দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক ডাচ বাংলা ব্যাংক। অন্যান্য ব্যাংকের মতো ডাচ বাংলা ব্যাংকও গ্রাহকদের লোন সুবিধা দিয়ে থাকে। তাই ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট জানা জরুরি।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট । ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর” এ।
আজকের পোষ্টে আমরা ডাচ বাংলা ব্যাংক লোনের ধরন, ডাচ বাংলা ব্যাংক লোন চার্ট, ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর সহ ডাচ বাংলা লোন সম্পর্কে বিস্তারিত জানবো।
ডাচ বাংলা ব্যাংক লোনের ধরন
ডাচ বাংলা ব্যাংক এই মুহূর্তে তাদের গ্রাহকের জন্য চার ধরনের লোন চালু রেখেছে। এর মধ্যে রয়েছে হোম লোন, পার্সোনাল লোন, কার/ গাড়ি লোন এবং রিটেইল লোন।
আরও পড়ুনঃ ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
- ডাচ বাংলা ব্যাংক হোম লোন – Dutch Bangla Home Loan
- ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন – Dutch Bangla Personal Loan
- ডাচ বাংলা ব্যাংক কার লোন – Dutch Bangla Car Loan
- ডাচ বাংলা ব্যাংক রিটেইল লোন – Dutch Bangla Retail Loan
ডাচ বাংলা ব্যাংক হোম লোন
হোম বা বাড়ি নির্মাণ/ সংস্কার এর জন্য ডাচ বাংলা ব্যাংক গ্রাহকের ঋণ পরিশোধ ক্ষমতা সাপেক্ষে সর্বাধিক ২ কোটি টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
dutch bangla bank home loan
- লোনঃ নতুন বাড়ি/ ফ্লাট/ বাড়ি সংস্কার কিংবা বাড়ি সম্পর্কিত যেকোনো প্রয়োজনে।
- লোণের পরিমাণঃ সর্বোচ্চ লোনঃ ২ কোটি টাকা
- সুবিধাঃ অন্য যেকোনো ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে হোম লোন টেক ওভারের সুবিধা।
ডাচ বাংলা ব্যাংক থেকে হোম লোন পেতে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা/ এজেন্টে যোগাযোগ করুন।
dutch bangla bank personal loan
- লোনঃ ব্যক্তিগত যেকোনো কারণে।
- লোনের পরিমাণঃ সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।
- সুবিধাঃ অন্য যেকোনো ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে হোম লোন টেক ওভারের সুবিধা।
- শর্তাবলীঃ অপেক্ষাকৃত সহজ শর্ত সমূহ। (আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকে যোগাযোগ করতে হবে)।
ডাচ বাংলা ব্যাংক কার লোন
- লোনের ধরনঃ গাড়ি/ কার লোন
- লোনের পরিমাণঃ সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা পর্যন্ত।
ডাচ বাংলা ব্যাংক রিটেইল লোন
dutch bangla ব্যাংকের রিটেইল লোণের মধ্যে অনেক গুলি বিষয়ের উপর লোন প্রদান করা হয়। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক এর খুদ্র ঋণ নিতে হলে নিচের যেকোনো একটি পেশায় সম্পৃক্ত থাকতে হবে। যেমনঃ
- ব্যবসা
- চাকুরি
- ডাক্তার/ ইঞ্জিনিয়ার/ ব্যাংকার
- অন্যান্য বৈধ যেকোনো পেশার মানুষ
ডাচ বাংলা ব্যাংক লোন নিতে প্রয়োজনীয় ডকুমেন্ট
আপনি শুধু ডাচ বাংলা ব্যাংক ই না বরং যেকোনো ব্যাংক থেকে লোন তুলতে গেলে অনেক ডকুমেন্ট প্রয়োজন হয়।
সাধারণত সব লোনেই একই কাগজপত্র প্রয়োজন হয়। যেকোনো লোণের ক্ষেত্রে নিচে উল্লেখিত কাগজ পত্র সমূহ প্রয়োজন।
আরও পড়ুনঃ বিদেশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
- জাতীয় পরিচয় পত্র/ ভোটার আইডি কার্ড।
- ২/৪ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
- নমিনি এবং নমিনির ছবি এবং এনআইডি কার্ডের কপি।
- লোনের ধরন অনুযায়ী ইনকামের প্রমান পত্র।
- বাড়ির শেষ তিন মাসের বিদ্যুৎ/ ইন্টারনেট বিলের কাগজ।
- যে কারণে লোন প্রয়োজন তার স্বচ্ছ পরিকল্পনা।
এছাড়াও যদি আপনার নিকটস্থ ব্যাংক শাখা মনে করে যে আপনার আরও কিছু ডকুমেন্ট দরকার তাহলে সেগুলিও যুক্ত করতে হবে।
শুধু মাত্র লোন নেওয়ার আগে নিশ্চিত করতে হবে যে, লোণ পরিশোধ করার সক্ষমতা আছে। তবেই আপনি ব্যাংক থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাংকের নিয়ম অনুসারে লোন পাওয়ার যোগ্য হবেন।
এই পোষ্টে উল্লেখিত সকল তথ্য নেওয়া হয়েছে ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
ডাচ বাংলা লোণ ক্যালকুলেটর
অনেকেই ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিয়েছেন আবার অনেকে নিবেন কিন্তু আগেই মাসিক কিস্তি এবং লোনের পরিমাণ হিসাব করতে চান। তখন ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর খুঁজে থাকেন।
মুলত ডাচ বাংলা ব্যাংক কত্রিপক্ষ তাদের ওয়েবসাইট থেকেই তাদের ব্যাংকের লোন হিসাবের জন্য আলাদা ক্যালকুলেটর তৈরি করে রেখেছে।
নিচে উল্লেখিত লিংকে ক্লিক করে ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর দেখে নিতে পারেন।
লিংকে ভিজিট করলে উপরে উল্লেখিত ছবির মতো একটি পেজ দেখতে পাবেন। সেখানে প্রথম তিনটি ফাকা বক্সে মোট লোন, সুদের পরিমাণ এবং কয় বছরে পরিশোধ করতে হবে তা লিখুন। এবার Calculate বাটনে ক্লিক করুন।
আরও পড়ুনঃ যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
এবার নিচে প্রতি মাসে আপনাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে (Monthly Instalment Tk.), মোট কত টাকা পরিশোধ করতে হবে (Total payment Tk.) এবং সর্বশেষ মোট সুদের পরিমাণ কত (Total Interest Tk.) তাই জানতে পারবেন।
এভাবে আপনি খুব সহজেই ডাচ বাংলা ব্যাংক লোন এর হিসাব করতে পারবেন ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর ব্যবহার করে।
dutch bangla bank releted FAQS
DBBLBDDH হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সুইফট কোড।
হ্যা। ব্যক্তির প্রয়োজন অনুযায়ী ব্যক্তির স্যালারির উপর লোন পাওয়া যায়।
প্রথমে একাউন্ট খুলতে ১০০ এবং একাউন্ট সচল করতে ৫০০ টাকা লাগে। তবে একাউন্ট সচল হওয়ার পরে আপনি চাইলে ৫০০ টাকা তুলে নিতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক লোন সম্পর্কিত সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা dutch bangla bank loan chart এবং ডাচ বাংলা ব্যাংক লোন ক্যালকুলেটর ব্যবহার জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে ডাচ বাংলা ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
ডাচ বাংলা ব্যাংক সহ ব্যাংক সম্পর্কে আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Finance and Banking Category ভিজিট করুন।
সর্বশেষ আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।