বিরক্ত লাগে রসায়ন? করণীয়।

রসায়ন অনেকের কাছেই বিরক্তকর লাগে। আজ জেনে নেই রসায়ন এর ধাতু সমূহের কিছু মজার কথাঃ 

১. সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম

i. লিথিয়ামের প্রতীক Li

ii. ঘনত্ব ০.৫৩ গ্রাম/ঘন সেমি

iii. পারমাণবিক সংখ্যা ৩

iv. গ্রিক শব্দ λιθoς

v. লিথোস্ নামক এক প্রকার পাথর থেকে লিথিয়াম ধাতুর নামকরন করা হয়েছে

vi. লিথিয়াম হলো নরম, রুপালি-সাদা ক্ষার ধাতু

২. সবচেয়ে ভারী ধাতু হলো অসমিয়াম

i. অসমিয়ামের প্রতীক Os

ii. ঘনত্ব ২২.৪৮  গ্রাম/ঘন সেমি

iii. পারমাণবিক সংখ্যা ৭৬

iv. গ্রিক শব্দ ὀσμή osme

v. অসমিয়াম প্ল্যাটিনাম গ্রুপের মধ্যে একটি কঠিন, ভঙ্গুর, নীল-সাদা বর্ণের রূপান্তরিত ধাতু

৩. সবচেয়ে ভঙ্গুর ধাতু হলো ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ 

ক্রোমিয়াম 

i. ক্রোমিয়ামের প্রতীক Cr

ii. ঘনত্ব ৭.১৯  গ্রাম/ঘন সেমি

iii. পারমাণবিকসংখ্যা ২৪

iv.  গ্রিক শব্দ ক্রোমা ( xρωμά ) 

v. ক্রোমিয়াম ধূসর বর্ণের, চিকন, কঠিন

আরও পড়ুনঃ যৌবন ধরে রাখতে জিরার ভূমিকা

ম্যাঙ্গানিজ 

i. ম্যাঙ্গানিজের প্রতীক Mn 

ii. ঘনত্ব ৭.২১  গ্রাম/ঘন সেমি

iii. পারমাণবিক সংখ্যা 25

iv. ম্যাঙ্গানিজ সাধারণত লোহার সাথে যৌগ অবস্থায় বিভিন্ন খনিজ পদার্থে পাওয়া যায়

v. গ্রিসের ম্যাগনেসিয়া নামক অঞ্চল থেকে প্রাপ্ত পাইরোলোসাইট ও অন্যান্ন কালো খনঞ্জ পদার্থের উপর ভিত্তি করে ম্যাঙ্গানিজের নামকরণ করা হয়

সবচেয়ে কম গলনাংক বিশিষ্ট ধাতু মারকারি (গলনাংক ৩৮.৯ °সে)

i. মারকারির প্রতীক Hg

ii. ঘনত্ব ১৩.৫৩ গ্রাম/ঘন সেমি 

iii. পারমাণবিকসংখ্যা ৮০

iv.  অন্যান্ন ধাতুর সাপেক্ষে মারকারির তাপ পরিবাহিতা কম হলেও কিন্তু তড়িৎ পরিবাহিতা বেশি 

v. শুধুমাত্র মারকারি আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় বিরাজ করে

সবচেয়ে বেশি গলনাংক বিশিষ্ট ধাতু টাংস্টেন (গলনাংক ৩৪১০ °সে)

i. প্লাটিনামের প্রতীক W

ii. ঘনত্ব ১৯.২৫ গ্রাম/ঘন সেমি 

iii. পারমাণবিকসংখ্যা ৭৪

iv. উলফ্রাম নামেও পরিচিত

v. টাংস্টেন একটি দৃঢ়, দুষ্প্রাপ্য ধাতু

সবচেয়ে দামী ধাতু প্লাটিনাম

i. প্লাটিনামের প্রতীক Pt

ii. ঘনত্ব ২১.৪৫ গ্রাম/ঘন সেমি 

iii. পারমাণবিকসংখ্যা ৭৮ 

iv. পৃথিবীতে এটি অনেক দুঃপ্রাপ্য ধাতু 

v. এটি সোনা এর থেকেও দামি পদার্থ

সবচেয়ে বিরল ধাতু রোডিয়াম

i. রোডিয়ামের প্রতীক Rh

ii. ঘনত্ব ১২.৪১ গ্রাম/ঘন সেমি 

iii. পারমাণবিকসংখ্যা ৪৫

iv.  প্রকৃতিতে এটির একটি মাত্র আইসোটোপ 103Rh পাওয়া যায়

v. বর্তমানে বিশ্বের ৮০% রোডিয়াম মোটরযান গাড়ি থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাস হ্রাস করার জন্য রাসায়নিক প্রক্রিয়ায় অণুঘটক হিসেবে ব্যবহার করা হয়।

সবচেয়ে বেশি পরিমানে পাওয়া যায় অ্যালুমিনিয়াম

আরও পড়ুনঃ অপূর্ণ ঘুম, ব্যর্থ এলার্মে করণীয়

i. অ্যালুমিনিয়ামের প্রতীক Al

ii. ঘনত্ব  গ্রাম/ঘন সেমি ২.৭০

iii. পারমাণবিকসংখ্যা ১৩

iv.  ২৭০ প্রকারের বিভিন্ন পদার্থে এর উপস্থিতি রয়েছে

v. ভর অনুপাতে ভূ-পৃষ্ঠের ৮ শতাংশ ধাতু হলো অ্যালুমিনিয়াম

শ্রাবণ সমাদ্দার, রিপোর্টার- দৈনিক কন্ঠ।