Last Updated on 8 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “হজের নিয়ত আরবি ও বাংলা” এ। হজের নিয়ত আরবি এবং বাংলায় করা যাবে। হজের নিয়ত প্রত্যেক মুসলমানের জানা অত্যন্ত জরুরি।
সামর্থ্য থাকা সাপেক্ষে প্রত্যেক মুসলমানের জীবনে একবার হজ করা ফরজ। অর্থাৎ হজ করতেই হবে যদি আর্থিক সামর্থ্য থাকে।
আমরা আমাদের পূর্ববর্তী পোস্টে জেনেছি যে, একমাত্র হজ এবং উমরাহ্ হজের ক্ষেত্রে নিয়ত করতে হয়। মানে মুখে উচ্চারণ করে হজের নিয়ত করতে হয়।
আরও পড়ুনঃ ২০২৩ সালের কুরবানির ঈদ কত তারিখে । ঈদুল আযহা ২০২৩ কত তারিখে ?
এছাড়া কোন নামাজ বা কথাও মুখে উচ্চারণ করে নিয়ত করার প্রয়োজন হয় না।
হজের তিনটি ফরজের মধ্যে সর্ব প্রথম ফরজ ইবাদত হচ্ছে হজের নিয়ত মুখে উচ্চারণ করে আদায় করা।
তাই হজের নিয়ত করা হোক তা বাংলা বা আরবিতে একান্ত জরুরি। হজের নিয়ত না করলে হজ আদায় সঠিক হবে না।
আরও পড়ুনঃ সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ
আজকের পোষ্টে আমরা হজের নিয়ত আরবিতে এবং হজের নিয়ত বাংলায় জানবো। জানবো হজ করার সময় কখন নিয়ত করতে হয়। হজ করার শুরুতে নিয়ত করা জরুরি কি না।
এছাড়াও হজ এবং হজের নিয়ত সম্পর্কিত খুঁটিনাটি সব বিষয়ে জানবো।
তাহলে চলুন হজের নিয়ত আরবি ও বাংলা পোস্ট থেকে হজ্জের নিয়ত সংক্রান্ত সকল বিষয়ে জেনে নেওয়া যাক।
হজের নিয়ত আরবি এবং বাংলায়
প্রিয় পাঠক, যে সব মুসলমান হজ করতে যান সে সব মুসলমানদের মধ্যে অনেকের মনে প্রশ্ন থাকে যে, হজের নিয়ত আরবিতেই করতে হবে কি না। বা বাংলাতে হজের নিয়ত করা যাবে কি না?
এর উত্তর হচ্ছে, হজের নিয়ত আরবি ও বাংলা উভয় ভাষায় করা যাবে। আপনি চাইলে ইংরেজি কিংবা অন্যান্য ভাষায়ও হজের নিয়ত করতে পারেন। কোন ভাষায় নিয়ত করা হচ্ছে সেতে মুখ্য বিষয় না।
আরও পড়ুনঃ শুক্রবারে আসরের পরের আমল । আসরের পরের বিশেষ আমল জেনে নিন
তাহলে চলুন হজের নিয়ত আরবি ও বাংলা উভয় ভাষায় দেখে নেওয়া যাক।
আরবিতে হজের নিয়তঃ اَللَّهُمَّ اِنِّي. اُرِيْدُ الْحَخَّ فَيَسِّرْهُ لِيْ. وَ تَقَبَّلْهُ مِنِّي
আরবি হজের নিয়তের বাংলা উচ্চারণঃ “আল্লাহুম্মা ইন্নি উরি-দুল হাজ্জা ফাইয়াস সিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি”।
হজের নিয়ত বাংলায়ঃ হে আল্লাহ, আমি হজের ইচ্ছা প্রকাশ করছি; আপনি আমার জন্য হজকে সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে হজকে কবুল ও মঞ্জুর করে নিন।
আরও পড়ুনঃ হজের নিয়ম কানুন । শুরু থেকে শেষ পর্যন্ত হজ্জ করার নিয়ম জেনে নিন
উপরে উল্লেখিত দোয়াটি হচ্ছে হজের নিয়ত আরবি ও বাংলাতে হজের নিয়ত করার দোয়া। এই দোয়া পরে আপনি হজের নিয়ত করবেন।
হজের নিয়ত করার সঠিক সময় হচ্ছে ৮ জিলহজ হজ শুরুর দিন সকালে। গোসলের মাধ্যমে পাক পবিত্র হয়ে হজের নিয়ত করতে হবে।
আশা করছি হজ পালনের ক্ষেত্রে হজের নিয়ত কততা গুরুত্বপূর্ণ এবং কোন দোয়া পরে হজের নিয়ত করতে হবে এবং হজ শুরুর কোন সময়ে হজের নিয়ত আদায় করতে হবে তা জেনেছেন।
এবার আমরা হজ সম্পর্কিত বিস্তারিত সকল বিষয়ে জানবো। জানবো হজের নিয়ত নিয়ে অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর।
হজের নিয়ত সম্পর্কিত প্রশ্ন উত্তর
অবশ্যই। একমাত্র হজের সময়েই নিয়ত মুখে উচ্চারণ করে আদায় করতে হয়।
এবং হজের তিনটি ফরজের মধ্যে হজের নিয়ত হচ্ছে প্রথম এবং অন্যতম ফরজ। তাই বলা যায় যে হজের নিয়ত ছাড়া হজ সম্পন্ন হয় না।
আরবি জিলহজ মাসের ৮ তারিখ থেকে শুরু করে ১২ বা ১৩ জিলহজ পর্যন্তও হজ পালন কয়ে থাকে।
প্রত্যেক বছর আরবি জিলহজ মাসের ৮ তারিখ থেকে শুরু করে ১২ বা ১৩ জিলহজ পর্যন্ত হজ কার্যক্রম চলে।
সেই হিসাবে হজ পালিত হয় বছরে ৫ থেকে ৬ দিন ধরে।
হজের ফরজ তিনটি। এই তিনটি হজের যে কোন একটি ফরজ ছুটে গেলে হজ আদায় সম্পন্ন হবে নাহ।
অবশ্যই বাংলায় হজের নিয়ত করা যাবে। আরবিতে করলে ভালো। তবে বাংলাতেও কোন সমস্যা নেই।
হজের নিয়ত সম্পর্কিত সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা হজের নিয়ত আরবি ও বাংলা দেখেছি। জেনেছি হজের নিয়ত আরবি ও বাংলা -য়।
আশা করছি সকল মুসলমানরা হজের নিয়ত সম্পর্কে জেনেছেন। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
হজ এবং ইসলাম সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে ইসলাম ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।
2 thoughts on “হজের নিয়ত আরবি ও বাংলা । Hajj Niyat Arabic and Bengali”