Last Updated on 11 months by Shaikh Mainul Islam
সময়ের জনপ্রিয় এবং অন্যতম সুযোগ সুবিধা প্রদান কৃত দেশ সেরা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ মোবাইল ব্যাংকিং।তাই অনেকেই জানতে চান কিভাবে নগদ একাউন্ট খুলব এবং নগদ একাউন্ট খোলার নিয়মাবলী কি?
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “কিভাবে নগদ একাউন্ট খুলব । নগদ একাউন্ট খোলার নিয়মাবলী” এ।
আজকের পোষ্টে আমরা জানবো, নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়, নগদ একাউন্ট খোলার নিয়ম, নগদ একাউন্ট খোলার নিয়মাবলী সহ নগদ একাউন্ট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর।
নগদ একাউন্ট খোলার নিয়মাবলী
নগদ এতটাই সহজ করেছে যে একজন যেকোনো অপারেটরের সিম ব্যবহারকারী ব্যক্তি চাইলেই মুহূর্তের মধ্যে নগদ একাউন্ট খুলতে পারেন।
কারণ, সিম রেজিস্টেশন করার সময়ের দেওয়া এনআইডি এর তথ্য থেকে নগদ একাউন্ট খোলা একদম সহজ করে দিয়েছে।
নগদ একাউন্ট খোলার কাজ শুরু করার আগে নগদ একাউন্ট খোলার নিয়মাবলী জানা থাকা জরুরি।
চলুন জেনে নেওয়া যাক নগদ একাউন্ট খুলতে কি কি লাগেঃ
- জাতীয় পরিচয় পত্র (হার্ড কপি)
- একটি রেজিস্ট্রেশন কৃত সচল সিম যেকোনো কোম্পানির)
- ইন্টারনেট কানেকশন সম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইল।
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি (এজেন্ট এর কাছ থেকে একাউন্ট খুললে)
আরও পড়ুনঃ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম
এছাড়াও নগদ একাউন্ট খোলার জন্য সাধারণ নিয়মাবলী হচ্ছে, আপনাকে অবশ্যই ১৮ বছর হতে হবে। এছাড়া নগদ একাউন্ট খোলার সময়ে একটি নগদ কিছু অনুমতি চাবে যা আপনার দিতে হবে।
চলুন তাহলে কিভাবে নগদ একাউন্ট খুলব অর্থাৎ নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা জেনে নেওয়া যাক।
কিভাবে নগদ একাউন্ট খুলব । নগদ একাউন্ট খোলার নিয়ম
বেশ কয়েক উপায়ে নগদ একাউন্ট খোলা যায়। আপনি নিজে ঘরে বসে একাধিক উপায়ে নগদ একাউন্ট খুলতে পারেন। আবার চাইলে আপনার আশপাশেই নগদ এজেন্ট এর কাছ থেকে একাউন্ট খুলতে পারেন।
আপনি বেশ কয়েকটি উপায়ে নগদ একাউন্ট খুলতে পারেন।
তবে আপনার জন্য নগদ একাউন্ট খোলার সঠিক নিয়ম কোনটি তা জানতে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।
আরও পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
নগদ একাউন্ট খোলার উপায় সমূহঃ
- নগদ অ্যাপ থেকে অ্যাপ নগদ একাউন্ট খোলা।
- নাম্বার ডায়াল করে পাসওয়ার্ড সেট করে একাউন্ট খোলা।
- নগদ এজেন্টের কাছ থেকে নগদ একাউন্ট খোলা।
উপরের এই তিনটি উপায়ের যেকোনো একটি উপায়ে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন।
তবে, আপনি চাইলেই যেকোনো একটি নিয়মে নগদ একাউন্ট খুলতে পারেন।
চলুন, খুব সহজেই তিনটি উপায়েই কিভাবে নগদ একাউন্ট খুলব তা জেনে নেওয়া যাকঃ
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট কিভাবে খুলব
প্রথমে আপনি আপনার মবাইলের প্লে স্টোর থেকে নগদের অফিসিয়াল অ্যাপ Nagad অ্যাপটি ইন্সটল করবেন।
এরপর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পড়ে Sign In এবং Sign UP নামে দুইটি অপশন দেখতে পাবেন।
অথবা এখানে লগইন এবং রেসজিস্টিশন নামেও অপশন দুইটি দেখতে পারেন।
আরও পড়ুনঃ নগদ একাউন্ট দেখার কোড
আপনি যেহেতু নতুন একাউন্ট খুলবেন সেহেতু আপনি Sign UP বাটনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিতে বলবে।
