ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত । ওয়ানডে রেকর্ড স্কোর সমূহ জেনে নিন

সব ধরনের ক্রিকেটের মধ্যে ওয়ানডে ক্রিকেট অর্থাৎ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট যা ৫০ ওভারে হয়ে থাকে। ১৯৭১ সালে শুরু হয়ে এখন পর্যন্ত সকল ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত এবং দলীয় ভাবেও কোন দলের সর্বোচ্চ রান কত?

প্রিয় পাঠক, Dainikkantha এর আজকের পোস্ট “ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত এবং ওয়ানডে রেকর্ড স্কোর সমূহ সম্পর্কে বিস্তারিত” এ।

আজকের পোষ্টে আমরা ওয়ানডে ক্রিকেট এর শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত সকল দলের সর্বোচ্চ ওয়ানডে রান এবং সব দলের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত কার সে সব বিষয়ে বিস্তারিত জানবো।

ওয়ানডে ক্রিকেট এর শুরুর রেকর্ড

৫ জানুয়ারি ১৯৭১ সালে প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে মেলবোর্নে ৪০ ওভারের ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত।

ওই সময়ে ভারত এবং অস্ট্রেলিয়া দলের সাথে ৩য় টেস্ট ম্যাচ বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে যায়। যার ফলে ওই ম্যাচ দেখতে চাওয়া দর্শকদের হতাশা এবং টিকিটের টাকা নষ্ট হয়।

দর্শকদের কথা চিন্তা করা পরবর্তী দিন ৪০ ওভারের একদিনের একটি ম্যাচের আয়োজন করে।

দর্শকগণ এত খুশি হয় যে ৪০ ওভারের খেলার সম্পূর্ণ খেলা মাঠে বসে ৪৪ হাজার দর্শক খেলা দেখে।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচি (ফলাফল সহ বিস্তারিত)

আর সেই ম্যাচ থেকেই এক দিনের আন্তর্জাতিক ম্যাচের চিন্তা এবং সিদ্ধান্ত আসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

তাই অস্ট্রেলিয়া এবং ভারতের সেইদিনের ম্যাচকেই ওয়ানডে ক্রিকেটের প্রথম ম্যাচ হিসেবে ধরা হয়।

আমাদের আজকের পোষ্টে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত কোন দলের এবং সব দলের মধ্যে কোন দলের রান বেশি তা জানার জন্য।

এছাড়া ব্যক্তি ক্রিকেটার হিসেবে কার রান সবচেয়ে বেশি তা জানবো।

এছাড়াও, ওয়ানডে ইতিহাসে ইতিহাস সেরা কয়েকজন ক্রিকেটারের ওয়ানডে ক্যারিয়ারের মোট রান সংখ্যা কত সে সম্পর্কে বিস্তারিত জানবো।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান (সর্বোচ্চ ব্যক্তিগত রান)

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন ভারতের বর্তমান ব্যাটার অধিনায়ক রোহিত শর্মা।

রোহিত শর্মা তার ওয়ানডে ক্যারিয়ারে এক ম্যাচে সর্বোচ্চ ২৬৪ রান করেন।

২০১৪ সালের ১৩ নভেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে  ভারতের কলকাতায় ১৭৩ বল মোকাবেলা করে ৩৩ টি ৪ এবং ৯ টি ৬ এর মারের সাহায্যে ১৫২.৬০ স্ট্রাইক রেটে ওয়ানডে ক্রিকেটের এক ম্যাচে সর্বোচ্চ রান অর্জন করেন রোহিত শর্মা।

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ডের অন্যতম ব্যাটার মার্টিন গাপটিল। ২৩৭ রান করে অপরাজিত থেকে তিনি এই রেকর্ড অর্জন করেন।

২০১৫ সালের ২১ মার্চ ওয়েস্টইন্ডিজ এর বিপক্ষে নিজ দেশের ওয়েলিংটন ১৬৩ বল মোকাবেলা করে ২৪ টি ৪ এবং ১১ টি ৬ এর মারের সাহায্যে ১৪৫.৪০ স্ট্রাইক রেটে ২৩৭* রান করেন। ২৩৭ করে তিনি অপরাজিত ছিলেন।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ) 

এছাড়াও চলুন ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত এবং সবথেকে বেশি রান করা ৫ জন প্লেয়ারের রান এবং ডিটেইল জেনে নেওয়া যাক।

