শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন উত্তর । শেখ রাসেলের জীবনী

ওয়েলকাম করছি আমাদের আজকের ব্লগে। আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ ছেলে শেখ রাসেলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তথ্য প্রশ্ন উত্তরের মাধ্যমে জানবো। মূলত শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে ২০২১ সাল থেকে। সেখানে আসার মতো কিছু প্রশ্ন উত্তর জানার চেষ্টা করবো।

বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রতি বছর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এই কুইজ প্রতিযোগিতায় মূলত ৯ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। বিজয়ীদের জন্য থাকে একাধিক ল্যাপটপ ত্যাব এবং উন্নতমানের স্মার্ট ফোনের মতো আকর্ষণীয় পুরষ্কার।

তাই শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় শেখ রাসেল সম্পর্কে যত প্রশ্ন হতে পারে তা জানে হবে। এই পোস্টটি সম্পূর্ণ পড়লেই শেখ রাসেলের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। চলুন প্রশ্ন উত্তরের মাধ্যমে এখ রাসেল সম্পর্কে জেনে নেওয়া যাক।

শেখ রাসেলের জন্ম পরিচয় এবং মৃত্যু

১) শেখ রাসেল কে?

উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ (সব থেকে ছোট) ছেলে শেখ রাসেল।

২)শেখ রাসেলের জন্মদিন কবে?

উত্তরঃ শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন।

৩) শেখ রাসেল যখন জন্ম হয় তখন কয়তা বাজে?

উত্তরঃ শেখ রাসেল যখন জন্মগ্রহণ করেন তখন রাত দেড়টা বাজে।

৪) কোথায় জন্মগ্রহণ করেন শেখ রাসেল?

আরও পড়ুনঃ আমার প্রিয় শেখ রাসেল রচনা । শেখ রাসেল সম্পর্কে রচনা প্রতিযোগিতা

উত্তরঃ ঢাকার ধান্মন্দির ৩২ নাম্বার বাড়িতে (ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন) ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্মগ্রহন করেন।

৫) শেখ রাসেল কত তারিখ জন্মগ্রহণ করেন?

আরও পড়ুনঃ শেখ রাসেলের জীবনী রচনা । শেখ রাসেল রচনা

উত্তরঃ ১৮ অক্টোবর শেখ রাসেল জন্মগ্রহন করেন।

৬) শিশু শেখ রাসেলকে কত সালে হত্যা করা হয়?

উত্তরঃ ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট শেখ রাসেলকে হত্যা করা হয় (ভর বেলায়/প্রত্যুষে)।

৭) কত তারিখে শেখ রাসেলকে হত্যা করা হয়?

উত্তরঃ ১৫ আগস্ট শেখ রাসেলকে হত্যা করা হয়।

৮)  কত সালে শেখ রাসেলকে হত্যা করা হয়?

উত্তরঃ ১৯৭৫ সালে শেখ রাসেলকে হত্যা করা হয়।

৯)কত বছর বয়সে নিহত হন শেখ রাসেল?

উত্তরঃ শেখ রাসেল্কে হত্যা করার সময় তার বয়স ছিল ১০ বছর ৯ মাস ২৮ দিন।

১০) শিশু রাসেলের জন্মের আগের মুহূর্ত কেমন ছিল?

উত্তরঃ খুবই উৎকণ্ঠার।

১১) জন্মের পরপর শেখ রাসেল কেমন ছিলেন?

উত্তরঃ মাথা ভরা পূর্ণ চুল, তুলতুল্র নরম নরম গাল এবং বেশ বড় হয়েছিলো শেখ রাসেল।

১২) শেখ রাসেলের নাম রাসেল রেখেছিলেন কে?

আরও পড়ুনঃ শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ ফলাফল । শেখ রাসেল কুইজ ফলাফল

উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ রাসেলের নাম রেখেছিলেন।

১৩) শিশু রাসেলের নাম করণে গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল কার?

উত্তরঃ রাসেলের মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের।

শেখ রাসেলের পরিবার

১) শেখ রাসেলের পিতার নাম কি?

উত্তরঃ শেখ মুজিবুর রহমান (বঙ্গবন্ধু)।

২) শেখ রাসেল এর মায়ের নাম কি?

আরও পড়ুনঃ শেখ রাসেল দিবসের শপথ বাক্য পাঠ । শেখ রাসেল শপথ বাক্য

উত্তরঃ শেখ রাসেলের মাতার নাম শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

৩) শেখ রাসেল এর ভাই বোনের সংখ্যা কত?

উত্তরঃ শেখ রাসেলরা ৫ ভাই-বোন ছিলেন।

৪) শেখ রাসেল ভাই বোনদের মধ্যে কত নম্বর ছিলেন?

উত্তরঃ রাসেল ৫ ভাই বোনের মধ্যে ছোট ছিলেন ( সর্বকনিষ্ঠ)।

৫) শেখ রাসেল বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার কি হয়?

উত্তরঃ বর্তমান প্রধান মন্ত্রীর ছোট ভাই শেখ রাসেল।

৬) শেখ রাসেলের বড় ভাই কয়জন ছিলেন?

