Last Updated on 7 months by Shaikh Mainul Islam
রোজার ঈদের আগে গরীবদেরকে সম্পদশালীদের দান করাকে ফিতরা বলা হয়। এবছর জনপ্রতি ফিতরা কত ২০২৪ তা আমাদের জানা জরুরি।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “জনপ্রতি ফিতরা কতা ২০২৪ । ফিতরা দেওয়ার সঠিক নিয়ম” এ।
আজকের পোষ্টে এবছর জনপ্রতি ফিতরা কত ২০২৪ টাকা, ফিতরা কিভাবে নির্ধারণ করা হয় এবং ফিতরা দেওয়ার সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত জানবো।
জনপ্রতি ফিতরা কত টাকা ২০২৪
প্রত্যেক বছর দেশের সরকারি ইসলামিক প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন থেকে ফিতরা নির্ধারণ করার নিয়ম অনুযায়ী ফিতরার পরিমাণ ঘোষণা দিয়ে থাকেন।
এরই ধারাবাহিকতায় ইসলামিক ফাউন্ডেশন ২০২৪ সালের ফিতরার পরিমাণ ঘোষণা করেছে। এবছর জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা নির্ধারণ হয়েছে।
আরও পড়ুনঃ এ বছর ফিতরা কত টাকা ২০২৪ । ফিতরা দেওয়ার নিয়ম
অর্থাৎ, একটি পরিবারে যত জন সদস্য আছে প্রত্যেকের জন্য জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা করে ফিতরা আদায় করতে হবে।
বলে রাখা ভালো যে, পরিবারেযে শিশুটি মাত্র জন্মগ্রহন করেছে কিংবা ইনকাম করতে অক্ষম এমন বৃদ্ধদের ফিতরার টাকা পরিবার প্রধানরা আদায় করবে।
আশা করছি এবছর জনপ্রতি ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা তা জানতে পেরেছেন।
ফিতরা কিভাবে নির্ধারণ করা হয়
হাদিসে উল্লেখিত যে, আবু সাঈদ খুদরি (রা.) বলেন,
“আমরা এক সা (দুই হাত একসাথে মিলিয়ে “মুট করে” চার বারে যে পরিমাণ খাবার ওঠে) পরিমাণ খাদ্য বা এক সা পরিমাণ যব অথবা এক সা পরিমাণ খেজুর অথবা এক সা পরিমাণ পনির অথবা এক সা পরিমাণ কিশমিশ দিয়ে ফিতর আদায় করতাম” -(বুখারি, হাদিস: ১৫০৬)
আরও পড়ুনঃ প্রবাসীদের জন্য ফিতরা আদায়ের নিয়ম । প্রবাসীদের ফিতরার বিধান
বিঃদ্রঃ এক সা দিয়ে সৌদি আরবের পরিমাপের কথা উল্লেখ হয়েছে। এক সা সমান বাংলাদেশি ৩ কেজি ৩০০ গ্রাম।
হাদিসে এসেছে যে, দুই ধরনের পরিমাপ অনুযায়ী পাচ ধরনের জিনিস দিয়ে ফিতরা বা সাদাকাতুল ফিতর আদায় করা যায়।
আরও পড়ুনঃ ফিতরা কাকে দেওয়া
ব্যক্তি তার সামর্থ্য বা সুবিধা অনুযায়ী যেকোনো এক জিনিস দিয়ে ফিতরা আদায় করতে পারে।
যে পাচ জিনিস দিয়ে ফিতরা আদায় করা যায় তা হচ্ছেঃ
- গম/ আটা (অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রাম)
- যব (এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম)
- কিশমিশ (এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম)
- খেজুর (এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম)
- পনির (এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম)
আরও পড়ুনঃ ফিতরা কত টাকা ২০২৪ ইসলামিক ফাউন্ডেশন । ফিতরা কাকে দেওয়া
হাদিস অনুযায়ী উপরে উল্লেখিত জিনিসের বাজার মুল্ল অনুযায়ী ফিতরা আদায় করতে হবে। সর্বনিম্ন থেকে শুরু করে যেকোনো পরিমাণ ফিতরা আদায় করা যাবে।
আশা করছি ফিতরা কিভাবে নির্ধারণ করা হয় এবং কোন কোন জিনিসের বাজার দামে ফিতরা দিতে হয় তা স্পষ্ট করে জানতে পেরেছেন।
ফিতরা দেওয়ার সঠিক নিয়ম
প্রত্যেক স্বাধীন – কৃতদাস, নারী-পুরুষ, ছোট-বড়, ধনী-গরীব সবার উপর ফিতরা আদায় করা ওয়াজিব।
আর যারা চলতে পারে না খেয়ে না খেয়ে দিন পার করে, অসহায় দুস্থ তারা এই ফিতরা পাওয়ার ক্ষেত্রে উত্তম দাবীদার।
বিশেষ করে নিজ রক্ত বা আত্মীয়ের মদ্ধ অসহায় দুস্থ থাকলে তাদের ফিতরার উপর বেশি হক। ফিতরা আদায় করা ব্যক্তির এইদিকে খেয়াল রাখতে হবে।
ফিতরা দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে রমজানের শেষ দিকে বিশেষ করে শেষ দুই রমজান ও রোজার ঈদের নামাজের আগ পর্যন্ত ফিতরা আদায় করতে হয়।
আরও পড়ুনঃ জাকাত কি, কাকে বলে
ব্যক্তি চাইলে উপরে উল্লেখিত সমপরিমাণ বাজার মূল্য বা ওই জিনিস ফিতরা দিতে পারেন। তবে, ফিতরা যেন যোগ্য ব্যক্তি পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
ফিতরা আদায় করার ফজিলত হিসেবে মুমিন নিজেকে পরিশুদ্ধ করতে পারবে। এবং এর মাধ্যমে গরীবের হক আদায় হয়।
ফিতরা সম্পর্কিত প্রশ্ন উত্তর
জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা ২০২৪ সালের জনপ্রতি ফিতরা নির্ধারিত। (পূর্ব বছরের হিসেব অনুযায়ী)
৫ ধরনের জিনিসের বাজার দরের উপর ফিতরা নির্ধারিত হয়। তা হচ্ছেঃ
গম/ আটা (অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রাম)
যব (এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম)
কিশমিশ (এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম)
খেজুর (এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম)
পনির (এক সা বা ৩ কেজি ৩০০ গ্রাম)
ফিতরার নির্ধারিত পরিমাণ টাকা বা তার বেশি টাকা শেষ দুই রোজা বা রোজার ঈদের নামাজের আগে অসহায়, দুস্থ কাউকে দান করা ই হচ্ছ ফিতরা দেওয়ার নিয়ম।
২০২৪ সালের ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা ও সর্বোচ্চ ২৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফিতরা নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে জনপ্রতি ফিতরা কত টাকা ২০২৪, ফিতরা কিভাবে নির্ধারণ হয়য় এবং ফিতরা দেওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে ২০২৪ সালের jonproti fitra koto তার পরিমাণ সহ ফিতরা সম্পর্কে বিস্তারিত সবকিছু জেনেছেন।
ফিতরা ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে চোখ রাখুন Dainikkantha এ।