Last Updated on 7 months by Shaikh Mainul Islam
বিশ্ব সেরা এড নেটওয়ার্কের ,মধ্যে গুগল এডসেন্স হচ্ছে অন্যতম একটি। তাই নতুন ব্লগার কিংবা ওয়েবসাইট এর মালিকরা তাদের সাইটে গুগল এডসেন্স পাওয়ার উপায় জানতে চান।
প্রিয় পাঠক স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স একাউন্ট” এ।
আজকের পোষ্টে আমরা, গুগল এডসেন্স কি,গুগল এডসেন্স একাউন্ট পেতে একটি সাইটে যা যা দরকার, গুগল এডসেন্স একাউন্ট পাওয়ার উপায়, গুগল এডসেন্স পাওয়ার পর এডসেন্স একাউন্ট থেকে আয় বাড়ানোর উপায় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানবো।
আরও পড়ুনঃ ব্লগিং করে কত টাকা আয় করা যায় ? ব্লগিং সম্পর্কে বিস্তারিত জেনে নিন
নোটঃ আপনি যদি ব্লগে গুগল এডসেন্স নিয়ে কাজ করতে চান এবং খুব ভালো পরিমাণ আয় করতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
গুগল এডসেন্স একাউন্ট কি?
এই লেখাটি পড়ছেন , লেখার মাঝে মাঝে গুগল থেকে দেওয়া কিছু এড দেখতে পাচ্ছেন। গুগল এডসেন্স হচ্ছে সকল ওয়েবসাইটে কন্টেন্ট এর মধ্যে এই এড দিয়ে ওয়েবসাইট মালিকদের তাকা আয় করতে সুযোগ করে দেওয়া গুগলের একটি সার্ভিস।
অর্থাৎ, গুগল এডসেন্স এর নিয়ম অনুযায়ী আপনি একটি ওয়েবসাইট তৈরি করে কন্টেন্ট সহ সব ভাবেই প্রস্তত করলেন। এরপর google adsense এর জন্য আবেদন করলেন।
আরও পড়ুনঃ গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম । গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি করার উপায়
এরপর গুগল এডসেন্স টিম আপনার সাইট রিভিউ করে যদি মনে করে যে সাইটটি google adsense approve পাওয়ার যোগ্য তাহলে গুগল এডসেন্স অনুমোদন দিবে।
এবং আপনি আপনার কন্টেন্টে ভিজিটরের এড দেখানোর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
আরও পড়ুনঃ গুগল কিভাবে কাজ করে
গুগল এডসেন্স হচ্ছে বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগলের একটি সার্ভিস। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান গুগল এডসেন্স এর কাছে তাদের প্রোডাক্ট বা সার্ভিস কে প্রমোট করার জন্য এড দিয়ে থাকে।
গুগল এডসেন্স টিম তৃতীয় পক্ষ হিসেবে আবার সকল ওয়েবসাইটে এডগুলি দেখিয়ে থাকে। তবে এড দেখানোর আগে গুগল এডসেন্স পলিসি মেনে আপনাকে google adsense approve করিয়ে নিতে হবে।
আরও পড়ুনঃ ছাত্রদের জন্য অনলাইনে আয় । কিভাবে অনলাইনে আয় করা যায়
আশা করছি গুগল এডসেন্স কি এবং কিভাবে গুগল এডসেন্স ওয়েবসাইটে এড দেখিয়ে থাকে তা জানতে পেরেছেন।
এবার চলুন, গুগল এডসেন্স পাওয়ার ক্ষেত্রে কি কি করতে হবে তা জেনে নেওয়া যাক।
গুগল এডসেন্স পাওয়ার উপায়
সব ব্লগার চান খুব সহজেই গুগল এডসেন্স পেতে। হ্যা, সহজেই গুগল এডসেন্স পাওয়া খুবই সম্ভব। এজন্য আপনার সাইটকে গুগল এডসেন্স এর পলিসি মেনে প্রস্তত করতে হবে।
আরও পড়ুনঃ ব্লগিং করে আয় করার উপায় । বাংলা ব্লগে ইনকাম বৃদ্ধির উপায়
