি ধাপ অনুসরণ করে জাতীয় পরিচয় পত্র চেক করা যায়।

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি কত?

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি হচ্ছে ১১৫ টাকা।

কিভাবে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করা যায়?

services.nidw.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে উপরের নিয়ম মেনে জাতীয় পরিচয় পত্র চেক এবং ডাউনলোড করে নিতে পারবেন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি দেওয়ার উপায় কি?

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি দেওয়া যায় হচ্ছে দিকাশ, রকেট, ওকে  ওয়ালেট ও টি ক্যাশ এর মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যায়।

দেশে প্রথম জাতীয় পরিচয় পত্র করা শুরু হয় কবে?

বাংলাদেশে ২০০৮ সাল থেকে জাতীয় পরিচয়পত্র দেয়া শুরু হয়।

জাতীয় পরিচয় সংক্রান্ত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম, জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করার নিয়ম সহ বিস্তারতি জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে জাতীয় পরিচয় পত্র সক্রান্ত সকল বিষয়ে বিস্তারিত জেনেছেন।

জাতীয় পরিচয় পত্র সহ সরকারি সেবা সক্রান্ত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Government Service Information category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ  Dainikkantha এ।

8 thoughts on “জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম । National id card check”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.