বাংলালিংক মিনিট চেক কোড । বাংলালিংক মিনিট দেখার নিয়ম

মোবাইল ব্যবহারকারীদের সংখ্যার অনেক বড় একটি অংশ বাংলালিংক সিম ব্যবহারকারী। তাদের সকলের সিমের মিনিট চেক করতে বাংলালিংক মিনিট চেক কোড জানা জরুরি।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “বাংলালিংক মিনিট চেক কোড । বাংলালিংক মিনিট দেখার নিয়ম” এ।

আজকে বাংলালিংক মিনিট চেক কোড বা বাংলালিংক মিনিট দেখার নিয়ম, অ্যাপ ব্যবহার করে মিনিট চেক করার উপায় সহ বাংলালিংক সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো।

বাংলালিংক সিমের মিনিট চেক করার কোড

বাংলালিংক সিমের মিনিট চেক কোড হচ্ছে *১২১*১০০# । Banglalink Minute Check Code is *121*100#.

এই কোডটি আপনার বাংলালিংক সিম থেকে ডায়াল করে সিমের মিনিট চেক এবং মিনিটের মেয়াদ সম্পর্কে সম্পূর্ণ জেনে নিতে পারবেন।আপনার সচল বাংলালিংক সিম থেকে নাম্বারটি ডায়াল করতে হবে।

আরও পড়ুনঃ আইডি কার্ড দিয়ে সিম চেক করার উপায়

অর্থাৎ, যে বাংলালিংক সিমের মিনিট চক করবেন সেই সিম হতে *121*100# ডায়াল করুন। তাহলে মিনিট চেক সহ মিনিটের মেয়াদ জানতে পারবেন ফিরতি এসএমএস এর মাধ্যমে।

এই পদ্ধতিতে আপনি বাটন মোবাইল এবং এন্দ্রয়েদ মোবাইল দুই ধরনের মোবাইল থেকেই মিনিট চেক করতে পারবেন।

তবে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা Banglalink App ব্যবহার করে মিনিট চেক সহ বাংলালিংকের অসাধারণ সব অফার নিতে পারেন।

Banglalink App থেকে মিনিট চেক করার উপায়

আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর থেকে bl app / banglalink app ডাউনলোড করে নিন।

প্লে স্টোরে জিমেইল আইডির দরকার হয়। যদি জিমেইল আইডি লগইন করা না থাকে তাহলে কিভাবে জিমেইল আইডি খুলে লগইন করতে হয় তা জেনে নিন।

এবার Banglalink App instal করে আপনার বিএল নাম্বার থেকে রেজিস্টার করে অ্যাপ এর ভিতরে প্রবেশ করবেন। অ্যাপ এর ভিতরে ব্যালেন্স মিনিট ইন্টারনেট সহ সব বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন।

পরবর্তীতে শুধু ডাটা অন করে অ্যাপ এ প্রবেশ করেই সকল তথ্য দেখতে পাবেন।

বাংলালিংক সিমে কোন প্যাক সাশ্রয়ী

Banglalink sim এ সবথেকে সাশ্রয়ী প্যাক হচ্ছে মাসিক প্যাক। তুলনামূলক মাসিক মিনিট এবং ইন্টারনেট প্যাক অন্যান্য সিমের থেকে বেশি সাশ্রয়ী। বাংলালিংক সিমের ইউজার এজন্য অনেক বেশি।

আরও পড়ুনঃ বাংলালিংক সিমের সকল কোড জেনে নিন

তবে গ্রাম অঞ্চলে বাংলালিংক সিমের নেটওয়ার্ক ফাস্ট না হওয়ায় গ্রামঞ্চলে banglalink sim use করতে একটু সমস্যা হয়ে থাকে।

তবে আপনার বাশা বাড়ির পাশে বাংলালিংকের টাওয়ার থাকলে আর সেই সমস্যা হয়না।

বাংলালিংক সম্পর্কিত প্রশ্ন উত্তর

How much is the Banglalink Minute Check Code?

Banglalink Minute Check Code is *121*100#

বাংলালিংক মিনিট চেক কোড কত?

Banglalink Minute চেক কোড হচ্ছে *১২১*১০০#

বাংলালিংক মিনিট কোড সর্বশেষ

আজকের পোষ্টে আমরা Banglalink Minute Check Code সহ বাংলালিংক সিমের যাবতীয় কোড সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি Banglalink Sim Use সহ বাংলালিংক সিমের সকল তথ্য এই বিষয়ে কোনও অজানা কিছু থাকবেনা।

বাংলালিংক সিম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Banglalink category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ফেসবুক পেজ Dainikkantha এ।

2 thoughts on “বাংলালিংক মিনিট চেক কোড । বাংলালিংক মিনিট দেখার নিয়ম”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.