আপনি যদি গুগল এডসেন্স এর নিয়ম মেনে আপনার ব্লগ বা ওয়েবসাইটকে তৈরি করতে পারেন তাহলে আপনি খুব সহজেই গুগল এডসেন্স Approve পেয়ে যাবেন।
আর নিয়ম না মেনে চেষ্টা করলে একজুগ বসেও গুগল এডসেন্স পাবেন না।
আরও পড়ুনঃ google adsense account ।গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়
এজন্য গুগল এডসেন্স পলিসি জানতে হবে। এবং সেই অনুযায়ী নিজের ওয়েবসাইটটিকে প্রস্তত করে গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে হবে।
এবার তাহলে চলুন গুগল এডসেন্স পাওয়ার উপায় অনুযায়ী গুগল এডসেন্স পলিসি অনুসারে একটি ব্লগ বা ওয়েবসাইটে কি কি থাকতে হবে গুগল এডসেন্স পাওয়ার জন্য তা জেনে নেওয়া যাক।
ওয়েবসাইট তৈরি
গুগল এডসেন্স একাউন্ট approve নেওয়ার উদ্দেশ্যে কাজ করতে চাইলে শুরুতেই একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরিতে ডোমেইন এবং হোস্টিং নির্বাচন করতে হবেঃ
- প্রিমিয়াম টপ লেভেল ডোমেইন নিতে হবে
- গুণগত মানসম্পন্ন হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং নিতে হবে।
- রেস্পন্সিভ থিম দিয়ে ওয়েবসাইট কাস্টমাইজ করতে হবে।
আরও পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি । ওয়েব হোস্টিং কেন প্রয়োজন
আপনি যদি প্রফেশনাল ব্লগিং বা আপনার ওয়েবসাইট থেকে অন্য কোনো কাজ করতে চান তাহলে আপনাকে ডোমেইন হোস্টিং কিনে নেওয়া উচিত।
আর এক্ষেত্রে গুণগত মানসম্পন্ন কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং নিবেন।
এর কারণ, ভালো হোস্টিং হলে আপনার সাইটের স্পিড অনেক ভালো এবং ডাউনটাইম অনেক কম হবে। গুগল ফাস্ট লোড হয়া সাইটকে সব দিক থেকে প্রাধান্য দেয়।
ডোমেইন অর্থাৎ ওয়েবসাইটের নাম ক্রয়ের ক্ষেত্রে প্রিমিয়াম টপ লেভেল ডোমেইন যেমন ( .com , .me, .info, .xyz) নেওয়ার চেষ্টা করবেন।
তবে, আপনি যদি চান গুগলের ফ্রি হোস্টিং ব্লগারে ব্লগ তৈরি করবেন তাও করতে পারেন। তবে, সেক্ষেত্রে শুধু একটি ডোমেইন কিনলেই হবে।
আরও পড়ুনঃ গুগল একাউন্টের পাসওয়ার্ড হারিয়ে গেলে করণীয়
কিন্তু গুগলের ফ্রি হোস্টিং সেবা ব্লগার এবং ফ্রি ডোমেইন ব্লগস্পট নিয়ে অনেকের অভিযোগ আছে। তাই এটি না করাটাই ভালো।
প্রফেশনাল ভাবে বা ব্লগিং এ ক্যারিয়ার গড়তে চাইলে অবশ্যই আপনাকে প্রিমিয়াম ডোমেইন হোস্টিং নেওয়া উচিত।
এক্ষেত্রে ইন্টারন্যাশনালি সেরা ডোমেইন হোস্টিং কোম্পানি নেমচিপ থেকে ডোমেইন হোস্টিং নিতে চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন।
মনে রাখবেন প্রিমিয়াম ডোমেইন এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য অলিখিত অসামান্য অবদান রাখে। তাই ভালো কিছু করতে চাইলে অবশ্যই প্রিমিয়াম ডোমেইন হোস্টিং নিতে হবে।
ডোমেইন হোস্টিং এর পরে ওয়েবসাইট কাস্টমাইজ করতে একটি থিম যুক্ত করতে হবে। অনেক থিম ফ্রি এবং প্রিমিয়াম দুই ভাবেই সকল থিম পাওয়া যায়।
