Robi emergency balance code (Balance, internet, minute)

দেশে কোটি কোটি রবি সিম ব্যবহারকারীর মধ্যে অনেকেরই Robi emergency balance code প্রয়োজন হয় ইমারজেন্সি নিতে।

প্রিয় পাঠক, স্বাগত “রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড” পোস্ট এ। Robi sim এর ব্যালেন্স, ইন্টারনেট এবং মিনিট ইমারজেন্সি কোড ও চেক করা জানবো।

Robi emergency all code

প্রিয় পাঠক, রবি সিম ব্যবহারকারীরা প্রয়োজনে ইমারজেন্সি ব্যালেন্স, ইমারজেন্সি মিনিট, ইমারজেন্সি এমবি বা ইন্টারনেট দিয়ে থাকে।

ব্যবহারকারীর পরবর্তী রিচার্জ থেকে সিম কোম্পানি সেই ইমারজেন্সি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেয়।

এবার রবি সিম ব্যবহারকারীরা নিচে এক নজরে Robi sim এর সকল emergency code জেনে নিনঃ

  • রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড: *8666#2#
  • Robi emergency balance check code: *8# or *8666#2#
  • Robi emergency MB code: *2122#*
  • Robi emergency MB balance check code: *8811\*1#
  • Robi emergency minute code: \*8666#2#
  • Robi emergency minute balance check code: *8# or *8666#2#

রবি এসএমএস লোণ কোড

রবি সিম কোম্পানি এসএমএস এর লোণ দেয় প্রচলিত আছে। কিন্তু বর্তমানে ইমারজেন্সি এসএমএস কোড ইমারজেন্সি ব্যালেন্স এর কাজ করে।

সরাসরি ইমারজেন্সি ব্যালেন্স থেকে প্রতি এসএমএস এ ২ টাকা করে কেটে নেওয়া হয়। তাই রবি এসএমএস লোণ নেওয়ার আগে এই বিষয়টি জানা জরুরি।

Robi সিম সম্পর্কিত FAQS

রবি ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেয়?

রবিতে ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *8666#2#

Robi ইমারজেন্সি ব্যালেন্স চেক করে কিভাবে?

*8# or *8666#2# ডায়াল করে রবি সিমের ইমারজেন্সি ব্যালান্স চেক করুন।

রবি সিমে ইমারজেন্সি এমবি নেওয়ার কোড কত?

*2122#* হচ্ছে রবি সিমে ইমারজেন্সি এমবি ধার নেওয়ার কোড।

রবি সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা robi emergency code সম্পর্কে বিস্তারিত জেনেছি। রবি ইমারজেন্সি মিনিট, টাকা, এমবি লোন নেওয়ার কোড জেনেছি।

রবি সহ সকল সিম অপারেটর সম্পর্কে আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ভিজিট করুন এ।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.