Last Updated on 12 months by Shaikh Mainul Islam
ইংরেজিতে অদক্ষ কিংবা সাবলীলভাবে ইংরেজি বলতে কিংবা লিখতে না পারা মানুষের সংখ্যা অনেক বেশি। কিন্তু কাউকে বোঝাতে বা নিজে বুঝতে চাওয়ার প্রয়োজনের তো শেষ নেই। এজন্য আমাদের বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম জানা দরকার।
প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট ‘বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম’ এ। এই পোস্টটি ইংরেজিতে অদক্ষ বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের পোস্টে আমরা বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদের নিয়ম জানবো। এছাড়াও জানবো সহজেই কাউকে বাংলা লেখা ইংরেজিতে পাঠানোর সব থেকে সহজ নিয়ম।
বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম
এখন হাতে একটি স্মার্ট ফোন থাকলেই মুহুর্তের মধ্যে হাজার হাজার শব্দের সমন্বয়ে কোনো বাংলা লেখাকে মুহুর্তের মধ্যে ইংরেজিতে রূপান্তর করা যায়।
আর এই সম্পুর্ণ বিষয়টি সম্পন্ন করতে কোনো ধরনের মোবাইল অ্যাপেরও দরকার হবে নাহ।
আরও পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম
হাতে থাকা স্মার্ট মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকলেই আপনি মুহুর্তের মধ্যে বাংলা লেখা ইংরেজি আবার ইংরেজি লেখাকে বাংলায় অনুবাদ করতে পারবেন।
বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার জন্য মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে সার্চ করতে হবেহ E to B অথবা B to E লিখে।
এখান,
- E to B বলতে ইংরেজি থেকে বাংলা বোঝানো হয়েছে।
- B to E বলতে বাংলা থেকে ইংরেজি বোঝানো হয়েছে।
এবার সার্চ করার পর একদম প্রথমে দেখতে পাবেন Google Translate নামে একটি সার্চ ফলাফল আসছেহ।
Google Translate এর উপরে ক্লিক করলে আপনি নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
উপরের পেজ ভিউটি দেখতে পাওয়ার পরে খেয়াল করলে দেখবেন দুইটি বক্স এর মতো।
এর বাম পাশে ইংরেজি সিলেক্ট করা আছেহ।
তাই বাম পাশেট বক্সে ইংরেজি লিখলে ডান পাশের বক্সে বাংলা সিলেক্ট করা থাকায় পুরো ইংরেজিটার বাংলা অর্থ পাবেন।
আরও পড়ুনঃ জিডি করার নিয়ম
ঠিক একইভাবে দুই বক্সের মধ্যে (→←) চিহ্ন এর উপর ক্লিক করলে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার জন্য অটোমেটিক হয়ে যাবে।
সব থেকে সহজ বিষয় হচ্ছে যে, গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি শুধু বাংলা কিংবা ইংরেজি ই নয় বরং পৃথিবির সকল ভাষাকে এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন।
এজন্য উক্ত বক্সের বাম পাশে Detect Language অপশন থেকে যে ভাষা থেকে অনুবাদ করবেন সেই ভাষা নির্ধারণ করে দিবেন।
এবং ডান পাশে ↑ চিহ্ন এর উপর ক্লিক করে যে ভাষায় অনুবাদ করবেন সেই ভাষা সিলেক্ট করে দিবেন।
আরবি টু বাংলা অনুবাদের নিয়ম
প্রিয় পাঠক, আপনি যদি এই পোস্টে উল্লেখিত নিয়ম অনুযায়ী বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম বুঝতে পারন তাহলে আরবি থেকে বাংলা অনুবাদের নিয়ম ও বুঝতে পারার কথাহ্।
আপনি যদি আরবি থেকে বাংলা অনুবাদ করতে চান তাহলে গুগল ট্রান্সলেটর ওপেন করার পরে বাম পাশে আরবি ভাষা সিলেক্ট করতে হবে।
এবং ডান পাশে বাংলা ভাষা সিলেক্ট করতে হবেহ্।
এরপর আরবি লিখে বা লেখা থাকলে কপি করে এনে পেস্ট করতে পারবেন।
এরপর বাংলা ভাষার ঘরে ওই আরবি লেখার বাংলার অনুবাদ পেয়ে যাবেন।
এভাবই আপনি আরবি থেকে বাংলা কিংবা যেকোনো ভাষা থেকে যেকোনো ভাষার অনুবাদ করতে পারবেন সব থেকে সহজ উপায়ে গুগল ট্রান্সলেটর দিয়ে।
বাংলা টু ইংরেজি অনুবাদ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন এর নিয়ম জেনেছিহ।
আশা করছি কিভাবে গুগল ট্রান্সলেটর দিয়ে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে হয় সে বিষয়ে বুঝতে আর কারো কোনো সমস্যা নেই।
আরও পড়ুনঃ ডলার রেট বাংলাদেশ । ডলার টু টাকা
এরপরেও যদি বাংলা থেকে আরবি বা ইংরেজি অনুবাদ করতে কোনো সমস্যা হয় তাহলে নিচে মন্তব্য করে জানান।
এছারা আমাদের এরকম টিউটোরিয়াল পোস্ট পড়তে টিপস এন্ড ট্রিকস ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিায়ল ফেসবুক পেজ Dainikkantha এ।
onek valo laglo onekkicu jante parlM
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রদানের জন্য। আমাদের সাথেই থাকুন।