তবে, আপনি যদি ব্লগের জন্য ওয়েবসাইট করতে চান সেক্ষেত্রে ফ্রি এবং সিম্পল ডিজাইন এর থিম যুক্ত করলেই হবে। এক্ষেত্রে আপনি generatepress free theme ব্যবহার করতে পারেন।
তবে, যে থিম ই সিলেক্ট করুন না কেন, মনে রাখবেন, থিমটি যেন খুব হালকা এবং খুব দ্রুত লোড অর্থাৎ ভালো রেস্পন্সিভ থিম হয়।
গুরুত্বপূর্ণ পেজ যুক্ত করণ
আপনি যদি আমাদের সাইটটির হোম পেজ ভিজিট করতেন তাহলে দেখবেন উপরে প্রথমেই অনেকগুলি পেজ এর নাম দেখা যায়।
- Home
- About Us
- Privacy POlicy
- Contact Us
- Diclaimer
আরও পড়ুনঃ গুগল এডসেন্স থেকে টাকা আয় করার সহজ উপায় ২০২২
এক্ষেত্রে আপনি ইউতিউব বা গুগলের মাধ্যমে জেনে নিতে পারবেন যে কিভাবে ওয়েবসাইটের এই পেজগুলি তৈরি করে পাব্লিশ করতে হয়।
তবে, মনে রাখবেন এই পেজগুলি না থাকলে আপনার ওয়েবসাইটে কোনদিন গুগল এডসেন্স অনুমোদন দিবে না।
কারণ, এই পেজগুলি থেকেই আপনার সাইট সম্পর্কে গুগল জানতে পারে এবং ভিজিটরদের সেই অনুযায়ী আপনার সাইটে ভিজিট করানোর কার্যক্রম করে থাকে।
তাই Google AdSense Account Approval Trick অনুযায়ী উপরের ৫ টি পেজ আপনার সাইটে থাকলেই আপনার গুগল এডসেন্স পাওয়ার অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই পেজগুলি আপনি অটোমেটিক ভাবে তৈরি করতে পারবেন।
চাইলে আমাদের পেজ থেকে কপি করে নিয়ে এডিট করেও আপনার সাইটে প্রকাশ করতে পারেন। তবে, হুবহু একই লেখা বসালে ক্ষতির সম্মুখীন হবেন।
কন্টেন্ট/ ব্লগ প্রকাশ
একটি ওয়েবসাইটের মূল প্রোডাক্ট হচ্ছে সেই সাইটের পাবলিশ করা আর্টিকেল বা ব্লগ বা পোস্ট।
আর একটি ওয়েবসাইটের মূল বিচার করা হয় পাবলিশ করা পোষ্টের গুণাগুণ কোয়ালিটি বিশ্লেষণ করে।
গুগল এডসেন্স অনুমোদন পাওয়ার ক্ষেত্রে নিচের বিষয়গুলি ফলো করা অত্তন্ত জরুরিঃ
- অন্তত ১৮ থেকে ২০ টি হাই কোয়ালিটি সম্পন্ন ব্লগ কন্টেন্ট প্রকাশ করতে হবে
- অন্তত ১২ থেকে ১৫ টি কন্টেন্ট ইনডেক্স থাকতে হবে
- সকল কন্টেন্ট শতভাগ নিজের লেখা এবং প্লাগারিজম মুক্ত হতে হবে
- অন্তত ৩ থেকে ৫ টি ক্যাটাগরি এবং প্রত্যেকটিতে ৩ থেকে ৪ টি পোষ্ট থাকতে হবে
গুগল এডসেন্স পাওয়ার উপায় নিয়ম অনুযায়ী অবশ্যই খুব হাই কোয়ালিটির ১৮ -২০ টি বা তার বেশি পোস্ট করতে হবে।
এবং প্রত্যেকটি পোস্ট অবশ্যই কিওয়ার্ড যাচাই বাছাই করে লিখতে হবে।
আর ব্লগ পোষ্ট সাধারণত ৬০০ থেকে ১০০০ হাজার শব্দের বা তার বেশি লেখার চেষ্টা করবেন। তবে অহেতুক লেখা লিখবেন না।
আর গুগল এডসেন্স আবেদনের আগে দেখবেন অন্তত ১০- ১২ টি বা তার বেশি ব্লগ হলেও যেন গুগলে ইনডেক্স হয়।
এডসেন্স পাওয়ার কাজকে আরও সহজ করতে ওয়েবসাইটে পোস্টের ধরন অনুযায়ী ৫-৬ তা ক্যাটাগরি তৈরি করতে হবে। এবং প্রত্যেকটি ক্যাটাগরিতে ৩ থেকে ৪ টি পোস্ট করতে হবে।
বর্তমানে গুগল লো কোয়ালিটি কন্টেন্ট এবং minimum content requirements সমস্যা দেখিয়ে এডসেন্স অনুমোদন দেয় না।
যেহেতু এডসেন্স থেকে সঠিক ব্লগ বা কন্টেন্ট এর পরিমাণ বলে দেয়নি তাই ১৮ থেকে ২০ টির পর আবেদন করতে হবে। এরপরেও না হলে আপনাকে জানাবে।
