প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “জুন মাসের দিবস সমূহ” এ। এই পোস্টে জুন মাসে পালিত সকল জাতীয় এবং আন্তর্জাতিক দিবসের তারিখ সম্পর্কে জানতে পারবেন।
১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর প্রত্যেক বছর শত শত দিবস থাকে। কয়েকটি বিশেষ দিবস ব্যতিত সকল দিবসের তারিখ এবং কারণ মনে রাখা আমাদের জন্য কষ্টসাধ্য।
এজন্য মাস হিসেবে কোন মাসে কি দিবস সিরিজে আমরা প্রত্যেক মাসে কি কি দিবস রয়েছে তা জানার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকের এও পোস্টে আমরা জুন মাস এর দিবস সমূহ সম্পর্কে জানবো।
আরও পড়ুনঃ মে মাসের দিবস সমূহ জেনে নিন ( জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ )
এই পোস্ট থেকে আপনি জুন মাসের জাতীয় দিবস সমূহ এবং জুন মাসের আন্তর্জাতিক দিবস সমূহ সম্পর্কে জানতে পারবেন। এবং সর্বশেষে জুন মাস এর দিবস নিয়ে প্রশ্ন উত্তর পর্ব তো থাকছেই।
জুন মাসের সকল দিবস সমূহ
প্রিয় পাঠক, প্রত্যেক বছর জুন মাসে মোটামুটি ১৫ টির বেশি জাতীয় এবং আন্তর্জাতিক দিবস আছে। তবে এই দিবস পুরো মাস জুরে হওয়ায় প্রত্যেকটি দিবস ভিন্ন ভিন্ন তারিখে। চলুন, নিচের চার্ট থেকে দেখে নেই June মাস এর সকল দিবস সমূহ সম্পর্কে বিস্তারিত।
তারিখ | দিবস | পালন শুরু |
১ জুন | আন্তর্জাতিক শিশু দিবস* | ১৮৫৭ সাল |
৪ জুন | জাতীয় চা দিবস | ২০২০ সাল |
৫ জুন | বিশ্ব পরিবেশ দিবস | ১৯৭৪ সাল |
৭ জুন | ছয় দফা দিবস | |
৮ জুন | বিশ্ব মহাসাগর দিবস, বিশ্ব ব্রেইন টিউমার দিবস | |
১২ জুন | বিশ্ব শিশুশ্রম নিরসন দিবস | ২০০২ সাল |
১৩ জুন | নারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভটীজিং প্রতিরোধ দিবস | |
১৪ জুন | বিশ্ব রক্তদাতা দিবস | ১৯৯৫ |
১৭ জুন | বিশ্ব মরুময়তা দিবস | ১৯৯৫ |
২০ জুন | বিশ্ব শরণার্থী দিবস | ২০০১ |
২১ জুন | বিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস | |
২৩ জুন | পলাশী দিবস | ১৭৫৭ |
২৬ জুন | আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস | ১৯৮৭ |
২৭ জুন | আন্তর্জাতিক এমএসএমই দিবস |
প্রিয় পাঠক উপরের চার্টের মাধ্যমে আমরা জুন মাসের সকল দিবস সমূহ সম্পর্কে জানতে পারলাম।
June মাসের দিবস নিয়ে সর্বশেষ কিছু কথা
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জুন মাসের সকল দিবস সম্পর্কে বিস্তারিত জেনেছি। প্রত্যেক বছর জুন মাসের এইদিনগুলোতে এই দিবসগুলি পালন করা হয়ে থাকে।
আরও পড়ুনঃ শেখ রাসেলের জীবনী রচনা । শেখ রাসেল রচনা
আশা করছি জুন মাসের সকল দিবস সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। অথবা ভিজিট করুন জাতীয় ক্যাটাগরিতে।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেটে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
5 thoughts on “জুন মাসের দিবস সমূহ জেনে নিন”