এখানে মোবাইল নাম্বার দেওয়ার সময় এমন একটি মোবাইল নাম্বার দিবেন যেখানে আপনার এনআইডি থেকে সিমটি ক্রয় করা হয়েছিলো।
আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার পরিবারের একান্ত আপনজন কারোর আইডি কার্ড থেকে কেনা সিমের নাম্বার দিতে পারেন।
এবার, Sign Up এ ক্লিক করে মোবাইল নাম্বার দিবেন। এরপর পরবর্তী পরবর্তী অপশনে ক্লিক করে নাম ঠিকানা যা যা তথ্য দিতে বলে তাই দিবেন।
এরপর এনআইডি কার্ড এর দুই পাশের ছবি দিবেন। এরপর আপনার ছবি তুলতে বলা হবে। সেখানে ক্লিক করে ছবি তুলে দিবেন। এখানে যেন আপনার ফেস স্পষ্ট দেখা যায়।
আরও পড়ুনঃ নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন
এভাবে নগদ একাউন্ট খুলতে পারবেন খুব অল্প সময়ে। আশা করছি কিভাবে নগদ একাউন্ট খুলব তা বুঝতে পারছেন।
চলুন, নিচে কিছু স্টেপ দেখে নেওয়া যাকঃ
- নগদ অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করতে হবে।
- অ্যাপ ওপেন করে রেজিস্টেশন অপশনে ক্লিক করতে হবে।
- সচল মোবাইল নামাব্র দিতে হবে।
- নাম্বারের দেওয়া সিম অপারেটর সিলেক্ট করতে হবে।
- KYC তথ্য দিতে হবে।
- নিজের ছবি তুলতে হবে।
- নগদ পিন সেট করতে হবে।
- নগদ একাউন্ট ভেরিফিকেশন করতে হবে।
আশা করছি অ্যাপ এর মাধ্যমে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় তা এতক্ষণে বুঝতে পারছেন।
এভাবে আপনি নগদ অ্যাপ ব্যবহার করে যেকোনো সময়ে নগদ একাউন্ট খুলতে পারবেন খুব সহজেই।
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোণের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বাটন মোবাইলের জনপ্রিয়তা বা ব্যবহার কিছুটা কমে এসেছে।
তাই বলে যারা বাটন মোবাইল ব্যবহার করেন না তারা কি ঘরে বসে বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম মেনে একাউন্ট খুলতে পারবেন না?
আরও পড়ুনঃ: How to open nagad account ? নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন
দেখুন, এই নিয়ম শুধু বাটন মোবাইলের জন্য প্রযোজ্য বিষয়টি একদম ই এমন নাহ। এর কারণ, বাটন মোবাইলেও নাম্বার ডায়াল করা যায় এবং অ্যান্ড্রয়েড মোবাইলেও নাম্বার ডায়াল করা যায়।
তাহলে চলুন নামাব্র ডায়াল করে কিভাবে নগদ একাউন্ট খোলা যায় তা জেনে নেওয়া যাকঃ
মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১৬৭# ডায়াল করতে হবে। এরপর পিন সেট করার অপশন আসবে। সেখানে ৪ সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। পরবর্তীতে আবার একই পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড এর জন্য।
এরপর আপনার নগদ একাউন্ট খোলা হয়ে গেল। এবার আপনি আপনার নগদ পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে যেকোনো জায়গা থেকে নগদ লগইন করতে পারবেন।
তো, এভাবেই বাটন মোবাইল থেকে নগদ একাউন্ট চালানো যায় খুব সহজেই। আশা করছি বাটন মোবাইল থেকে কিংবা নামাব্র ডায়াল করে কিভাবে নগদ একাউন্ট খুলব এই নিয়ে আর কোনো অজানা কিছু রইলো না।
চলুন কয়েকটি স্টেপে দেখে নেই নাম্বার ডায়াল করে পিন সেটআপ করে নগদ একাউন্ট খোলার নিয়মঃ
- ডায়াল *১৬৭#
- সেটআপ পাসওয়ার্ড (৪ সংখ্যার)
- দ্বিতীয়বার কনফার্ম পাসওয়ার্ড টাইপ (একই পাসওয়ার্ড)
শেষ হয়ে গেল আপনার নগদ একাউন্ট খোলা। এবার ধুমায়ে ব্যাবহার করতে পারবেন আপনার নিজের নগদ একাউন্টটি।
নগদ এজেন্টের কাছ থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম
দেখেন, সবাই সব বিষয় নিজে করতে চান না তাতে বিষয়টি যত ই সহজ হোক না কেন। তাই বলে কি কাজটি করা যাবে না?