এরপর আবার একাধিকবার আবেদন করতে পারবেন। তাই চিন্তা না করে নিয়মিত কন্টেন্ট প্রকাশ করতে হবে।
আবার শুধু কন্টেন্ট প্রকাশ করলেই হবে না, কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট লিখতে হবে।
আর মনের অজান্তেও কপি পেস্ট করা যাবে না। নিজের মতো করে তথ্যগত হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে।
গুগল এডসেন্স কখনো অফিসিয়ালি বলেনি যে ভিজিটর থাকা লাগবে ওয়েবসাইটে গুগল এডসেন্স মনিটাইজেশন পেতে।
তবে কম বেশি প্রতিদিন ১০ থেকে ১৫ টি বা তার কম বেশি অর্গানিক ভিজিটর থাকলে ভালো।
গুগল এডসেন্স আবেদনের ক্ষেত্রে সতর্কতা
এডসেন্স পেতে হলে আপনার যে মেইল দিয়ে ওয়েবসাইট google searche console এ এড করা সেই ইমেইল থেকে আবেদন করা উচিত।
এডসেন্স আবেদন করার আগে আপনার ইমেইল আইডিটির কয়েকটি বিষয় মিলিয়ে দেখতে হবে।
গুগল এডসেন্স পেতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণঃ
আরও পড়ুনঃ গুগল এডসেন্স একাউন্ট নিরাপদ রাখতে করনীয় । Google Adsense Account
- website contact us page এ আপনার ইমেইল এর তথ্য ব্যবহার করবেন।
- ইমেইলটি যেন অবশ্যই ভেরিফাই ইমেইল আইডি হয়।
- আপনার ইমেইল এ আপনার জন্ম তারিখ যেটা দেওয়া তাতে অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
- কারণ google adsenes কখনোই ১৮ বছরের নিচের ব্যক্তিদের এডসেন্স অনুমোদন দেয় না।
- আবেদন করার সময় আপনার ডিভাইসে একাধিক ইমেইল আইডি এড না থাকে।
- গুগল এডসেন্স সরাসরি গুগলের একটি প্রোডাক্ট। আর গুগল আপনার ডিভাইসের সকল তথ্য দেখতে সক্ষম।
- তাই একাধিক ইমেইল আইডি শনাক্ত করতে পারলে তাহলে আর আপনাকে অনুমোদন দিবে না।
- গুগল এডসেন্স এর অনুমোদন না পাওয়ার অব্ধি অন্য কোনো এড নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না।
তবে একবার googl asense এপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি অন্যান্য এড নেটওয়ার্ক ব্যবহার করে পারেন।
তবে একাধিক এড নেটওয়ার্ক নিয়ে কাজ করলে এডসেন্স একাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অন্যান্য ঝামেলা তো আছেই।
নিয়মিত পোস্ট করা
আগে ব্লগ লেখা মানে অবসর সময়ে লেখালেখি করা হলেও এখন ব্লগিং একটি প্রফেশনাল পেশা হিসেবে কনভার্ট হয়েছে।
তাই সারা বিশ্বের ওয়েবসাইট বা ব্লগাররা নিয়মিত তাদের সাইটে কিছু না কিছু আপডেট করেন।
এক্ষেত্রে আপনি প্রতিদিন একটি অথবা একদিন পর একটি হাই কোয়ালিটি সম্পন্ন ব্লগ পোষ্ট করলে আপনার সাইট খুব ভালো পজিশন করে নিতে পারবে।
তবে, আপনার টার্গেট থাকা উচিত যেন, নির্দিষ্ট সময় পরপর একই টাইমে আপনি পোষ্ট করতে পারেন।
তে করে গুগল আপনার সাইট স্ক্রল করে আপনার পোষ্ট ইনডেক্স করার ক্ষেত্রে পজেটিভ দিক প্রকাশ করবে।
আপনি মাঝে মধ্যে আগে পোস্ট লিখে টাইম সেট করে রাখতে পারেন। সেক্ষেত্রে সময় মতো পোস্ট পাবলিশ হয়ে যাবে।
