কিশোর কিংবা বৃদ্ধ, ভালোবাসা সবার মধ্যেই আছে। হয়তোবা সেটি প্রকাশ কিংবা উপলব্ধির ধরণ ভিন্ন। আর তাই মানুষ বিভিন্ন সময় বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস দিয়ে থাকেন।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস । ১৪ ফেব্রুয়ারি নিয়ে স্ট্যাটাস” এ।
আজকের পোস্টে আমরা বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস, বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস এবং প্রকৃত অর্থে ভালোবাসা দিবস বলতে কিছু হয় কি না এসব বিষয়ে বিস্তারিত জানব।
ভালোবাসা দিবসের ইতিহাস
বিশ্ব ভালোবাসা দিবস কবে তা অনেকে জানলেও ভালোবাসা দিবসের ইতিহাস জানেন না বেশিরভাগ মানুষ। তাই ভালোবাসা দিবসের নামে অপসংস্কৃতির চর্চা করে।
প্রকৃত অর্থে ভ্যালেন্টাইন বা ভালোবাসা দিবস আসে রোমের এক ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন এর নাম অনুসারে।
বিভিন্ন ইতিহাসের তথ্য অনুযায়ী মোটামুটি ৫ টি ইতিহাস পাওয়া যায় যেখান থেকে ভ্যালেন্টাইন বা বাংলায় বিশ্ব ভালোবাসা দিবসের সৃষ্টি।
আর ও পড়ুনঃ হারিয়ে ফেলছেন না-তো আপনার ভালোবাসাকে
কিন্তু ৫ টি ইতিহাসের মূলে একটাই ঘটনা যা হচ্ছে তৎকালীন সময়ে রোমের সম্রাট দেব দেবির পুজায় বিশ্বাসী ছিলেন।
কিন্তু শিশুপ্রেমিক, সামাজিক ও সদালাপী এবং খৃষ্টধর্ম প্রচারক সেন্ট ভ্যালেন্টাইন কে দেবির পূজারি সরকার দেব দেবির পুজা করতে বললে তিনি তা করেন না।
এতে ক্ষিপ্ত হয়ে সরকার তাকে আটক করে। আটক থাকা অবস্থায় প্রেমে আসক্ত যুবক যুবতীদের প্রেম, বিয়ে নিয়ে কাজ করেছেন সেন্ট ভ্যালেন্টাইন।
আরও পড়ুনঃ ১৪ ফেব্রুয়ারি নিয়ে ইসলামিক স্ট্যাটাস
কিন্তু, এসব বিষয় মানতে না পেরে রোমের সরকার তাকে ফাঁসির আদেশ দেন। এবং তাকে হত্যা করা হয়।
এছাড়াও দেশটির সেনাবাহিনীতে যগ দেওয়ার জন্য সরকার যখন যুবকদের বিয়ে নিষেধাজ্ঞা দিল তখনও বিয়ে পরাতেন সেন্ট ভ্যালেন্টাইন।
আর এতে সরকার ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেন।
৫ টি ঘটনার ই মুল একটি বিষয় যে, তৎকালীন রোম সরকারের বিরোধিতা বা হুকুম পালন না করায় মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রেমিক পুরুষ সেন্ট ভ্যালেন্টাইন কে।
আর এসব কারণেই ২৬৯ মতান্তরে ২৭০ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি হত্যা করা হয় প্রেমিক পুরুষ ও ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন কে।
সেই থেকে তার স্মরণে রোমে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালন করা হয় ভ্যালেন্টাইন দে বা ভালোবাসা দিবস।
আর এর প্রচলন ক্রমান্বয়ে বিশ্বের অনেক দেশে ছরিয়ে পরে। ভালোবাসা দিবস পালনক অনেক দেশ তাদের সাংস্কৃতিক চর্চা হিসেবেও গ্রহণ করে।
আর সেই থেকেই প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে পালন করা হয়।
তবে, অনেক ইসলামিক কান্ট্রি ছাড়াও বিশ্বের বেশ কিছু দেশে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা আইনত ভাবে নিষিদ্ধ এবং শাস্তি যোগ্য অপরাধ।
বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস
ভালোবাসা যদিও শুধু দুজন প্রাপ্ত নারীপুরুষের মদ্ধে সীমাবদ্ধ নয় তবুও ভালোবাসা দিবস মানে প্রেমিক প্রেমিকাদের দিবসকেই মনে করা হয়।
আর তাই, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার ক্ষেত্রে অনেকে সোশ্যাল মিডিয়া কিংবা মনের মানুষকে ভালোবাসার মেসেজ কিংবা স্ট্যাটাস দিয়ে থাকেন।
