প্রবাসীদের জন্য ফিতরা আদায়ের নিয়ম । প্রবাসীদের ফিতরার বিধান

Last Updated on 8 months by Shaikh Mainul Islam

বাংলাদেশের লাখ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসি হিসেবে জীবনযাপন করছে। এদের মধ্যে অনেকেই প্রবাসীদের জন্য ফিতরা আদায়ের নিয়ম জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “প্রবাসীদের জন্য ফিতরা আদায়ের নিয়ম । প্রবাসীদের ফিতরা দেওয়ার নিয়ম” এ।

আরও পড়ুনঃ  জাকাত কি, কাকে বলে?  জাকাত কাদের উপর ফরজ?

আজকের পোষ্টে আমরা প্রবাসীদের ফিতরা দেওয়ার নিয়ম, কোন কোন ক্ষেত্রে প্রবাসীরা দেশে ফিতরা আদায় করতে পারবে এসব বিষয়ে বিস্তারিত জানবো।

ফিতরা আদায়ের সঠিক নিয়ম

খুব সহজ ভাষায় বললে , কোনও ব্যক্তি যে এলাকা বা যে দেশে চাকরি কিংবা ব্যবসা করে অর্থ উপার্জন করে ওই ব্যক্তির ফিতরার টাকা ওই এলাকা বা দেশে দান করতে হবে।

অর্থাৎ, কেউ যদি সৌদি আরবে বসবাস করেন প্রবাসি হিসেবে তাহলে সে ওই দেশে বসে অর্থ উপার্জন করছে। সেক্ষেত্রে তিনি সৌদি আরবেই ফিতরা আদায় করবেন।

আরও পড়ুনঃ এ বছর ফিতরা কত টাকা ২০২৪ । ফিতরা দেওয়ার নিয়ম

এবং প্রবাসীদের ফিতরার হিসাব হবে অবস্থানরত দেশের হিসেব অনুযায়ী। অর্থাৎ প্রবাসি কত টাকা ফিতরা দিবেন তা নির্ধারণ ওই দেশের টাকায় হবে।

কেউ যদি এক জায়গায় থেকে ইনকাম করে এবং অন্য জায়গায় ফিতরা আদায় করে তাহলে এই দান মাক্রুহ হবে।

কিন্তু, ৫ টি ক্ষেত্রে যেকারো বা প্রবাসীদের ফিতরা দেশে বা অন্য কোথাও আদায়ের বিধান আছে।

তবে এই পাঁচটি কারণ ব্যতিত ফিতরার টাকা অন্যত্র দান করলেই গুনাহ হবে।

প্রবাসীদের ফিতরা দেশে আদায়ের নিয়ম

ইতিমধ্যে জেনেছি যে, প্রবাসীরা তাদের অবস্থানরত স্থানের পণ্য ও মুদ্রার মূল্য অনুযায়ী জাকাত ও ফিতরা আদায় করবেন।

তবে, ৫ টি কারণে প্রবাসীরা তাদের ফিতরার টাকা দেশ কিংবা অন্য যেকোনো জায়গায় দান করতে পারবেন। তা হচ্ছেঃ

১) নিজ আত্মীয় কে দেওয়ার জন্যঃ

কোনো ব্যক্তির জাকাত কিংবা ফিতরার টাকা তার যোগ্য আত্মীয়দের পাওয়ার খুব বেশি অধিকার বা হক থাকে। তাই আগে আত্মীয়দের ফত্রা দিতে হবে।

আরও পড়ুনঃ ফিতরা কত টাকা ২০২৪ ইসলামিক ফাউন্ডেশন । ফিতরা কাকে দেওয়া

আর শুধুমাত্র ফিতরার যোগ্য আত্মীয়কে ফিতরা দেওয়ার জন্য প্রবাসীরা দেশে টাকা বা সমপরিমান মূল্য দিতে পারবেন।

