Last Updated on 7 months by Shaikh Mainul Islam
এইচএসসি ব্যাচ ২০২৩ এর শিক্ষার্থীরা, দীর্ঘ সময়ের পড়াশোনার ফলাফল পাবে এইচএসসি পরীক্ষার ফলাফলের মাধ্যমে। তাই আজকে আমরা এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম । মার্কশীট সহ রেজাল্ট দেখুন” এ।
আজকের পোষ্টে আমরা, এইচএসসি রেজাল্ট চেক করার উপায়, মোবাইলে অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম, এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম সহ এইচএসসি রেজাল্ট সম্পর্কিত সকল তথ্য জানবো।
বিঃ দ্রঃ আমাদের মাধ্যমে এইচএসসি রেজাল্ট এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করতে চাইলে আমাদের Contact ফর্ম অথবা WhatsApp এ যোগাযোগ করুন। আমাদের WhatsApp: 01752808514
সহজে এইচএসসি রেজাল্ট চেক করার উপায় কয়টি?
মূলত খুব সহজেই এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম অনুযায়ী দুইটি উপায় রয়েছে। এর মধ্যে একটি করতে স্মার্ট মোবাইল এবং ইন্টারনেট কানেকশন লাগবে।
অন্যটি আপনি যেকোনো মোবাইল থেকেই রেজাল্ট বের করতে পারবেন। তাহলে কি সেই দুইটি পদ্ধতি যার মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক করা যাবে খুব তারাতারি মুহূর্তের মধ্যে?
আরও পড়ুন: বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ । এইচএসসি খাতা পুন নিরীক্ষণ ২০২৩
১) অনলাইনে রোল এবং রেজিস্ট্রেশন ব্যবহার করে এইচএসসি রেজাল্ট বের করা যায়।
২) মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট বের করা যায়।
এখন জানবো কিভাবে এই দুই পদ্ধতিতে এইচএসসি পরীক্ষার ফলাফল বের করা যায়। মার্কশীট সহ বের করা যাবে কিভাবে এবং শুধু গ্রেড পয়েন্ট দেখা যাবে কিভাবে জানবো পর্যায়ক্রমে।
অনলাইনে এইচএসসি রেজাল্ট চেক করার উপায়
প্রিয় শিক্ষার্থী, এই লেখাটি যখন পড়ছ নিশ্চয়ই তোমার হাতের স্মার্ট ফোনটি দিয়ে পড়ছ অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম পড়ছ।
এথেকে বোঝা যায় নিশ্চয়ই তোমার স্মার্ট ডিভাইস আছে। এখন স্মার্ট ফোন থাকলেই এইচএসসি রেজাল্ট বের করতে পারবে। তবে কিভাবে মার্কশীট সহ বের করবে তোমার রেজাল্ট তা জেনে নেও এই পোস্ট থেকে।
কয়েকটি ধাপে অনলাইন থেকে একটি ওয়েবসাইট ব্যবহার করে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম অনুযায়ী এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবে। শুধু তাই ই নয়। যেকোনো পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করা যায়।
আরও পড়ুনঃ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম (মার্ক শিট এবং নাম্বার সহ)
ওয়েবসাইটটিতে সকল পাবলিক পরীক্ষার ফলাফল আপলোড করা হয়। সেখান থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে যেকেউ যেকোনো সময়ে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করতে পারবে।
চলো অনলাইনে এইচএসসি রেজাল্ট বের করার ধাপ সমূহ দেখে নেওয়া যাক।
অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
১) গুগল থেকে educationboardresults নামের একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটিতে প্রবেশের পর নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবে।
(ওয়েবসাইটের লিংক পোষ্টের এই অংশের শেষে দেওয়া আছে)।
২) ওয়েবসাইটে প্রবেশের পর উপরের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবে। সেখানে কয়েকটি তথ্য দেওয়ার এবং অটোমেটিক সিলেক্ট করার অপশন দেওয়া থাকবে।
৩) উপরের পেজ ভিউতে Examination অপশনে HSC/ Alim থাক বা না থাক তুমি HSC/Alim লেখার উপর ক্লিক করে HSC/Alim সিলেক্ট করতে হবে।
