নগদে ক্যাশ ইন চার্জ কত । নগদে ক্যাশ আউট চার্জ কত জেনে নিন

Last Updated on 11 months by Shaikh Mainul Islam

এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং নগদে ক্যাশ ইন চার্জ কত এবং কাশ আউট চার্জ কত নগদে লেনদেন করার আগে তা জানা জরুরি।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “নগদে ক্যাশ ইন চার্জ কর । নগদে ক্যাশ আউট চার্জ কত” এ।

আজকের পোষ্টে আমরা nagad cash out charge, nagad cash in charge, Nagad Send Money charge, নগদ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর লিংক সহ নগদ ক্যাশ ইন ক্যাশ আউট সম্পর্কে বিস্তারিত জানবো।

নগদে ক্যাশ ইন চার্জ কত

অনেকেই জানতে চান নগদে ক্যাশ ইন চার্জ কত? কিন্তু অনেকে ক্যাশ ইন চার্জ বলতে কি বোঝায় তা অনেকেই জানেন না। তাহলে চলুন নগদে ক্যাশ ইন চার্জ বলতে কি বোঝায় তা জেনে নেওয়া যাক।

ব্যক্তিগত নগদ একাউন্টে যেকোনো ভাবেই হোক টাকা ঢুকানো বা টাকা এড করাকে Nagad Cash in বোঝানো হয়ে থাকে।

আরও পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম কি ? nagad agent account open

আর টাকা ক্যাশ ইন বা একাউন্টে টাকা এড করতে যত টাকা প্রয়োজন হয় তাকে নগদে ক্যাশ ইন চার্জ বলে।

সাধারণত টাকা ক্যাশ ইন বা ক্যাশ আউট করতে প্রত্যেক এক হাজারে একটি নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হয়ে থাকে।

এখন মুল কথা হচ্ছে, নগদে ক্যাশ ইন করার জন্য কোনো চার্জ নেয় না। অর্থাৎ নগদে Cash In Charge একদম ফ্রি।

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে Nagad Cash In Charge একদম ফ্রি। অর্থাৎ আপনার নগদে কোনো টাকা ঢুকানোর জন্য কোনোরকম চার্জ প্রযোজ্য না।

নগদে ক্যাশ আউট চার্জ কত

বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং সেবার নাম Nagad. কিন্তু নগদে আপনি লেনদেন করলে নগদ নির্দিষ্ট একটি পরিমাণ টাকা কেটে নিবে।

এই চার্জ হিসেবে কেটে নেওয়া এই টাকাকে Nagad Cash Out Charge বলে। কিন্তু অনেক নতুন বা অনিয়মিত নগদ গ্রাহক নগদে ক্যাশ আউট চার্জ কত সঠিকভাবে তা জানেন না।

আরও পড়ুনঃ নগদ এর একাউন্ট দেখার কোড । নগদ একাউন্ট চেক পদ্ধতি

দুই ভাবে ক্যাশ আউট করা যায়। নগদে ক্যাশ আউট করার দুইটি উপায় হচ্ছেঃ

  • ইউএসডি কোড (*167#) ডায়াল করে
  • Nagad Mobile App ব্যবহার করে আপনি ক্যাশ আউট

আর এই দুই উপায়ে ক্যাশ আউট চার্জও ভিন্ন। অর্থাৎ, আপনি নগদের কোন মাধ্যমে ক্যাশ আউট করছেন তার উপরে Cash Out Charge কত কাটবে তা নির্ভর করে।

আরও পড়ুনঃ: How to open nagad account ? নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন

তাই সবাইকে জানানোর উদ্দেশ্যে নগদে ক্যাশ আউট চার্জ কত তার একটি অফিসিয়ালি তালিকা দেখে নেওয়া যাকঃ

Cash OutCharge (Per Thousand)
Nagad App12.50 taka
Nagad  Islamic App15.00 taka
Dial USSD15.00 taka
Nagad Cash Out Charge chart

উপরের চার্ট থেকে নগদে ক্যাশ আউট চার্জের লিস্ট দেখেছেন। এই চার্টে দেওয়া আছে নগদে প্রতি হাজারে কত টাকা ক্যাশ আউট চার্জ কাটা হয়। এবং কোন মাধ্যমে নগদে ক্যাশ আউট করলে কম টাকা কাটে।

এই টাকা নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ হিসেবেই কেটে নেওয়া হয়। এই চার্জ এর বাহিরে কোনোরকম ভ্যাট বা গোপন চার্জ কাটা হয় না।

নগদ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর

অনেকেই অনেক সময় বেশ কিছু টাকা একবারে নগদে ক্যাশ আউট করতে চান। সেক্ষেত্রে সহজেই হিসেব করে জানতে চান নগদ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর এর মাধ্যমে।

এজন্য নগদের অফিসিয়াল ওয়েবসাইটে Nagad Cash Out charge calculetor নামে একটি ক্যালকুলেটর আছে।

