ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি বিস্তারিত জেনে নিন

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি সে সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নাই। ইউরোপ মহাদেশের মতো উন্নত মহাদেশ সম্পর্কে বিভিন্ন কারণে আমাদের জানার প্রয়োজন হয়।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি বিস্তারিত জেনে নিন” এ।

আজকের পোষ্টে আমরা ইউরোপ মহাদেশগুলোর নাম, দেশগুলোর রাজধানীর নাম সহ ইউরোপ সম্পর্কে আরও কিছু বিষয়ে জানবো।

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে, দেশগুলির আয়তন, জনসংখ্যা, এবং রাজধানীর নাম সহ সব বিষয়ে এই পোষ্টে জানতে পারবেন। চলুন ইউরোপ এবং এর দেশগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইউরোপ মহাদেশের পরিচিতি

৫০ টি দেশের সমন্বয়ে সবগুলি মহাদেশের মধ্যে আয়তনে ষষ্ঠ এবং জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ মহাদেশের অবস্থান ৩য়।

ইউরোপ মহাদেশের মোট জনসংখ্যা ৭৩, ৮৮, ৮৯, ০০০ জন এবং মহাদেশটির আয়তন মোট ১, ০৩, ৫৪, ৬৩৬ বর্গকিলোমিটার।

আরও পড়ুনঃ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ও কি কি?

প্রকৃতি গত সৌন্দর্যের দিক থেকে ইউরোপ খুব এগিয়ে। এছাড়াও ইউরোপ মহাদেশের মধ্যেই বিশ্বের সবথেকে ছোট এবং সবথেকে বড় দেশ আছে।

বিশ্বের সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি যার আয়তন ১০৯ একর এবং সবথেকে বড় দেশ রাশিয়া যার আয়তন ৬৬ লক্ষ বর্গমাইল।

আরও পড়ুনঃ বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার ?

এর মধ্যে রাশিয়া দেশটির চারিপাশে ১৬ টি দেশ এর সাথে সংযোগ রয়েছে।

এবং রাশিয়ার অনেক বড় একটি অংশ এশিয়া মহাদেশের মধ্যে থাকলেও জনবসতি ইউরোপ মহাদেশের মধ্যে থাকা অংশে।

এশিয়া এবং ইউরোপ এর মধ্যেকার দেশকে ইউরেশিয়া মহাদেশের অন্তর্গত দেশও বলা হয়। আর এশিয়া ইউরোপ এর মধ্যে মিলিত দেশের মধ্যে অন্যতম দেশ হচ্ছে রাশিয়া।

আশা করছি ইউরোপ মহাদেশ সম্পর্কে সাধারণ একটি ধারণা পেয়েছেন।

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি

এতক্ষণে আমরা জেনেছি যে, ইউরোপ মহাদেশে ৫০ টি দেশ আছে। এবং ৫০ টি দেশেরই নিজস্ব রাজধানী, মুদ্রা এবং ভাষা আছে।

এবার আমরা ইউরোপ মহাদেশের অন্তর্গত ৫০ টি দেশ, দেশগুলোর নাম, আয়তন, রাজধানী, জনসংখ্যা এবং মুদ্রার নাম জানবো।

আরও পড়ুনঃ ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম সহ বিস্তারিত জেনে নিন

