আইডি কার্ড দিয়ে সিম চেক । nid দিয়ে সিম চেক করার নিয়ম জেনে নিন

আপনার NID কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তা জেনে রাখা জরুরি। এবং সিম রেজিস্ট্রেশন কিভাবে বাতিল করা যায় তাও জানা জরুরি। তাই এ বিষয়ে আজ বিস্তারিত জানবো।

বর্তমান সময়ে সিম রেজিস্ট্রেশন জন্য nid কার্ডের দরকার হয়। কিন্তু অনেক সময় দেখা যায়, আপনার অসাবধানতার সুযোগে অসাধু ব্যবসায়ীরা আপনার nid থেকে আপনার অজানতেই সিম রেজিস্ট্রেশন করে রাখে। যা পরবর্তীতে বিক্রি করে দেয় অন্যের কাছে।

এমন একটি সিম থেকে এমন একটি অপরাধ করা হয়েছে যা আপনার নামে রেজিস্ট্রেশন থাকলেও আপনি তা জানেনই না। তাই বিভিন্ন অপরাধ মুলক কর্মকাণ্ড থেকে নিজেকে সেভ রাখতে এই বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। চলুন, জেনে নেওয়া যাক NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে, অর্থাৎ আইডি কার্ড দিয়ে সিম চেক সম্পর্কে বিস্তারিত।

কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে আপনার nid দিয়ে ? সিম রেজিস্ট্রেশন যাচাই

এজন্য আপনার নিজের একটি সচল সিম থেকে ডায়াল করতে হবে *16001# এই কোডটি। রিপলেতে আপনার nid কার্ডের শেষ ৪ টি সংখ্যা বসাবেন। কিছুক্ষণের মধ্যে একটি এসএমএস এর মাধ্যমে আপনাকে সকল তথ্য দিয়ে দেওয়া হবে। 

বিকল্প আরও একভাবে করতে পারেন কাজটি। ডায়াল করবেন *16001* nid card last 4 digit # । এভাবে একবারেই সকল তথ্য পেয়ে যাবেন। যেখানে দেওয়া থাকবে কোন কোন সিমটি আপনার nid দিয়ে রেজিস্ট্রেশন করা।

আরও পড়ুনঃ জিডি করার নিয়ম

আপনার nid দিয়ে কেনা সিমের নিরাপত্তা জনিত কারণে সকল নাম্বারগুলোর মাঝের কয়েকটি নাম্বার গোপন রাখা হবে। তবে আপনি প্রথম এবং শেষ নাম্বার দেখলেই বুঝতে পারবেন।

Nid দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন আছে তা দেখার জন্য আরও কয়েকটি উপায় নিচে জেনে নেওয়া যাক। 

আইডি কার্ড দিয়ে সিম চেক পদ্ধতি । কতটি সিম রেজিস্ট্রেশন আছে আপনার নামে?

গ্রামীণফোন সিমের ক্ষেত্রেঃ মেসেজ অপশনে গিয়ে REG লেখার পর nid কার্ডের ১৭ দিজিত লিখে পাথিয়ে দিন 4949 নাম্বারে। 

বাংলালিংক সিমের ক্ষেত্রেঃ *16001# ডায়াল করে জেনে নিতে পারবেন।ব্যবহার করতে হবে আপনার nid নাম্বার।

রবি সিমের ক্ষেত্রেঃ রবি সিমের ক্ষেত্রেও *16001# ডায়াল করে nid number ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করে নিতে পারেন।

টেলিটক সিমের ক্ষেত্রেঃ info লিখে সেন্ড করতে হবে ১৬০০ নাম্বারে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এটি করতে হবে।

এয়ারটেল সিমের ক্ষেত্রেঃ  *16001# ডায়াল করে nid ব্যবহার করে নিতে পারবেন আইডি কার্ড দিয়ে সিম চেক।

আরও পড়ুনঃ ই-সিম কিভাবে ক্রয় করতে হবে ও ই-সিম ব্যবহার করার নিয়ম

সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম । nid দিয়ে সিম চেক

যেকোনো সিম বন্ধ করার জন্য আপনাকে আগে জানতে হবে সিমটি আপনার nid দিয়ে রেজিস্ট্রেশন করা কি না।

যদি আপনার nid দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার সিমটি আপনি নিজেই বন্ধ করতে পারেন।

