Last Updated on 10 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, অর্থোপেডিক্স জনিত সমসস্যা হলে আমরা বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার দেখানোর জন্য সিদ্ধান্তে নেই। অনেকের সমস্যা গুরুত্বর হলে দেশের বাহিরে যাওয়ার চিন্তাও করি। কিন্তু তার আগে আমাদের আগে জানতে হবে অর্থোপেডিক এবং বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার সম্পর্কে।
অর্থোপেডিক চিকিৎসা নিয়ে আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে। আমরা অনেকে অর্থোপেডিক কি বা অর্থোপেডিক মানে কি তা ভালোভাবে জানি না। এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল সম্পর্কে অবগত নেই।
তাই আজকের পোষ্টে আমরা জানবো, অর্থোপেডিক কি, অর্থোপেডিক্স মানে কি, অর্থোপেডিক বিশেষজ্ঞ কারা এবং তদের কাজ কিহ সে সম্পর্কে বিস্তারিত।
এবং সর্বশেষে জানবো, বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার লিস্ট, সরকারি এবং বেসরকারি অর্থোপেডিক হাসপাতালের লিস্ট সমূহ।
অর্থোপেডিক কি । অর্থোপেডিক্স মানে কি ?
অর্থোপেডিক বা অর্থোপেডিক্স কি বা এর মানে কি এমন প্রশ্ন অনেকের মনেই আসে। তাহলে জেনে নি, অর্থোপেডিক হচ্ছেঃ
শরীরের হার সংশ্লিষ্ট সকল রোগ বা সমস্যাকে অর্থোপেডিক বলা হয়। আর শরীরের এই যেকোনো হার সংক্রান্ত রোগ নিরাময় করতে যে বিশেষজ্ঞ দাকাত্র দেখানো হয় তাদের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তার বলে।
আরও পড়ুনঃ স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ সম্পর্কিত সতর্কতা
আরও সহজ ভাবে বললে, আপনার বা আপনার আশপাশের কারোর যখন শরীরের যেকোনো অংশের হার সংক্রান্ত কোনও সমস্যা বা রোগ হয়ে থাকে তখন আপনারা যে ডাক্তারের শরণাপন্ন হন সেই ডাক্তার হার বিশেষজ্ঞ একজন ডাক্তার।
আর এই ডাক্তারদের কেই অর্থোপেডিক বা অর্থোপেডিক্স বিশেষজ্ঞ বলা হয়। এক কোথায় হার বিশেষজ্ঞ ডাক্তারদের অর্থোপেডিক্স স্পেশালিষ্ট বলা হয়।
আশা করছি অর্থোপেডিক কি এবং অর্থোপেডিক্স মানে কি তা কিছুটা হলেও বুঝাতে পেরেছি।
এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার অর্থাৎ অর্থোপেডিক ডাক্তার লিস্ট।
বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার তালিকা
প্রিয় পাঠক, এখন আমরা বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার তালিকা থেকে ৫ জন সেরা অর্থোপেডিক্স বিশেষজ্ঞ দের নাম এবং ঠিকানা জানবো।
এবং জানবো এই ৫ জন সেরা অর্থোপেডিক বিশেষজ্ঞ কোন কোন হাসপাতালে বা তাদের নিজস্ব চেম্বার কোথায়।
চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার -দের তালিকা থেকে ৫ জন ডাক্তারের সম্পর্কে বিস্তারিত।
ডাঃ নুরুল আলম সিদ্দিক – (পাভেল) (অর্থোপেডিক্স বিশেষজ্ঞ)
