Last Updated on 1 year by Shaikh Mainul Islam
এখন পর্যন্ত যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু আইডি কার্ড হাতে পান নাই অথবা আগেই ভোটার আইডি কার্ড পেয়েছিলেন কিন্তু কোনও কারণে এখন আপনার ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করা দরকার। আজকের পোস্টটি তাহলে আপনার জন্য। আজকে নতুন আইডি কার্ড কিভাবে দেখব সে সম্পর্কে জানবো।
নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে অনেকেই তা জানতে চান। জানতে চান ভোটার আইডি কার্ড ডাউনলোড করার উপায় সম্পর্কে। ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম এবং উপায় সম্পর্কে জানতে চান।
আজকের পোষ্টে নিজেই নিজের নতুন আইডি কার্ড কিভাবে দেখব তা জানবো। জানবো নতুন এবং যেকোনো সময়ের ভোটার আইডি কার্ড দেখার নিয়ম এবং ভোটার আইডি কার্ড যাচাই সম্পর্কে জানবো। নতুন এবং পূরণ ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। ভোটার আইডি কার্ড সম্পর্কিত যেকোনো বিষয়ে জানতে পোস্টটি পড়তে থাকুন।
নতুন ভোটার আইডি কার্ড দেখার জন্য যা যা দরকার
প্রিয় পাঠক, আপনার নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের আইডি কার্ড দেখার জন্য কিংবা বের করার জন্য আপনার অবশ্যই কিছু তথ্য এবং ডকুমেন্ট লাগবে। জেনে নেওয়া যাক ভোটার আইডি কার্ড দেখা এবং ডাউনলোড করার জন্য কি কি লাগবে।
১) নতুন ভোটার হওয়ার সময় একটি ফর্ম এর নিচের অংশ টোকেন আকারে দিয়েছিল। সেখানে থাকা ফর্ম নাম্বার।(নতুন ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে)
২) ভোটার আইডি নাম্বার।( যাদের কাছে ভোটার আইডি নাম্বার আছে। বিশেষ করে পূরণদের ক্ষেত্রে।
৩) আপনার পুরনাঙ্গ ঠিকানা। (আপনার জানা থাকলেই হবে।
৪) ইলেকট্রিক ডিভাইস।( মোবাইল/ ল্যাপটপ/ কম্পিউটার। ডাউনলোড করার জন্য একটি স্মার্ট মোবাইল এবং আরও একটি ডিভাইস লাগবে। হতে পারে তা ল্যাপটপ কিংবা কম্পিউটার।)
৫) আপনার সচল মোবাইল নাম্বার।
এবার আপনাকে বাংলাদেশ সরকারের নির্বাচন অফিসের অধুনস্ত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশের পর কি কি করতে হবে সবকিছু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এবং পোষ্টের শেষে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। আগে কি কি করতে হবে সব জানুন।
নতুন আইডি কার্ড দেখার উপায় । ভোটার আইডি কার্ড ডাউনলোড
নতুন বা পুরনো যেকোনো আইডি কার্ড দেখা কিংবা ডাউনলোড করতে অথবা আইডি কার্ড সংশোধন কিংবা আইডি কার্ড সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রথমে আপনাকে Nid Gov BD এই ওয়েবসাইটে যেতে হবে। (ওয়েবসাইট লিংক পোষ্টের শেষে দেওয়া আছে)
আইডি কার্ড দেখার জন্য পরবর্তী সকল কাজ ধাপে ধাপে ছবি সহ উল্লেখ করছি।
১) Nidw Gov Bd ওয়েবসাইটে প্রবেশ করার পর একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে রেজিস্টার করুন বাটনে ক্লিক করবেন।
২) রেজিস্টার করুন বাটনে ক্লিক করার পর নিচের ছবির মতো একটিপেজ ভিউ দেখতে পাবেন। যেখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার অথবা ফর্ম নাম্বার দিতে হবে। আপনি নতুন ভোটার হলে আপনাকে ছবি তোলার সময়ে একটি ফর্ম এর অংশ দেওয়া হয়েছিলো সেই ফর্মে উল্লেখিত ফর্ম নাম্বার বসাবেন।
