পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা । ১লা বৈশাখ এর শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি

প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা অর্থাৎ ১লা বৈশাখ এর শুভেচ্ছা স্ট্যাটাস” এ। এই পোস্টটি বাঙ্গালী সকলের জন্য অত্যন্ত জরুরি। কারণ, এই পোষ্টে আমরা পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা -য় কি লিখতে হয় তা জানবো। এবং ১লা বৈশাখ এর কিছু শুভেচ্ছা স্ট্যাটাস দেখবো।

বাংলার ঐতিহ্যের অন্যতম একটি হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম মাসের প্রথম দিন। এই দিন রমনার বটমূল থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত বিভিন্ন খোলা জায়গায় বাঙ্গালী মেলা বসে। যেখানে ছোট বড় যুবক, যুবতি, ব্রিদ্ধা সবাই আসে। গান বাজনা আনন্দ করা হয়।

আজকের পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা পোস্ট এ আমরা ১লা বৈশাখ এর শুভেচ্ছা স্ট্যাটাস দেখবো। আজকের এই লেখাগুলি পহেলা বৈশাখের শুভেচ্ছাব আরতা হিসেবে আপনার প্রিয় মানুষকে পাঠাতে পারবেন। আবার আপনার সোশ্যাল মিডিয়ার থাকা সব বন্ধুদের উদ্দেশ্য করে পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা ফিতে পারবেন।

আরও পড়ুনঃ ইসলামের দৃষ্টিতে পহেলা বৈশাখ । পহেলা বৈশাখ নিয়ে ইসলামিক স্ট্যাটাস

এছাড়া আজকের পোস্টএ উল্লেখিত লেখাগুলি ১লা অবিশাখে এর শুভেচ্ছা স্ট্যাটাসে ব্যবহৃত হওয়া ছাড়াও পহেলা বৈশাখের শুভেচ্ছা বাণী, পহেলা বৈশাখের শুভেচ্ছা ব্যানার এ ব্যবহার, পহেলা বৈশাখ উক্তি হিসেবেও ব্যবহার করতে পারবেন।

চলুন, আমাদের আজকের পোস্ট পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা এর মূল অংশে চলে যাওয়া যাক।

পহেলা বৈশাখের শুভেচ্ছা মেসেজ/ বার্তা

প্রিয় পাঠক, এই এখানে আমরা বেশ কিছু শুভেচ্ছা বার্তা দেখবো। এর প্রত্যেকটি পহেলা বৈশাখের সাথে সরাসরি সম্পৃক্ত এবং সকল পোস্ট শতভাগ অরগানিক। এমন লেখা এর আগে কোনও জায়গায় প্রকাশিত হয়নি। তাই, এই লেখাগুলি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন।

লেখা ০১

আরও একটি বছর শেষ করে নতুন বছরে আমরা।

গত বছরের সফলতা- ব্যর্থতা মনে রেখে,

নতুন বছর হক শতভভাগ সফলতাময়।

– শুভ নববর্ষ।

আরও পড়ুনঃ নতুন বছরের শুভেচ্ছা বাণী ২০২৩

লেখা ০২

দেখতে দেখতে আরও একটি বছর শেষ।

বাংলা নববর্ষ বলে উদযাপন করছে ধুমছে,

কিন্তু চলে যাওয়া বছরটি আমাদের জীবন থেকে,

একটি পূর্ণ বছর নিয়ে জীবন সংকীর্ণ করে গেছে।

আমরা যেন তা বুঝেও বুঝতে পারি না।

– সবার ছোট হয়ে আসা জীবনে নববর্ষের শুভেচ্ছা।

এছাড়া আপনি চাইলে পহেলা বৈশাখের ব্যানার বা পোষ্টার ডিজাইন আমাদের থেকে করিয়ে নিতে পারেন। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আরও পড়ুনঃ হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা । নতুন বছরের শুভেচ্ছা 2023

লেখা ০৩

চোখের পলকের মতো নতুন বছরটি চলে গেলো।

গতবছর এমন সময়, অথচ মনে হচ্ছে এইতো সেদিন।

জীবনের সময় যেন একটু তারাতারি ই চলে যাচ্ছে।

সময় ধরে রাখার ক্ষমতা না থাকলেও,

সময়কে সঠিক ভাবে কাজে লাগানোর ক্ষমতা রাখা উচিত।

– নতুন বছরের শুভেচ্ছা।

লেখা ০৪

একটা সময় নতুন বছরের এই দিনে অনেক আনন্দ করতাম।

বুঝতে শেখার পর আফসোস হয়, জীবনের আরও একটি বছর শেষ এই ভেবে।

আপনি কখনোই, সময়কে অযথা নস্ট করার চিন্তাও করতে পারি না।

নতুন বছর এবং জীবন সবার সুন্দর হোক।

-নতুন বছরের শুভেচ্ছা।

লেখা ০৫

দুঃখ গ্লানি, পাওয়া- না পাওয়াসব ভুলে নতুন বছরকে বরন করে নেই।

নতুন বছর, নতুন আমেজ, নতুন শক্তি নিয়ে শুরু করি।

আমাদের যেন সবসময় ভালো কিছু হয়। এমন প্রত্যাশা এই নতুন বছরের প্রথম দিনে।

  • আপনাদের সবাইকে শুভ নববর্ষ।

১লা বৈশাখ এর শুভেচ্ছা স্ট্যাটাস

এবার আমরা বেশ কিছু লেখা দেখে নিবো। যেখানে প্রত্যেকটি লেখা পহেলা বৈশাখ তথা নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দিতে কিংবা বার্তা দিতে পারবেন খুব সহজেই।