উত্তরঃ শেখ রাসেলের দুই ভাই ছিলেন।

৭) শেখ রাসেলের বড় দুই ভাইয়ের নাম কি?

উত্তরঃ শেখ রাসেলের বড় ডি ভাইয়ের নাম শেখ কামাল, শেখ জামাল। শেখ কামাল বড়, শেখ জামাল মেজো ভাই ছিলেন।

৮) শেখ রাসেলের বড় দুই বোনের নাম কি?

উত্তরঃ শেখ রাসেলের বড় দুই বোনের নাম শেখ হাসিনা, শেখ রেহানা। শেখ হাসিনা বড় বোন, শেখ রেহানা ছোট বোন ছিলেন।

শেখ রাসেলের শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে । শেখ রাসেল কুইজ

১) শেখ রাসেল হত্যার আগ পর্যন্ত কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতেন?

উত্তরঃ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীতে পরতেন।

২) শেখ রাসেল মৃত্যুর আগে কোন ক্লাসে/শ্রেনিতে পরতেন?

উত্তরঃ শেখ রাসেল চতুর্থ শ্রেনিতে পড়াশোনা করতেন।

আরও পড়ুনঃ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস

৩) শেখ রাসেল এর মাতৃশিক্ষায়তনের নাম কি?

উত্তরঃ মাতৃশিক্ষায়তনের নাম ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।

৪) কত বছর বয়সে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয়?

উত্তরঃ ৪ বছর বয়সে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয়।

৫) ৪ বছর বয়সে শেখ রাসেল কোথায় তার শিক্ষাজীবন শুরু করে?

উত্তরঃ ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে ৪ বছর বয়সে শেখ রাসেল শিক্ষাজীবন শুরু করেন।

শেখ রাসেলের স্থায়ী বাড়ি এবং আবেগি কিছু তথ্য

১) শেখ রাসেলের পৈত্রিক স্থায়ী বাড়ি কোথায়?

উত্তরঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় দ্রখ রাসেলের পৈত্রিক স্থায়ী বাড়ি।

২) শেখ রাসেলের স্থায়ী আদি নিবাস কোথায়?

উত্তরঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

৩) শেখ হাসিনাকে শেখ রাসেল কি বলে ডাকত?

উত্তরঃ শেখ হাসিনাকে হাসু আপা বলে ডাকতেন শেখ রাসেল।

৪) “ভাইয়া আমাকে মেরে ফেলবে না তো”?? কথাটি কাকে জিগ্যেস করেছিলেন শিশু শেখ রাসেল?

উত্তরঃ বঙ্গবন্ধুর ব্যক্তিগত কর্মচারী এ এফ এম মহিতুল ইসলামকে কথাটি জিগ্যেস করেছিলেন শেখ রাসেল।

৫) শেখ রাসেলের এত পরিচিতির কারণ কি?

উত্তরঃ শেখ রাসেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ(সব থেকে ছোট) পুত্র।

৬) শেখ রাসেল জাতীয় শিশু কিশর পরিষদ প্রতিষ্ঠা করেন কে?

উত্তরঃ বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

৭) শেখ রাসেল শিশু কিশোর পরিষদ প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৮৯ সালের ২০ শে ফেব্রুয়ারি শেখ রাসেল শিশু কিশোর পরিষদ প্রতিষ্ঠিত হয়।

৬) শেখ রাসেল জাতীয় শিশু পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?

উত্তরঃ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে রাসসেলের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া।

আরও পড়ুনঃ কম পড়াশোনা করেও ভালো ফলাফলের কার্যকরী উপায়

৭) শেখ রাসেল ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করা হয় কেন?

উত্তরঃ শেখ রাসেলের স্মৃতিকে জাগরূপ রাখার জন্য শেখ রাসেল ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করা হয়।

৮) “আমি মায়ের কাছে যাব” কথাটি শেখ রাসেল কখন বলেছিলেন?

উত্তরঃ বঙ্গবন্ধুর নির্দেশে ব্যক্তিগত কর্মচারী রাসেলকে নিয়ে পালিয়ে যেতে চায়। তখন অভ্যুত্থানকারীরা তাদের আতক করে। তখন অভ্যুত্থানকারীদের হাত থেকে ছাড়া পেতে শেখ রাসেল বলেছিলেন “আমি মায়ের কাছে যাব”।

শেখ রাসেলের জীবনী

১) কারা শেখ রাসেলের ভুবন ছিলেন?

উত্তরঃ তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাতা শেখ ফজিলাতুননেসা মুজিব, বােন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরেই শেখ রাসেলের ভুবন ছিল।

২) শৈশব থেকে শেখ রাসেল কেমন প্রকৃতির ছিলেন?

উত্তরঃ শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের শিশু।

৩) কত বছর বয়স থেকে পিতার সাথে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকা ক্যান্টনমেন্ট?

উত্তরঃ মাত্র দেড় বছর বয়স থেকে প্রিয় পিতার সাথে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং ঢাকা ক্যান্টনমেন্ট।

৪) শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন?