২) এরপর জন্ম তারিখ দিবেন। প্রথমে দিন তারপরে মাস তারপরে বছর বসিয়ে দিবেন আপনার ভোটার হওয়ার সময়ে যে সঠিক জন্ম তারিখ দিয়েছিলেন সেই অনুযায়ী।
৩) এরপর নিচে একটি ক্যাপচা পূরণ করতে হবে। সাদা ঘরের মধ্যে আবছা লেখাতিকে দেখে দেখে নিচের খালি ঘরে লিখবেন। ( ক্লিয়ার বুঝতে না পারলে রিফ্রেশ বাটনে ক্লিক করে রিফ্রেশ করে নিবেন)।
আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পূরণ করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি জাতীয় পরিচয় পত্র নাম্বার ব্যবহার করেছি। আপনি ফর্ম নাম্বার ব্যবহার করতে পারবেন। কোনো সমস্যা নেই।
আইডি কার্ড চেক করার নিয়ম
উপরের ছবিটির মতো আপনিও আপনার প্রয়োজনীয় তথ্য বসিয়ে দিবেন। (লাল চিহ্ন দিয়ে ক্যাপচা বুঝতে সমস্যা হলে রিফ্রেশ দেওয়ার অপশন দেখানো হয়েছ)।
৪) এরপর আপনি নিচে সাবমিট লেখা অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে নিচের ছবির মতো।
৫) এবার আপনি উপরের ছবিটির মতো পেজ ভিউতে আসার পর ভোটার হওয়ার সময়ে আপনার যে স্থায়ী এবং বর্তমান ঠিকানা দিয়েছিলেন সেই অনুযায়ী অটোমেটিক সিলেক্ট করে বসিয়ে দিন।
৬) এরপরে আপনি নিচের পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী স্টেপে চলে যাবেন।
৭) পরবর্তী অপশনে যাওয়ার পরে উপরেরছবিতির মতো একটি পেজ ভিউ দেখাবে। যেখানে আপনাকে শনাক্ত করার জন্য আপনার মোবাইলে একটি বার্তা পাঠাতে বলবে।
পরে সেই বার্তাটি বসানোর জন্য একটি অপশন আসবে।
এখানে আপনার তখনকার দেওয়া মোবাইল নাম্বারটি কোনো কারণে সচল না থাকলে মোবাইল পরিবর্তন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার পরিবর্তন করে নিতে পারবেন খুব সহজেই।
৮) আপনার নাম্বারে একটি মেসেজ পাঠানোর জন্য বার্তা পাঠান অপশনে ক্লিক করুন।
এরপর আপনাকে নিচের ছবিটির মতো একটি পেজ ভিউতে নিয়ে যাবে।
এবার আপনার মোবাইলে একটি কোড আসলে কোড বসানোর ঘরে কোডটি বসিয়ে দিন।
৯) এবার উপরের ছবিটির মতো পেজ ভিউতে আপনার মোবাইল নাম্বারে আসা যাচাইকরণ কোডটি দিয়ে বহাল অপশনে ক্লিক করুন।
বহাল অপশনে ক্লিক করার পর নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
উপরের ছবির মতো পেজ ভিউতে আপনি সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে ৩ টি নির্দেশনা দেখতে পাচ্ছেন।
আইডি কার্ড দেখার জন্য পরবর্তীতে করণীয়
উপরের ছবিটির মতো পেজ ভিউ দেখতে পাচ্ছেন।
এবার আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হলে নিরদেশনায় দেওয়া তিনটি রুলস অনুযায়ী কাজ করতে হবে।
কিভাবে সম্পন্ন করবেন বাকি কাজ জানতে সম্পূর্ণ পোস্টটি পড়তে থাকেন।
উপরের তিনটি নির্দেশনা এর প্রথম নির্দেশনায় একটি মোবাইল অ্যাপ ইন্সটল করতে হবে।
এজন্য এতক্ষণ সে কাজ করছেন সেই মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার একই রকম থাকবে।
আরও পড়ুনঃ ভোটার হালনাগাদ কবে ২০২৩
এরপর অন্য একটি মোবাইলে NID Wallet নামে অ্যাপ টি ডাউনলোড করবেন।
এরপর অ্যাপটি ইন্সটল হওয়ার পর অ্যাপটি ওপেন করে স্ক্রিনের কিউয়ার কোড স্কান করবেন।