MBBS (ঢাকা), ডি-অর্থো (নিটোর), BCS(স্বাস্থ্য) কনসালটেন্ট (অর্থোপেডিক সার্জারি) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) হাড় ভাঙা – হাড় জোড়া, মেরুদন্ডের রোগ – ট্রমা বা আঘাত ও অর্থোপেডিক বিশেষজ্ঞ সার্জন ।
ডাঃ মোঃ নাসির উদ্দিন – (সহযোগী অধ্যাপক, মুন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল)
MBBS, MS (অর্থোপেডিক) সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অর্থোপেডিক সার্জারী) মুন্নু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।
ডাঃ এ.কে.এম. নিজাম-উল-ইসলাম, (অর্থোপেডিক বিশেষজ্ঞ)
MBBS, ডি-অর্থো (পঙ্গু হাসপাতাল) ঢাবি সিনিয়র কনসালটেন্ট-অর্থোপেডিক সার্জারি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন ইনস্টিটিউশন (নিটোর) পঙ্গু হাসপাতাল, ঢাকা।
ডাঃ এ কে এম নিজাম উল ইসলাম অর্থোপেডিক এবং ট্রমা বিশেষজ্ঞ এবং সার্জন।
ট্রমা – ফ্র্যাকচার, হাঁটুতে ব্যথা – রিউমাটয়েড আর্থ্রাইটিস, খোঁড়া এবং পক্ষাঘাত।
ডাঃ জি.এম. রুহুল কুদ্দুস (অর্থোপেডিক বিশেষজ্ঞ)
MBBS, ডি-অর্থো (বিএসএমএমইউ) হাড়-সন্ধি, বাতের ব্যথা – অক্ষমতা ও মেরুদণ্ডের বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, অর্থোপেডিক এবং ট্রমা সার্জন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন ইনস্টিটিউট (নিটোর) ঢাকা।
অধ্যাপক ডাঃ মোঃ গোলাম সরোয়ার, (অর্থোপেডিক বিশেষজ্ঞ)
MBBS, এমএস (অর্থোপেডিক), এও ফেলো (ইন্ডিয়া), ডব্লিউ এইচ ও ফেলো (ইন্দোনেশিয়া), প্লাষ্টিক ও রিকনস্ট্রাকশন সার্জারী (আমেরিকা) -“হাড়, জোড়া, বাত,পঙ্গু, বিকালঙ্গ ও প্লাস্টিক সার্জন, (পঙ্গু হাসপাতাল)
বাংলাদেশ সেরা অর্থোপেডিক ডাক্তার সম্পর্কে কিছু কথা
প্রিয় পাঠক, ইতিমধ্যে আমরা বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার দের মধ্যে ৫ জন ডাক্তার সম্পর্কে জানতে পেরেছি।
এছাড়াও দেশের মধ্যে বিভাগীয় পর্যায়ে এবন রাজধানীতে অনেক ভালো মানের অর্থোপেডিক ডাক্তার রয়েছেন।
আপনারা গুগলে একটু ঘাটাঘাটি করলেই সব পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ সেক্সে রসুনের উপকারিতা । রসুন খেলে কি উপকার হয় যৌন কর্মে
উপরে উল্লেখিত ডাক্তারদের চিকিৎসা সেবা পেতে তাদের চিকিৎসা সেবা কেন্দ্রের নাম লিখে গুগলে চারচ করলে ওই প্রতিষ্ঠানের নাম্বার পেয়ে যাবেন। সেখান থেকে নাম্বার নিয়ে কল করে সিরিয়াল এবং বিস্তারিত জানতে পারবেন।
বাংলাদেশের সেরা অর্থোপেডিক ডাক্তার এখন আপনার আশপাশেই গিয়ে রোগী দেখেন নির্দিষ্ট দিনে।
বাংলাদেশের সেরা অর্থোপেডিক সম্পর্কিত সর্বশেষ
আজকের পোষ্টে আমরা বাংলাদেশ এর সেরা অর্থোপেডিক ডাক্তার দের তালিকা থেকে সেরা ৫ জন ডাক্তার সম্পর্কে জানতে পেরেছি। আশা করছি এই পোস্টটি থেকে একটু হলেও আপনি উপকৃত হয়েছেন।
আরও পড়ুনঃ গরম পানি খাওয়ার উপকারিতা ও অপকারিতা
চিকিৎসা সম্পর্কিত আরও অনেক পোস্ট পড়তে আমাদের স্বাস্থ্য ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।