২১ শে ফেব্রুয়ারি কি দিবস । ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা

Last Updated on 9 months by Shaikh Mainul Islam

২১ শে ফেব্রুয়ারি কি দিবস এটি বাঙ্গালীদের মধ্যে অনেকেই জানতে চেয়ে থাকেন। এছাড়া বিশ্বের অন্যান্য ভাষাভাষীরাও জানতে চেয়ে থাকেন। আজকে আমরা জানবো ২১ শে ফেব্রুয়ারি কি দিবস এবং ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা জানবো।

বাঙ্গালী জাতির জীবনে ২১ শে ফব্রুয়ারি একটি স্মরণীয় দিন। ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য ঢাকার রাজপথে জীবন দেন রফিক, শফিক, জব্বার বরকত সহ নাম না জানার আরও অনেকে।

আরও পড়ুনঃ একুশে ফেব্রুয়ারি রচনা প্রতিযোগিতা লেখার নিয়ম (নমুনা রচনা সহ)

দেশ স্বাধীনের অনেক বছর পরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ থেকে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। চলুন তাহলে ২১শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। 

২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস

এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে, ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিন্তু ভাষা আন্দোলনের ৭০ -৭৫ বছর পরে এসে বাঙ্গালী জাতি জানেন না ২১ শে ফেব্রুয়ারি কি দিবস এটি চরম দুঃখজনক।

মাত্র ৭০- ৭৫ বছরেই বাঙ্গালী জাতি ইতিহাস সম্পর্কে ভুলতে বসেছে। এটি বাঙ্গালী জাতির কাছে লজ্জার। কারণ, ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে তখনকার বাংলার দামাল ছেলেরা জীবন দিয়ে যায়।

আর আজকের বাঙ্গালী জাতি তাদের মনে রাখতে পারে না।

২১ শে ফেব্রুয়ারি শুধু ২১ শে ফেব্রুয়ারি না। বরং এই এটি একটি আবেগ স্রিতির দিন। এই দিনে অবশ্যই বাঙ্গালী’জাতি যা করে গিয়েছেন তাদের জীবনের বিনিময়ে তার সু ফল আজকে আমরা বাংলায় কথা বলতে পারছি।

আরও পড়ুনঃ ২১ শে ফেব্রুয়ারি বক্তৃতা দেওয়ার নিয়ম (নমুনা বক্তব্য সহ)

কিন্তু এই মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পাওয়ার জন্য অনেক ত্যাগ সংরাম এবং জীবন পর্যন্ত দিতে হয়েছে।

২১ শে ফেব্রুয়ারির ইতিহাস জানা অবশ্যই একজন বাঙ্গালী নাগরিক হিসেবে সকলের দায়িত্ব কর্তব্য।

আমাদের পূর্ববর্তী পোস্ট থেকে ২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে ইতিহাস সহ আরও বিষয়ে জানতে জাতীয় ক্যাতাগরিতে ভিজিট করুন।

২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা

 আমাদের শুধু ২১ শে ফেব্রুয়ারিতেই মনে পরে ২১ শে ফেব্রুয়ারির কথা। তবে, এজন্য আমরা নিজেরা নিজেরাই দায়ী।

আমরা অনেকেই এত বছরের ইতিহাস্কেওজানি না। এই বিষয়টিকে আমরা মনে লালন করে নিজের দেশপ্রেমকে জাগ্রত রাখবো কিভাবে।

আমাদের উচিত সর্বদা দেশ ও দশের স্বার্থে নিজেকে বিসর্জন দেওয়ার মানসিকতা রেখে এগিয়ে যাওয়া।

নিজ মাতৃভূমিকে ভালবেশে জীবনের থেকে আর কি বা দেওয়ার থাকতে পারে।

আরও পড়ুনঃ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস

২১ শে ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের সকলের উপলব্ধি করা উচিত। সর্বদা দেশ ও দশের জন্য নিজেকেপ্রস্তুত রাখা উচিত।

২১ শে ফেব্রুয়ারি বিদসটি পালন হওয়ার কারণ শহীদদের স্মরণে সম্মাঞ্জানান। এছাড়া আরও একটি অন্নতমকারন হচ্ছে আগামির প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানানো।

শহীদ দিবস সম্পর্কে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা জেনেছি ২১ শে ফেব্রুয়ারি কি দিবস সেই বিষয়ে। এছাড়া ২১ শে ফেব্রুয়ার নিয়ে কিছু কথা জেনেচ্ছি।

আশা করছি এই বিষয়ে কিছুটা হলেও জেনেছেন। ফেব্রুয়ারি সম্পর্কে আরও তথ্য পেতে আমাদের পূর্ববর্তী পোস্টগুলো পড়ুন।

এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

8 thoughts on “২১ শে ফেব্রুয়ারি কি দিবস । ২১ শে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.