বলে রাখি NID Wallet নামের অ্যাপ ডাউনলোড করতে আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে NID Wallet লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ জাতীয় পরিচয় পত্র চেক করার উপায়
এরপ্পর আপনার মোবাইলে আপনার ছবি দেওয়ার জন্য বলবে। ডান ডিকে ঘুরে বাম ডিকে ঘুরে এবং সোজা ভাবে তিনভাবে ছবি দিতে হবে।
তিন ভাবে ছবি দেওয়া সম্পন্ন হলে আপনার প্রথম থেকে কাজ করা ডিভাইসের স্ক্রিনে অটোমেটিক অন্য একটি অপশনে নিয়ে যাবে।
এরপরে সেখানে আপনি আপনার আইডি কার্ড দেখতে পাবেন। পাশে ডাউনলোড অপশন থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
এতক্ষণ যে সব বিষয়ে জানলেন তা করার জন্য NID Application এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
NID Application System এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে NID Application System এ ক্লিক করুন।
অনেকে ভোটার কার্ড সংশোধন অ্যাপস খুজে থাকেন।
মূলত এখান থেকেই ভোটার আইডি কার সংশোধন হয়ে থাকে।
এজন্য আলাদা কোন অ্যাপস প্রয়োজন হয় না।
আরও পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম
ভোটার আইডি কার্ড নিয়ে কিছু প্রশ্ন উত্তর । FAQS
নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো কিভাবে বা নতুন আইডি কার্ড কিভাবে দেখব ?
উত্তরঃ এটি আপনি নিজ ঘরে বসেই করতে পারেন।
কিন্তু এজন্য আপনার দুইটি স্মার্ট ডিভাইস লাগবে যার একটি হতে হবে স্মার্ট ফোন। বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্টটি ভালো ভাবে পড়ুন।
ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম কি ?
এই পোষ্টের সম্পূর্ণ নিয়মটি ভোটার নাম্বার দিয়ে ভোটার আইডি বের করার নিয়ম ই বলা হয়ছে। শুধু ফর্ম নাম্বারের জায়গায় ভোটার নাম্বার দিতে হবে।
জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি বের করা যায়?
হ্যাঁ যায়। তবে শুধু জন্ম তারিখ দিয়ে নয়। অন্যান্য আরও তথ্য লাগে।
কি কি তথ্য লাগে জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি বের করা র জন্য তা জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
আরও পড়ুনঃ nid card status check 2022
নতুন আইডি কার্ড দেখা নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে নতুন আইডি কার্ড কিভাবে দেখব সে সম্পর্কে জানতে পেরেছি।
জেনেছি কিভাবে নিজেই নিজের ভোটার আইডি কার্ড দেখবো। এছাড়াও ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম সম্পর্কে জেনেছি।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করার উপায় সম্পর্কেও জেনেছি।
উপরে বলা নিয়ম অনুযায়ী এই সব কাজ করতে পারবেন। এছাড়াও ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন।
আশা করছি এই বিষয়ে সম্পূর্ণ বুঝতে পেরেছেন।
এরপরে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান।
আমরা আপনার কমেন্টের উত্তরে সমাধান করে দিবো।
এছাড়াও আইডি কার্ড সম্পর্কিত আগের পোস্টগুলি দেখে নিতে পারেন।
এছারাও আমাদের সকল আর্টিকেল দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
3 thoughts on “নতুন আইডি কার্ড কিভাবে দেখব । ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম”