Last Updated on 7 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা মে মাসের দিবস সমূহ সম্পর্কে জানবো। এই পোষ্টটি দেশের সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত জরুরি।
মে মাসের দিবস সমূহ কি কি, মে মাসের সরকারি ছুটি ২০২৪, মে মাসের ছুটির ক্যালেন্ডার, মে মাসের সকল দিবস সম্পর্কে অনেকেই জানতে চান।
আরও পড়ুনঃ ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
আজকের পোষ্টে আমরা, মে মাসের দিবস সমূহ এবং মে মাসের দিবস এর বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব।
জাতীয় ও আন্তর্জাতিক দিবস কি, কেন
প্রত্যেকটি দিবস সেটা হতে পারে জাতীয় কিংবা আন্তর্জাতিক দিবস একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে হয়েছে। শুধু মাত্র একটি দেশের মদ্ধে সীমাবদ্ধ দিবস হচ্ছে জাতীয় দিবস। এবং সারা বিশ্ব ব্যাপি কোন দিবস হচ্ছে আন্তর্জাতিক দিবস।
একেকটি ঐতিহাসিক কারণে একেকটি দিবস ঘোষণা করা হয়ে থাকে। আজকে আমরা শুধু মাত্র মে মাসের দিবস সমূহ সম্পর্কে একেকটি করে বিস্তারিত জানবো।
আরও পড়ুনঃ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
প্রথমে মে মাসের সকল দিবসের তালিকা দেখে নিবো। এরপর প্রত্যেকটি দিবস নিয়ে আলোচনা করবো বিস্তারিত।
মে মাসের দিবস সমূহ
মে মাসে সকল জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালিত হয়। চলুন মে মাসের দিবস সমূহ জেনে নেওয়া যাক।
- ১লা মে – মহান মে দিবস/ বিশ্ব শ্রমিক দিবস।
- ৩ মে – বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস।
- ৪ মে- বিশ্ব বাণিজ্য দিবস/ বিশ্ব হাঁপানি দিবস।
- ৫ মে- আন্তর্জাতিক ধাত্রী দিবস।
- ৮ মে- আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস/ বিশ্ব রেডক্রস বা রেডক্রিসেন্ট দিবস।
- ১২ মে – আন্তর্জাতিক নার্স দিবস।
- ১৪ মে – মা দিবস।
- ১৫ মে – আন্তর্জাতিক পরিবার দিবস।
- ১৬ মে – আন্তর্জাতিক আলোক দিবস
- ১৬ মে – ফারাক্কা দিবস/ ফারাক্কা লং মার্চ দিবস।
- ১৭ মে – বিশ্ব তথ্য সমাজ দিবস।
- ১৮ মে – আন্তর্জাতিক জাদুঘর দিবস।
- ২২ মে – আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস।
- ২৩ মে – জাতীয় নৌ নিরাপত্তা দিবস।
- ২৫ মে – বিদ্রোহী কবি কাজী নজরুল এর জন্ম বার্ষিকী।
- ২৮ মে – নিরাপদ মাতৃত্ব দিবস।
আরও পড়ুনঃ ২৬ শে মার্চ এর সংক্ষিপ্ত বক্তব্য । ২৬ শে মার্চ নিয়ে কিছু কথা
বিঃদ্রঃ [ প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবি বার মহান মে দিবস পালন করা হয়। সেই হিসেবে ২০২৪ এ মা দিবস হচ্ছে ১৪ মে ২০২৪ ]
মে মাসের সকল জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্পর্কে জানা হয়েছে। এর মদ্ধে বাংলাদেশে পালিত দিবস সমূহ মাত্র কয়েকটি। চলুন মে মাসে বাংলাদেশে পালিত অন্যতম দিবস সমূহ এবং সেই দিবস সম্পর্কে বিস্তারিত।
বাংলাদেশে পালিত মে মাসের দিবস সমূহ
১ লা মে – বিশ্ব শ্রমিক দিবস
আন্তর্জাতিক শ্রমিক দিবস যেটিকে মে দিবস হিসেবে বলা হয়ে থাকে। প্রত্যেক বছর ১ লা মে সারা বিশ্বে শ্রমিক দিবস পালিত হয়। বাংলাদেশ সহ বিশ্বের ৮০ টির বেশি দেশ এই দিনটিকে পহেলা মেয়ে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে থাকে।
এছাড়াও, বিশ্বের অনেক দেশে দিবসটিকে সরকারীভাবে পালন করা হয়ে থাকে। দিনটিকে বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ ও সংগঠন মিলে রাজপথে মিছিল ও শোভাযাত্রা করে পালন করে থাকে।
১৪ মে আন্তর্জাতিক মে মা দিবস
প্রত্যেক বছর মে মাসের দ্বিতীয় রবি বার আন্তর্জাতিক মা দিবস পালিত হয়। সেই হিসেবে এবছর অর্থাৎ ২০২৩ সালের মে মাসের দ্বিতীয় রবি বার হচ্ছে ১৪ মে। তাই ২০২৩ সালের মা দিবস অনুষ্ঠিত হবে ১৪ মে ২০২৩ এ।
১৬ – মে ফারাক্কা দিবস
ফারাক্কা বাঁধের কারণে বাধা পাওয়া পানি প্রবাহের কারণে বাংলার মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এর ডাকে লাখো মানুষ ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গার পানির ন্যায্য হিস্যাব আদায়ের সংগ্রামে ফারাক্কা অভিমুখে মিছিলে অংশ নিয়েছিলো।
সেই দাবিকে কেন্দ্র করে বারে বারে উত্থাপনের লক্ষ্যেই প্রতি বছর ১৬ মে ফারাক্কা দিবসটি পালিত হয়।
২৩ মে – জাতীয় নৌ নিরাপত্তা দিবস
বাংলাদেশের চাঁদপুরের কাছে মেঘনা নদীতে ২০০৪ সালের ২৩ মে তে ডুবে যায় এমভি লাইটিং সান নামের একটি ফিটনেস বিহীন লঞ্চ।
মাদারীপুর থেকে ছেড়ে আসা সেই লঞ্চটিতে চারশ এর বেশি যাত্রী ছিলও। এর মদ্ধে প্রায় সবারই মৃত্যু হয়।
এরপরে নৌ নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। সেই সময়ে ২৩ মে কে জাতীয় নৌ নিরাপত্তা দিবস হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়।
২৫ মে – কাজী নজরুল ইসলাম এর জন্ম দিবস
১৮৯৯ সালের ২৪ মে (জ্যৈষ্ঠ ১১, ১৩০৬ বঙ্গাব্দ) ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম।
কাজী নজরুল ইসলামের অবদান সরূপ তিনি বিভিন্ন পুরষ্কারে ভূষিত হন। পরবর্তীতে নজরুল ইসলাম স্মরণে ২৫ মে নজরুল জয়ন্তী পালন করা হয়।
এবং ২৮ মে – নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়।
মে মাসের দিবস সমূহ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা মে মাসের দিবস সমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি।
আশা করছি এই পোস্ট থেকে মে মাসের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার ?
এছারাও বাংলাদেশের জাতীয় যত দিবস সমূহ মে মাসে আছে সেইসব দিবস সম্পর্কে বিস্তারিত জেনেছি।
এছারাও এই সব বিষয়ে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানান।
এই বিষয়ে আমাদের সকল লেখা পড়তে চাইলে জাতীয় ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিওমিত আমার সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
2 thoughts on “মে মাসের দিবস সমূহ জেনে নিন (জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ)”