Last Updated on 3 months by Shaikh Mainul Islam
এই সময়ে এসে যখন সব কাজ ঘরে বসেই করা যায় তাহলে ব্যাংক একাউন্ট চেক করার জন্য বাহিরে কেন যেতে হবে? অতি পরিচিত সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংকে অনেকেরই একাউন্ট আছে। তাই যাদের অগ্রণী ব্যাংকে একাউন্ট আছে তাদের অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম জানা দরকার।
দেশের সকল সরকারি ব্যাংকের মধ্যে অগ্রণী ব্যাংক সবার কাছে অধিক পরিচিত। আজকাল প্রায় প্রতিটি অঞ্চলে অন্যান্য সরকারি ব্যাংকের শাখা না থাকলেও অগ্রণী ব্যাংকের শাখা দেখা যায়। এজন্য মানুষ অগ্রণী ব্যাংকের দিকে বেশি ঝুঁকছে। যার ফলে নিয়মিত লেনদেন করায় অনেক সময় ব্যাংক একাউন্ট চেক করার দরকার হয়।
আজকে আমরা জানবো অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। জানবো, কয় ভাবে অগ্রণী ব্যাংকের একাউন্ট চেক করা যায়। এর আগে আমরা অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জেনেছি। চলুন, আজকে জেনে নেওয়া যাক অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সহ আরও কিছু বিষয়ে বিস্তারিত।
অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করা উপায় সমূহ
এখন পর্যন্ত অগ্রণী ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী মোট চার ভাবে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করা যায়। অগ্রণী ব্যাংকের একাউন্ট বা ব্যালেন্স চেক করার এই চারটি উপায় হচ্ছে,
১) মোবাইল এসএমএস এর মাধ্যমে।
২) ব্যাংক অ্যাপ ব্যবহার করে অনলাইনে।
৩) এটিএম বুথ থেকে ব্যাংক কার্ড ব্যবহার করে।
৪) সরাসরি অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় যোগাযোগ করে।
উপরের চারটি উপায়ে আপনি যেকোনো সময়ে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন। এর মধ্যে প্রথম দুইটি উপায়ে ঘরে বসেই একাউন্ট বা ব্যালেন্স চেক করতে পারবেন।
চলুন, জেনে নেওয়া যাক এই চারটি উপায়ে কিভাবে অগ্রণী ব্যাংক একাউন্ট অর্থাৎ ব্যাংক ব্যালেন্স চেক করা যায়।
মোবাইল এসএমএস এ অগ্রণী ব্যাংক একাউন্ট চেক
অগ্রণী ব্যাংকের ম্যানেজমেন্ট সিস্টেম গ্রাহকদের ব্যালেন্স চেক করার জন্য সবথেকে সহজ এই উপায়টি চালু রেখেছে। মোবাইল এসএমএসের মাধ্যমে অগ্রণী ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। এরপর নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে।
১) মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে।
২) BAL লিখে স্পেস দিয়ে আপনার ব্যাংক একাউন্টের শেষ পাঁচ সংখ্যা বসাবেন।
৩) এরপর মেসেজটি পাঠিয়ে দিবেন 01969900059 এই নাম্বারে।
আপনার সুবিধার জন্য মেসেজটি লিখে দিচ্ছি। আপনি শুধু মেসেজটি কপি করে আপনার মেসেজ অপশনে পেস্ট করে আপনার ব্যাংক একাউন্ট নাম্বারটি বসিয়ে নিলেই কাজটি আরও সহজ হয়ে যাবে। ( BAL ১2345)
নোটঃ ব্যাংক একাউন্ট খোলার সময়ে যে মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেই সিম থেকে মেসেজটি পাঠাতে হবে নির্দিষ্ট নাম্বারে।
অ্যাপ দিয়ে ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার জন্য ব্যাংকটির অসাধারণ একটি উপায় হচ্ছে মোবাইল অ্যাপ দিয়ে একাউন্ট চেক করা। এজন্য আপনাকে আপনার মোবাইলে অগ্রণী ব্যাংকের একটি অ্যাপ ইন্সটল করতে হবে।
আরও পরুনঃ ডাচ বাংলা ব্যাংকে বিদেশ থেকে দেশে টাকা আনার উপায়
এজন্য আপনাকে প্রথমে Agrani Smart Banking App নামের একটি অগ্রণী ব্যাংক অ্যাপ নামাতে হবে। অ্যাপটির লিংক এই পোষ্টের শেষে দিয়ে দিবো।
অ্যাপটি ওপেন করার পর লগইন অপশন আসবে যেখানে ইউজারনেম এবং পাসওয়ার্ড লাগবে। যদি আপনার এর আগে রেজিস্টার করা না থাকে তাহলে নিচে রেজিস্টার অপশন দেখা যাবে। যেখানে ক্লিক করে স্টেপ বাই স্টেপ সম্পন্ন করে রেজিস্টার করে নিন। এরপর লগইন করুন।
আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত
লগইন করার পর নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন যেখান থেকে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন। এছাড়াও আপনার একাউন্ট সম্পর্কিত সকল কাজ এখান থেকে করতে পারেন নিজের ঘরে বসেই।
কার্ড দিয়ে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার উপায়
