দক্ষিণ কোরিয়ার রোজার সময়সূচি ২০২৪ । সিউল রমজানের সময় 2024

প্রত্যেক রমজানে সারা বিশ্বের মতো দক্ষিণ কোরিয়ায় অবস্থান করা বাঙ্গালীদের বাংলায় দক্ষিণ কোরিয়ার রোজার সময়সূচি ২০২৪ জানার প্রয়োজন হয়।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “দক্ষিণ কোরিয়ার রোজার সময়সূচি ২০২৪ অর্থাৎ সিউল রমজানের সময় 2024” এ।

দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের কথা বিবেচনা করে এই পোষ্টে আমরা দক্ষিণ করিয়ার রোজার সময়সূচি ২০২৪ এর সেহরি ও ইফতারের সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানবো।

কোরিয়ার সিউল এর রোজার সময়সূচি ২০২৪

কোরিয়ার রাজধানী সিউল এর স্থানীয় সময় অনুযায়ী নিচে ৩ টি ভাগে দক্ষিণ কোরিয়ার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪ জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ লাইলাতুল কদরের দোয়া

উল্লেখ্য যে, আপনি যদি কোরিয়ার সিউল শহরের আশপাশ কিংবা অন্য শহরে অবস্থান করেন সেক্ষেত্রে এই সময়ের সাথে ১-২ মিনিট কম বেশি হতে পারে যা স্থানীয় মসজিদের আজান থেকে মিলিয়ে নিতে পারবেন।

এই পোষ্টে প্রথমে রহমতের দশ রোজার সেহরি ইফতারির সময়সূচি এবং এরপর মাগফেরাত এবং নাজাতের দশ দিনের রোজার সময়সূচি ২০২৪ এর বিস্তারিত জানবো।

সিউলের সেহরি ও ইফতারির সময়সূচি (রহমতের দশ দিন)

প্রিয় পাঠক, চলুন নিচের চার্ট থেকে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় অনুযায়ী রোজার তারিখ এবং সেহরি ও ইফতারির সময় জেনে নেওয়া যাকঃ

আরও পড়ুনঃ রোজা ভঙ্গের কারণ, মাকরুহ, যখন রাখা লাগবে না

রোজাতারিখসেহরির
শেষ সময়
(ভোর)
ইফতারি(সন্ধ্যা)বার
১ম*১১ মার্চ৫ঃ২১৬ঃ৩৬সোম
২য়১২ মার্চ৫ঃ২০৬ঃ৩৭মঙ্গল
৩য়১৩ মার্চ৫ঃ১৮৬ঃ৩৮বুধ
৪র্থ১৪ মার্চ৫ঃ১৭৬ঃ৩৯বৃহস্পতি
৫ম১৫ মার্চ৫ঃ১৫৬ঃ৪০শুক্র
৬ম১৬ মার্চ৫ঃ১৩৬ঃ৪১শনি
৭ম১৭ মার্চ৫ঃ১২৬ঃ৪২রবি
৮ম১৮ মার্চ৫ঃ১০৬ঃ৪৩সোম
৯ম১৯ মার্চ৫ঃ৯৬ঃ৪৪মঙ্গল
১০ম২০ মার্চ৫ঃ৭৬ঃ৪৫বুধ
সিউলের রোজার সময়সূচি ২০২৪

কোরিয়ার সেহরি ও ইফতারির সময়সূচি (মাগফেরাতের দশ দিন)

এবার নিচের চার্ট থেকে দক্ষিণ কোরিয়ার রোজার সময়সূচি ২০২৪ থেকে সেহরি ও ইফতারির সময় জেনে নেওয়া যাকঃ

আরও পড়ুনঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া (উচ্চারণ সহ বাংলা অর্থ)