আপনি নিজে যদি নগদ একাউন্ট করতে ভয় বা আন ইজি প্রকাশ করেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার নিকটস্থ নগদ এজেন্ট এর কাছে গেলেই তারা একাউন্ট খুলে দিবে।
এক্ষেত্রে আপনার যা যা লাগবে তা হচ্ছেঃ
- এনআইডি কার্ডের ফটোকপি।
- পাসপোর্ট সাইজের ২ পিস ছবি।
- নিজ মোবাইলে সিম সচল রেখে সাথে রাখা।
আপনি নগদের এজেন্ট এর কাছে গেলে কিভাবে নগদ একাউন্ট খুলব সেটি তার চিন্তা। এবং নগগদ একাউন্ট খোলা ফ্রি। শুধু ৫০ বা ১০০ টাকা একাউন্টে ক্যাশ ইন করতে হবে যেটি ওই এজেন্ট করে দিবেন। এবং সেই টাকাটা নিবেন।
প্রিয় পাঠক, আশা করছি আজকের এই পোষ্টে উল্লেখিত ৩ ভাবেই নগদ একাউন্ট কিভাবে খুলব তা বুঝতে পারছেন।
নগদ সম্পর্কিত প্রশ্ন উত্তর । FAQ
= আপনি তিন ভাবে নগদ একাউন্ট খুলতে পারেন। নিজে ঘরে বসে নগদ অ্যাপ থেকে, নাম্বার কোড ডায়াল করে অথবা নগদ এজেন্ট এর কাছ থেকে। বিস্তারিত জানতে এই পোষ্টটি সম্পূর্ণ পড়ুন।
= নগদ একাউন্ট খোলা একদম সহজ। নিয়ম অনুযায়ী নগদ একাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
=আপনি দুই ভাবে আপনার নগদ একাউন্ট দেখতে পারবেন। নগদ একাউন্ট দেখার নিয়ম হচ্ছেঃ
*167# ডায়াল করে,
নগদ অ্যাপে নগদ একাউন্ট লগইন করে।
= নগদ একাউন্ট দেখার নিয়ম অনুযায়ী কোড হচ্ছে *167#. এই কোড ডায়াল করে আপনি নগদ একাউন্ট দেখতে পারবেন।
= বাটন মবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম হচ্ছে, যযে সিমে নগদ একাউন্ট নেই সেই সিমে *১৬৭# ডায়াল করতে হবে। এরপর পিন সেট করার জন্য বলবে। সেখানে পরপর ২ বার একই পিন সেট করলেই নগদ একাউন্ট খোলা হয়ে যাবে।
= নগদ একাউন্ট খোলার জন্য যে তিনটি উপায় এই পোষ্টে বলা আছে এর মধ্যে আপনি যেকোনো একটি উপায়ে নগদ একাউন্ট খুলতে পারেন। বিস্তারিত জানতে পোষ্টটি পড়ুন।
=অনেক সময় বিভিন্ন কারণে নগদ একাউন্ট বন্ধ করার দরকার হয়। তবে, অনেকেই জানেন না কিভাবে নগদ একাউন্ট বন্ধ করা যায়। চলুন নগদ একাউন্ট বন্ধ করার দুইটি সঠিক নিয়ম জেনে নেওয়া যাকঃ
১) নগদ হেল্পলাইনে কথা বলে।
২) নগদ কাস্টমার সার্ভিস পয়েন্টে গিয়ে নির্দিষ্ট কারণ উল্লেখ করে।
তবে এর মধ্যে নগদ হেল্পলাইনে কথা বলে নগস একাউন্ট বন্ধ করা সবথেকে সহজ। নগদ হেল্পলাইন নামাব্র হচ্ছেঃ 16167 অথবা 096 096 16167।
এই নাম্বারে যেকোনো সময়ে কল করে একাউন্ট বন্ধ করার কথা জানালে কিছু নির্দিষ্ট কারণ এবং তথ্য জানতে চাবেন আপনাকে শিওর করার জন্য। এরপর একাউন্ট টি বন্ধ করে দিবে এবং আপনাকে জানাবে।
কিভাবে নগদ একাউন্ট খুলব নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা কিভাবে নগদ একাউন্ট খুলব সে সম্পর্কে জেনেছি। এছাড়াও জেনেছি নগদ একাউন্ট খোলার সার্বিক নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত।
আশা করছি আজকের পোস্ট থেকে আপনি নগদ একাউন্ট খোলা, নইগদ একাউন্ট বন্ধ সহ নগদ একাউন্ট সম্পর্কে সকল তথ্য পেয়েছেন।
এরপরেও আরো কিছু জানার থাকলে আমাদের Nagad Category ভিজিট করুন। অথবা এই পোষ্টের নিচে কমেন্ট করে জানান।
এছাড়া নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
9 thoughts on “কিভাবে নগদ একাউন্ট খুলব ? নগদ একাউন্ট খোলার নিয়মাবলী জেনে নিন”