কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা । কুয়েত বাংলাদেশ টাকার রেট

Last Updated on 3 months by Shaikh Mainul Islam

প্রবাসিদের জনপ্রিয়তার দিক থেকে কুয়েত অন্যতম একটি দেশ। এর অন্যতম কারণ কুয়েত বাংলাদেশ টাকার রেট। তাই আজকে আমরা কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা তা জানবো।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা । কুয়েত বাংলাদেশ টাকার রেট” এ।

আজকের পোষ্টে আমরা, কুয়েতের মুদ্রার নাম, ডলার এবং টাকায় কুয়েতের মুদ্রার মান, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে মানের তফাৎ সহ কুয়েত সম্পর্কে বিস্তারিত জানবো।

কুয়েতের দিনার ও বাংলাদেশের টাকার মান

দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্যতম একটি দেশ কুয়েত। কুয়েতের মুদ্রার নাম হচ্ছে কুয়েতি দিনার। কুয়েতি দিনারকে দিনার ও বলা হয়।

বিশ্বের প্রায় সব দেশেই ইউএস ডলার এর হিসেবে সব দেশের মুদ্রার হিসাব করা হয়ে থাকে। সেই দিক থেকে কুয়েতের মুদ্রা আর ইউএস ডলার এর হিসেব করলেই তা স্পষ্ট।

আরও পড়ুনঃ ডলার রেট বাংলাদেশ । ডলার টু টাকা

  • ১ কুয়েতি দিনার সমান ৩.২৭ ইউএস মার্কিন ডলার।
  • ১ কুয়েতি দিনার সমান বাংলাদেশি ৩৮৪ টাকা।
  • ১ ইউএস ডলার সমান বাংলাদেশি ১১৭ দশমিক ৫৫ টাকা। 

তবে, প্রতিদিন এই মানের কিছুটা তারতম্য হয়ে থাকে। কিন্তু মুলত এমন বা এর আশপাশেই থাকে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ইউএস ডলার, টাকা এবং কুয়েতি দিনার এর মানের পরিমাণ।

অর্থাৎ, কুয়েতের এক টাকায় বাংলাদেশের ৩৮৪ টাকা। যা বাংলাদেশি টাকায় ৩৮৪ গুণের বেশি। অন্যদিকে, কুয়েত টাকার মান বাংলাদেশ এর তুলনায় কয়েকশ গুন বেশি।

আরও পড়ুনঃ ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা ।  ওমানি রিয়াল বাংলা টাকা

আপনাকে যদি আরও সহজ ভাবে বলতে চাই, কুয়েতের ১ টাকা বা এক দিনার সমান বাংলাদেশি ৩৮৪ টাকা।

সেই হিসেবে কুয়েতের ১০০ দিনার সমান বাংলাদেশের ৩৮৩৯৮ দশমিক 25 টাকা। আশা করছি কুয়েতের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা তা জানতে পেরেছেন।

কুয়েত দিনার বাংলাদেশ এবং ইউএসএ 

কুয়তের মুদ্রা দিনার, বাংলাদেশি মুদ্রা টাকা এবং ইউএস এর মুদ্রা ডলার এর মধ্যে মানের হিসাবে সবথেকে দামি হচ্ছে কুয়েতের মুদ্রা দিনারের।

এর পরে ইউএস এর মুদ্রা ডলার এবং এরপরে বাংলাদেশের মুদ্রা টাকার মান।

সাধারণত দুই একটি দেশ বাদে বিশ্বের সকল দেশের মুদ্রার হিসাব ডলারে হওয়ার কারণ সব দেশের মুদ্রার মান ডলারের মানের থেকে কম।

আরও পড়ুনঃ সৌদি রিয়াল আজকের রেট কত বাংলাদেশ । সৌদি রিয়াল রেট today

তবে কুয়েতের দিনারের মান ডলারের থেকেও অনেক বেশি। এক কুয়েতি দিনারের বিপক্ষে আপনি ৩.২৭ ডলার পাবেন। তাহলে ভাবতে পারছেন দিনারের মান কত বেশি?

আরও পড়ুনঃ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ও কি কি?

অন্যদিকে কুয়েতের এক টাকা বা এক দিনার সমান বাংলাদেশের ৩৮৪ টাকা।

এর মানে কুয়েতের দিনারের সাথে বাংলাদেশের টাকার মানের তফাত ৩৮৪ গুণ।

অর্থাৎ কোনো কুয়েতি প্রবাসি যদি ২০০ দিনার মাসিক বেতনে কাজ করে কুয়েতে বাংলাদেশি তাকায় তার মাসিক ইনকাম ৭৬৭৯৬ দশমিক ৫১ টাকা।

প্রবাসিদের পছন্দের অন্যতম দেশ কুয়েত হওয়ার কারণ কুয়েতের দিনার এবং বাংলাদেশের টাকার মানের এই বিশাল পার্থক্য।

কুয়েতের দিনার বাংলাদেশের টাকা । FAQS

কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা?

কুয়েত এর এক দিনার সমান বাংলাদেশি ৩৮৪ টাকা।

কুয়েত এর এক দিনার সমান ইউএসএ কত ডলার?

কুয়েতের এক দিনার সমান ইউএসএ এর ৩.২৭ ডলার এর সমান। অর্থাৎ ডলার এর থেকে কুয়েতি দিনারের মূল্য বা মান অনেক বেশি।

কুয়েতের ১০০ টাকা বাংলাদেশের কত টাকার সমান?

কুয়েত এর ১০০ টাকা বাংলাদেশের ৩৮৩৯৮ দশমিক 25 টাকা।

বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত সময় লাগে?

বাংলাদেশ থেকে কুয়েত এর দূরত্ব ৪২৮৬ কিলোমিটার।

যা আসতে বা যেতে সময় লাগে ৫ ঘণ্টা ৪ মিনিট অর্থাৎ ৬ ঘণ্টার মতোই।

বিশ্ব মানচিত্রে কুয়েতের অবস্থান কোথায়?

বিশ্ব মানচিত্রে কুয়েতের অবস্থান কুয়েত দক্ষিণ-পশ্চিম এশিয়াযর মধ্যে এবং পারস্য উপসাগরের তীরে। ইরাক এবং সৌদি আরবের মাঝখানে কুয়েত দেশটির অবস্থান।

বাংলাদেশ থেকে কুয়েত যেতে কত টাকা লাগে?

দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে কুয়েত গেলে সাধারণত ৪ থেকে ৭ লাখ টাকা লাগে।

কিন্তু ভিসা প্রসেসিং এর জন্য দরকার মাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকা।

আর এখন, আপনি প্রবাসি হিসেবে গেলেও বিভিন্ন সময়ে সরকারি সহায়তায় যেতে পারবেন স্বপ্নের দেশ কুয়েতে।

কুয়েতে সরকারি ভাবে যেতে  বছরের বিভিন্ন সময় বাংলাদেশ সরকার বিজ্ঞপ্তি দিয়ে থাকে।

কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা । সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আপনি কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা এবং কুয়েত বাংলাদেশ টাকার রেট সম্পর্কে বিস্তারিত জেনেছেন।

আশা করছি দক্ষিণ পশ্চিম এশিয়ার অন্যতম দেশ কুয়েত এবং বাংলাদেশ, ইউএসএ এর মুদ্রার রেট।

মান, তফাৎ সম্পর্কে সবকিছু জানতে পেরেছেন এই পোষ্ট থেকে।

বিভিন্ন দেশের টাকার মান কিংবা বাংলাদেশের টাকার সাথে অন্যান্য দেশের টাকার মান সম্পর্কে আমাদের অন্যান্য পোষ্ট পড়তে International Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

4 thoughts on “কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা । কুয়েত বাংলাদেশ টাকার রেট”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.