আরও পড়ুনঃ nagad balance check । নগদের ব্যালেন্স দেখার নিয়ম জেনে নিন

  • নগদের অফিসিয়াল ক্যালকুলেটরে প্রবেশ করুন। (লিংক নিচে দেওয়া আছে)
  • Select Service থেকে আপনি যে উপায়ে Cash Out করবেন তা সিলেক্ট করুন।
  • নিচের ফাকা ঘরে কয় টাকা ক্যাশ আউট করবেন তা লিখে নিচে Calculate বাটনে ক্লিক করুন।

এবার আপনি পাশেই আপনার ওই পরিমাণ টাকা Cash Out করতে কত টাকা Cash Out Charge কাটবে তা দেখতে পাবেন।

এই Nagad Calculetor এ ক্যাশ আউট চার্জ বের করা ছাড়াও নগদের সকল প্রকার লেনদেন এর খরচের পরিমাণ Calculate করতে পারবেন।

নগদ ক্যাশ আউট ক্যাশ ইন সীমাবদ্ধতা

সবকিছুর মতো নগদেও ক্যাশ আউট কিংবা ক্যাশ ইন দুই ক্ষেত্রেই কিছু সীমাবদ্ধতা আছে। চলুন Nagad Cash In and Nagad cash Out charge সম্পর্কিত সাধারণ সীমাবদ্ধতা জেনে নেওয়া যাক।

একটি Personal Nagad Account থেকে প্রতিদিন কত টাকা Send Money, Cash in এবং Cash Out করা যায় তা নিচের টেবিল থেকে দেখে নিন।

Nagad Accountপ্রতিদিন (সর্বোচ্চ বার)Monthly(সর্বোচ্চ বার)প্রত্যেকবার Minimum – Maximum লেনদেনের পরিমাণ
সেন্ড মানি২৫,০০০ টাকা (৫০ বার)২০০০,০০০ টাকা (১০০ বার)১০ টাকা থেকে ২৫ হাজার টাকা
ক্যাশ আউট২৫,০০০ টাকা (১৫ বার)১৫০০,০০০ টাকা (১৫০ বার)৫০ টাকা থেকে ২৫ হাজার টাকা
ক্যাশ ইন৩০,০০০ টাকা (১৫ বার)২০০০,০০০ টাকা (১৫০ বার)৫০ টাকা থেকে ২৫ হাজার টাকা
Cash Cash In Cash Out Limitation

উপরের চার্টের তথ্য শুধু মাত্র নগদ পার্সোনাল একাউন্ট ব্যবহারকারীর ক্ষেত্রে প্রযোজ্য।

নগদ ক্যাশ ইন ক্যাশ আউট সম্পর্কিত FAQS

প্রতি এক হাজার টাকায় ক্যাশ ইন চার্জ কত?

নগদে ক্যাশ ইন চার্জ একদম ফ্রি, অর্থাৎ, একদম ফ্রিতে যত ইচ্ছা তত টাকা আপনি ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারবেন।

nagad cash-out charge 1,000?

প্রতি এক হাজার টাকা ক্যাশ আউট চার্জ বাবদ ১২ টাকা ৫০ পয়সা এবং ১৫ টাকা ক্যাশ আউট চার্জ কাটা হয়।
এখানে ইউএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করলে ১৫ টাকা এবং
নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে ১২ টাকা ৫০ পয়সা চার্জ কাটা হয়।

নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ?

এই মুহূর্তে নগদে ক্যাশ আউট চার্জ ভ্যাট সহ ১৫ টাকা (ইউএসডি কোড ডায়াল করে) ১২ টাকা ৫০ পয়সা নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করলে চার্জ কাটে ভ্যাট সহ।

একদিনে নগদে সর্বোচ্চ কত টাকা ক্যাশ ইন করা যায়?

একদিনে নগদে সর্বোচ্চ ৩০,০০০ টাকা (১৫ বারে) ক্যাশ ইন করা যায়। এবং মাসে ২০০০,০০০ টাকা (১৫০ বারে) ক্যাশ ইন করা যায়। 

nagad cash out charge calculator কিভাবে পাব?

নগদের অফিসিয়াল ওয়েবসাইটে nagad cash out charge calculator দেওয়া আছে।
আর nagad cash out charge calculator ব্যবহারের নিয়ম এই পোষ্টে উল্লেখ করা আছে। সেখান থেকে দেখে নিতে পারেন।
nagad cash out charge calculator পেতে এখানে ক্লিক করুন।

নগদ সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা অগদে ক্যাশ ইন চার্জ এবং নগদে ক্যাশ আউট চার্জ কত সে সম্পর্কে বিস্তারিত জেনেছি।

এছাড়াও জেনেছি nagad cash out charge calculator এর ব্যবহার এবং নগদে ক্যাশ ইন ক্যাশ আউটে সীমাবদ্ধতা সম্পর্কে বিস্তারিত।

আশা করছি আজকের পোস্ট থেকে আপনি নগদের ক্যাশ আউট ক্যাশ ইন সম্পর্কিত সকল বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।

নগদ সম্পর্কিত আমাদের অন্যান্য আরও সকল পোস্ট পড়তে Nagad Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের আরও সকল পোস্ট পড়তে ওয়েবসাইট Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.