Last Updated on 3 weeks by Shaikh Mainul Islam
দেখতে দেখতে শুরু হচ্ছে ২০২৫ সালের পবিত্র রমাদান। তাই রোজার সময়সূচি ২০২৫ অর্থাৎ, সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ জানা জরুরি।
প্রিয় রোজাদার, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “রোজার সময়সূচি ২০২৫ । সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫” এ।
আজকের পোষ্টে আমরা সেহরি ও ইফতারের সময়সূচী অর্থাৎ পূর্ণাঙ্গ রোজার সময়সূচি ২০২৫ সম্পর্কে জানবো। বোঝার সুবিধার্থে ৩০ টি রোজার সময় সূচি তিনটি ভাগে (রহমত, মাগফেরাত ও নাজাত) উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের রোজা শুরু
২০২৫ সালের রোজা শুরু হওয়ার সম্ভব্য তারিখ ২ মার্চ ২০২৫ সালে। (২০২৫ সালের রমজান মাসের চাঁদ দেখার পরে আপডেট করে দেওয়া হবে)
আরও পড়ুনঃ রোজা ভঙ্গের কারণ, মাকরুহ, যখন রাখা লাগবে না
১২ মার্চ ভোরে সেহরি খাওয়ার মধ্য দিয়ে ২০২৫ সালের রোজা শুরু হয়েছে বাংলাদেশে।
রোজার সময়সূচি নিয়ে সতর্কতা সমূহ
প্রিয় মুসলমান, আপনি এতক্ষণে নিশ্চয়ই ২০২৫ সালের রোজার শুরু কবে সে বিষয়ে বিস্তারিত জেনেছেন। সেহরি ইফতারির সময়সূচি জানার আগে সময়সূচি নিয়ে সতর্কতা হয়ে নেওয়া যাক।
নিচের রোজার সময়সূচী অনুযায়ী যে সেহরি এবং ইফতারের সময় উল্লেখ করা হয়েছে এটি সাধারণত ঢাকা বিভাগের জন্য প্রযোজ্য।
আরও পড়ুনঃ রোজা ভঙ্গের কারণ কয়টি ও কি কি । কি কি কারণে রোজা মাকরুহ হয়
আপনি যদি খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল অথবা রংপুর বিভাগের হয়ে থাকেন তাহলে উল্লেখিত সময়ের সাথে আপনাকে এক মিনিট বা দুই মিনিট যোগ বিয়োগ করা লাগতে পারে।
রমজান মাসের রোজার সেহরি এবং ইফতারির সময়সূচী অনুযায়ী আপনি আপনার বিভাগ বা জেলার জন্য কয় মিনিট যোগ বা বিয়োগ করে হিসাব করবেন তা নিচে দেওয়া ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত চার্ট থেকে দেখে নিন।
আরও পড়ুনঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া (উচ্চারণ সহ বাংলা অর্থ)
প্রিয় পাঠক, আপনি যদি ঢাকার বাহিরে হয়ে থাকেন তাহলে নিচে রোজার সময়সূচি এর চার্ট থেকে সেহরি এবং ইফতারির সময়ের সাথে আপনার অবস্থান কৃত জেলার সাথে চার্টে লেখা সময় যোগ বা বাদ দিয়ে নিন।
তাহলে তিনটি ভাগে রোজার সময়সূচি ২০২৫ এবং সেহরি ও সময়সচি ২০২৫ সম্পর্কে জেনে নিন।
