বিকাশে টাকা দেখার নিয়ম । How To Check Bkash Account Balance

Last Updated on 5 months by Shaikh Mainul Islam

মোবাইল ব্যবহার করেন অথচ বিকাশ ব্যবহার করেন না এমন ব্যক্তির সংখ্যা অনেক কম। তাই আজকে একাধিক পদ্ধতিতে বিকাশে টাকা দেখার নিয়ম জানবো।

প্রিয় পাঠক, স্বাগত “Dainik Kantha”এর আজকের পোস্ট “বিকাশে টাকা দেখার নিয়ম । How To Check Bkash Account Balance” এ।

আজকে আমরা বিকাশের ব্যালেন্স দেখার উপায় সমূহ, নাম্বার ডায়াল করে বিকাশের টাকা দেখার নিয়ম, বিকাশ অ্যাপ থেকে বিকাশের টাকা দেখার নিয়ম সহ বিকাশ সম্পর্কে বিস্তারিত জানবো।

বিকাশের ব্যালেন্স চেক করার উপায়

দুই ভাবে একটি বিকাশের একাউন্ট বা বিকাশের টাকা বা ব্যালেন্স চেক করা যায়। যে দুই ভাবে বিকাশ টাকা বা ব্যালেন্স দেখা যায় তা হচ্ছেঃ

আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

  • কোড ডায়াল করে বিকাশ ব্যালেন্স চেক
  • বিকাশ অ্যাপ থেকে বিকাশ ব্যালেন্স চেক

এর মধ্যে বাটন মোবাইল থেকে শুধু মাত্র বিকাশের কোড ডায়াল করে বিকাশ ব্যালেঞ্চ চেক করা যায়।

আর অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বিকাশ অ্যাপ এবং কোড দুই ভাবেই বিকাশ ব্যালেঞ্চ বা বিকাশের টাকা চেক করা যায়।

কোড ডায়াল করে বিকাশে টাকা চেক

Button mobile এ ইন্টারনেট কানেকশন না থাকায় বাটনে তুলনামূলক কঠিন উপায়ে বিকাশে টাকা দেখতে হয়।

অর্থাৎ শুধু মাত্র বিকাশ কোড (*২৪৭#) ডায়াল করে বিকাশের ব্যালেন্স চেক সহ মোটামুটি ক্যাশ ইন ক্যাশ আউট করা যায়।

কোড ডায়াল করে বিকাশে টাকা দেখার নিয়ম হচ্ছেঃ

  • বিকাশ কোড *২৪৭# ডায়াল করুন। (বিকাশ একাউন্ট যেই সিমে সেই সিম থেকে)
  • বিকাশ ৯ নং অপশন My Bkash সিলেক্ট করে Send অপশনে ক্লিক করুন।
  • বিকাশের ১ নং অপশন  Check Balance অপশন সিলেক্ট করে Send অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার বিকাশের গোপন পিন (পাসওয়ার্ড) দিয়ে Send অপশনে ক্লিক করুন।
  • এবার পপআপ মেসেজে আপনার বিকাশের ব্যালেন্স দেখা যাবে। 

এই উপায়ে আপনি যেকোনো মোবাইল থেকে বিকাশের টাকা দেখতে পারবেন। অতবে আপনার যে সিম বিকাশ একাউন্ট ওই সিম থেকেই ডায়াল করতে হবে।

Bkash app থেকে টাকা দেখার নিয়ম

বিকাশের ব্যালেন্স দেখা সহ সব রকমের লেনদেন করার জন্য Bkash app সবথেকে সহজ সমাধান। Bkash app থেকে টাকা দেখা সহ অন্যান্য লেনদেন করার জন্যঃ

আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম

  • মোবাইলের প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ টি ইন্সটল করে নিন।
  • এবার আপনার বিকাশ নাম্বার দিয়ে লগইন করুন। (অবশ্যই যে সিমে একাউন্ট সেই সিম মোবাইলে সচল থাকতে হবে)
  • এবার অন টাইম পাসওয়ার্ড ব্যবহার করে লগইন সম্পন্ন করুন।
  • এবার আপনার নাম ঠিকানা সহ যেসব তথ্য চাওয়া হব বে সেসব তথ্য দিন।
  • এবার উপরে ব্যালেন্স লেখার উপর ক্লিক করলেই আপনি আপনার বিকাশে টাকা দেখতে পাবেন।

