Last Updated on 6 months by Shaikh Mainul Islam
দীর্ঘ একমাস রোজা রাখার পরেই আনন্দের ঈদ আসে। আর এই ঈদে সবথেকে জনপ্রিয় গান Romjaner oi Rojar sheshe elo khushir Eid mp3 song download করতে চান সবাই।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “Romjaner oi Rojar sheshe elo khushir Eid mp3 song download” এ।
আরও পড়ুনঃ ঈদুল ফিতরের স্ট্যাটাস
আজকের পোস্ট এ আমরা রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানের একটি অডিও ভার্সন অর্থাৎ mp3 ডাউনলোড করার উপায় জানবো।
Romjaner oi Rojar sheshe
“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” গানটির রচয়িতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
মুসলমানদের ঈদুল ফিতর তথা রোজার ঈদের অন্যতম উদযাপনী আকর্ষণ হচ্ছে কাজী নজরুল ইসলামের রচিত এই ইসলামিক সঙ্গিতটি।
Romjaner oi Rojar sheshe elo khushir Eid mp3 song download করার জন্য অনেকে ঈদের আগে খুঁজে থাকেন ঠিকই।কিন্তু গানটির রচয়িতা কে এবং কে প্রথম সুর করেন তা জানতে চান না অনেকেই।
আরও পড়ুনঃ বন্ধুদের নিয়ে ঈদের স্ট্যাটাস
কিন্তু আমাদের জন্য জানা জরুরি যে,
“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ” এই কালজয়ী ইসলামিক গানটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৩১ সালে রচিত করেন এবং সুরারোপ করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিষ্য, শিল্পী আব্বাস উদ্দিন আহমদ এর জোরালো অনুরোধে কবি নজরুল এই গানটি নিজে গেয়ে প্রকাশ করেন।
আরও পড়ুনঃ রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ mp3 download
গানটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত কয়েক হাজার কোটি বার বাংলার প্রাণ প্রিয় মানুষ এই গজলটি শুনেছেন।
Romjaner oi rojar sheshe elo khushir eid mp3 download
প্রিয় পাঠক, আপনি যদি Romjaner oi rojar sheshe elo khushir Eid গানটি ডাউনলোড করতে চান তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
আরও পড়ুনঃ প্রবাসীদের ঈদ স্ট্যাটাস ২০২৩ । ঈদ মোবারক স্ট্যাটাস 2023
নিচের Download বাটনে ক্লিক করুন। এবার আপনার সামনে একটি পেজ ওপেন হবে।
সেখানে আপনি সরাসরি গানটি চালিয়ে শুনতে পারবেন। এবং উপরের দিকে (উপরে ডান সাইডে) ডাউনলোড অপশন দেখতে পাবেন।
ডাউনলোড বাটনে ক্লিক করে সবার প্রিয় এই গানটি ডাউনলোড করে নিন।
Download Romjaner oi rojar … eid mp3
তবে অবশ্যই আপনার মোবাইল বা কম্পিউটার অর্থাৎ যে ডিভাইস থেকে আপনি এই গানটি ডাউনলোফ করবেন সেই ডিভাইসে গুগল ডকুমেন্ট এর সেটিং থেকে অনুমোদন দেওয়া থাকতে হবে।
তবে আপনি চাইলে Chrome ব্রাউজার থেকে আপনার মোবাইলটি কম্পিউটার মুড করে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন।
কম্পিউটার কিংবা ল্যাপটপ সহ মবাইল থেকেও ডাউনলোড করতে কোনও সমস্যা হবে না।
রমজানের ঐ রোজার শেষে গান নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা রমজানের ওই রোজা শেষে এল খুশির ঈদ গানটি সম্পর্কে জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ গানের ইতিহাস, রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটি কার রচনা এই সব বিষয়ে খুঁটিনাটি জেনেছেন।
আরও পড়ুনঃ ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা । ঈদ মোবারক শুভেচ্ছা বার্তা
ঈদের গজল ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkanthe এ।
অনেক ধন্যবাদ এতো সুন্দর পোস্ট করার জন্য।