লেখা ০৬

আজ, পহেলা বৈশাখ- বাংলা বছরের প্রথম দিন,

আজকের এই দিনে ছোট বড়, বন্ধু পরিজনদের জানাই নববর্ষের শুভেচ্ছা।

আপনাদের সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

-নতুন বছরের শুভেচ্ছা।

লেখা ০৭

পুরনো বছরের সকল পাওয়া না পাওয়া ভুলে যাই,

নতুন বছরকে স্বাদরে গ্রহণ করি।

নিজেকে অনেক বেশী আত্মবিশ্বাসী রাখি,

কারণ এই বছরের সকল কাজ সম্পাদন করা অনেক জরুরি।

  • নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।

লেখা ০৮

পুরনো বছর থেকে অনেক কিছুই শিখতে পেরেছি।

শিখেছি এবং জিতেছি। কারণ, মামি কখনো হারি না।

সব হারের মধ্যে শিক্ষা গ্রহণ করে হলেও জিতে আসি।

সেই শিক্ষা দিয়ে হলেও এবারের সব বিষয়ে জিততে চাই শতভাগ।

আমার মনে হয়, আপ্নার এমন ব্রত হওয়া উচিত।

-নববর্ষের শুভেচ্ছা।

আরও পড়ুনঃ পহেলা বৈশাখরের পোষ্টার ডিজাইন শিখে নিন

লেখা ০৯

এভাবে একটি একটি বছর যেতে যেতে প্রত্যেকের জীবন থেকে কম বেশী অনেক বছর চলে গেছে।

একবার নিজেকে জিজ্ঞেস করে দেখেছেন যে, বুঝতে শেখার পর থেকে কি চেয়েছেন আর কি পাননি ?

না পাওয়ার কারণ কি ছিলও খুজেছেন এভাবে কখনো? নিশ্চয়ই না, কারণ আমরা তা করিনা।

এটা কয়া উচিত। আসুন আজ শপথ করে বলি, এটা হিসেব করে এই বছরের কাজ করবো।

তবেই না শরভাগ সফলতা পাওয়া সম্ভব হবে।

– শুভ নববর্ষ।

আরও পড়ুনঃ নতুন বছরের ইসলামিক স্ট্যাটাস । নতুন বছরের ইসলামিক শুভেচ্ছা 

লেখা ১০

নতুন বছরে আমি ভিসন আনন্দ। আমি জানি  জীবন ছোট হয়ে আসছে, তবুও আমি খশি।

কারণ, আমার কছে নতুন বছর মান, এক গাদা নতুন প্লান বছরের প্লান অনুযায়ী কাজ।

প্রিয় ব্যক্তিত্ব, আপনিও না হয়, এভাবেই প্লান করে জীবনে এগিয়ে যান।

তাহলে বছর শেষে সাফল্য এবং ব্যর্থতার হিসেব করতে পারবেন।

  • সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

পহেলা বৈশাখ সংক্রান্ত প্রশ্ন উত্তর । FAQS

প্রশ্নঃ বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে?

= মুঘল সম্রাট বাংলা সন বা পহেলা বৈশাখের প্রবর্তক। তিনি, খাজনা সঠিক সময়ে আদায়ে সুস্ঠতা ফিরাতে বাংলা বছরের রীতি চালু করেন।

সম্রাট মুঘলএর আদেশে জ্যোতির্বিজ্ঞানী ফতেহউল্লাহ সিরাজি সৌর সন ( সাল) এবং আরবি হিজরী সনের উপর ভিত্তি করে নতুন বাংলা সনের নিয়ম বিনির্মাণ করেন।

প্রশ্নঃ ২০২৩ সালের পহেলা বৈশাখ কত তারিখ?

= ২০২৩ সালের পহেলা বৈশাখ ১৪ এপ্রিল ২০২৩ তারিখে। প্রত্যেক বছর -ই ইংরেজি সালের ১৪ এপ্রিল বাংলা বছরের প্রথম দিন তথা নববর্ষ অনুষ্ঠিত হয়।

প্রশ্নঃ পহেলা বৈশাখ ইংরেজি কত তারিখ 2023?

= প্রত্যেক বছরের মতো এবছর অর্থাৎ ২০২৩ সালেও ১৪ এপ্রিল পহেলা বৈশাখ অনুষ্ঠিত হবে। মূলত প্রত্যেক ইংরেজি ১৪ এপ্রিলে বাংলা বছরের প্রথম দিন শুরু হয়। সেই হিসেবেই প্রত্যেক বছর এই দিনে পহেলা বৈশাখ হয়ে থাকে।

পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জেনেছি পহেলা বৈশাখের শুভেচ্ছা বার্তা এবং ১ল বৈশাখ এর শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি।

আশা করছি এই পোস্ট থেকে আপনি আপনার আশপাশের প্রিয়জনদের নববর্ষের শুভেচ্ছা জানানোর মতো শুভেচ্ছা বাণী বা বার্তা এবং স্ট্যাটাস দেওয়ার মতো লেখা পেয়েছেন।

আরও পড়ুনঃ ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস । ভালোবাসা দিবস ও ইসলাম

এই সম্পরকিতয়ার সব পোস্ট পড়তে বাংলা ব্লগ ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.