রোজার সময়সূচি ২০২৫ (রহমতের দশ দিনের সেহরি ইফতারি)
প্রিয় পাথক, ইসলামিক ফাউন্ডেশন ramadan Schedule bangladesh প্রকাশ করেছে।
বাংলাদেশের সময় অনুযায়ী রোজার সময়সূচি ২০২৫ তথা সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ জেনে নিন।
রোজা | তারিখ | সেহরির শেষ সময় | ইফতারি | বার |
১ম* | ১২ মার্চ | ভোর ৪ঃ ৫১ | সন্ধ্যা ৬ঃ১০ | মঙ্গল |
২য় | ১৩ মার্চ | ভোর ৪ঃ৫০ | সন্ধ্যা ৬ঃ১০ | বুধ |
৩য় | ১৪ মার্চ | ভোর ৪:৪৯ | সন্ধ্যা ৬ঃ১১ | বৃহস্প |
৪র্থ | ১৫ মার্চ | ভোর ৪ঃ৪৮ | সন্ধ্যা ৬ঃ১১ | শুক্র |
৫ম | ১৬ মার্চ | ভোর ৪ঃ ৪৭ | সন্ধ্যা ৬ঃ১২ | শনি |
৬ষ্ঠ | ১৭ মার্চ | ভোর ৪ঃ৪৬ | সন্ধ্যা ৬ঃ১২ | রবি |
৭ম | ১৮ মার্চ | ভোর ৪:৪৫ | সন্ধ্যা ৬ঃ১২ | সোম |
৮ম | ১৯ মার্চ | ভোর ৪ঃ৪৪ | সন্ধ্যা ৬ঃ১৩ | মঙ্গল |
৯ম | ২০মার্চ | ভোর ৪ঃ৪৩ | সন্ধ্যা ৬ঃ১৩ | বুধ |
১০ম | ২১ মার্চ | ভোর ৪ঃ৪২ | সন্ধ্যা ৬ঃ১৩ | বৃহস্প |
রোজার সময়সুচি ২০২৫ (রহমতের দশ দিনের সেহরি ইফতারি)
আরও পড়ুনঃ সৌদি আরবের রোজার সময় সূচি । ইফতার ও সেহরীর সময়সূচী
রোজা | তারিখ | সেহরি | ইফারি | বার |
১১ তম | ২২ মার্চ | ভোর ৪ঃ৪১ | সন্ধ্যা ৬ঃ১৪ | শুক্র |
১২ তম | ২৩ মার্চ | ভোরঃ ৪ঃ৪০ | সন্ধ্যা ৬ঃ১৪ | শনি |
১৩ তম | ২৪ মার্চ | ভোর ৪ঃ৩৯ | সন্ধ্যা ৬ঃ১৪ | রবি |
১৪ তম | ২৫ মার্চ | ভোর ৪ঃ৩৮ | সন্ধ্যা ৬ঃ১৫ | সোম |
১৫ তম | ২৬ মার্চ | ভোর ৪:৩৬ | সন্ধ্যা ৬ঃ১৫ | মঙ্গল |
১৬ তম | ২৭ মার্চ | ভোর ৪ঃ৩৫ | সন্ধ্যা ৬ঃ১৬ | বুধ |
১৭ তম | ২৮ মার্চ | ভোর ৪ঃ৩৪ | সন্ধ্যা ৬ঃ১৬ | বৃহস্পতি |
১৮ তম | ২৯ মার্চ | ভোর ৪ঃ৩৩ | সন্ধ্যা ৬ঃ১৭ | শুক্র |
১৯ তম | ৩০ মার্চ | ভোর ৪ঃ৩১ | সন্ধ্যা ৬ঃ১৭ | শনি |
২০ তম | ৩১ মার্চ | ভোর ৪ঃ৩০ | সন্ধ্যা ৬ঃ১৮ | রবি |
রোজার সময়সুচি ২০২৫ ( নাজাতের দশ দিনের সেহরি ইফতারি)
রোজা | তারিখ | সেহরি | ইফতারি | বার |
২১ তম | ১ এপ্রিল | ভোর ৪ঃ২৯ | সন্ধ্যা ৬ঃ১৮ | সোম |
২২ তম | ২ এপ্রিল | ভোর ৪ঃ২৮ | সন্ধ্যা ৬ঃ১৯ | মঙ্গল |
২৩ তম | ৩ এপ্রিল | ভোর ৪ঃ২৭ | সন্ধ্যা ৬ঃ১৯ | বুধ |
২৪ তম | ৪ এপ্রিল | ভোর ৪ঃ২৬ | সন্ধ্যা ৬ঃ১৯ | বৃহস্পতি |
২৫ তম | ৫ এপ্রিল | ভোর ৪ঃ২৪ | সন্ধ্যা ৬ঃ২০ | শুক্র |
২৬ তম | ৬ এপ্রিল | ভোর ৪ঃ২৪ | সন্ধ্যা ৬ঃ২০ | শনি |
২৭ তম | ৭ এপ্রিল | ভোর ৪ঃ২৩ | সন্ধ্যা ৬ঃ২১ | রবি |
২৮ তম | ৮ এপ্রিল | ভোর ৪ঃ২২ | সন্ধ্যা ৬ঃ২১ | সোম |
