ইন্টার মিয়ামি কোন লিগে খেলে । ইন্টার মিয়ামি আজকের খেলা

Last Updated on 2 weeks by Shaikh Mainul Islam

ফুটবল বিশ্বের জনপ্রিয় তারকা লিওনেল মেসি ইন্টার মিয়ামি তে যোগ দেওয়ার পর থেকেই ইন্টার মিয়ামি কোন লিগে খেলে সেসব বিষয়ে বিস্তারিত জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ইন্টার মিয়ামি কোন লিগে খেলে । ইন্টার মিয়ামি আজকের খেলা” এ।

আজকের পোষ্টে আমরা ইন্টার মিয়ামির পরিচয় ও লিগ, ইন্টার মিয়ামি এর সকল ম্যাচের শিডিউল সহ ইন্টার মিয়ামি সম্পর্কে বিস্তারিত জানবো।

ইন্টার মিয়ামি – লিগ

আমেরিকার ফোর্ট লডারডেলে অবস্থিত একটি ফুটবল ক্লাব যা ইন্টার মায়ামি ফুটবল ক্লাব নামে পরিচিত। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০২০ সালে মেজর লিগ সরকার খেলা শুরু করে।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান

ফুটবল বিশ্বের জনপ্রিয় কিংবদন্তি লিওনেল মেসি ইন্টার মিয়ামি তে যোগ দেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় আসে ইন্টার মিয়ামি।

আর পড়ুনঃ কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (আপডেট)

ইন্টার মিয়ামি মার্কিন যুক্তরাষ্ট্র এর পেশাদার ফুটবল ক্লাব মেজর লীগ সকার এ খেলে। মেজর লিগ সকার মার্কিনী সরকার দ্বারা অনুমোদিত দেশটির সরবচচ স্তরের একটি।

আরও পড়ুনঃ ইন্টার মিয়ামি কোন দেশের ক্লাব

মেজর লিগ সকার বা MLS ২৯ টি দল নিয়ে অনুষ্ঠিত হয় যার ২৬ টি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ৩ টি কানাডা এর। মেজর লিগ সকার বা MLS এর সদর দফতর মিডটাউন ম্যানহাটনে এ অবস্থিত।

ইন্টার মিয়ামি আজকের খেলা

ইন্টার মিয়ামি একটি জনপ্রিয় ফুটবল ক্লাব। এই ক্লাবের অধীনে বিশ্ব সেরা ফুটবলার লিওনেল মেসি সহ অনেক তারকা খেলে। তাই এই দলের খেলার সূচি ও আপডেট জানতে চান।

আরও পড়ুনঃ কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে

নিচে ইন্টার মিয়ামি এর মেজর লিগ সকার এ খেলা সকল ম্যাচের সূচি ও ফলাফল আপডেট করা রয়েছে। তারিখ অনুযায়ী দেখে নিন ইন্টার মিয়ামি আজকের খেলাঃ

প্রতিপক্ষতারিখসময়ফলাফল
Columbus VS Inter Miami১৪ আগস্ট ২০২৪৩ – ২
Cincinnati VS Inter Miami২৫ আগস্ট ২০২৪০ – ২
chicago VS Inter Miami১ সেপ্টেম্বর ২০২৪১ – ৪
philadelphia VS Inter Miami১৫ সেপ্টেম্বর ২০২৪৩ – ১
atlanta united VS inter miami১৯ সেপ্টেম্বর ২০২৪২ – ২
new york city VS Inter Miami২২ সেপ্টেম্বর ২০২৪১ – ১
Charlotte VS Inter Miami২৯ সেপ্টেম্বর ২০২৪সকাল ৫ঃ৩০
columbus VS Inter Miami৩ অক্টোবর ২০২৪সকাল ৫ঃ৪৫
Toronto VS Inter Miami৬ অক্টোবর ২০২৪রাত ২ঃ০০
New England VS Inter Miami২০ অক্টোবর ২০২৪সকাল ৪ টা
VS
VS
VS
VS
VS
Inter miami today match update

ইন্টার মিয়ামি সম্পর্কিত FAQS

ইন্টার মিয়ামি কোন দেশের ক্লাব?

ক্লাব ইন্টারন্যাশনাল ডি ফুটবল মায়ামি (ইন্টার মায়ামি ফুটবল ক্লাব বা কেবল ইন্টার মায়ামি নামে পরিচিত) ফোর্ট লডারডেলে অবস্থিত একটি আমেরিকান পেশাদার ফুটবল ক্লাব।

ক্লাবটি  ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়ে ২০২০ মৌসুমে মেজর লিগ সকার (এমএলএস) খেলতে শুরু করে।

লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে কবে মেয়াদ শেষ হবে?

ডিসেম্বর ২০২৫ এ লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে খেলার মেয়াদ শেষ হবে।

ইন্টার মিয়ামি সম্পর্কে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ইন্টার মিয়ামি কোন লিগ্ব খেলে এবং ইন্টার মিয়ামি আজকের খেলা সম্পর্কে বিস্তারিত জেনেছি।

এই পোষ্ট থেকে ইন্টার মিয়ামি এর সকল ম্যাচের সূচি এবং ফলাফল আপডেট জেনে নিতে পারবেন একজন ইন্টার মিয়ামি সাপোর্টার হিসেবে।

ইন্টার মিয়ামি সহ ফুটবল সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Football category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.