ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ও কি কি?

Last Updated on 1 month by Shaikh Mainul Islam

ইউরোপের অধিকাংশ দেশের অর্থনীতি থেকে শুরু করে সংসদ সবকিছু ইউরোপীয় ইউনিয়নের অধীনে হয়ে থাকে। আর তাই সবাই জানতে চাই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি এবং কি কি?

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ? ইউরোপ ইউনিয়ন দেশগুলোর নাম” এ।

আজকের পোষ্টে আমরা জানবো, ইউরোপীয় ইউনিয়ন কি কাকে বলে, ইউরোপীয় ইউনিয়ন এর কাজ কি, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর নাম সমূহ সহ এই বিষয়ে বিস্তারিত।

ইউরোপীয় ইউনিয়ন কি, কাকে বলে, কাজ কি?

ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপ মহাদেশের প্রায় সব দেশের সমন্বয়ে একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক জোট। আরও সহজ ভাবে বললে, ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে ইউরোপ মহাদেশের বেশ কিছু দেশ নিয়ে গড়া একটি সংগঠন।

১৯৫৭ সালের ২৫ মার্চ ইউরোপের ৬ টি দেশের চুক্তিতে রোম চুক্তি হয়। এরপর ১৯৬৭ সালে অন্য একটি চুক্তি (ইউরোপীয় সম্প্রদায়) হয় এই দেশগুলোর মধ্যে।

এরপর এই দেশগুলোর মধ্যেই ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি “ইউরোপীয় সম্প্রদায়” নামে তৃতীয় চুক্তি গঠিত হয়। এরপর সর্বশেষ এই সব চুক্তি মিলিয়ে ১৯৯৩ সালের ১ লা নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।

প্রথমে ৬ টি দেশ এবং ১০০৩ সালে ১২ টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিলেন। সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র ২৭। (আপডেট অক্টোবর ২০২৩)।

ইউরোপীয় ইউনিয়ন মুলত এই ২৭ টি দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং রাজনৈতিক এমনকি ইউরোপীয় সংসদ সবদিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ মহাদেশ ইউরোপ মহাদেশ।

সেই হিসেবেই ইউরোপীয় ইউনিয়নের কার্যক্রম বা ক্ষমতা শুধু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে না। গোটা ইউরোপ সহ সারা বিশ্বে সরাসরিভাবে সারবিক বিষয়ে ভূমিকা রাখে ইউরোপীয় ইউনিয়ন।

আশা করছি এতক্ষণে ইউরোপীয় ইউনিয়ন কি, ইউরোপীয় ইউনিয়ন কাকে বলে এবং ইউরোপীয় ইউনিয়ন এর কাজ কি তা সম্পূর্ণ ভাবে বুঝতে পারছেন।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সমূহ

ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার আগে তিনটি চুক্তি হয়েছিলো। চুক্তি তিনটি হচ্ছেঃ

  • রোম চুক্তি
  • ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়
  • ইউরোপীয় আণবিক শক্তি সম্প্রদায়

এই চুক্তি যখন হয়েছে তখন ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা পায়নি। কিন্তু, তখন এই চুক্তির সাথে ৬ টি দেশ চুক্তিবদ্ধ ছিল। এবং ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক প্রতিষ্ঠালগ্নে সদস্য সংখ্যা ছিলো ১২ টি দেশ।

শুরুতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ১২ টি দেশ হচ্ছেঃ

  • ব্রিটেন,
  • ফ্রান্স,
  • জার্মানি,
  • আয়ারল্যান্ড,
  • স্পেন,
  • পর্তুগাল,
  • ইতালি,
  • গ্রিস,
  • ডেনমার্ক,
  • লুক্সেমবার্গ,
  • বেলজিয়াম
  • নেদারল্যান্ডস

এই ১২ টি দেশ যার প্রত্যেকটি ইউরোপ মহাদেশের অন্তরগত। ১২ টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও এই মুহূর্তে ২৭ টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সক্রিয় স্থায়ী সদস্য হিসেবে স্বীকৃত।

এর আগে ২৬ টি দেশ নিয়ে বহুদিন ইউরোপীয় ইউনিয়ন তাদের কার্যক্রম সম্পন্ন করে আসছিলো। তবে সময়ে সর্বশেষ ক্রোয়েশিয়া (২০১৩ সালে) ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভ করেন।

চলুন, এবার আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সমূহের নামগুলি জেনে নেইঃ

  • অস্ট্রিয়া
  • বেলজিয়াম
  • বুলগেরিয়া
  • সাইপ্রাস
  • ক্রোয়েশিয়া
  • ডেনমার্ক
  • ইস্তোনিয়া
  • ফিনল্যান্ড
  • ফ্রান্স
  • জার্মানি
  • গ্রিস
  • আয়ারল্যান্ড
  • ইতালি
  • লাতভিয়া
  • লিথুয়ানিয়া
  • লুক্সেমবুর্গ
  • মাল্টা
  • নেদারল্যান্ডস
  • পোল্যান্ড
  • পর্তুগাল
  • চেক প্রজাতন্ত্র
  • রোমানিয়া
  • স্লোভাকিয়া
  • স্লোভেনিয়া
  • স্পেন
  • সুইডেন
  • হাঙ্গেরি

উইকিপিডিয়া এর তথ্য অনুযায়ী সর্বশেষ এই ২৭ টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে।

এতক্ষণে তাহলে নিশ্চয়ই ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো কি কি তা জানতে পেরেছেন।

ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত FAQS

প্রিয় পাঠক, এতক্ষণে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি এবং ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর নাম কি সে সম্পর্কে জেনেছি।

এবার আমরা ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর জানবো।

প্রঃ ইউরোপে মুসলিম দেশ কয়টি?

= ইউরোপে মুসলিম দেশ মোট ৫ টি। তবে এছাড়াও বেশ কিছু দেশে অনেক মুসলমান থাকে।

প্রঃ ইউরোপ মহাদেশের দেশ কয়টি?

= ইউরোপ মহাদেশের দেশ সংখ্যা মোট ৫০টি। এর মধ্যে ২৭টি দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ভ্যাটিকান সিটি ছাড়া ৪৯টি দেশ জাতিসংঘের সদস্য।

প্রঃ ইউরোপের ধনী দেশের তালিকা কি?

= লুক্সেমবার্গ হচ্ছে ইউরোপের সব থেকে ছোট এবং বিশ্বের অন্যতম ধনী একটি দেশ। এছাড়াও ইউরোপের প্রায় ম্যাক্সিমাম দেশ ধনী দেশ। আপনি কোন দেশে যেতে চান তা নির্ধারণ করে সেই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তা জেনে নিন।

প্রঃ ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি?

= ইউরোপীয় ইউনিয়নের ২৮তম সদস্য দেশ হিসেবে সর্বশেষ ২০১৩ সালে যোগ দেয় ক্রোয়েশিয়া।

প্রঃ ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায়?

= ইউরোপের সব দেশের ভিসা সহজে পাওয়া যায় যদি আপনি তা সঠিক নিয়ম মেন করেন। এর অন্যতম কারণ ইউরোপ মহাদেশের প্রত্যেকটি দেশ সব ধরনের আইনি নিয়ম শতভাগ মেনে চলে।

ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি এবং কি কি তা জেনেছি। আশা করছি ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে প্রায় সকল তথ্য জানতে পেরেছেন।

এরপরেও আরও কিছু জানার থাকলে আমাদের আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ও কি কি?”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.