রোজাতারিখসেহরির
শেষ সময়
(ভোর)
ইফতারি(সন্ধ্যা)বার
১১ম২১ মার্চ৫ঃ৫৬ঃ৪৬বৃহস্পতি
১২ম২২ মার্চ৫ঃ৪৬ঃ৪৭শুক্র
১৩ম২৩ মার্চ৫ঃ২৬ঃ৪৮শনি
১৪ম২৪ মার্চ৫ঃ১৬ঃ৪৯রবি
১৫ম২৫ মার্চ৪ঃ৫৯৬ঃ৪৯সোম
১৬ম২৬ মার্চ৪ঃ৫৭৬ঃ৫০মঙ্গল
১৭ম২৭ মার্চ৪ঃ৫৬৬ঃ৫১বুধ
১৮ম২৮ মার্চ৪ঃ৫৪৬ঃ৫২বৃহস্পতি
১৯ম২৯ মার্চ৪ঃ৫২৬ঃ৫৩শুক্র
২০ম৩০ মার্চ৪ঃ৫১৬ঃ৫৪শনি
দক্ষিণ কোরিয়ার সেহরি ইফতারির সময়সূচি ২০২৪

সিউলের সেহরি ও ইফতারির সময়সূচি (নাজাতের দশ দিন)

এবার নিচের চার্ট থেকে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় অনুযায়ী রোজার সময়সূচি থেকে সেহরি ও ইফতারের সময়সূচি 2024 জেনে নেওয়া যাক।

আরও পড়ুনঃ তারাবি নামাজের নিয়ত । তারাবির নামাজের নিয়ম কানুন জেনে নিন

রোজাতারিখসেহরির
শেষ সময়
(ভোর)
ইফতারি(সন্ধ্যা)বার
২১ম৩১ মার্চ৪ঃ৪৯৬ঃ৫৫রবি
২২ম১ এপ্রিল৪ঃ৪৭৬ঃ৫৬সোম
২৩ম২ এপ্রিল৪ঃ৪৬৬ঃ৫৭মঙ্গল
২৪ম৩ এপ্রিল৪ঃ৪৪৬ঃ৫৮বুধ
২৫ম৪ এপ্রিল৪ঃ৪২৬ঃ৫৯বৃহস্পতি
২৬ম৫ এপ্রিল৪ঃ৪০৬ঃ৫৯শুক্র
২৭ম৬ এপ্রিল৪ঃ৩৯৭ঃ০০শনি
২৮ম৭ এপ্রিল৪ঃ৩৭৭ঃ১রবি
২৯ম৮ এপ্রিল৪ঃ৩৫৭ঃ২সোম
৩০ম৯ এপ্রিল৪ঃ৩৪৭ঃ৩মঙ্গল
সিউল এর সেহরি ইফতারির সময়সূচি ২০২৪

কোরিয়ার রোজা সম্পর্কিত FAQS

কোরিয়ার সিউলে ২০২৪ সালের প্রথম রোজা কবে?

১১ মার্চ ২০২৪ এ কোরিয়ার ২০২৪ সালের প্রথম রোজা শুরু হবে।

২০২৪ সালের রোজার ঈদ কোরিয়ায় কবে হবে?

কোরিয়ায় ২০২৪ সালের ঈদ ১০ এপ্রিল ২০২৪ সালে অনুষ্ঠিত হবে।

আজকে কোরিয়ার সেহরির শেষ সময় কত?

এই পোষ্টে আজকের সহ সব রোজার সেহরি ইফতারির সময়সূচি দেওয়া আছে। সেখান থেকে দেখে নিন।

দক্ষিণ কোরিয়ার রোজার সময়সূচি নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে দক্ষিণ কোরিয়ার রোজার সময়সূচি থেকে সেহরি ও ইফতারির সময়সূচি ২০২৪ জেনেছি।

আরও পড়ুনঃ  তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ

আশা করছি এই পোস্ট থেকে অন্যান্য দেশের মতো কোরিয়ার রোজার সময়সুচিও জানতে পেরেছেন।

সকল দেশের রোজার সময়সূচি সহ ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুজ পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.