এবার চলুন জেনে নেওয়া যাক নিবন্ধিত সিম বন্ধ করার সকল নিয়ম সমূহ।

আরও পড়ুনঃ অনলাইনে মাতৃত্বকালীন ভাতা কিভাবে পাওয়া যায়

সিম বন্ধ করার জন্য আপনাকে কাস্টমার কেয়ারে কথা বলতে হবে। কাস্টমার কেয়ারের হেল্প লাইনে কথা বলার জন্য আপনাকে আপনার সিমটি যে অপারেটরের সেই অপারেটরের কাস্টমার কেয়ারের হেল্পলাইনে কল করতে হবে। 

এরপর একজন প্রতিনিধির সাথে কথা বলতে হবে। তার কাছে আপনার সিম বন্ধ করার জন্য সঠিক কারণ উল্লেখ করতে হবে।

আরও পড়ুনঃ নতুন ভোটার আইডি কার্ড করার নিয়ম

এরপর ভেরিফিকেশনের জন্য আপনার নাম, পিতা মাতার নাম, ভোটার আইডি নাম্বার, ব্যালেন্স, সর্বশেষ রিচার্জের পরিমাণ জানতে চাবে। এর প্রত্যেকটির সঠিক উত্তর আপনাকে দিতে হবে। মূলত সিমটির মালিক আপনি নিজেই কি না এজন্য এসকল তথ্য আপনার কাছে জানতে চাওয়া হয়। 

এবার আপনার দেওয়া তথ্য সঠিক হলে কাস্টমার প্রতিনিধি আপনার সিমটির রেজিস্ট্রেশন বাতিল করে দিবেন। এছাড়াও  আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ারে স্ব শরীরে গিয়ে আপনার সমস্যার কথা উল্লেখ করলে তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজটি করে দিবেন।

আপনি জানেন না আপনার সিমটি কার nid দিয়ে নিবন্ধিত ?

এক্ষেত্রে প্রথমে পরিবার বা খুব কাছে মানুষের nid number দিয়ে চেক করতে পারেন। nid number না মিললে ওই সিম অপারেটরের নিকটতম কাস্টমার কেয়ারে স্ব শরীরে যোগাযোগ করুন। সমস্যার কথা উল্লেখ করুন। তারা সঠিক পদক্ষেপ নিবেন।

আইডি কার্ড দিয়ে সিম চেক সম্পর্কিত FAQS

কিভাবে আইডি কার্ড দিয়ে সিম চেক করা যায়?

*16001# কোডটি ডায়াল করে চেক করা যায়। একেক সিমের জন্য একেক নিয়ম। তাই বিস্তারিত জানতে উপরের সম্পূর্ণ পোস্টটি মন দিয়ে পড়ুন।

সিম বন্ধ করার উপায় কি?

যে সিম বন্ধ করবেন সেই সিম আপনার nid কার্ড দিয়ে রেজিস্ট্রেশন হতে হবে।

এরপর ওই সিম অপারেটরের কাস্টমার কেয়ারে কল করে সঠিক তথ্য দিতে হবে। যেসকল তথ্য জানতে চাবে সব বলতে হবে।

এরপর কাস্টমার প্রতিনিধি সিমটি বন্ধ করে দিবেন।

আসলেই কি আইডি কার্ড দিয়ে সিম চেক করা যায়।

অবশ্যই হ্যাঁ। যায়। তবে সঠিক উপায় জানতে হবে। সঠিক উপায় জানতে উপরের সম্পূর্ণ লেখাটি পড়ুন।

NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সে বিষয়ে সর্বশেষ

আজকে আমরা জানতে পেরেছি আইডি কার্ড দিয়ে সিম চেক । আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সে বিষয়ে বিস্তারিত।

জানতে পেরেছি কিভাবে সিম বন্ধ করতে হয়।

আরও পড়ুনঃ মোবাইল ব্যাংকিং কি ? সুবিধা অসুবিধা সমূহ

আশা করছি সম্পূর্ণ লেখাটি পড়ার পড়ে এই বিষয়ে আর কোনো অজানা কিছু থাকবে না।

তারপরেও যেকোনো তথ্য জানতে পোষ্টের নিচে কমেন্ট করুন।

খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রতিনিধি আপনার কমেন্টের উত্তর দিবেন।

আরও পড়ুনঃ কিস্তিতে মোবাইল কেনার উপায়

সব বিষয়ে নিয়মিত আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ব্লগের ফেসবুক পেজে

3 thoughts on “আইডি কার্ড দিয়ে সিম চেক । nid দিয়ে সিম চেক করার নিয়ম জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.