ভিজিটর
যদিও গুগল থেকে অফিসিয়ালি গুগল এডসেন্স পাওয়ার জন্য ভিজিটর বাধ্যতামূলক বলেনাই তুবও কম বেশি কিছু ভিজিটর অবশ্যই থাকতে হবে। সেটা হতে পারে প্রতিদিন ১০ কিংবা ২০ টি।
তবে সবগুলি ভিজিটর গুগল সার্চ থেকে অর্গানিক ভাবে আসলে খুবই ভালো।
ভিজিটর কম বেশি হলেও আপনার কন্টেন্ট কোয়ালিটি নিয়ে কোনোরকম ছার দেয় না গুগল।
আপনার সব ঠিক থাকলেও কন্টেন্ট যদি মানসম্মত না হয় বা কপি করা হয় তাহলে গুগল এডসেন্স পাওয়ার উপায় জেনে আর এডসেন্স পাওয়া হবে না আপনার পাবেন।
গুগল এডসেন্স পাওয়ার উপায় সম্পর্কিত FAQS
আপনার সাইট বাংলাতে হলে ১৫ থেকে ২০ বা ২৫ টি কন্টেন্ট seo সহকারে লিখে কন্টেন্ট পাবলিশ এবং ৫০% এর বেশি কন্টেন্ট গুগল ইনডেক্স করা থাকতে হবে।
আর ইংরেজি হলে কিছু কম পোস্ট করলেও হবে। তবে ইংরেজিতে seo এর বিষয়ে সর্বাধিক ভালো করতে হবে।
শুধু মাত্র গুগল এডসেন্স এপ্রুভ পেতে ভিজিটর খুব একটা ইফেক্ট ফেলে না। তবে ৫ টি বা ১০ টি বা তার বেশি ভিজিটর দৈনিক থাকা হচ্ছে ভালো।
কিন্তু না থাকলেও সমস্যা নাই। আর বেশি থাকলে ভালো।, গুগল এডসেন্স একাউন্ট নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা ব ভয় বা সন্দেহ থাকে প্রথম দিকে।
আবার অনেক ভয়তে গুগল এডসেন্স নিয়ে কাজই করতে চায় না।
অনেকে আবার গুগল এডসেন্স থেকে টাকা আয় করা যায় এটা বিশ্বাস করতে চায় না।
অনেকে জানেন যে গুগল এডসেন্স থেকে আয় করা যায় কিন্তু কিভাবে বা গুগল এডসেন্স এর কাজ কি তা জানেন না আমরা স্পেশালিও শিখিয়ে থাকি নির্দিষ্ট সময় পর্যন্ত।
গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য আপনাকে গুগল এডসেন্স এর অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করতে হবে।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব পোষ্ট থেকে এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
এই পোষ্টে উল্লেখিত সকল নিয়ম মেনে আপনি গুগল এডসেন্স এর জন্য আবেদন করলে দ্রুত গুগল এডসেন্স পাবেন।
ওয়েবসাইটের লেখা কন্টেন্ট এবং ইউতিউব এর ভিডিও কন্টেন্ট থেকে আপনি মনিটাইজেশন করে গুগল এডসেন্স থেকে তাকা আয় করতে পারবেন।
গুগল এডসেন্স পাওয়ার উপায় নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা “গুগল এডসেন্স পাওয়ার উপায় । Google AdSense Account Approval Trick” সম্পর্কে বিস্তারিত সকল বিষয়ে জেনেছি।
আশা করছি আজকের পোষ্টটি “গুগল এডসেন্স পাওয়ার উপায়” Google AdSense Account Approval Trick অনুযায়ী আপনাকে আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্স পেতে শতভাগ সাহায্য করবে।
গুগল এডসেন্স কিওয়ার্ড রিসার্চ সহ ব্লগিং করে ইনকাম করা সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে Online income category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
19 thoughts on “গুগল এডসেন্স পাওয়ার উপায় জেনে নিন । google adsense account”