শবে বরাতের নামাজ পড়ার নিয়ম । শবে বরাতের নামাজের নিয়ত

Last Updated on 7 months by Shaikh Mainul Islam

মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি রাত শবে বরাতের রাত। তাই অনেকেই শবে বরাতের নামাজ পড়ার নিয়ম এবং শবে বরাতের নামাজের নিয়ত জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “শবে বরাতের নামাজ পড়ার নিয়ম । শবে বরাতের নামাজের নিয়ত” এ।

আজকের পোষ্টে আমরা শবে বরাত কি, শবে বরাতের ইবাদত সমূহ, শবে বরাতের নামাজ পড়ার নিয়ম এবং শবে বরাতের নামাজের নিয়ত সহ শবে বরাত সম্পর্কে বিস্তারিত জানবো।

শবে বরাত কি

আরবি শাবান মাসের মধ্য রাত অর্থাৎ ১৫ তম রাতকে শবে বরাতের রাত বলা হয়। হাদসের ভাষায় “লাইলাতুন নিসফি মিন শাবান” বলা হয়ে থাকে।

শবে বরাত ফারসি শব্দ। শব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি। তবে শবে বরাত যে মুক্তির রাত এমন তথ্য কোথাও পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ শবে বরাত ২০২৪ কত তারিখে জেনে নিন

তবে, কোরআন ও হাদিসের আলোকে স্পস্ট যে, এই রাতে আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবংকএকপ্রকার বান্দা ব্যতিত সবার দোয়া কবুল করেন।

এজন্য সবাই শবে বরাতের রাতে আল্লাহর কাছে ক্ষমা চান এবং অনুগ্রহ কামনা করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে শবে বরাতের রাতে অনেক ইবাদত করা হয়।

তাই মানুষ শবে বরাতের রাতে বেশি বেশি নামাজ আদায় করেন। তবে অনেকে মনে করেন শবে বরাতের নামাজের নিয়ম বা নিয়ত অন্যান্য নামাজের থেকে আলাদা।

কিন্তু, শবে বরাতের নামাজের আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই।

শবে বরাতের ইবাদত সমূহ

এই গুরুত্বপূর্ণ রাতে আপনি যেকোনো নফল বা সুন্নত ইবাদত করতে পারেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির সহ সব ধরনের ইবাদত শবে বরাতের রাতে গ্রহণ যোগ্য।

তবে, নামাজ সিজদাহ দেওয়ার সময় মনে করা হয় আল্লাহর কাছে মাথা নত করা তাই সিজদাহ্র মাধ্যমে আল্লাহর সবথেকে কাছে যাওয়া যায়।

আরও পড়ুনঃ শবে বরাতের রোজা কয়টি

এমন চিন্তা থেকেই নফল ইবাদত হিসেবে বা শবে বরাতের ইবাদত হিসেবে নামাজকেই সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়।

তবে, স্পষ্ট কথা হচ্ছে, শবে বরাতের নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম বা নিয়ত নেই।

শবে বরাতের নামাজ পড়ার নিয়ম

শবে বরাতে নামাজ পড়তেই হব এমন কোনো বাধ্য বাধকতা নেই। আবার, শবে বরাতে নামাজ পরলে সেই নামাজের আলাদা কোনো নিয়মও নেই।

আমরা সাধারণ নফল নামাজ যেভাবে পড়ি সেভাবেই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা শবে বরাতের রাতে নামাজ পড়তে পারেন।

আরও পড়ুনঃ শবে বরাত পালন করা কি জায়েজ

এছারা শবে বরাত উপলক্ষে অনেকে বলে থাকে ৮ রাকাত বা ১২ রাকাত পড়া উত্তম। তবে এমন কোনও কথা কোরআন হাদিসে পাওয়া যায়নি।

আপনি যদি শব বরাতের রাতে একদম ই নফল নামাজ আদায় না করেন তাতেও কোনও পাপ নেই। তবে করলে এতে ফায়দা আছে অনেক।

চলুন তাহলে শবে বরাতেড় নামাজ পড়ার নিয়ম যা সাধারণ নামাজের মতোই তা জেনে নেওয়া যাকঃ