আমরা সবাই নিশ্চয়ই জানি যে, ব্যাংক একাউন্ট পরিচালনা সহজ করতেই সব ব্যাংক ব্যাংকিং কার্ড সিসেম চালু রেখেছে। এই কার্ড হতে পারে ডেবিড কার্ড কিংবা ক্রেডিট কার্ড।
অগ্রণী ব্যাংক কার্ড সাপোর্টেড যেকোনো এটিএম বুথে গিয়ে কার্ড এর মাধ্যমে আপনার পাসওয়ার্ড দিয়ে এটিএম বুথ থেকে জেনে নিতে পারবেন আপনার বর্তমান ব্যাংকের একাউন্ট বা হিসাব। তবে এজন্য আপনাকে আপনার নিকটস্থ অগ্রণী ব্যাংক সাপোর্টেড যেকোনো এটিএম বুথে যেতে হবে।
আরও পড়ুনঃ তফসিলি ব্যাংক কি
এছাড়া আপনার নিজের একাউন্টের ব্যাংক কার্ড থাকতে হবে। তবেই শুধু আপনি এই উপায়ে ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন।
যেকোনো শাখা থেকে ব্যাংক একাউন্ট চেক করার উপায়
আপনার ব্যাংক একাউন্ট আপনার নামে নিশ্চয়ই? আর যদি আপনার একাউন্ট হয় তাহলে ব্যাংক থেকে আপনার কয়েকটি তথ্য জানতে চাইল বলতে পারবেন নিশ্চয়ই? হ্যাঁ। এটুকুতেই হবে।
আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক ডিপিএস চার্ট দেখে নিন
আপনার আশপাশে যেকোনো অগ্রণী ব্যাংক শাখায় চলে যান। গিয়ে ব্যাংক ম্যানেজারকে বলেন আপনার ব্যাংক একাউন্ট বা ব্যাংক ব্যালেন্স জানার চাচ্ছেন। এরপর তিনি আপনার ব্যাংক একাউন্ট নাম্বার নাম এবং অন্যান্য কয়েকটি বিষয়ে জিগ্যেস করবেন। আর সবগুলি সঠিক বলতে পারবেন প্রকৃত একাউন্ট ধারী ব্যক্তি।
আরও পড়ুনঃ যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সবগুলো বিষয়ের সঠিক তথ্য দিতে পারলে ওই ব্যাংক কর্মকর্তা আপনাকে আপনার একাউন্ট চেক করে আপনাকে জানাতে একপ্রকার বাধ্য থাকবেন।
এমনকি আপনার যদি প্রয়োজন হয় ব্যাংক স্টেটমেন্ট তাহলে সেটিও প্রিন্ট করে নিতে পারবেন ব্যাংক থেকে।
মূলত এই চারটি উপায়েই অগ্রণী ব্যাক একাউন্ট হিসেব বা ব্যালেন্স চেক করা যায় খুব সহজেই।
অগ্রণী ব্যাংক একাউন্ট চেক সম্পর্কিত সার্বিক বিষয়ে
একজন ব্যাংক একাউন্ট ব্যবহারকারীর অনেক সময় ব্যালেন্স চেক করার দরকার হয়।
কিন্তু আমরা মনে করি যে ব্যাংকে একাউন্ট খুলেছি সেই ব্যাংকে ছাড়া ব্যাংক একাউন্ট চেক করা সম্ভব না। আসলে একদমই এমনটা না।
আরও পড়ুনঃ কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম । কৃষি ব্যাংক লোন
উপরের চারটি উপায়ের যেকোনো একটি উপায়ে আপনি আপনার অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করতে পারবেন মুহূর্তের মধ্যে।
শুধু ব্যাংক শাখায় গিয়ে ব্যাংক একাউন্ট চেক করার জন্য আপনাকে ব্যাংক খোলা থাকার সময়ে যেতে হবে।
আশা করছি অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কিত সবকিছুই জানতে পেরেছেন।
Agrani Smart Banking App Download Link
ব্যাংক ব্যাংক সম্পর্কিত FAQS
হ্যাঁ। ঘরে বসে দুইটি উপায়ে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করা যায়। এই পোষ্টের উপরের দিকে বিস্তারিত দেওয়া আছে।
মোট চার ভাবে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করা যায়। এর মধ্যে চারটি বিষয়েরই বিস্তারিত এই পোষ্টের উপরের দিকে দেওয়া আছে।
হ্যাঁ যায়। মোবাইলে এসএমএস এবং মোবাইল অ্যাপ এর মাধ্যমে অগ্রণী ব্যাংক একাউন্ট চেক কর যায়।
ব্যাংক একাউন্ট চেক নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা জানতে পারেছি অগ্রণী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
জেনেছি কয়ভাবে ব্যাংক একাউন্ট চেক করা যায় সেই বিষয়ে।
আরও পড়ুনঃ চেক লেখার নিয়ম
আশা করছি এরপর এই বিষয়ে আর কিছু অজানা থাকবে না।
এরপরে এই বিষয়ে সহ যেকোনো বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
খুব শিগগিরি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার।
এছাড়াও নিয়মিত আমাদের লেখা আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট কউন। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।
অনেক আগের এ্যাকাউন্ট, এখন বলিতেছে এটা বন্ধ হয়ে গেছে, আমি কি আমার পুরনো এ্যাকাউন্ট টি পুনরায় চালু করতে পারবো?
হ্যা। একাউন্ট যদি আপনার হয় এবং একাউন্ট এর যাবতীয় সঠিক তথ্য থাকে তাহলে যে ব্রাঞ্চ থেকে একাউন্ট খুলছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনার একাউন্ট নাম্বার বললে তারা একাউন্ট পুনরায় সচল করে দিবে।
এই বিষয়ে ওই ব্রাঞ্চ এর ম্যানেজারের সাথে কথা বললে খুব সহজেই সমাধান করে দিবেন আপনার সমসস্যা।
ধন্যবাদ।