উত্তরঃ রাসেলের যেদিন জন্ম হয় সেই সময়ে বঙ্গবন্ধু ফাতেমা জিন্নাহর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে ছিলেন।

৫) আমাদের ছােট রাসেল সােনা’ বইটি লিখেছে কে?

উত্তরঃ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৬) শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী ছিল কি?

উত্তরঃ শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী ছিল বাই-সাইকেল(পায়ে চালানো সাইকেল)।

৭) প্রধান মন্ত্রী শেখ হাসিনার লেখা আমাদের ছােট রাসেল সােনা বইটি কোথা থেকে প্রকাশিত হয়েছে?

উত্তরঃ “আমাদের ছােট রাসেল সােনা” বইটি বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।

৮) শেখ রাসেলের শিক্ষিকার নাম কি ছিল?

উত্তরঃ শিশু শেখ রাসেলের শিক্ষিকার নাম ছিল গীতালি দাস গুপ্তা।

৯) শিক্ষিকা গীতালি দাশগুপ্তার কাছে শিশু শেখ রাসেল কেমন ছিলেন?

উত্তরঃ মেধা ও মননের অপূর্ব এক সমাহার ছিল শিশু রাসেলের কচি মনে। তার শিশু মন ছিল মানবিকতায় পূর্ণ। তার মনে হাজারাে প্রশ্ন থাকত, সব প্রশ্নের উত্তর জানতে চাইত সবসময়।

আরও পড়ুনঃ ১৫ আগস্ট বক্তব্য

১০) শেখ রাসেল কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে কত দিন পরপর যেতেন?

উত্তরঃ ১৫ দিন পরপর-(আমাদের রাসেল সোনা, বই থেকে নেওয়া)।

প্রিয় শেখ রাসেল

 ১) শেখ রাসেলকে কখন হত্যা করা হয়?

উত্তরঃ শেখ রাসেলকে মা, বাবা, দুই ভাই, ভাইয়ের স্ত্রী, চাচার লাশের পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে সবার শেষে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।

২) শিশু শেখ রাসেল প্রথম কারাগার দেখে কত সালে?

উত্তরঃ শেখ রাসেল প্রথম কারাগার দেখে ১৯৬৬ সালের ৮ মে, পিতার গ্রেপ্তারের পরে।

৩) শেখ রাসেল দিবস কবে পালিত হয়?

উত্তরঃ ১৮ অক্টোবর, (শেখ রাসেলের জন্ম দিনে)।

৪)  শেখ রাসেল দিবস কোন শ্রেণিভুক্ত দিবস হিসেবে স্বীকৃত?

উত্তরঃ শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস হিসেবে স্বীকৃত।

৫) মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবসকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে কত তারিখে অনুমােদন দেওয়া হয়?

উত্তরঃ ২৩ আগস্ট ২০২১ সালে মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমােদন দেওয়া হয়।

৬) সরকারি উদ্যেগে প্রথম বারের মত শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয় কত তারিখে?

উত্তরঃ ১৮ অক্টোবর ২০২১, সরকারি উদ্যেগে প্রথমবারের মত শেখ রাসেল দিবস’ পালিত হয়।

৭) শেখ রেহানাকে শেখ রাসেল কি বলে ডাকতেন?

উত্তরঃ শেখ রেহানাকে “দেনা আপু” বলে ডাকতেন শিশু শেখ রাসেল।

৮) শেখ রাসেলের বড় ভাই কি ছিলেন?

উত্তরঃ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামাল শেখ রাসেলের বড় ভাই।

৬৮। শেখ রাসেলের মেজো ভাই কি ছিলেন?

উত্তরঃ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কর্মকর্তা শেখ জামাল হচ্ছে শেখ রাসেলের মেজো ভাই ছিলেন।

শেখ রাসেল কুইজ নিয়ে সর্বশেষ

আজকের পোষ্টে মূলত শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন জেনেছি। কিন্তু এইভাবে একজন মানুষের জিবনির সম্পূর্ণটা জানা সম্ভব না।

শেখ রাসেলের বিষয়ে সম্পূর্ণ জানতে হলে শেখ হাসিনার লেখাঃআমাদের রাসেল সোনা” বইই পড়তে পারেন। এছাড়াও রাসেলকে নিয়ে আরও কয়েকটি বই আছে। বঙ্গবন্ধুর জীবনী বইয়েও রাসেলকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে।

ওছারা ইউটিউব এবং গুগলে হাজার হাজার কন্টেন্ট আছে শিশু শেখ রাসেলকে নিয়ে।

জানার কোনো শেষ নেই। একজন শিশু শেখ রাসেল যিনি দেশের জন্য মাত্র ১০ বছর বয়সে জীবন দিয়েছেন। এমন শিশুকে বাঙ্গালী জাতি মনে রাখবে সবসময়।

২০২১ সাল থেকে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল কুইজ আয়োজনটি করে থাকে সরকার। এই আয়োজনটি শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক এবং অনলাইন ভিত্তিক হয়ে থাকে এই বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আমাদের সকল আর্টিকেল নিয়মিত পড়তে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে

1 thought on “শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন উত্তর । শেখ রাসেলের জীবনী”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.