Last Updated on 9 months by Shaikh Mainul Islam
জি টিভি এবং নাগরিক টিভিতে দেখা যাচ্ছে এবারের এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ। কিন্তু আধুনিকতার এই যুগে টিভির সামনে বসে খেলা দেখার সময় কি আছে? আজকে তাই জানবো শুধু মাত্র অনলাইনে ইন্টারনেট ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে যেভাবে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ একদম ফ্রিতে।
একদম ফ্রিতে যেভাবে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ (App, Website, Facebook, Youtube)
অনলাইনে খেলা দেখা যায় rabbitholebd.com এ এবং মাই জিপি অ্যাপ ব্যবহার করে। যেখানে প্রতি ম্যাচ বাবদ ২০ টাকা খরচ করতে হয়। আবার মাসিক প্যাক কিনতে হয় ১০০ টাকা খরচ করে। একদিকে এমবি কিনতে লাগছে টাকা। তার উপর খেলা দেখতে হবে টাকা দিয়ে। এর থেকে ফ্রিতে দেখলে কেমন হয়?
আজকে কিছু সাইট এবং অ্যাপ এর সাথে পরিচয় করিয়ে দিবো যেখান থেকে একদম ফ্রিতে এবার এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ দেখতে পারবেন। চলুন পরিচয় হয়ে নেওয়া যাক এমন কিছু সাইট কিছু অ্যাপ এবং অসাধারণ কিছু উপায় সম্পর্কে।
ফ্রিতে আপ থেকে যেভাবে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ । যেভাবে একদম ফ্রিতে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ
আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Akash LIVE লিখে। সার্চ করলে Akash LIVE নামে একটি অ্যাপ সবার প্রথমে দেখতে পাবেন। অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড হওয়ার পর অটোমেটিক ইন্সটল হয়ে যাবে। এরপর অ্যাপটি ওপেন করুন।
Akash LIVE App টি ডাউনলোড করে ইন্সটল করার পর ওপেন করলেই দেখতে পাবেন মহা মূল্যবান এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ একদম ফ্রিতে।
শুধু তাই ই নয়, এখানে দেখতে পাবেন সব টিভি চ্যানেল একদম ফ্রিতে।
এজন্য আপনার দরকার শুধু মাত্র একটি এন্দ্রয়েদ মোবাইল এবং মোবাইল ডাটা।
অ্যাপ টি ডাউনলোড করার জন্য সরাসরি এখানে ক্লিক করুনঃ Akash LIVE App Download Now
কম্পিউটার/ ল্যাপটপে যেভাবে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ
সাধারণত কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহারকারীরা ওয়াইফাই ব্যবহার করে থাকি। ওয়াইফাই ব্যবহারকারীদের জন্য বড় সু খবর হলো প্রত্যেক ওয়াইফাই কোম্পানির নিজস্ব এফটিপি – ftp সার্ভার আছে।সেই সার্ভারে ক্লিক করে নিয়মিত সব টিভি চ্যানেল দেখতে পারবেন একদম ফ্রিতে। যেখানে জিটিভি কিংবা নাগরিক টিভি সহ দেখতে পারবেন সব টিভি চ্যানেল।
আপনি যদি আপনার ওয়াইফাই কোম্পানির এফটিপি সার্ভার না জেনে থাকেন তাহলে ওয়াইফাই কোম্পানিতে যোগাযোগ করে এটি নিতে পারবেন।
এছাড়াও আরও একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিছি।
এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি খেলা দেখতে পারেন।
Asia Cup 2022 Schedule । Asia cricket tournament cup 2022
Dugdugi ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ উপভোগ করতে পারেন একদম ফ্রিতে।
Dugdugi ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুনঃ Dugdugi live now
ফেসবুকে যেভাবে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ । দেখবেন এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ
ফেসবুকে এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ দেখতে ম্যাচ শুরুর পর থেকে ফেসবুকের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন।
যেদিন যেই যেই দলের খেলা থাকবে ইংরেজিতে সেই দল vs অন্য দলের নাম লিখে টু ডে ম্যাচ লিখে স্রচ দিলেই একাধিক লাইভ ভিডিও পেজ চলে আসবে।
এর মধ্যে যেটি স্পষ্ট এবং ক্লিয়ার সেই পেজটি থেকে খেলাতি উপভোগ করতে পারেন।
ধরেন আজকে ভারত এবং পাকিস্তানের খেলা।
আজকে ভারত পাকিস্তান খেলা দেখার জন্য ফেবুক সার্চ বাড়ে গিয়ে লিখবেন Pakistan vs India today live match বা pak vs india today cricket live.
এভাবে লিখে সার্চ দিলে চলে আসবে। আর আপনি সেখান থেকে খেলাতি দেখতে পাবেন।
আর এজন্য আপনার অবশ্যই খেলার সময়সূচীটি দেখা খুবই দরকার।
আরও পড়ুনঃ এখানে ক্লিক করে এশিয়া কাপ ২০২২ এর সম্পূর্ণ সময়সুচি এবং দল সম্পর্কে জেনে নিন।
3 thoughts on “যেভাবে একদম ফ্রিতে দেখবেন এশিয়া কাপ ২০২২ এর সকল ম্যাচ”