  • তাকবিরের সাথে সুরা ফাতিহার সাথে অন্য যেকোনো একটি সুরা মিলিয়ে পড়া।
  • রুকু ও সিজদার সাথে প্রথম রাকাত শেষ করা।
  • প্রথম রাকাতের মতোই দ্বিতীয় রাকাত আদায় করা।
  • তাশাহুদ, দরুদ সহ আখেরি বৈঠক সম্পন্ন করা।
  • ডানে ও বামে সালাম ফিরানোর মধ্য দিয়ে ২ রাকাত নামাজ সম্পন্ন করা।

এভাবেই আপনি শবে বরাতের নামাজ সহ সব ধরনের নফল নামাজ আদায় করতে পারবেন।

শবে বরাতের নামাজের নিয়ত

শুধু মাত্র শবে বরাতের নামাজ ই নয়, বরং কোনো নামাজের পূর্বে নিয়ত করার প্রয়োজনীয়তা নেই। এর কারণ, আপনি নামাজের উদ্দেশ্য নিয়েই নামাজের জায়নামাজে দাঁড়িয়েছেন।

কিন্তু, অনেকেই মনে করেন সব নামাজ সহ শবে বরাতের নামাজেও নামাজের নিয়ত করতে হয়।

এদের উদ্দেশ্যে বলছি, স্বাভাবিক নফল নামাজের নিয়ত ই শবে বরাতের নামাজের নিয়ত।

আরও পড়ুনঃ শবে বরাতের নামাজ কত রাকাত

অর্থাৎ, সাধারণ সময়ে যে নিয়ত করন নফল নামাজের ক্ষেত্রে সেই নিয়ত করলেই হবে। আরও সহজ ভাবে বললে, শুধু মাত্র এটি বলে যে,

“হে আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য কিবলামুখী হয়ে ২ রাকাত নফল নামাজ আদায় করছি” আল্লাহু আকবর।

এতেও শবে বরাতের নামাজের নিয়ত সহ সব ধরনের নফল নামাজের নিয়ত হয়ে যাবে।

এরপরেও অনেকে আরবিতে শবে বরাতের নামাজের নিয়ত জানতে চান।

আরবিতে শবে বরাতের নামাজের নিয়ত হচ্ছেঃ

নাওয়াইতুআন্ উছল্লিয়া লিল্লাহি তায়া লা  রাক-আতাই ছালা – তি লাইলাতিল বারা – তিন -নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতি আল্লা-হু আকবার”। 

আশা করছি শবে বরাতের আমাজ পড়ার নিয়ম বং শবে বরাতের নামাজের নিয়ত সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন।

শবে বরাত সম্পর্কিত FAQS

শবে বরাতের নামাজ কত রাকাত?

কোরআন হাদিসের কোথাও শবে বরাতে নামাজ পড়ার বাধ্যবাধকতা উল্লেখ করা নেই। তবে নামাজ পড়লে অনেক সাওয়াব পাওয়া যায়।

আমাদের মধে শবে বরাতের নামাজ ৮ রাকাত বা ১২ রাকাত বা ২০ রাকাত পড়ার প্রথা চালু আছে।

কিন্তু শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্টতা নেই। যে যত রাকাত পড়তে পারে।

তবে শুধু মাত্র রাকাত বাড়ানোর জন্য নামাজ পড়লে সাওয়াবের চাইতে বেশি পাপ হবে।

শবে বরাতের রোজা কয়টি?

শবে বরাতের সময়ে রোজা রাখার সচ্ছতা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। সুতরান, শবে বরাতের উদ্দেশ্যে রোজা কয়টি তা জানতে চাওয়া অবান্তর।

রোজা রাখলে যেকোনো সময়ে রাখা যায়। তবে শবে বরাতে অনেকে ১ বা ৩ টি রোজা রাখেন।

এতে সাওয়াব আছে। তবে রোজা না রাখলে কোনো ক্ষতি নেই। 

শবে বরাতের নামাজের নিয়ম কি মহিলাদের?

মহিলা আর পুরুষ নেই। শবে বরাতের জন্য কারোর ই নামাজের আলাদা কোনো নিয়ম নেই।

উপরে উল্লেখিত নামাজের নিয়মেই মহিলা পুরুষ উভয়ে নামাজ আদায় করবেন।

শবে বরাতে নামাজ না পরলে পাপ নেই। তবে পড়লে সাওয়াব আছে।

শবে বরাত সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা sobe borater namaj porar niom এবং শবে বরাতের নামাজের নিয়ত জেনেছি।

আশা করছি শবে বরাত সম্পর্কিত সবকিছু এই পোস্ট থকে স্পষ্ট জানতে পেরেছেন।

শবে বরাত সহ ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.