Last Updated on 4 months by Shaikh Mainul Islam
দেশে প্রায় ২০ কোটি মানুষ মোবাইল ব্যবহার করছে। এর মধ্যে প্রায় ৬ কোটি মানুষ বাংলালিংক সিম ব্যবহার করছেন। এর মধ্যে অনেকেই বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে তা জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে এবং বাংলালিংক সিমের সকল কোড” এ। আজকের পোষ্টটি সকল বাংলালিংক সিম ব্যবহারকারীদের জন্য অত্তন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ রবি এমবি দেখে কিভাবে
আজকের পোষ্টে আমরা বাংলালিংক সিমের ব্যালেন্স চেক থেকে শুরু করে বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড বা নিয়ম, বাংলালিংক লোন নেওয়ার নিয়ম, বাংলালিংক অ্যাপ সহ বাংলালিংক সিমের সকল কোড জানবো।
বাংলালিংক সিমের সকল কোড
প্রিয় বাংলালিংক সিম ব্যবহারকারী, ছোট ছোট কোড সবসময় মনে রাখা যায় নাহ। তাই আপনাদের সুবিধার্থে বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড থেকে শুরু করে সকল কোড নিচে লিস্ট করে দেওয়া হলোঃ
আরও পড়ুনঃ সব সিমের নাম্বার দেখার কোড । sim number check bd
- নিজের বাংলালিংক নাম্বার দেখতে *511# ডায়াল করুন।
- সিম প্যাকেজ চেক করতে *125# ডায়াল করুন।
- মিনিট ব্যালেন্স চেক করতে *124*2# ডায়াল করুন।
- এস এম এস ব্যালেন্স চেক করতে *124*3# ডায়াল করুন।
- এমবি বা ইন্টারনেট ব্যালেন্স চেক করতে *124*5# অথবা *222*3# ডায়াল করুন।
- GPRS সার্ভিস ডিয়েক্টিভ করতে *222*2* Package Code# ডায়াল করুন।
- বোনাস এমবি চেক করতে *124*5# ডায়াল করুন।
- এসএমএস সার্ভিস বন্ধ করতে *222*9# ডায়াল করুন।
- বোনাস টকটাইম এন্ড মেয়াদ চেক করতে *124*3# অথবা *124*4# ডায়াল করুন।
- মেসেজে ইন্টারনেট সেটিং পেতে Type ALL & Sent to 3343 এ মেসেজ করুন।
- মিস কল এলাট চালু করতে Type START & Send to 622 এ মেসেজ করুন।
- মিস কল এলাট বন্ধ করতে Type STOP & Send to 622 এ মেসেজ করুন।
- ইমারজেন্সি ব্যালেন্স নিতে *874# অথবা *321# ডায়াল করুন।
- Special number FNF করতে *166*7*Number# ডায়াল করুন।
- Special FNF পরিবর্তন করতে 166*7*old FnF*new FnF# ডায়াল করুন।
- নতুন FNF নাম্বার সেট করতে *789*7*3*1# ডায়াল করুন।
- সকল FNF Number দেখতে *789*7*3*2# ডায়াল করুন।
- FNF নাম্বার মুছে ফেলতে *789*7*3*4# ডায়াল করুন।
আশা করছি বাংলালিংক সিমের বর্তমান যত কোড আছে সব কোড এখানে উল্লেখিত আছেহ। এছাড়াও বাংলালিংক সিমের আরও অনেক সুবিধা আছে।
তবে সেই সুবিধা গ্রহণের জন্য আপনাকে বাংলালিংক সিমের অ্যাপ MY BL ব্যবহার করতে হবে। চলুন বাংলালিংক সিমের অ্যাপ My BL অ্যাপ সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেওয়া যাক।
বাংলালিংক সিমের অ্যাপ
বর্তমান সময়ে আপনি যদি স্মার্ট মোবাইল ব্যবহার করেন তাহলে আর শুধু বাংলালিংক কেন কোনো সিমেরই কোড মুখস্ত করে নিয়ে ঘুরতে হবে নাহ।
কারণ, আপনি যেই সিম ব্যবহার করেন সেই সিমের নিজস্ব মোবাইল অ্যাপ ব্যবহার করলেই আপনি শুধু ইন্টারনেট কানেকশন দিয়েই সিমের নাম্বার থেকে শুরু করে সব দেখতে জানতে এবং করতে পারবেন।
আরও পড়ুনঃ বাংলালিংক মিনিট চেক কোড
যেমন ধরুন, আপনি বাংলালিংক সিম ব্যবহারকারী। এবং আপনি স্মার্ট বা আন্দ্রয়েদ মোবাইল ব্যবহার করছেন।
তাহলে আপনি গুগল প্লে ষ্টোর থেকে My BL অ্যাপটি নামিয়ে ইন্সটল করে আপনার বাংলালিংক মবাওইল নাম্বার দিয়ে লগইন করে নিলেন।
এরপর আপনার বাংলালিংক সিমের যাবতীয় সকল কিছু কন্ট্রোল করতে পারবেন বাংলালিংক সিমের অফিসিয়াল অ্যাপ My BL থেকে।
আপাতাত বাংলালিংক সিমের অফিসিয়াল অ্যাপ My BL এর লিংক দেখে নিন।
* অবশ্যই আপনাকে আপনার মোবাইলের প্লে ষ্টোরে জিমেইল আইডি লগইন করা থাকতে হবে।
পরবর্তীতে অন্য একটি পোষ্টে বাংলালিংক সিমের অ্যাপ My BL সেটআপ করার নিয়ম শেখানো হবে।
বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড । FAQS
প্রিয় পাঠক, এতক্ষণে আমরা বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে এবং বাংলালিংক সিমের সকল কোড জেনেছি। এবার বাংলালিংক সিম সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।
বাংলালিংক নাম্বার চেক করার কোড হচ্ছে *511#
বাংলালিংক এমবি চেক করার কোড হচ্ছে *124*5# অথবা *222*3#
Banglalink মিনিট চেক করার কোড হচ্ছে *124*2#
বাংলালিংক লোন নেওয়ার কোড হচ্ছে *874# অথবা *321#
দেশের মোট সিম ব্যবহারকারীর ৪ ভাগের এক ভাগের একটু বেশি। যা সংখ্যার হিসেবে প্রায় ৫ কোটির কাছাকাছি। (কিছুটা কম বেশি)
banglalink emergency এমবি নিতে ডায়াল করুন *875#.
বাংলালিংক সিমের নাম্বার দেখা নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা বাংলালিংক সিমের নাম্বার কিভাবে দেখে এবং বাংলালিংক সিমের সকল কোড সম্পর্কে জেনেছি।
আশা করছি, এই পোষ্টটি পড়ার পর বাংলালিংক সিমের কোড সম্পর্কে আর কিছু জানার নেই। এরপরেও যদি বাংলালিংক সিমের কোড কিংবা বাংলালিংক সম্পর্কিত আরও কিছু জানার থাকে তাহলে আমাদের Banglalink category ভিজিট করে দেখে নিন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
ধন্যবাদ এতো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার সাইটের সকল পোস্ট অনেক উপকারে আসে
পোষ্টটি সম্পর্কে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আমাদের সাথেই থাকুন।