২৯ তম | ৯ এপ্রিল | ভোর ৪ঃ২১ | সন্ধ্যা ৬ঃ২১ | মঙ্গল |
৩০ তম | ১০ এপ্রিল | ভোর ৪ঃ২০ | সন্ধ্যা ৬ঃ২২ | বুধ |
বিঃদ্রঃ আমাদের আজকের রোজার সময়সূচি (সেহরি এবং ইফতারি ও জেলা ভিত্তিক সময়ের হিসেব) এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।
এর আগে বলে রাখা ভালো আপনি চাইলে আপনার সোশ্যাল প্রোফাইলে এই পোস্টটি শেয়ার করে রাখতে পারেন।
যাতে করে প্রতিদিন আপনার প্রোফাইল থেকেই সেহরি ও ইফতারের সময়সুচি ২০২৫ দেখে নিতে পারেন।
202 সালের রমজান মাস সম্পর্কিত FAQS
২০২৫ সালের রমজান শুরুর সম্ভব্য সময় ২ মার্চ। (চাঁদ দেখার উপর নির্ভরশীল)
আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভর করে তাই 20234 সালের রমজান মাস নিয়ে শুরুর আগ দিন পর্যন্ত স্পষ্ট কিছু বলা যায় নাহ।
রোজা শুরু এবং রোজার সংখ্যার উপর নির্ভর করবে 2024 সালের রোজার ঈদের তারিখ।
২০২৪ সালের প্রথম রোজা ১২ মার্চ ২০২৪ তারিখে।
ধরেন, এবছর রোজা ১২ মার্চ থেকে। এবার আপনি ১২ মার্চ ভোর রাতে সেহরি খাবেন।
তাহলে তারাবি আপনাকে ১৩ মার্চ এশার নামাজের পড় থেকে পড়তে হবে।
এবং যেদিন ঈদ তার আগের দিন চাঁদ দেখা যাবে। চাঁদ দেখা গেলে ওইদিন আর তারাবি পড়া যাবে না।
অনুমান করা হচ্ছে যে, ২০২৪ সালে ২৯ টি রোজা অনুষ্ঠিত হবে। আবার ৩০ টি রোজাও হতে পারে।
কারণ এটি সম্পূর্ণ নির্ভর করে চাঁদ দেখার উপর।
ইসলামের ৫ টি স্তম্ভ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে রোজা। কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত।
রমজানের মাসের ৩০ রোজা প্রাপ্ত বয়স্ক মুসলমানদের জন্য ফরজ। তাই ফরজ রোজা অবশ্যই রাখতে হবে।
রোজার ইফতার সেহরির সময়সূচী সম্পর্কিত সর্বশেষ
আজকে ramadan Schedule bangladesh থেকে আমরা রোজার সময়সূচি ২০২৪ সম্পর্কে জেনেছি। জেনেছি সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ সম্পর্কে বিস্তারিত।
আশা করছি, এই পোস্টটি থেকে সকল রোজাদার গোটা রমজান মাসে সেহরি এবং ইফতারের সময়সূচী জেনে নিতে পারবেন।
এছাড়াও রোজা সম্পর্কিত সকল বিষয়ে জানতে এই পোস্টটি সকল রোজাদারদের অনেক উপকারে আসবে।
রোজা এবং ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য Dainik kantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
6 thoughts on “রোজার সময়সূচি ২০২৫ । সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫”