নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম । নগদ উপবৃত্তির টাকা তোলার নিয়ম

বর্তমানে নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে স্কুলের  উপবৃত্তির টাকা দেয়া হয়। তাই অনেকেই নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম এবন নগদ উপবৃত্তির টাকা তলার নিয়ম জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম । নগদ উপবৃত্তির টাকা তোলার নিয়ম” এ।

আজকের পোষ্টে আমরা নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম, নগদ উপবৃত্তির টাকা তোলার নিয়ম সহ নগদের টাকা দেখা ও টাকা তোলার বিষয়ে বিস্তারিত জানবো।

নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম

মূলত স্কুল কলেজের উপবৃত্তির টাকা নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্টে প্রেরণ করা হয়। এজন্য যারা নগদ ব্যবহার করে না তাদেরর নগদ উপবৃত্তির টাকা দেখতে সমস্যা হয়।

কিন্তু নগদে উপবৃত্তির টাকা দেখার নিয়ম কিংবা নগদের অন্য যেকোনো টাকা দেখার নিয়ম একই।

চলুন নগদে উপবৃত্তির কিংবা নগদে ব্যালেন্স চেক করার সকল নিয়ম জেনে নেই।

আরও পড়ুনঃ নগদ একাউন্ট দেখার নিয়ম । নগদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন

নগদে মূলত ২ ভাবে টাকা দেখা যায়ঃ

  • নগদ ইউএসডি কোড ডায়াল করে
  • SMS এর মাধ্যমে নগদ উপবৃত্তির ব্যালেন্স দেখা
  • নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে

আপনি যদি এর আগে নগদে টাকা চেক কিংবা লেনদেন করে না থাকেন তাতেও কোনও সমস্যা নেই।

শিক্ষার্থীর উপবৃত্তি কার্ড করার সময় স্কুল/ কলেজে নগদ একাউন্ট হিসেবে যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই সিমটি আপনার কাছে থাকলেই আপনি ফ্রিতে নগদ উপবৃত্তির টাকা দেখতে পারবেন।

নগদ USSD দিয়ে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

কোড ডায়াল করে নগদের মুল ব্যালেন্স বা উপবৃত্তির ব্যালেন্স দেখার জন্য নগদ একাউন্ট যে সিমে সেই সিম থেকে মোবাইলের ডায়াল অপশনে গিয়ে

আরও পড়ুনঃ nagad balance check । নগদের ব্যালেন্স দেখার নিয়ম জেনে নিন

  • *167# ডায়াল করুন।
  • এবার ৭ নং অপশন My Nagad সিলেক্ট করুন।
  • এবার ১  নং অপশন Balance enquiry সিলেক্ট করুন।
  • নগদ একাউন্টের পাসওয়ার্ড Enter pin লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।

এবার আপনি আপনার Nagad Account এর সকল ব্যালেন্স দেখতে পাবেন। অর্থাৎ নগদে আসা আপনার শিক্ষার্থীর উপবৃত্তির টাকা সহ আগে কোনো টাকা থাকলে সব টাকা একসাথে দেখতে পাবেন।

SMS থেকে নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম

আপনার যে সিমে নগদ একাউন্ট সেই সিম যদি মোবাইলে প্রবেশ করা থাকে তাহলে শুধু নগদ উপবৃত্তি ই না বরং সব ধরনের লেনদেন অর্থাৎ ক্যাশ ইন ক্যাশ আউট সব তথ্য এসএমএস আসবে।

আরও পড়ুনঃ নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন

এক্ষেত্রে, যদি নগদে উপবৃত্তির টাকা আসে সেক্ষেত্রে অবশ্যই মেসেজে সে বিষয়ে উল্লেখ থাকবে। আর নগদ একাউন্টে টাকা আসলে আপনি উত্তোলন করা না অব্ধি একাউন্টেই থাকবে।

নগদ অ্যাপ দিয়ে উপবৃত্তির টাকা দেখার নিয়ম

প্রিয় পাঠক, আপনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইলের Play Store থেকে My Nagad মোবাইল অ্যাপটি ডাউনলোড করে সেখানে নগদ একাউন্ট ডাউনলোড করে নিলেই হবে।

নগদ মোবাইল কিংবা নগদ অ্যাপ ইন্সটল করে কিভাবে নগদ উপবৃত্তির টাকা দেখবেন সে বিষয়ে আরও বিস্তারিত জানতে নগদে টাকা দেখার সকল নিয়ম পড়ুন।

নগদ উপবৃত্তির টাকা তোলার নিয়ম

আপনি নগদ উপবৃত্তির টাকা তোলার নিয়ম জানতে চাইলে আপনাকে আমি বলবো, নগদের অন্য সব টাকা উত্তোলন করার মতোই উপবৃত্তির টাকা তুলবেন।

 আপনি যদি আপনার নগদ উপবৃত্তির টাকা তুলতে বা ক্যাশ আউট করতে চান তাহলে আপনাকে আপনার নিকটস্থ নগদ এজেন্ট এর কাছে যেতে হবে।

নগদ এজেন্ট এর দোকানে গিয়ে আপনার মোবাইল থেকে

  • *167# ডায়াল করুন।
  • ১ নং অপশন Cash Out সিলেক্ট করুন।
  • এবার নগদ এজেন্ট এর নাম্বার দিন।
  • এবার কয় টাকা ক্যাশ আউট করবেন তা সিলেক্ট করুন।
  • এবার আপনার নগদের পাসওয়ার্ড দিয়ে ক্যাশ আউট নিশ্চিত করুন।

এভাবে আপনি নগদ উপবৃত্তির টাকা সহ নগদের সকল টাকা তুলতে পারবেন।

আপনার আশপাশেই মোবাইলে টাকা লেনদেন এর দোকানে নগদের এজেন্ট পাবেন।

সেখানে গিয়ে আপনি *167# ডায়াল করে Cash Out অপশন সিলেক্ট করে এজেন্ট নাম্বার বসিয়ে যে কয় টাকা বের করতে চান সেই পরিমাণ দিয়ে ক্যাশ আউট করতে পারবেন।

এছাড়াও, নগদ উপবৃত্তির টাকা সহ যেকোনো টাকা ক্যাশ আউট করার জন্য আপনি My Nagad App ব্যবহার করে নগদ থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন।

নগদে লেনদেন সম্পর্কিত FAQS

নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম কি ভিন্ন?

না। নগদের অন্যান্য সকল টাকা দেখার মতোই নগদ উপবৃত্তির টাকা দেখতে হয়।

কোন কোড ডায়াল করে নগদ একাউন্ট দেখতে হয়?

নগদের ব্যালেন্স দেখা সহ সকল কোড দেখতে *167# ডায়াল করুন। তাহলেই নগদের সকল কিছু দেখতে পাবেন।

প্রতি হাজারে নগদে Cash Out charge কত?

রেগুলার অ্যাপ থেকে প্রতি হাজারে Cash Out চার্জে ১২ টাকা ৫০ পয়সা।
ইসলামিক অ্যাপ থেকে প্রতি হাজারে ১৫ টাকা।
কোড আয়াল করে ক্যাশ আউট করলে ১৫ টাকা প্রতি হাজারে চার্জ কাটে।

নগদ উপবৃত্তি সম্পর্কে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম । নগদ উপবৃত্তির টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি এই পোস্টটি থেকে নগদ উপবৃত্তির টাকা দেকাহ এবং উত্তোলন সম্পর্কে সকল বিষয়ে জেনেছেন।

নগদের আরও সকল বিষয়ে আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে  ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট Dainik Kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.