উক্তি জীবন নিয়ে । জীবন বদলে ফেলুন

জীবন আনন্দ, বেদনাকে ঘিরেই চলমান। আনন্দের সময় খুব তারাতারি শেষ হলেও দুঃখের সময় যেন শেষই হয় না। আসলে আমরা মানসিকভাবে আনন্দকে গ্রহণ করতে পারলেও দুঃখকে মানার জন্য একবার নিজেকে ভাবতেও বলি না। আজকে আমরা জানবো উক্তি জীবন নিয়ে।

অথচ, আমাদের উচিত আনন্দকে যেভাবে গ্রহণ করি একই ভাবে দুঃখকে গ্রহণ করা। আমরা বারবার ভুলে যাই জীবন চিরস্থায়ী না। তেমনই আনন্দ কিংবা দুঃখ কোনোটাই আমাদের জীবনে স্থায়ী হয় না।

জীবন মানে এই আনন্দ এই বেদনা।

আজকে খুব সহজভাবে জেনে নেওয়া যাক, জীবনকে কিভাবে গ্রহণ করা উচিত। কিভাবে জীবনের প্রতিটা বিষয় গ্রহণ করলে তবেই জীবন হবে সুন্দর, জীবন হবে মধুময়।

জীবনের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। তবে স্বাভাবিক ভাবে জীবন মানেই সুখ দুঃখের মিশ্রণ। থাক না দুঃখ গুলো জীবনের এক কোণে পড়ে।

জীবন তো ভীষণরকম সুন্দর । বদলে ফেলুন নিজের জীবন

পরিবারের সদস্যদের পড়ে জীবনে অন্যকাউকে প্রাধান্য দিলেন তো জীবন থেকে আনন্দকে একধাপ দূরে এগিয়ে রাখলেন। আবার সারাজীবন শুধু পরিবারের জন্যই করে আসলেন তাতেও জিবনের শেষ লগ্নে শুধুমাত্র দুঃখকেই পাবেন আপনার সঙ্গী হিসেবে।

জীবনের সব আনন্দগুলো কেউ চাইলেই পায় না বা চাইলেই ধরে রাখতে পারে না। পেয়েও যাদের তৃপ্ততা থাকে না, যাদের পূর্ণতা স্বীকার করা হয় না সুখ তাদের জীবনে ক্ষণস্থায়ী।

প্রতিটা মানুষের জীবনে সুখের আগে অবশ্যই দুঃখ আসা উচিত। তবেই ব্যক্তি বুঝতে পারবে সুখ কি জিনিস। উপলব্ধি হবে বারেবার। সুখ প্রতিটি মানুষের জীবনে প্রজাপতির ভুমিকায় থাকে। উক্তি জীবন নিয়ে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

শক্ত করে ধরে রাখতে গেলে মরে যাবে।

ছেরে দিলে উড়ে যাবে।

প্রকৃত অর্থে আনন্দ হলো ব্যক্তির মনের ব্যপার । জীবন নিয়ে উক্তি

মানসিক শান্তির থেকে সুখের জিনিস আর কিছু হতে পারে না এই পৃথিবীতে। তাই বলা চলে জীবন পথে যাই হোক না কেন সবসময় মনকে স্থির রাখতে পারলেই সব সম্ভব। জীবনে অপ্রত্যাশিত বা প্রত্যাশিত কোনো প্রাপ্তিতেই এতটাও আনন্দিত হওয়া যাবে না যতটা আনন্দিত স্বীমার বাহিরে নিয়ে যায়। বরং ছোট বড় সব আনন্দে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে সেখানেই শেষ করা যেতে পারে আনন্দের মাত্রা।

আরও পড়ুনঃ ADVANTAGES AND DISADVANTAGES OF DATES

আমরা অনেক সময় মনে করি, আমিই মনে হয় অনেক কষ্টে বা অনেক দুঃখে আছি। অথচ পৃথিবীর অন্য কোন এক জায়গায় কেউ না কেউ আমাদের অবস্থানে আসার জন্য মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে। আফসোস, আমাদের ছোটবেলায় শেখানো হয়নি কিভাবে দুঃখকে বরণ করতে হয়।

আরও পড়ুনঃ GET RID OF STOMACH PAIN DURING PERIOD

জীবন সুন্দর। শুধু সুন্দর করে নিতে জানতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, জীবনে অসম্ভব বলে কিছু নেই। মানুষের জীবন একটি ক্ষুদ্র সময় মাত্র।

