বর্তমান সময়ে নগদ মোবাইল ব্যাংকিং একটি জনপ্রিয় ব্যাংকিং সেবা। নগদে লেনদেনে খরচ অনেক কম। অনেকে নগদে ক্যাশ আউট চার্জ কত এবং nagad cash out charge calculetor দেখতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainikkantha এর আজকের পোস্ট “নগদে ক্যাশ আউট চার্জ কত । Nagad cash out charge calculetor” এ।
আজকের পোস্টে আমরা নগদে ক্যাশ আউট করার উপায় সমূহ, নগদে ক্যাশ আউট এবং সেন্ড মানি করার খরচ, নগদে ক্যাশ আউট লিমিট এবং nagad cash out charge calcueltore দেখবো।
নগদে ক্যাশ আউট চার্জ করার উপায় সমূহ
ক্যাশ আউট বলতে বোঝানো হয়, একাউন্টে যে টাকা আছে সেই টাকা থেকে টাকা বের করাকে বোঝায়।
অর্থাৎ, আপনার নগদ একাউন্টে টাকা থাকলে সেই টাকা হাতে বের করা ই হচ্ছে নগদ ক্যাশ আউট।
আরও পড়ুনঃ নগদ একাউন্ট চেক পদ্ধতি
যারা Mobile banking সেবা গ্রহণ করেন তারা নিশ্চয়ই জানেন যে, নগদে দুই ভাবে ক্যাশ আউট করা যায়।
নগদে ক্যাশ আউট করার দুইটি উপায় হচ্ছেঃ
- ইউএসডি কোড (*167) ডায়াল করে
- Nagad Mobile App ব্যবহার করে।
আরও পড়ুনঃ নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন
এর মধ্যে স্মার্ট মোবাইল থেকে দুই উপায়েই নগদে ক্যাশ আউট করতে পারবেন।
কিন্তু বাটন বা ইন্টারনেট কানেকশন বিহীন মোবাইলে শুধু ইউএসডি কোড ডায়াল করে নগদে ক্যাশ আউট করতে পারবেন।
Nagad থেকে ক্যাশ আউট করার উপায় সম্পর্কে বিস্তারিত আমাদের আগের পোষ্টে বলা হয়েছে। নাগাদ ক্যাটাগরি থেকে এখে নিতে পারেন।
নগদে ক্যাশ ইন ও ক্যাশ আউট চার্জ
নগদের নিয়মিত ইউজার-রা নিশ্চয়ই জানেন যে নগদে ক্যাশ ইন একদম ফ্রি। অর্থাৎ, নগদে ক্যাশ ইন সেবা একদম ফ্রি। আর সেন্ড মানি প্রত্যেক একবারে ৫ টাকা চার্জ কাটা হয়।
আরও পড়ুনঃ নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম । নগদ উপবৃত্তির টাকা তোলার নিয়ম
এক্ষেত্রে নগদ থেকে ক্যাশ ইন বা সেন্ড মানি করতে আপনার এক টাকাও খরচ করতে হবে না বা কেটে নেওয়া হবে না।
তবে নগদে ক্যাশ আউট চার্জ কত যদি জানতে চান সেক্ষেত্রে বলবো, হ্যা নগদে নির্দিষ্ট একটি পরিমাণ ক্যাশ আউট চার্জ কাটা হয়।
চলুন প্রথমে নিচের চার্ট থেকে ক্যাশ আউট চার্জ দেখে নেই। এরপর বিস্তারিত আরও কিছু জানবোঃ
Cash Out | Charge (Per Thousand) |
Nagad App | 12.50 taka |
Nagad Islamic App | 15.00 taka |
Dial USSD | 15.00 taka |
নগদ ক্যাশ আউট লিমিট ও ক্যালকুলেটর
Nagad cash out limit হচ্ছে প্রতিদিন সর্বোচ্চ ৫০ টাকা থেকে ২৫,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে। এবং প্রতিদিন সর্বোচ্চ ১ থেকে ১৫ বার ক্যাশ আউট করা যাবে।
এবং মাসে সর্বোচ্চ ৫০ থেকে ১৫০,০০০ টাকা ক্যাশ আউট করা যাবে। এবং সর্বোচ্চ ১৫০ বার ক্যাশ আউট করা যাবে প্রতি এক মাসে।
আরও পড়ুনঃ How To Check Bkash Account Balance
আশা করছি Nagad cash out limit সম্পর্কে স্পষ্ট তথ্য জানতে পেরেছেন।
অনেকেই নগদে নিয়মিত ক্যাশ আউট করেন না। কিন্তু অনেক সময় একবারে অনেক টাকা ক্যাশ আউট করে থাকেন।
সেক্ষেত্রে তারা সহজেই তাদের ক্যাশ আউট করা টাকার জন্য কয় টাকা ক্যাশ আউট চার্জ কাটবে টা বের করতে চান। এজন্য Nagad cash out calculetor খুজে থাকেন।
Nagad এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নগদের ক্যাশ আউট খরচ দেখার জন্য ক্যালকুলেটর দিয়ে রাখা হয়েছে নিচের লিংকে ক্লিক করে নগদ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর দেখে নিন
উপরের লিংকে ক্লিক করে নগদ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর দেখতে পাবেন। সেখানে Cash Out এর উপরে ক্লিক করে আপনি Cash Out (যে উপায়ে করতে চান সেই উপায়ে) সিলেক্ট করুন।
এবার নিচে ক্যাশ আউট করা টাকার পরিমাণ লিখে Calculate বাটনে ক্লিক করুন।
বলে রাখা ভালো যে, এই ক্যালকুলেটর দিয়ে নগদের সব ধরনের সেবার খরচ Calculate করতে পারবেন।
নগদ সম্পর্কিত FAQS
*167# কোড ডায়াল করে নগদে ব্যালেন্স দেখা সহ সবকিছু করা যায়।
২ আবে নগদে ব্যালেন্স দেখা যায়। (কোড ডায়াল করে এবং নগদ অ্যাপ থেকে)
নগদ জেনারেল অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট করতে প্রতি হাজারে ১২ টাকা ৫০ পয়সা কাটে। এবং নগদ ইসলামিক অ্যাপ ও কোড ডায়াল করে ক্যাশ আউটে ১৫ টাকা কাটে।
Nagad Account খোলার নিয়ম খুবই সহজ। আমাদের Nagad Catagory ভিজিট করে জেনে নিন।
নগদ ক্যাশ আউট চার্জ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আরা “নগদে ক্যাশ আউট চার্জ কত । nagad cash out charge calculetor” সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি নগদে ক্যাশ আউট চার্জ সম্পর্কে সকল তথ্য এই পোষ্টে জানতে পেরেছেন।
নগদ সম্পর্কিত আমাদের অন্যান্য আরও সকল পোস্ট পড়তে Nagad Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট Dainik kantha ভিজিট করুন।
সর্বশেষ আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।