আর তখন বিশ্ব ভালোবাসা দিবসের মেসেজ বা বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস কি দিবে বা লিখবে তাই জানতে চেয়ে থাকেন গুগলে।
আরও পড়ুনঃ নিজের সাথে নিজের লড়াই করে বাঁচতে হবে
কিন্তু প্রকৃত অর্থে, এসব ব্যাপার হয়ে থাকে মূলত হৃদয়ের ভিতর থেকে। অনুভূতি থেকে।
তাই এমন দিবসে মেসেজ কিংবা স্ট্যাটাস কি লিখবেন তা আপনি ভাবলেই ভিতর থেকে বের হবে।
তবুও আপনার সুবিধার্থে কিছু স্ট্যাটাস টাইপ মেসেজ লিখে দিচ্ছি যা আপনি বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস বা ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস sms হিসেবেও ব্যবহার করতে পারেন।
ভালোবাসা তো লিখে প্রকাশ করা যায় না, ভালোবাসা লিখে প্রকাশ করা গেলে তোমার প্রতি আমার ভালোবাসা লিখতে এক নদীর পানি কলমের কালি হলেও শেষ হবে না। – ভালোবাসা নিও প্রিয়।
কিভাবে বোঝাই তোমায় ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি প্রিয়। শুধু ভালোবাসা দিবসে নয় বরং প্রত্যেকটি দিন তোমায় উপহার দিতে চাই ভালোবাসা দিবস হিসেবে। – ভালোবাসা দিবসের শুভেচ্ছা।
তোমার আমার ভালোবাসায় কোন একটি দিনে নয়।
বরং প্রতিদিন তোমায় ভালবেসে যেতে চাই।
-তুমি আমার থেকে যেও প্রিয়।
কিসের ভালোবাসা দিবস প্রিয় ?
আমাদের ভালোবাসা তো অসীম, অমর।
-ভালোবাসা দিবস আমাদের প্রতিদিন।
ভ্যালেন্টাইন বা ভালোবাসা শুধু ১৪ ফেব্রুয়ারি নয়,
ভালোবাসা হোক মানুষ মানুষের প্রতি প্রত্যেকটি দিন।
-মানুষ মানুষের জন্য।
আপনি চাইলে উপরের যেকোনো একটি স্ট্যাটাস বা লেখা ভালোবাসা দিবসের মেসেজ কিংবা স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারেন।
প্রকৃত অর্থে ভালোবাসা দিবস
দেখুন, ভালোবাসা দিবস হিসেবে আমাদের মধ্যে ১৪ ফেব্রুয়ারি একটি দিন হিসেবে দেখা হয়।
কিন্তু ভালোবাসা কি শুধু ভালোবাসা দিবসের দিন ই সীমাবদ্ধ?
নিশ্চয়ই ভালোবাসার মতো একটি পবিত্র অনুভূতি কখনো একটি দিনের জন্য সীমাবদ্ধ হতে পারে না।
তবে, ভালোবাসা দিবসে পবিত্রতার নামে যেন অপবিত্রতা কিংবা অশ্লীলতা সমাজে জায়গা না পায়।
আর নিঃসন্দেহে ভালোবাসা শুধু মানুষ মানুষের মধ্যে সীমাবদ্ধ না। ভালোবাসা হতে পারে মানুষ আর তার সৃষ্টিকর্তার মধ্যে। হতে পারে প্রাণীকুলের প্রতি।
আরও পড়ুনঃ ভালোবাসা দিবসের শুভেচ্ছা । বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস
তাই এটা নিশ্চিত ভাবে বুঝতে হবে যে, ভালোবাসা দিবস মানেই অশ্লীলতা কিংবা অপবিত্রতা নয়।
এবং একই সাথে ভালোবাসা এমন এক অনুভূতি যে এর কোনো নির্ধারিত দিন হয় না।
অর্থাৎ, বলা যায় যে, ভালোবাসা দিবস বলতে কিছু নেই। ভালোবাসা থাকুক সবসময় প্রতি মুহূর্তে। যাতে মনে হয় প্রতিটি দিন আমাদের সবার জন্য পবিত্র ভালোবাসার দিন।
ভালোবাসা দিবস সম্পর্কে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা বিশ্ব ভালোবাসা দিবসের শুভেছা মেসেজ কিংবা স্ট্যাটাস দেওয়ার মতো কিছু লেখা দেখেছি।
এছাড়াও ভালোবাসা দিবসের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি আপনি একজন পবিত্র ভালোবাসতে পারা সম্পন্ন মানুষ। ভালোবাসাকে সম্মান করুন। জীবন সুন্দর হবে।
ভালোবাসা সহ আমাদের এমন সব পোস্ট পড়তে Bangla Blog Category ভিজিত করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।