নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন

প্রিয় পাঠক, আমাদের আজকের পোস্ট নগদে টাকা দেখার নিয়ম এ আপনাকে স্বাগত। আজকের পোষ্টে আমরা নগদে টাকা দেখার একাধিক নিয়ম বা উপায় সম্পর্কে জানবো।

আরও পড়ুনঃ nagad balance check । নগদের ব্যালেন্স দেখার নিয়ম জেনে নিন

দেশে মোবাইল ব্যাংকিং এর দুনিয়ায় এই মুহূর্তে নগদের অবস্থান সবার শীর্ষে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করছেন কিন্তু নগদ একাউন্ট নাই বা নগদ সম্পর্কে জানেন না এমন লোক নেই বললেই চলে।

আরও পড়ুনঃ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম

আর তাই, আজকে আমরা জানবো, নগদে কয় ভাবে টাকা দেখা যায়, অফলাইনে এবং ইন্টারনেট ব্যবহার করে নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম জানবো। এছাড়াও নগদ একাউন্ট সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য জানার চেষ্টা করবো।

নগদে টাকা দেখার নিয়ম

নগদে টাকা দেখার নিয়ম জানার আগে আমাদের জানা দরকার নগদ কি? নগদ হচ্চছে একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং। এর মাধ্যমে মুহূর্তের মধ্যে দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনা নেওয়া করা যায়।

আপনার যদি একটি নগদ একাউন্ট থাকে আপনার নগদ একাউন্টে কত টাকা আছে তা আপনি দুই ভাবে দেখতে পাবেন।

আরও পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

  • স্মার্ট মোবাইলে নগদ অ্যাপ ব্যবহার করে।
  • যে সিমে নগদ একাউন্ট খোলা হয়েছে সেই সিম থেকে নগদের কোড ডায়াল করে।

নগদ অ্যাপ ব্যবহার করে নগদে টাকা দেখার নিয়ম

  • আপনার মোবাইলে নগদ অ্যাপ ইন্সটল করে নিন।
  • যে সিমে আপনার নগদ একাউন্ট সেই সিমটি এই মোবাইলে থাকতে হবে।
  • এবার অ্যাপটি ওপেন করে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপে প্রবেশ করুন।
  • অ্যাপে প্রবেশের পরে নিচের ছবিতে মার্ক করা Tap for Balance এর উপরে ক্লিক করবেন।

এভাবে নগদ অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট সচল থাকাকালীন আপনি নগদ একাউন্টে থাকা তাকার পরিমাণ দেখতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন।

আরও পড়ুনঃ নগদ একাউন্ট দেখার কোড

এবার আমরা জানবো বাটন মোবাইল বা ইন্টারনেট সংযোগ ছাড়া নগদ একাউন্টের ব্যালেন্স বা টাকা দেখার নিয়ম বা উপায় সম্পর্কে।

কোড ডায়াল করে নগদে টাকা দেখার নিয়ম

যেই সিমে আপনার নগদ একাউন্ট সেই সিম থেকে ডায়াল করতে হবে *১৬৭#  ডায়াল করার পর আপনার মবাইলের স্ক্রিনে অনেক গুলি অপশন দেখা যাবে।

সেখান থেকে ৭ নাম্বার অপশন My Nagad এর ৭ লিখে পরবর্তী অপ্সহনে যেতে হবে।

এবার, আবার অনেকগুলি অপশনের মধ্যে ১ নাম্বারে থাকবে balance inquiry অপশন দেখতে পাবেন। সেখানে ১ নাম্বার রিপ্লে দিয়ে পরবর্তী অপশনে যেতে হবে।

আরও পড়ুনঃ কিভাবে নগদ একাউন্ট খুলব ? নগদ একাউন্ট খোলার নিয়মাবলী জেনে নিন

এবার আপনার নগদ একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে ক্লিক করুন। এবার একটি অন টাইম পুশ এসএমএস এর মাধ্যমে আপনি আপনার নগদে টাকার পরিমাণ দেখতে পারবেন।

এতক্ষণে আমরা দুই ভাবে নগদে রাকা দেখার নিয়ম সম্পর্কে জানলাম। আশা করছি এবার খুব সহজেই একাধিক ভাবে নগদ একাউন্টের টাকা বা ব্যালেন্স দেখতে পাবেন।

নগদ সম্পর্কিত প্রশ্ন উত্তর । FAQS

প্রঃ নগদ একাউন্ট দেখার কোড নাম্বার কত ডায়াল করতে হয়?

= নগদ একাউন্ট দেখার কোড নাম্বার হচ্ছে *১৬৭#। যে সিম থেকে নগদ একাউন্ট খোলা সেই সিম থেকে ডায়াল করতে হবে।

প্রঃ নগদ একাউন্ট কার নামে দেখার নিয়ম?

= নগদ একাউন্ট কার নামে তা জানার জন্য নগদ অ্যাপ ডাউনলোড করে অ্যাপে প্রবেশ করলেই উপরে নাম লেখা দেখতে পাবেন। এছাড়াও নগদের ডিটেইল জানার জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ কর; অন্যান্য তথ্য দিলে একাউন্ট এর নাম বলে দিবেন।

প্রঃ নগদ কল সেন্টার নাম্বার কি?

= নগদ কল সেন্টার বা হেল্পলাইন এর দুইটি নাম্বার হচ্ছে 16167 অথবা 096 096 16167।

প্রঃ নগদে ক্যাশ আউট চার্জ কত?

= নগদ App দিয়ে একাউন্ট থেকে ক্যাশ আউট করার চার্জ ভ্যাট ছাড়া ৯.৯৯ টাকা এবং ভ্যাট সহ চার্জ আসবে ১১.৪৯ টাকা।

প্রঃ নগদ একাউন্টে টাকা দেখার নিয়ম অনুযায়ী কয়ভাবে টাকা দেখা যায়?

= দুই ভাবে নগদ একাউন্ট এর টাকা দেখা যায়।

Nagad app ব্যবহার করে।
নগদ কোড ডায়াল করে। (*১৬৭# ডায়াল করে ৭ নাম্বার অপশন তথা My Nagad সিলেক্ট করে পরবর্তী স্টেপে পাসওয়ার্ড দিলেই আপনি একটি পপ আপ মেসেজে আপনার Nagad balance দেখতে পারবেন।

নগদে টাকা দেখা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা নগদ একাউন্ট এর ব্যালেন্স বা টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানতে পেরেছেন।

এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

আরও পড়ুনঃ: How to open nagad account ? নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন

নগদ এবং ব্যাংকিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ অন্যান্য সকল পোস্ট পড়তে আমাদের Nagad Category ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkanha এ।

11 thoughts on “নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.