এই হিসেব হবে যে দেশে ফিতরা আদায় করা হচ্ছে সেই দেশের টাকার পরিমাণ অনুযায়ী।

২) খুব বেশি প্রয়োজনের ক্ষেত্রেঃ

গ্রহীতার জন্য যদি প্রবাসীর ফিতরার টাকা দিয়ে খুব বেশি উপকার হয় অথবা তিনি পরম খোদাভীরু হন বা ইসলামের জন্য কাজ করেন তখন বিদেশ থেকে দেশে ফিতরার টাকা পাঠানো যাবে।

৩) কাফের রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে দেওয়ার জন্যঃ

এমন যদি হয় যে কোনো প্রবাসি যে দেশে থাকে স্খানের সব কাফের। তখন ওই প্রবাসি চাইলে অন্য মুসলিম দেশ বা নিজের দেশে ফিতরা আদায় করতে পারেন।

৪) ইসলাম শিক্ষা গ্রহণ করছেনঃ

কোনো তালেবে এলেম বা ইসলামী জ্ঞান আহরণকারীর উদ্দেশ্যে পাঠানো হলে সেক্ষেত্রে ফিতরা অন্য জায়গায় আদায় করা যাবে।

৫) ইসলামের পথে নিজেকে বিসর্জন দিয়েছেনঃ

এমন অনেকে আছে যারা জীবনের গুরুত্বপূর্ণ সময় ধর্মীয় কারণে সংসারে সময় দিতে পারছেন না এমন দুনিয়া ত্যাগীদের উদ্দেশ্যে পাঠানো হলে অন্যত্র ফিতরা আদায়ে ক্ষতি নেই।

তবে, যে প্রবাসী ফিতরা আদায় করবেন টা যে দেশেই আদায় করুক তাকে সে যে দেশে অবস্থান করছে ওই দেশের পরিমাণ ও অর্থ অনুযায়ী ফিতরা আদায় করতে হবে।

ফিতরা আদায়ের গুরুত্ব

রোজার ঈদের দিনের সবথেকে বড় আমল হচ্ছে ফিতরা আদায় করা। ফিতরা আদায়ের মাধ্যমে সমাজে গরিব দুঃস্থদের হক আদায় করা হয়।

ধনসম্পদ প্রাপ্তদের সম্পদের প্রতি সমাজের অসহায়দের একটি হক বা ভাগ আছে। আর সেটা পূর্ণতা পায় জাকাত ও ফিতরার মাধ্যমে।

আরও পড়ুনঃ জনপ্রতি ফিতরা কত ২০২৪ । ফিতরা দেওয়ার সঠিক নিয়ম

কোরআন ও হাদিসে ফিতরা আদায়ের ব্যাপারে স্পষ্ট কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আর ফিতরা আদায় আমাদের জীবনকে বরকত্ময় করে দেন।

তাই সবার উচিত সামর্থ্য অনুযায়ী বেশি বেশি ফিতরা আদায় করা এবং ইসলামের সকল নিয়ম সমর্থন করে মেনে চলা।

ফিতরা সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রবাসীরা কোন দেশ হিসেবে সদকায়ে ফিতির আদায় করবে?

প্রবাসীরা যে দেশে অবস্থান করছেন সেই দেশের পরিমাণ অনুযায়ী ফিতরা আদায় করবেন।

প্রবাসীদের ফিতরার পরিমান ও দেশে আদায়ের বিধান কি?

প্রবাসীদের ফিতরা যে দেশে প্রবাসী থাকেন সেই দেশে এবং সেখানের নিয়ম মেনে ফিতরা আদায় করে পারেন।

২০২৪ আলে বাংলাদেশে ফিতরা কত টাকা ইসলামিক ফাউন্ডেশন?

২০২৪ সালে ইসলামিক ফাউন্ডেশন থেকে ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।

ফিতরা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা probashider jonno fitra adayer niom বা প্রবাসীদের ফিতরা দেওয়ার নিয়ম নিয়ে বিস্তারিত জেনেছি।

ফিতরা কিংবা নামাজ সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন  Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.