এখানে সবথেকে সহজ হওয়ার কারণ এটি বারবার লগইন করতে হয় না। শুধু প্রত্যেক বার প্রবেশের সময় আপনার বিকাশের পাসওয়ার্ড দিতে হবে।

বিকাশ সম্পর্কিত অন্যান্য তথ্য

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা দেখতে হয়। বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা দেখার নিয়ম অনেক সহজ এবং নিরাপদ। কারণ, বিকাশ একটি লেনদেন সেবা।

এই ক্ষেত্রে একাধিকবার ভুল পাসওয়ার্ড লিখলে বা ট্রাই করলে একাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তাই বিকাস অ্যাপ ব্যবহার করে শুধু মাত্র পাসওয়ার্ড দিয়ে বারবার প্রবেশ করা যায়। 

অন্যদিকে স্মার্ট মোবাইল থেকেও ডায়াল করে বিকাশে টাকা দেখা যায়। তবে সবথেকে নিরাপদ এবং সহজ উপায় বিকাশ অ্যাপ ব্যবহার।

এছাড়াও বিকাশে শতাধিক সুবিধা থাকাও বিকাশ এপ্স ব্যবহারের কারণ হতে পারে।  Bkash App থেকে লগইন করে ক্যাশ আউট বা সেন্ড মানি করলে বিভিন্ন অফার থাকে।

আবার কোনো বিল পেমেন্ট করলে থাকে ক্যাশব্যাক গ্যারান্টি অফার।

আশা করছি বিকাশে টাকা দেখার সহজ নিয়ম সম্পর্কে বুঝতে আর বাকি থাকবে না।

Bkash related FAQS

বিকাশ ব্যবহার করা কি নিরাপদ?

সঠিক এবং বৈধ ভাবে ব্যবহার করা শতভাগ নিরাপদ।

তবে নিয়ম বহির্ভূত ব্যবহার করার চেষ্টা করলে বিকাশ থেকে অটোমেটিক সন্দেহ হলে আপনার একাউন্ট বন্ধ বা স্টপ করে দেওয়ার ক্ষমতা বিকাশ রাখে।

বিকাশ এত জনপ্রিয় কেন?

বিকাশ মোবাইল ব্যাংকিং এর অন্যতম একটি। বাসা থেকে বের হলেই যেকোনো জায়গায় বিকাশের এজেন্ট ঘর বা দোকান পাওয়া যায়।

অন্যদের থেকে মার্কেটে বিকাশের আগে আসাও জনপ্রিয়তার অন্যতম কারণ।

এছাড়া ব্যবহারকারী সংখ্যার বেশি থাকার কারণে সবার কাছে বিকাশ সেবা থাকছে।

বিকাশ থেকে লোণ নেওয়া যায় কি না?

হ্যাঁ বিকাশ থেকে লোণ নেওয়া যায়।

তবে এজন্য বিকাশের নিয়মিত বেশ পরিমাণ টাকার ব্যবহারকারী হতে হবে।

অর্থাৎ এক কথায়, বিকাশের ঘোষিত নিয়মের মধ্যে আপনার একাউন্ট থাকলে বিকাশ থেকে সাময়িক লোণ নেওয়া যায়।

বিকাশ কোন ব্যাংক কোম্পানির মালিকানা ভুক্ত?

বিকাশ ব্রাক ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। অর্থাৎ বিকাশের মালিক ব্রাক ব্যাংক প্রতিষ্ঠান।

বিকাশে টাকা ফিক্স ডিপোজিট করা যায় কি না? গেলে টা নিরাপদ কি না?

হ্যাঁ মাসিক একটা নির্ধারিত টাকা জমা রাখা যায়।

তবে টা বিকাশের নিয়ম অনুযায়ী রাখতে হবে।

যেহেতু এটি একটি স্বনামধন্য ব্যাংক দ্বারা পরিচালিত সেহেতু এটি নিরাপদ।

বিকাশে টাকা দেখার নিয়ম নিয়ে সর্বশেষ

আজকে আমরা জানতে চেষ্টা করেছি বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

এছাড়াও বিকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জেনেছি যা একজন বিকাশ গ্রাহকের জানা খুবই জরুরি।

Bkash mobile banking সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Bkash Category ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

17 thoughts on “বিকাশে টাকা দেখার নিয়ম । How To Check Bkash Account Balance”

  1. This is a great blog post. I have been trying to find a way to check my bank account balance online for a while now. Thanks for the tips!

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.