  • রোহিত শর্মা – ২৬৪ রান- শ্রীলঙ্কা এর বিরুদ্ধে – ১৩ নভেম্বর ২০১৪ সালে – কলকাতায়।
  • মার্টিন গাপটিল – ২৩৪* রান – ওয়েস্টইন্ডিজ এর বিরুদ্ধে – ২১ মার্চ ২০১৫ সালে – ওয়েলিংটন।
  • বীরেন্দ্র শেওয়াগ – ২১৯ রান – ওয়েস্টইন্ডিজ এর বিরুদ্ধে – ৮ ডিসেম্বর ২০১১ সালে – ইন্দোরে।
  • ক্রিস গেইল – ২১৫ রান – জিম্বাবুয়ে এর বিরুদ্ধে – ২৪ ফেব্রুয়ারি ২০১৫ সালে – ক্যানবেরায়।
  • ফখর জামান – ২১০* রান – জিম্বাবুয়ে এর বিরুদ্ধে – ১৬ আগস্ট ২০১৯ সালে – বুলাওয়ে।

আরও পড়ুনঃ বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান । সব ম্যাচের হিসাব (আপডেট সহ)

আপনি যদি ব্যক্তিগত রানের দিক থেকে জানতে চান যে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত তাহলে উপরের তথ্য থেকে আপনার জানতে চাওয়া তথ্য এয়ে গেছেন নিশ্চয়ই।

ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান কত

ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ৪৯৮ রান নিয়ে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড করে আছে ইংল্যান্ড ক্রিকেট টীম।

নিচে কয়েকটি দেশের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলিয় রান উল্লেখ করা হলোঃ

  • ইংল্যান্ডঃ ৪৯৮ রান – নেদারল্যান্ডসের বিপক্ষে – ১৭ জুন ২০২২ সালে।
  • ভারতঃ ৪১৮ রান – ওয়েস্টইন্ডিজের বিপক্ষে – ৮ ডিসেম্বর ২০১১ সালে।
  • বাংলাদেশঃ ৩৪৯ রান – আয়ারল্যান্ডের বিপক্ষে – ২০ মার্চ ২০২৩ সালে।
  • পাকিস্তানঃ ৩৯৯ রান – জিম্বাবুয়ের বিপক্ষে – ২০ জুলাই ২০১৮ সালে।

আশা করছি সকল দলের ওয়ানডে দলীয় সর্বোচ্চ স্কোর কত এবং কবে তা অর্জন করেছে সে সম্পর্কে জানতে পেরেছেন।

ওয়ানডে ক্রিকেটের রেকর্ড সম্পর্কে প্রশ্ন উত্তর

প্রঃ ওয়ানডে ক্রিকেট এ সর্বোচ্চ রান কত বাংলাদেশের ?

= ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৪৯ রান বাংলাদেশ দলের।

প্রঃ ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী দল কোনটি ও কত?

= ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী দল ইংল্যান্ড, সর্বোচ্চ রান ৪৯৮ রান।

প্রঃ ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান কত ?

= ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রান ৪৯৮ এবং এর কৃতিত্ব ইংল্যান্ডের।

প্রঃ ওয়ানডে ক্রিকেটে ভারতের দলীয় সর্বোচ্চ রান কত?

= ওয়ানডে ক্রিকেটে ভারতের দলীয় সর্বোচ্চ রান ৪১৮ রান।

প্রঃ ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩৪৯ কোন দেশের বিরুদ্ধে?

= ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩৪৯ আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

প্রঃ ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের দলীয় সর্বোচ্চ রান কত?

= ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের দলীয় সর্বোচ্চ রান ৩৯৯।

প্রঃ বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা কত?

= বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা ৪৬ টি।

প্রঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

= অস্ট্রেলিয়া ৫ বার, ভারত ২ বার, ওয়েস্টইন্ডিজ ২ বার, পাকিস্তান ১ বার , শ্রীলঙ্কা ১ বার এবং ইংল্যান্ড ১ বার।

প্রঃ ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান কার?

= ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান তামিম ইকবাল খানের। ৮৩১৩ রান তার ওয়ানডে ক্যারিয়ারে এবং ১৪ টি সেঞ্চুরি তিনি ওয়ানডেতে করেছেন।

ওয়ানডে ক্রিকেট নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, Dainikkantha এর আজকের পোস্ট “ওয়ানডে ক্রিকেট এ সর্বোচ্চ রান কত ।

ওয়ানডে রেকর্ড সমূহ জেনে নিন” থেকে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান কোন দলের এবং কত এই সম্পর্কিত সকল বিষয়ে জেনেছি।

আশা করছি ওয়ানডে ক্রিকেট স্কোর রেকর্ড সম্পর্কে সবকিছু জানতে পেরেছেন। এরপরেও আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

খেলাধুলা সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainikkantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান কত । ওয়ানডে রেকর্ড স্কোর সমূহ জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.