দেশের নামআয়তন (কি.মি)জনসংখ্যারাজধানীমুদ্রা
রাশিয়া১৭,০৭৫,৪০০১৪২,২০০,০০০মস্কো
জার্মানি৩৫৭,০২১৮৩,২৫১,৮৫১বার্লিন
তুরস্ক৭৮৩,৫৬২৭৫,৬২৭,৩৮৪আঙ্কারা
ফ্রান্স৫৪৭,০৩০৬৩,১৮২,০০০প্যারিস
যুক্তরাজ্য২৪৪,৮২০৬১,১০০,৮৩৫লন্ডন
ইতালি৩০১,২৩০৫৯,৫৩০,৪৬৪রোম
ইউক্রেন৬০৩,৭০০৪৮,৩৯৬,৪৭০কিয়েভ
স্পেন৫০৪,৮৫১৪৭,০৫৯,৫৩৩মাদ্রিদ
পোল্যান্ড৩১২,৬৮৫৩৮,৬২৫,৪৭৮ওয়ার্সা
রোমানিয়া২৩৮,৩৯১২১,৬৯৮,১৮১বুখারেস্ট
নেদারল্যান্ডস৪১,৫২৬১৬,৯০২,১০৩আমস্টারডাম
কাজাখস্তান২,৭২৪,৯০০১৫,২১৭,৭১১আস্তানা
গ্রিস১৩১,৯৫৭১১,১২৩,০৩৪অ্যাথেন্স
বেলজিয়াম৩০,৫২৮১১,০০৭,০০০ব্রাসেল্‌স
পর্তুগাল৯১,৫৬৮১০,৪০৯,৯৯৫লিসবন
চেক প্রজাতন্ত্র৭৮,৮৬৬১০,২৫৬,৭৬০প্রাগ
হাঙ্গেরি৯৩,০৩০১০,০৭৫,০৩৪বুদাপেস্ট
বেলারুশ২০৭,৫৬০৯,৪৫৮,০০০মিন্‌স্ক
আজারবাইজান৮৬,৬০০৯,১৬৫,০০০বাকু
সুইডেন৪৪৯,৯৬৪৯,০৯০,১১৩স্টকহোম
অস্ট্রিয়া৮৩,৮৫৮৮,১৬৯,৯২৯ভিয়েনা
বুলগেরিয়া১১০,৯১০৭,৬২১,৩৩৭সফিয়া
সুইজারল্যান্ড৪১,২৯০৭,৫০৭,০০০বের্ন
সার্বিয়া৮৮,৩৬১৭,১২০,৬৬৬বেলগ্রেড
ডেনমার্ক৪৩,০৯৪৫,৫৬৪,২১৯কোপেনহেগেন
স্লোভাকিয়া৪৮,৮৪৫৫,৪২২,৩৬৬ব্রাতিস্লাভা
ফিনল্যান্ড৩৩৬,৫৯৩৫,১৫৭,৫৩৭হেলসিঙ্কি
নরওয়ে৩৮৫,১৭৮৫,০১৮,৮৩৬অসলো
জর্জিয়া৬৯,৭০০৪,৬৬১,৪৭৩তিবি‌লিসি
ক্রোয়েশিয়া৫৬,৫৪২৪,৪৩৭,৪৬০জাগরেব
মলদোভা৩৩,৮৪৩৪,৪৩৪,৫৪৭কিশিনেভ
আয়ারল্যান্ড৭০,২৮০৪,২৩৪,৯২৫ডাবলিন
বসনিয়া ও হার্জেগোভিনা৫১,১২৯৩,৮৪৩,১২৬সারায়েভো
আর্মেনিয়া২৯,৮০০৩,২২৯,৯০০ইয়েরেভান
লিথুয়ানিয়া৬৫,২০০২,৯৮৮,৪০০ভিলনিউস
আলবেনিয়া২৮,৭৪৮২,৮৩১,৭৪১তিরানা
লাতভিয়া৬৪,৫৮৯২,০৬৭,৯০০রিগা
ম্যাসেডোনিয়া২৫,৭১৩২,০৫৪,৮০০স্কপইয়ে
স্লোভেনিয়া২০,২৭৩২,০৫০,১৮৯লিউব্লিয়ানা
ইস্তোনিয়া৪৫,২২৬১,৩৪০,১৯৪তাল্লিন
সাইপ্রাস৯,২৫১৭৮৮,৪৫৭নিকোসিয়া
মন্টিনিগ্রো১৩,৮১২৬১৬,২৫৮পোডগোরিকা
লুক্সেমবুর্গ২,৫৮৬৪৪৮,৫৬৯লুক্সেমবুর্গ
মাল্টা৩১৬৩৯৭,৪৯৯ভাল্লেত্তা
আইসল্যান্ড১০৩,০০০৩০৭,২৬১রেইকিয়াভিক
অ্যান্ডোরা৪৬৮৬৮,৪০৩আন্দরা লা ভেলিয়া
লিশটেনস্টাইন১৬০৩২,৮৪২ফাডুৎস
মোনাকো১.৯৫৩১,৯৮৭মোনাকো
সান মারিনো৬১২৭,৭৩০সান মারিনো
ভ্যাটিকান সিটি০.৪৪৯০০ভ্যাটিকান সিটি
ইউরোপ মহাদেশের দেশগুলির নাম, রাজধানী, আয়তন, জনসংখ্যা এবং মুদ্রার নাম

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে

প্রিয় পাঠক, এতক্ষণে উপরের চার্ট থেকে নিশ্চয়ই ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা জেনেছেন।

তবে, এই ৫০ টি দেশ ছাড়াও ইউরোপ মহাদেশে আরও ১২ টি দেশ আছে। তবে এই দেশ ১২ টির আয়তন অতি ক্ষুদ্র।

এছাড়া এই ১২ টি দেশের আলাদা রাজধানী, আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি থাকলেও মূল দেশ হিসেবে এখন পর্যন্ত ৫০ টি দেশকেই ধরা হয়।

কখনো যদি ইউরোপ থেকে এই ১২ টি দেশকে মূল দেশ হিসেবে ঘোষণা করা হয় এখানে আপডেট করে জানিয়ে দেওয়া হবে।

এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ইউরোপ মহাদেশে কয়তি দেশ আছে এবং কি কি দেশ আছে।

এছাড়াও জেনেছেন ইউরোপ মহাদেশের সব দেশের রাজধানীর নাম, আয়তন এবং জনসংখ্যা কত।

ইউরোপ মহাদেশের দেশ সম্পর্কিত FAQ

ইউরোপ মহাদেশের দেশগুলোর নাম কি?

Youropeমহাদেশে প্রধানত ৫০ টি দেশ আছে। ৫০ টি দেশের নাম, রাজধানী, আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে এই পোষ্টে দেওয়া আছে।

ইউরোপের দেশ কয়টি?

ইউরোপ এর দেশ প্রধানত ৫০ টি। এছাড়াও ১২ টি দেশ আছে। তবে এই ১২ টি দেশের আয়তন অনেক কম হওয়ায় সেভাবে প্রকাশিত না।

ইউরোপে মুসলিম দেশ কয়টি ?

ইউরোপে মুসলিম দেশ কয়টি ও কি কি তা আমাদের পূর্ববর্তী একটি পোষ্টে উল্লেখিত আছে। সেখান থেকে দেখে নিন।

ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকায় কয়টি দেশ আছে?

ইউরোপের ২৭ টি দেশ নিয়ে গঠিত নন সেনজেন ভুক্ত অঞ্চল।

সেনজেন ভুক্ত দেশের তালিকা এবং বিস্তারিত জানতে নিচের লিংকটি ভিজিট করুন।

আরও পড়ুনঃ ইউরোপের সেনজেন দেশের তালিকা । ইউরোপের ২৭ টি দেশের নাম

ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা জেনেছি। এছাড়াও ইউরোপ মহাদেশ সম্পর্কে অনেক তথ্য জেনেছি।

আশা করছি আজকের পোস্ট থেকে ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি, দেশগুলোর নাম, রাজধানী, আয়তন, জনসংখ্যা এবং মুদ্রার নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

সকল মহাদেশ সহ অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে International Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি বিস্তারিত জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.