৪) দ্বিতীয় অপশনে Year নামের একটি অপশন আছে। Year এর ডান পাশে ক্লিক করে তোমার পরীক্ষা দেওয়ার সাল সিলেক্ট করতে হবে।
তুমি ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী হলে ২০২৩ সিলেক্ট করে দিবে।
৫) Board এর অপশনে লেখা Select One এর উপর ক্লিক করলে সকল বোর্ডের নাম দেখা যাবে। সেখানে তোমার বোর্ডের নামটি সিলেক্ট করে দিবে।
৬) এরপর Roll এর অপশনের ফাঁকা জায়গায় তোমার এইচএসসি পরীক্ষার রোল নাম্বার লিখে দিবে।
তোমার রোল নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখবে। রল লেখার সময়ে খেয়াল রাখবে ভুল না হয়।
৭) এরপর Reg: No অপশনের ফাঁকা জায়গায় তোমার এইচএসসি পরীক্ষার সময় রেজিস্ট্রেশন/ এডমিট কার্ডে থাকা রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিবে।
৮) এরপরে নিচে যেকোনো দুইটি সংখ্যার যোগ/ বিয়োগ/ গুন/ ভাগ করার জন্য বলা হবে। যা বলবে সেটি করলে যে উত্তর হয় সেই উত্তরটি ফাঁকা স্থানে ইংরেজিতে লিখে দিবে। এটি মূলত তুমি মানুষ তা প্রমান করতে লিখতে হবে।
অর্থাৎ কাজটি কোনো রোবট দিয়ে হচ্ছে না এটির জন্য এই কাজটি করা।
বেশ, তোমার কাজ হয়ে গেছে। এবার নিচে একটি Submit নামে বাটন দেখতে পাবে। Submit বাটনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি দেখাবে।
মার্কশীট সহ তুমি তোমার সকল বিষয়ের গ্রেড পয়েন্ট ও দেখতে পারবে খুব সহজে।
এভাবে তুমি তোমার এইচএসসি রেজাল্ট চেক করতে পারবে তোমার ব্যাচের এইচএসসি রেজাল্ট প্রকাশ করার পর থেকে।
অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম অনুযায়ী এইচএসসি রেজাল্ট দেখতে পাবে।
মোবাইলে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ । এসএমএস এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট
মোবাইল থেকে অফলাইনে sms এর মাধ্যমে HSC রেজাল্ট বের করা একদম সহজ।
এজন্য তোমাকে কয়েকটি ধাপে ধাপ অনুসারে তোমার মোবাইল থেকে এসএমএস পাঠাতে হবে।
কিন্তু এইচএসসি রেজাল্ট বের করার জন্য কোন নাম্বারে সেন্ড করবে এসএমএস? কি লিখে এসএমএস করবে? চলো জেনে নেওয়া যাক এই নিয়ে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব ২০২৩ । hsc result marksheet
এইচএসসি রেজাল্ট দেখার অন্যতম একটি উপায় হচ্ছে এসএমএস উপায় বা sms system.
তুমি যেহেতু এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে সেহেতু তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে HSC.
এরপর স্পেস দিয়ে ইংরেজি বড় হাতের অক্ষরে তোমার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবে।
এরপর স্পেস দিয়ে তোমার বোর্ড পরীক্ষার রোল নাম্বার লিখে দিবে। এরপর স্পেস দিয়ে তুমি যে সালে পরীক্ষা দিয়েছ সেই সালটি লিখবে।
এবার এই মেসেজটি 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবে।
এরপর কিছু মুহূর্ত অপেক্ষা করবে। কিছু সময়ের মধ্যেই তোমাকে ফিরতি একটি মেসেজে তোমার রেজাল্ট জানিয়ে দিবে কর্তৃপক্ষ।
তুমি কত পয়েন্ট পেয়েছ কোন বিষয়ে কি গ্রেড পেয়েছ তার সব উল্লেখ করে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে কর্তৃপক্ষ থেকে।
নিচে একটি উধারণ স্বরূপ মেসেজ লিখে দিচ্ছি। এটি দেখলে আরও সহজ ভাবেই বুঝতে পারবে।
HSC <space> DHA <space> Your HSC Roll <space> 2023
= (HSC DHA 333333 2023)
উপরে ব্রাকেটের মধ্যের লেখাটির মতো একটি মেসেজ দিবা। 333333 এর জায়গায় তোমার রোল নাম্বার লিখবে।
আর DHA হচ্ছে ঢাকা বোর্ডের জন্য।
তুমি তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে দিবে। এরপর সেন্ড করবে 16222 এই নাম্বারে।
এতক্ষণে এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবো তা নিশ্চয়ই বুঝতে পেরেছ।
এইচএস সি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম অনুযায়ী Education Board Results এই ওয়েবসাইটে যেতে হবে।
এইচএসসি রেজাল্ট চেক করতে সতর্কতা
বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছ যে কিভাবে তোমার এইচএসসি রেজাল্ট চেক করা যায় খুব সহজেই।
এবার এইচএসসি রেজাল্ট চেক করার সময়ে যে বিষয় গুলোতে লক্ষ্য রাখতে হবে তা জেনে নেওয়া যাক।
যদি তুমি অনলাইনে এইচএসসি রেজাল্ট চেক করো তাহলে তুমি অবশ্যই রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে রেজাল্ট বের করতে গিয়ে সার্ভার জনিত ঝামেলায় পরবে।
এর কারণ দেশের লাখ লাখ শিক্ষার্থী যখন একটি সার্ভার থেকে রেজাল্ট বের করতে যায় তখন সার্ভারটি অটোমেটিক ভাবে ডাউন হয়ে যায়।
তাই বলে হতাশ বা দুশ্চিন্তা করা যাবে না। অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না কোনোভাবেই।
এমন অবস্থায় তোমরা সাময়িক সময় থেমে থেমে চেষ্টা করতে পারো।
তবে মনে রাখবে অবশ্যই বের করতে পারবে তোমার এইচএসসি রেজাল্ট এবং তা মার্কশীট সহ পাবে।
এক্ষেত্রে তোমার মেসেজের মাধ্যমেও এমন সমস্যা হতে পারে।
যার ফলে তোমার ফিরতি এসএমএস এ রেজাল্ট না আসতে পারে। এর সবই সার্ভার জনিত সমসস্যার কারণে হয়ে হয়।
আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাওয়ার সহজ আট কৌশল
এছাড়াও তোমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে খুব ফার্স্ট। যদি তুমি অনলাইনে এইচএসসি রেজাল্ট বের করতে চাও।
এবং মেসেজের মাধ্যমে বের করতে হলে যে সিম থেকে মেসেজ দিবা ওই সিমে কিছু টাকা থাকতে হবে। ৫ থেকে ১০ টাকা হলেই কয়েকবার মেসেজ করতে পারবে।
এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কিত প্রশ্ন উত্তর। FAQS
অনলাইনে এবং মোবাইলে মেসেজের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখতে পারবে খুব সহজে।
দুই ভাবেই এইচএসসি রেজাল্ট দেখা সম্ভব। এক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ পোস্টটি পড়তে হবে। তবেই একাধিক উপায় সম্পর্কে জানতে পারবে।
অনলাইনের মাধ্যমেই শুধু তুমি এইচএসসি রেজাল্ট মার্কশীট সহ দেখতে পারবে। এজন্য মার্কশীট দেখার নিয়ম জেনে নাও এই পোস্ট থেকে।
HSC Result 2023 প্রকাশ করা হবে ২৬ শে নভেম্বর ২০২৩ তারিখে।
এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ নিয়ে সর্বশেষ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানলাম এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম, এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম সহ বিস্তারিত, এইচএসসি রেজাল্ট বের করার নিয়ম এবং ওয়েবসাইট নাম, কিভাবে এইচএসসি রেজাল্ট দেখবো সেই বিষয়ে বিস্তারিত।
আরও পড়ুনঃ ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তির নিয়ম
জেনেছি, এইচএসসি রেজাল্ট ঢাকা বোর্ড, এইচএসসি রেজাল্ট মার্কশীট উইথ নম্বর কিভাবে দেখবো, এইচএসসি রেজাল্ট কিভাবে দেখবো এসব বিষয়ে বিস্তারিত।
মনে রাখবে একই পাবলিক পরীক্ষার রেজাল্ট কখনোই তোমার জীবনের থেকে মূল্যবান না। নিজের লক্ষ্য এবং জীবনের মূল্য দিয়ে শিখতে হবে।
আশা করছি এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব তা খুব সুন্দর ভাবে বুঝতে পেরেছ।
সকলের এইচএসসি রেজাল্ট সুন্দর হবে। সবার জন্য শুভকামনা রইলো।
শিক্ষা বিষয়ক আমাদের সকল পোস্ট পড়তে Education Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।
এছাড়াও আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
16 thoughts on “এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম । মার্কশীট সহ রেজাল্ট দেখুন”