দুঃখের সময় বরং এই বলে আনন্দিত হতে হবে যে, দুক্ষ যত বেশি সুখ তত সন্নিকটে।

জীবন সুন্দর। শুধু তাকে তার মতো করে গ্রহণ করতে দিতে হবে। আমাদের মনে রেখে চলতে হবে যে, মানুষ পৃথিবীতে চিরস্থায়ী না।

জীবনে লক্ষণীয় । উক্তি জীবন কি বলে আপনাকে

কখনো নিজের আবেগকে কারোর কাছে প্রকাশ করতে দেওয়া যাবে না। নিজের আবেগকে কন্ট্রোল করতে জানতে হবে। জীবনে শুধু আবেগ নয় বরং আবেগ এবং বিবেক দিয়ে বিচার করতে হবে।

সবসময় মনের বিবেক দ্বারা চিন্তা করে কাজ করতে হবে।

কোন খুশীর সংবাদে অতিরিক্ত আনন্দিত হওয়া যাবে না। আবার কোনো দুঃখের সংবাদে একদমই ভেঙ্গে পড়া যাবে আন।

মনে রাখতে হবে জীবনে হারানোর কিছু নেই বরং পাওয়ার আছে অনেক কিছু ।

নিজের বিবেক দ্বারা সবসময় সৎ ও সত্যবাদী হয়ে বাঁচতে হবে।

অতিরিক্ত লোভ করা যাবে না।

মনে রাখতে হবে, লোভে পাপ- আর পাপে মৃত্যু।লোভ ভালো, তবে তা অবশ্যই সব ক্ষেত্রে অবশ্যই নয়

আরও পড়ুনঃ এসি ছাড়াও এসির সুবিধা নিবেন যেভাবে

মানুষকে বিশ্বাস করা নিঃসন্দেহে মানবতার পরিচয় কিন্তু বর্তমান যুগ বিশ্বাসের যুগ না বপ্ললেই চলে।

তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে দূরে থাকতে হবে। উক্তি জীবন নিয়ে যেন কেউ ছিনিবি খেলার সুযোগ না পায়।

মনে রাখতে হবে, বিশ্বাসে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি।

লেনদেনের ক্ষেত্রে সবথেকে বেশি সচেতন হতে হবে

মনে রাখবেন টাকা এবং নারী যখন যার হাতে থাকে তখন তার কথা বলে।

আর টাকা এমন এক জিনিশ যার জন্য মানুষ সব করতে পারে।

বিশেষ করে কোথাও অতিরিক্ত লাভের আশায় বা কম মূল্যে কিছু কেনার জন্য এডভান্স টাকা দেওয়া থেকে বিরত থাকুন।

নিজের টাকার হিসাব এবং দায়িত্ব নিজেই পালন করুন।

নিজ কর্ম কান্দে কখনো গরিমসি করবেন না।

আরও পড়ুনঃ তালশাঁস খেলে যা হয় , উপকার ও অপকারিতা 

কর্ম জগতে সৎ থাকা।

আপনি নিজেকে সৎ দাবী করলেন অথচ আপনার চাকরি বা ব্যবসা যাই করেন।

যদি সার্ভিস সঠিক ভাবে না দেন তাইলে আপনি সৎ দাবী করা নিতান্ত বোকামি ছাড়া কিছুই না।

যে যে ধর্মাবলম্বী সে তার ধর্ম পালন করবে।

ইসলাম শান্তির ধর্ম। শুধু শান্তিরই ধর্ম না বরং সারা বিশ্বের সকল মানুষের পথ পদরশপক।

তাই ইসলামকে জানতে হবে মানতে হবে। উক্তি জীবন নিয়ে জানতে হবে ইসলামিক মতে।

ইসলাম ধর্মাবলম্বী সকলের নিয়মিত নামাজ পড়তে হবে।

অন্তরে মৃত্যুর ভয় রাখতে হবে।

আরও পড়ুনঃ পিরিয়ডে পেট ব্যথা দূর করতে করণীয়

নিয়মিত দৈনিক কণ্ঠ ব্লগ পেতে চোখ রাখুন দৈনিক কণ্ঠ ফেসবুক ব্লগ পেজে।

10 thoughts on “উক্তি জীবন নিয়ে । জীবন বদলে ফেলুন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.